Rup Chad

Rup Chad LIKE WHAT I DO,DO WHAT I LIKE"
✨DIY-HOME DECORE-LIFE STYLE 🇧🇩

আসসালামুয়ালাইকুম,
আমি রুপচাঁদ।মহাকাশ জগৎতের একটা জঠিল প্লেনেটের বাসিন্দা।এ আমার ব্যক্তিগত ব্লগ পেইজ।পেশাগতভাবে আমি একজন উদ্যোক্তা।আমার নিজের অনলাইন বিজনেস আছে। আপনি চাইলে ওখানে যুক্ত হতে পারেন-
ছোটবেলা থেকেই ঘর সাজানোর নেশা আমাকে কাজ করার প্রতি অনুপ্রেরণা দেয়।এই পেইজ আমার ব্যক্তিগত জীবনের প্রতিছব্বি।এখানে উঁকি দেওয়ার জন্য আপনাকে স্বাগতম!
আমি আমার ঘরকে একাকিত্বের দেয়ালে রঙিন করে রাখতে পছন্দ করি।ন

িয়মঅনিয়মের হিসাব কষতে আমি নাকোচ।যে কাজটা করে স্বস্তি বোধ করি তাই করি।আমি বিশ্বাস করি মানুষ কাজের আনন্দে বেঁচে থাকে।
এই পেইজে আমি শেয়ার করবো আমার কাজের আনন্দগুলো যেমন-আমার চিন্তাভাবনা,বিস্বাদময় কল্পকথা,হুটহাট ভ্রমণ কেচ্ছা,রেসিপি গবেষণা,ফেলনা ক্রাফটিং,DIY,গৃহসজ্জা যা আমি অসময়েও করে থাকি।

মানুষ স্বাভাবগত বিচিত্র আমার চিন্তাভাবনার সাথে আপনাদের মিলঅমিল;দ্বিমত থাকবে স্বাভাবিক।আপনি আপনার জায়গা থেকে সঠিক হলেও আমার দিকে থেকে সঠিক নাও হতে পারে।।তাই কোন ধরনের আক্রমণাত্নক আলাপচারিতা;কমেন্ট করা থেকে বিরত থাকবেন।

12/06/2025

Easy way to make a realistic rose ⁉️💥
No tools. No mold. Just creativity.
Watch till the end – You won't believe how simple it is! 😲















chad

24/05/2025

❤️"দীর্ঘদিন ধরে পরে থাকা আম্মুর হাতপাখা…😌"
🌼পুরোনো কিছু মানেই ফেলনা নয়।
এর সঙ্গে থাকে হাজারটা স্মৃতি, না-বলা অনেক গল্প…
ভাবলাম, কেন না সেই স্মৃতিগুলোকেই একটু ভালোবাসা দিয়ে নতুন করে তুলি?

আর এই তো‼️
পুরোনো হাতপাখাটা হয়ে উঠলো এক টুকরো রঙিন আর্ট! 🎨🫶
পুরোনো জিনিস, নতুন রূপ—তাতেই তো থাকে আসল সৌন্দর্য!

আপনার ঘরেও কি আছে এমন কোনো প্রিয় পুরোনো জিনিস⁉️
তাহলে আপনিও একটুখানি কল্পনা ✨, একটু সময় ⏳ আর অনেক ভালোবাসা ❤️ দিয়ে বানিয়ে ফেলুন অসাধারণ কিছু !😊✨
#আমারক্রিয়েশন #পুরোনোরনতুনরূপ #স্মৃতিরছোঁয়া

chad

ও ভাই🥹❤️🫶
17/04/2025

ও ভাই🥹❤️🫶

দরকার আবারো হার্কিউলিস❤️ ৪-৫ বছর পুর্বে আমাদের দেশে এমন একটি ঘটনা ঘটে যা কোন Fictional Story এর চাইতে কম না। ঢাকার এক স্...
21/02/2025

দরকার আবারো হার্কিউলিস❤️

৪-৫ বছর পুর্বে আমাদের দেশে এমন একটি ঘটনা ঘটে যা কোন Fictional Story এর চাইতে কম না।

