Brain massage 002

Brain massage 002 ❤️Welcome to my page❤️

10/05/2025

"You are not alone brother"
"❤️Your Bike is with you❤️

আপনি কি পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন যে সফল হতে চাই না। কেউ মুখে স্বীকার করুক আর না করুক মনে মনে সবাই চাই সফল হতে।আ...
27/07/2023

আপনি কি পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন যে সফল হতে চাই না। কেউ মুখে স্বীকার করুক আর না করুক মনে মনে সবাই চাই সফল হতে।

আজ আমি আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো তা হলো সফল লোকদের প্রতিদিনের রুটিন।

আমরা একটি কথার সাথে অনেকেই পরিচিত আপনি যতো টুকু পেইন নিবেন আপনি ততোটুকুই গেইন করবেন এক কথায় No pain No gain. তাহলে কি সারাজীবন আমাদের পেইন সহ্য করতে হবে সাকসেসফুল হওয়ার জন্য? না আমাদের সারাজীবন পেইন নেওয়া লাগবে না সফল হওয়ার জন্য।

শুধু আমাদের একটি বিষয়ের প্রতি মনোযোগ ও সিরিয়াস হতে হবে সেটা হলো সময়। Time is money কথাটির গুরুত্ব উপলব্ধি করতে হবে।

একজন সফল মানুষের প্রতিদিনের কাজকর্ম ও চিন্তা ঠিক এমন হওয়া উচিত -

প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আপনি আগামীকাল কি কি করবেন সেটা লিখে ফেলা।

প্রতিটা কাজ নির্দিষ্ট সময়ে শুরু করা এবং সেখানে কোনো অজুহাত না রাখা। কাজের মাঝে মাঝে একটু কোয়ালিটি ব্রেক নেওয়া তারপর আবার ফুল এনার্জির সাথে কাজে মন দেওয়া। দিন শেষে রাতে গিয়ে একবার লিখে রাখা কাগজটি বের করে দেখা, যে আপনি নিজেকে দেওয়া কমিটমেন্ট রাখতে পেরেছেন কি না,যেই যেই কাজ গুলো আপনি সঠিক সময়ে করতে পেরেছেন সেখানে টিক দেন। যদি আপনি নিজেকে দেওয়া কমিটমেন্ট রাখতে সফল হোন তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করবেন।

আমরা যেই কাজ করি না কেনো তার উদ্দেশ্য টা নিজের কাছে ক্লিয়ার করা,

এই জন্য আমাদের লক্ষ্য নির্ধারণ করে এগোতে হবে, যেটা প্রতিটি সাকসেসফুল মানুষ করে থাকে।
তবেই সাকসেস নিজ দায়িত্বে আমাদের কাছে ধরা দিবে।




✅নিজেকে পরিবর্তন করার জন্য ১০ টি গুরুত্বপূর্ণ বিষয়। ১।"আমি পারবো না"-> আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পার...
25/07/2023

✅নিজেকে পরিবর্তন করার জন্য ১০ টি গুরুত্বপূর্ণ বিষয়।

১।"আমি পারবো না"-> আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না?

২।"আমার দ্বারা সম্ভব নয়"-> কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা আর সম্ভব নয়?

৩।"সব শেষ হয়ে গেছে"-> আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলছেন?

৪।"অনেক সময় চলে গেছে"-> কোন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে?

৫।"আমার কেউ সাহায্যকারী নেই"-> সবাই নিজেকে নিয়েই ব্যস্ত,কার এত সময় আছে যিনি আপনাকে সাহায্য করবে.....?

৬।"আমি অনেক কষ্টে আছি"-> একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি আরামের ভেতর থেকে সফল হয়েছি!

৭।"অনেক টাকার দরকার"-> টাকা হাতে নিয়ে জন্মগ্রহণ করেছে এমন একজনের নাম বলুন ! নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়- পরের টাকায় সাহায্য হতে পারে,কিন্তু বড় হওয়া যায় না!

৮।"আমি দেখতে খারাপ"-> ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না- এমন নিশ্চয়তা কোথায় পেলেন?

৯।"আমার কপাল টাই খারাপ"-> কোন আয়নায় দেখেছেন? সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন?

১০। "আমি হতাশায় ভুগছি"->হতাশা থেকে কতবার বেরোতে মরিয়া চেষ্টা করেছেন.....?

নিজের হাতেই নিজেকে গড়েছেন এখন আবার নিজেকেই বলছেন "কেন এমন হল !"

