Picchi hujur-পিচ্চি হুজুর

Picchi hujur-পিচ্চি হুজুর জীবনে চাহিদা যত কম, সুখ তত বেশি।
—জীবন সুন্দর 🥰

26/10/2024
শুনতে পারেন📖🎧
31/08/2024

শুনতে পারেন📖🎧








আয়াতুল কুরসি অনুবাদ সহ || ayatul kursi || hafez shah noman || #আয়াতুল_কুরসি_অর্থসহ #আয়াতুল_ক...

রমজান মাসে এই দোয়াটি বেশী বেশী পড়তে পারেন।اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيউচ্চারণ : 'আল্লাহুম...
14/03/2024

রমজান মাসে এই দোয়াটি বেশী বেশী পড়তে পারেন।

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

উচ্চারণ : 'আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।’

অর্থ : হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করে দিন। (মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)

01/02/2024

- কতদিন হয়ে গেল😒

- ফ্যানের বাতাস খাই না😑🌪️

বাংলাদেশে একটা হি'ন্দুত্ববাদী চক্র সক্রিয় হয়েছে। তারা প্রথম মুসলিম মেয়েদেরকে আশ্বস্ত করে এই বলে যে আমি হি'ন্দু থেকে ম...
12/01/2024

বাংলাদেশে একটা হি'ন্দুত্ববাদী চক্র সক্রিয় হয়েছে। তারা প্রথম মুসলিম মেয়েদেরকে আশ্বস্ত করে এই বলে যে আমি হি'ন্দু থেকে মুসলিম
হবো, বোকা মুসলিম মেয়ে ভাবে ছেলেটা মুসলিম হলে তাকে বিয়ে করতে সমস্যা কি ! এটা তো অনেক বড় সওয়াবের কাজ।
বিয়ের কথা বলে প্রেমের সম্পর্ক করে ।
এবং এক পর্যায়ে তাদের সম্পর্ক গভীর হয়ে
শারীরিক সম্পর্কে রূপ নেয়।

এবং হি*ন্দুত্ববাদী চক্রের ছেলেটা গোপনে
শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে।
এবং পরবর্তীতে ব্লাক মেইল করে বার বার শারীরিক সম্পর্ক করে, এবং একই সাথে
তাদের ধর্ম গ্রহণ করার জন্য চাপ প্রয়োগ করে।

এমনকি এই চক্রের হি'ন্দুত্ববাদী কিছু ছেলে নিজেকে মুসলিম পরিচয় দেয়। এবং বলে আমি সরকারী চাকরী করি । কেউ পরিচয় দেয় বড় কোনো কম্পানির কর্মকর্তা। সহজ সরল মেয়েরা অনেকেই তাদের গেমটা বুঝে উঠতে পারে না। যার কারণে তাদের ফাঁদে পা দেয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এমনকি
কওমি মাদ্রাসার মেয়েরাও এদের ফাঁদে পা দিচ্ছে।

এবং অনেক মেয়েকে তো তারা ভা'রতের পতি'তালয়ে বিক্রি করছে।

প্রিয় উম্মাহ ,
হি'ন্দুত্ব'বাদী এই চক্র সম্পর্কে মুস'লিম মেয়েদের যতটা সম্ভব সচেতন করুন। মেয়েরা অপরিচিত কোনো ছেলেকে ফেসবুক ফ্রেন্ডলিস্টে রাখবেন না।

যদি নিজের ঈমান রক্ষা করতে চান তবে,
ফেসবুকে বা অন্য যে কোনো সোশাল মিডিয়াতে কমেন্টের রিপ্লাই বা ইনবক্সে মেসেজের উত্তর দিবেন না।

হে আল্লাহ, এই উম্মাহর মেয়েদের মু'শরিকদের
ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করুন।

অযুর জন্য পার্ফেক্ট। বাসার জন্য যদি নতুন বেসিন লাগাতে হয় এমনটা লাগাতে পারেন। অপ্রাসঙ্গিক পোস্ট কিন্ত গুরুত্বপূর্ণ, শেয়ার...
05/01/2024

অযুর জন্য পার্ফেক্ট। বাসার জন্য যদি নতুন বেসিন লাগাতে হয় এমনটা লাগাতে পারেন। অপ্রাসঙ্গিক পোস্ট কিন্ত গুরুত্বপূর্ণ, শেয়ার করে আইডিয়াটি টাইমলাইনে রেখে দিতে পারেন।

কচু*র লাইসেন্স চাও তোমরা! হুঁ!!😏😏
03/01/2024

কচু*র লাইসেন্স চাও তোমরা! হুঁ!!😏😏

স্বাধীন বাংলাদেশে থেকেও কিছু মানুষ এখনো স্বাধীন নয়  🙂
21/12/2023

স্বাধীন বাংলাদেশে থেকেও
কিছু মানুষ এখনো স্বাধীন নয় 🙂

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Picchi hujur-পিচ্চি হুজুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Picchi hujur-পিচ্চি হুজুর:

Share