26/06/2023
🔮গুগল ড্রাইভের সুবিধা এবং লাভ:
যারা গুগল ড্রাইভ ব্যবহার করেন তারা ভালো করেই এর লাভ এবং সুবিধার ব্যাপারে জানেন। এমনিতে, smartphone-এর মাধ্যমে এর ব্যবহার অধিক বেশি হয়ে থাকে এবং মোবাইল ব্যবহারকারীদের ক্ষেত্রে গুগল ড্রাইভের সুবিধা সবথেকে বেশি।
🔮গুগল ড্রাইভের সেরা ১০ টি সুবিধা বা লাভ –
# আপনি যেগুলি ছবি বা ফাইল ড্রাইভে আপলোড করেছেন সেগুলি যেকোনো smartphone বা computer এবং Google ড্রাইভের ওয়েবসাইট ব্যবহার করে আবার ডাউনলোড করা যাবে।
# আপনি যতদিন না ফাইল গুলি নিজের গুগল ড্রাইভ একাউন্ট থেকে ডিলিট করবেন, সেগুলি আপনার গুগল একাউন্টে স্টোর হয়েই থাকবে। আপনার মোবাইল চুরি হয়ে গেলে বা খারাপ হয়ে গেলেও ছবি বা ফাইল গুলি ড্রাইভে নিরাপদ থাকবে।
# ১৫ জিবি (GB) পর্যন্ত free storage space দেওয়া হবে। ১৫ জিবি, ছবি এবং ফাইলস রাখার জন্য অনেক বেশি।
# যেকোনো ছবি বা ফাইল আপনি নিজের একাউন্ট থেকেই সরাসরি বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে পারবেন। শেয়ার করা লিংক দিয়েই ফাইল গুলো সরাসরি ডাউনলোড করা যাবে।
# Google drive এর app যেকোনো ডিভাইস যেমন, mobile, computer বা laptop এর জন্য ফ্রীতেই উপলব্ধ রয়েছে।
# গুগল ড্রাইভ অনলাইন এবং অফলাইন দুই ধরণের ব্যবহার করতে পারবেন।
# এখানে বিভিন্ন রকমের presentation file, document files, excel sheet files ইত্যাদি বানানো যাবে।
# যদি আপনি একজন blogger তাহলে নিজের ব্লগের full automatic backup এখানে নিতে পারবেন।
# নিজের ড্রাইভের ড্যাশবোর্ডে ফোল্ডার বানানো যাবে এবং ফোল্ডারের ভেতরে যেকোনো ফাইলস বা ছবি আপলোড করতে পারবেন।
# Google এর অনলাইন ক্লাউড ডাটাবেসে ফাইল গুলো স্টোর হওয়ার কারণে, আপনি নিজের স্মার্টফোনের অনেক জায়গা সেভ করে নিতে পারবেন।