মুক্তির পথ

মুক্তির পথ follow,like , shears

বছরের পর বছর ধরে পৃথিবী শুকিয়ে যাচ্ছে। চারদিকে ফেটে যাওয়া মাটি, বৃষ্টি নেই, সবুজ নেই, আশা নেই। মানুষ আতঙ্কে আছে—কিয়ামতের...
04/12/2025

বছরের পর বছর ধরে পৃথিবী শুকিয়ে যাচ্ছে। চারদিকে ফেটে যাওয়া মাটি, বৃষ্টি নেই, সবুজ নেই, আশা নেই। মানুষ আতঙ্কে আছে—কিয়ামতের লক্ষণগুলো যেন সামনে এসে দাঁড়িয়েছে।

এই কঠিন সময়েই এক যুবক, নাম তার হাশিম।
চোখে ভয়, বুকের ভেতর অশান্ত আগুন—মানুষের দুর্দশা দেখে সে অসহায় বোধ করে।

একদিন সে শুনল প্রিয় নবী ﷺ–এর একটি হাদিস:

“যদি কিয়ামত এসে যায়, আর তোমার হাতে একটি চারাগাছ থাকে — তবে সেটিও রোপণ করে দাও।”

হাশিমের হৃদয়ে কথাটি বজ্রপাতের মতো লাগে।
সে ভাবল—
“যখন সব শেষ হয়ে যাচ্ছে, তখনও নেক আমল বন্ধ করা যাবে না!”

পরদিন ভোরে সে শুকনো বিরান ভূমির এক কোণে দাঁড়াল।
চারদিকে মরুভূমির মতো পুড়ে যাওয়া জমি।
কিন্তু তার হাতে একটি ছোট চারাগাছ।

মানুষ তাকে দেখে হাসল, উপহাস করল—
“এই মরা জমিতে গাছ লাগিয়ে কী লাভ?”
“দুনিয়া শেষ হয়ে যাচ্ছে, আর তুমি গাছ লাগাচ্ছো?”

হাশিম কিছুই বলল না।
সে শুধু চারাগাছটি মাটিতে পুঁতে দিল।
হৃদয়ে একটাই বিশ্বাস—

“যে আমল আল্লাহর জন্য, তা কখনো বৃথা যায় না।”

দিন যায়, মাস যায়…
একদিন সেই জায়গায় হাশিম দেখতে পেল—
চারাগাছটি দাঁড়িয়ে আছে সবুজ হয়ে!
চারপাশের শুকনো জমির বুকে এটি যেন আল্লাহর রহমতের প্রতীক।

মানুষ অবাক হয়ে বলল—
“এ কীভাবে সম্ভব?”

হাশিম বলল—

“আল্লাহ চাইলেই মরুভূমিতেও জীবন সৃষ্টি হয়। আমাদের কাজ শুধু চেষ্টা করা।”

তার গাছটি দেখে আরও মানুষ গাছ লাগাতে শুরু করল।
আশা ফিরে এলো।
মানুষ বুঝতে পারল—

কিয়ামত আসছে কিনা সেটা আল্লাহ জানেন,
কিন্তু আমল করা —
এটা মানুষের দায়িত্ব।

একটি শান্ত সকাল। সূর্যের নরম আলো মসজিদের রঙিন কাঁচের জানালা ভেদ করে ভেতরে পড়ছে। জমায়েতে ভিড়, সবাই নীরবে বসে আছেন। মিন্বা...
04/12/2025

একটি শান্ত সকাল। সূর্যের নরম আলো মসজিদের রঙিন কাঁচের জানালা ভেদ করে ভেতরে পড়ছে। জমায়েতে ভিড়, সবাই নীরবে বসে আছেন। মিন্বারের উপরে বসে আছেন জ্ঞানী ও নেককার এক আলেম। তাঁর মুখে প্রশান্তি, কণ্ঠে মমতা।

হঠাৎ তিনি বললেন—
“আল্লাহ একটিমাত্র নেক আমলকেও পাহাড়ের মতো বড় করে দেন।”

সেই মুহূর্তে যেন তাঁর কথার বাস্তব রূপ ফুটে উঠল—মসজিদের ভেতর দাঁড়িয়ে থাকা বিশাল এক কাল্পনিক পাহাড়। সবাই তাকিয়ে দেখল, বিস্মিত হলো। যেন আল্লাহর পুরস্কারের প্রতীক তাদের চোখের সামনে উপস্থিত।

