04/12/2025
বছরের পর বছর ধরে পৃথিবী শুকিয়ে যাচ্ছে। চারদিকে ফেটে যাওয়া মাটি, বৃষ্টি নেই, সবুজ নেই, আশা নেই। মানুষ আতঙ্কে আছে—কিয়ামতের লক্ষণগুলো যেন সামনে এসে দাঁড়িয়েছে।
এই কঠিন সময়েই এক যুবক, নাম তার হাশিম।
চোখে ভয়, বুকের ভেতর অশান্ত আগুন—মানুষের দুর্দশা দেখে সে অসহায় বোধ করে।
একদিন সে শুনল প্রিয় নবী ﷺ–এর একটি হাদিস:
“যদি কিয়ামত এসে যায়, আর তোমার হাতে একটি চারাগাছ থাকে — তবে সেটিও রোপণ করে দাও।”
হাশিমের হৃদয়ে কথাটি বজ্রপাতের মতো লাগে।
সে ভাবল—
“যখন সব শেষ হয়ে যাচ্ছে, তখনও নেক আমল বন্ধ করা যাবে না!”
পরদিন ভোরে সে শুকনো বিরান ভূমির এক কোণে দাঁড়াল।
চারদিকে মরুভূমির মতো পুড়ে যাওয়া জমি।
কিন্তু তার হাতে একটি ছোট চারাগাছ।
মানুষ তাকে দেখে হাসল, উপহাস করল—
“এই মরা জমিতে গাছ লাগিয়ে কী লাভ?”
“দুনিয়া শেষ হয়ে যাচ্ছে, আর তুমি গাছ লাগাচ্ছো?”
হাশিম কিছুই বলল না।
সে শুধু চারাগাছটি মাটিতে পুঁতে দিল।
হৃদয়ে একটাই বিশ্বাস—
“যে আমল আল্লাহর জন্য, তা কখনো বৃথা যায় না।”
দিন যায়, মাস যায়…
একদিন সেই জায়গায় হাশিম দেখতে পেল—
চারাগাছটি দাঁড়িয়ে আছে সবুজ হয়ে!
চারপাশের শুকনো জমির বুকে এটি যেন আল্লাহর রহমতের প্রতীক।
মানুষ অবাক হয়ে বলল—
“এ কীভাবে সম্ভব?”
হাশিম বলল—
“আল্লাহ চাইলেই মরুভূমিতেও জীবন সৃষ্টি হয়। আমাদের কাজ শুধু চেষ্টা করা।”
তার গাছটি দেখে আরও মানুষ গাছ লাগাতে শুরু করল।
আশা ফিরে এলো।
মানুষ বুঝতে পারল—
কিয়ামত আসছে কিনা সেটা আল্লাহ জানেন,
কিন্তু আমল করা —
এটা মানুষের দায়িত্ব।