কেন আপনার মনের মতো করে সব কিছু হয়নি তা কি কখনও ভেবেছেন....? নিজের মনের ভিতরে এক নিষ্ঠ ভাবে আত্ম মন্থন , আত্ম সমোলোচনা করেছেন...? যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন "নিজের হাতেই নিজেকেই আবার গড়তে হবে- নতুন করে- নতুন ভাবে জেগে উঠতে হবে, আর সময়ের অপচয় করা যাবেনা এই পৃথিবীতে নিজের কি অবদান রেখে যাবেন।

তাহলে আবার শুরু থেকেই প্রারম্ভ করুন।
বিগত দিনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে !!!

চলুন, শুরু করা যাক, নতুনভাবে পথচলা🤝✊





#ফ্রিল্যান্সিং
#ডিজিটাল_মার্কেটিং

আমার কি মনে হয় জানেন??  ফ্রিল্যান্সিং করার জন্য স্বপ্ন থাকা জরুরি। যাদের স্বপ্ন পূরন করতেই হবে তাদের জন্যই ফ্রিল্যান্সিং...
20/07/2023

আমার কি মনে হয় জানেন??
ফ্রিল্যান্সিং করার জন্য স্বপ্ন থাকা জরুরি। যাদের স্বপ্ন পূরন করতেই হবে তাদের জন্যই ফ্রিল্যান্সিং।।।

ফ্রিল্যান্সিং ও এমন একটি সেক্টর, যেখান থেকে আপনি আপনার লাইফ টাকে সাফল্যে নিতে পারেন,৷
নিজেকে ধারালো ছুরি মতো তৈরি করুন যেনো সব বাঁধা কেটে, আপনি আপনার সব স্বপ্ন বাস্তবতায় পূরণ করতে পারেন।
এই দুনিয়ায় কঠিন পরিশ্রম ও ধৈর্য ধারন করে নিজের ক্যারিয়ার নিজেকে তৈরি করতে হবে। তাই একটি পদক্ষেপী পারে আপনার জীবনের মোর ঘুরাইতে,,,,,

যদি কোন ভাই বোন ফ্রিল্যান্সিং, সম্পর্কে জানতে ও করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন । নিজের অভিজ্ঞতা থেকে সব সময় পাশে থাকব ইনশাআল্লাহ 🤝👈👈

পৃথিবীতে income  দুই ধরনের হয়। ✌️* ➡️  Active income** ➡️ passive income*👌 active income* হচ্ছে কাজ করলে টাকা, আর কাজ না...
18/07/2023

পৃথিবীতে income দুই ধরনের হয়। ✌️

* ➡️ Active income*
* ➡️ passive income*

👌 active income* হচ্ছে কাজ করলে টাকা, আর কাজ না করলে টাকা নেই। তাহলে আপনি যতক্ষন কাজ করতে পারবেন, যতক্ষন সময় শ্রম দেবেন ততক্ষণ আপনার আয় আসবে। আপনি অসুস্থ, আপনি কাজ করতে পারছেন না, আপনার আয় শুণ্য।

আর অন্যদিকে....

👌 passive income হচ্ছে কাজ না করলেও আয় আসবে। দেখুন তাহলে তা কিভাবে?

তা হলো যেমন, আপনি যদি একটা বাড়ি তৈরি করেন আর সেখান থেকে আপনি অক্ষম অবস্থায়ও আয় পাবেন এবং আপনার ছেলে-মেয়ে বা তাদের পরবর্তী জেনারেশনও তা ভোগ করতে পারবে। কারন বাড়িটা একবার তৈরি করা লাগে আর সেখান থেকে বার বার আয় আসতে থাকে।

★জীবনে Active income করে করে তো পরিবার আর নিজের আনন্দ পুর্তিতে শেষ করে দিয়েছেন। passive income এর জন্য কি কোন রাস্তা তৈরী করেছেন? ভবিষ্যৎ বা পরবর্তী জেনারেশন এর জন্য??

★ আপনি যদি আপনার জীবনের বাড়তি আয়ের উৎস তৈরি করতে পারেন নাই এখনো? কোন সুযোগ কি আসে নাই আপনার জীবনে? তবে আমি বলি ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার জীবনের সেই লক্ষ্য পূরণের সহায়ক।

ফ্রিল্যান্সিং কোর্স করতে চাইলে ইনবক্স করুন।

.🎉একটি হাই-ডিমান্ড ও জনপ্রিয় স্কিল দিয়ে আইটি ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন ?🌸তাহলে, ডিজিটাল মার্কেটিং কোর্সটি আপনার জন্য !...
17/07/2023

.🎉একটি হাই-ডিমান্ড ও জনপ্রিয় স্কিল দিয়ে আইটি ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন ?

🌸তাহলে, ডিজিটাল মার্কেটিং কোর্সটি আপনার জন্য !!!

❓ ডিজিটাল মার্কেটিং মূলত কি চলুন জেনে আসি...