জমায়েতে বসা তরুণ ইয়াসিনের হৃদয়ে গভীর আলোড়ন তুলল কথাগুলো। সে ছোটখাটো কাজকে বড় কিছু ভাবত না—মাকে সাহায্য করা, প্রতিবেশীর দরজা ধরে রাখা, রাস্তায় পড়ে থাকা পাথর সরানো, কোরআন থেকে দুই আয়াত তিলাওয়াত করা—এগুলোকে সে খুবই সাধারণ মনে করত।

কিন্তু আলেমের সেই কথা এবং “পাহাড়ের” দৃশ্য তাকে নতুন দৃষ্টিভঙ্গি দিল। সে ভাবল—

“যদি আল্লাহ আমার একটি সামান্য ভালো কাজকেও পাহাড়সম বড় বানিয়ে দেন, তাহলে আমি কেন ছোট কাজকে তুচ্ছ ভাবি?”

সেদিন থেকে ইয়াসিন প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার নি:শব্দ প্রতিজ্ঞা নিল—
কখনো কারো মুখে হাসি ফোটানো, কখনো দুঃখীকে সান্ত্বনা দেওয়া, আবার কখনো নিজের নফসকে হারিয়ে দেওয়া।

সময়ের সাথে সে অনুভব করল—
মানুষ তার ভালো কাজগুলো ভুলে গেলেও, আল্লাহ এগুলো পাহাড়ের মতো জমা করেন।

---

📌 গল্পের শিক্ষা

কখনো কোনো ভালো কাজকে ছোট ভাববেন না।

আল্লাহ মানুষের আন্তরিকতার মূল্য পাহাড়ের মতো বড় করেন।

সামান্য দয়া, ছোট সাহায্য, নীরব সৎকর্ম—সবই মহান আল্লাহর কাছে অমূল্য।

04/12/2025

Follow to follow
Just 10 sec

১০ দিন ছুটে পেয়েছি তাই না আপু
04/12/2025

১০ দিন ছুটে পেয়েছি তাই না আপু

আজকের দিন অনেক সুন্দর কাটালাম রিতা আপু আর আমি
02/12/2025

আজকের দিন অনেক সুন্দর কাটালাম রিতা আপু আর আমি

ছোট ভাইকে নিয়ে পাহাড়ি ঝর্নার দেশে...
02/12/2025

ছোট ভাইকে নিয়ে পাহাড়ি ঝর্নার দেশে...

02/12/2025
ছোট্ট শোনামনিদের সাথে বানর মামার মিতালি
01/12/2025

ছোট্ট শোনামনিদের সাথে বানর মামার মিতালি

09/09/2025

وَقُل جاءَ الحَقُّ وَزَهَقَ الباطِلُ إِنَّ الباطِلَ كانَ زَهوقًا

যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা চিরদিনই বিলুপ্ত হবে।। [সূরা বনী ইসরাঈল আয়াত ৮১]

29/06/2025

🌸 সুরা হুজরাতের শিক্ষা 🌸

---

📖 আল্লাহ ও রাসূলের প্রতি শ্রদ্ধা

✅ রাসূলের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না।
✅ রাসূলের সিদ্ধান্তের আগে কিছু বলা নিষেধ।

---

📣 সত্য যাচাইয়ের শিক্ষা

✅ গুজব ছড়াবেন না।
✅ যাচাই ছাড়া কোনো সংবাদ বিশ্বাস করবেন না।

---

🤝 শান্তি প্রতিষ্ঠা করুন

✅ দ্বন্দ্ব হলে মীমাংসা করুন।
✅ শান্তি ও ন্যায়বিচার বজায় রাখুন।

---

❤️ ভ্রাতৃত্ব ও সম্মান বজায় রাখুন

✅ কাউকে উপহাস করবেন না।
✅ খোঁটা দেবেন না।
✅ সন্দেহ করবেন না।

---

🕌 মর্যাদা কিসে?

✅ তাকওয়াই মানুষের আসল মর্যাদা।
✅ জাতি বা বংশ দিয়ে কেউ বড় নয়।

---

🌿 ইসলামের মূল শিক্ষা

✅ ইসলাম শান্তির ধর্ম।
✅ সুন্দর চরিত্রই মুসলিমের পরিচয়।

Address

Chittagong

Telephone

+8801840087697

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুক্তির পথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুক্তির পথ:

Share