🎯 ডিজিটাল ডিভাইস এবং প্রযুক্তি (মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি) ব্যবহার করে কোন পণ্য বা সার্ভিসের প্রচারণা করাই হলো ডিজিটাল মার্কেটিং (Digital marketing). যেটাকে অনলাইন মার্কেটিং ও বলা হয়। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে ডিজিটাল মার্কেটিং এর প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে কেননা এখন বেশির ভাগ মানুষই অনলাইন মুখী হয়ে গিয়েছে।

✅ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন পদ্ধতি ও প্রকার রয়েছে এবং সেগুলো হলোঃ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ।

🎯 আপনি যদি ব্যবসার প্রসার ঘটাতে চান অথবা সফল ক্যারিয়ার গড়তে চান তাহলে ডিজিটাল মার্কেটিং কোর্সটি আপনার জন্য।
বর্তমান সময়ে ৮৬% কোম্পানি তাদের মার্কেটিং এর জন্য ডিজিটাল পদ্ধতিকেই বেছে নিয়েছে এবং বিশ্বে সেরা একশটা চাকরির মধ্যে ডিজিটাল মার্কেটিং ৩১ তম পাশাপাশি ডিজিটাল মার্কেটার এর বেকারত্বের হার মাত্র ১.৮% যা নেই বললেই চলে। তাই বলা যায় ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং খুবই ভালো এবং জনপ্রিয়।





.🎉একটি হাই-ডিমান্ড ও জনপ্রিয় স্কিল দিয়ে আইটি ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন ?🌸তাহলে, ডিজিটাল মার্কেটিং কোর্সটি আপনার জন্য !...
17/07/2023

.🎉একটি হাই-ডিমান্ড ও জনপ্রিয় স্কিল দিয়ে আইটি ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন ?

🌸তাহলে, ডিজিটাল মার্কেটিং কোর্সটি আপনার জন্য !!!

❓ ডিজিটাল মার্কেটিং মূলত কি চলুন জেনে আসি...

🎯 ডিজিটাল ডিভাইস এবং প্রযুক্তি (মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি) ব্যবহার করে কোন পণ্য বা সার্ভিসের প্রচারণা করাই হলো ডিজিটাল মার্কেটিং (Digital marketing). যেটাকে অনলাইন মার্কেটিং ও বলা হয়। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে ডিজিটাল মার্কেটিং এর প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে কেননা এখন বেশির ভাগ মানুষই অনলাইন মুখী হয়ে গিয়েছে।

✅ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন পদ্ধতি ও প্রকার রয়েছে এবং সেগুলো হলোঃ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ।

🎯 আপনি যদি ব্যবসার প্রসার ঘটাতে চান অথবা সফল ক্যারিয়ার গড়তে চান তাহলে ডিজিটাল মার্কেটিং কোর্সটি আপনার জন্য।
বর্তমান সময়ে ৮৬% কোম্পানি তাদের মার্কেটিং এর জন্য ডিজিটাল পদ্ধতিকেই বেছে নিয়েছে এবং বিশ্বে সেরা একশটা চাকরির মধ্যে ডিজিটাল মার্কেটিং ৩১ তম পাশাপাশি ডিজিটাল মার্কেটার এর বেকারত্বের হার মাত্র ১.৮% যা নেই বললেই চলে। তাই বলা যায় ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং খুবই ভালো এবং জনপ্রিয়।



একটা  স্কিল দিয়ে  অনেক উপায় আপনি আয় করতে পারবেন  ➡️ SEO  তে ক্যারিয়ার ।  এসইও শিখে আয় করার উপায়  🤩 ১)  আপনি অনলাইন ব্যাব...
16/07/2023

একটা স্কিল দিয়ে অনেক উপায় আপনি আয় করতে পারবেন
➡️ SEO তে ক্যারিয়ার । এসইও শিখে আয় করার উপায় 🤩
১) আপনি অনলাইন ব্যাবসা করতে পারবেন।
২) এসইও শিখে আপনি ব্লগিং করতে পারবেন।
৩) অনলাইন মার্কেটপ্লেস যেমন - ফাইবার. আপওয়ার্ক. ফ্রিল্যান্স ডট কম এই গুলোতে কাজ করতে পারবেন।
৪) কোন লোকাল কোম্পানিতে জব করতে পারবেন।
৫) ইন্টারন্যাশনাল রিমোট জব করতে পারবেন।
৬) এপিলিয়েট মার্কেটিং করতে পারবেন।
৭) কোন অ্যাপস এর এসইও সেবা দিতে পরবেন।

➡️ Very recently start Digital marketing & SEO new batch 🥰

Address

Khaja Road, Aminer Dokan
Chittagong
1212

Telephone

+8801863344723

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brain massage 002 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brain massage 002:

Share