ঢাকার এক স্থানে ঝোপের পাশে মাথায় গু*লিবিদ্ধ একটি লা*শ পাওয়া যায়। যার গলায় একটি লেমিনেট করা একটি চিরকুট ঝুলানো ছিলো, সেটাই লিখা ছিলো যে " আমার নাম উমুক, আমি উমুক নামের একজন মেয়েকে ধ*র্ষ*ণ করেছি এবং এটাই আমার বিচার। এবং চিরকুটের নিচে লিখা ছিলো হার্কিউলিস।
ঠিক একই রকম ঘটনা প্রায় অনেক যায়গায় ঘটতে থাকে।
পরবর্তীতে জানা যায় যে সেই সিরিয়াল কি*লা*র একে একে সেসব মানুষকে খু*ন করছে যাদের উপর ধ*র্ষ*ণে*র অভিযোগ রয়েছে। পরবর্তীতে সেই হার্কিউলিসকে আর কোন ঘটনা ঘটেনি। এবং আজ পর্যন্ত হার্কিউলিসের কোনো প্রমাণ এবং তার উপস্থিতি বের করা যায়নি যা এখন Mystery হয়ে হয়েগেছে।

তবে অনেকের চোখে সে Hero আবার অনেকের চোখে সে একজন সিরিয়াল কি*লা*র। সে যাই করুক না কেন যে উদ্দেশ্যে নিয়ে করুক না কেন সে আইন হাতে নেয়ার সে সমাজের চোখে একজন অপরাধী। কিন্তু আমার চোখে সে একজন রিয়েল লাইফ Super Hero❤️
আপনি ইউটিউবে হার্কিউলিস বাংলাদেশ লিখে সার্চে দিলে অনেক খবর দেখতে পারবেন। এবং আমি সেই প্রেক্ষিতে জেনেছি এবং লিখলাম।
ধন্যবাদ।

আমার ছোট মামা যেদিন মারা যায়, আমার চেয়ে বেশি আর কেউ কেঁদেছিলো কিনা আমার জানা নাই। সবাই কান্না থামিয়ে আমার কান্নাটাই দ...
30/01/2025

আমার ছোট মামা যেদিন মারা যায়, আমার চেয়ে বেশি আর কেউ কেঁদেছিলো কিনা আমার জানা নাই। সবাই কান্না থামিয়ে আমার কান্নাটাই দেখতেসিলো। অন্যের কান্না দেখার মাঝে এক ধরণের পৈশাচিক আনন্দ পায় মানুষ।

আমার সাথে আরো অনেকেই কানতেসিলো। আমার বড় মামা, নানী, মেজো মামা, মা, খালারা, অনেকেই। পাড়াসুদ্ধ লোক পাগল পাগল বলে কানতেসিলো।

জানাজা দেওয়ার পর তিনদিন আমরা ওখানেই থাকি। তৃতীয় দিন তার রুহের মাগফেরাত কামনায় একটা দোয়ার আয়োজন করা হয়। বাড়িসুদ্ধ লোক যখন মিটিং করে, খাওয়ার আইটেম হিসেবে বিরিয়ানিই সিলেক্ট করা হয়।

যথাদিনে মোনাজাত ধরার সময়েও আমি কিছু কাজ করসিলাম। বাড়ির পাশের এক মহিলা তার ছেলেকে বলসে, দুই প্যাকেট নিবি তুই। আমি এক প্যাকেট, তোর আব্বা এক প্যাকেট। রাতেও তাইলে রান্না করতে হবেনা।

চোখ মেলে দেখি তিনি সেদিনের হাউমাউ করে কান্না করা লোক।

সবাই বিরিয়ানি পেলো। কেউ কেউ বাদও গেলো। আমি নিজেও খাইনি। মোনাজাতে চোখ থেকে পানি ফেলার পর বিরিয়ানির স্বাদ নেওয়ার শক্তি সবার থাকেনা। আমারো নাই। আমার প্যাকেটটা তুলে দিলাম মামাতো ভাইয়ের মেয়ের হাতে। ভাবি আমাকে বলতেছে, তোর ভাতিজিকে আরেক প্যাকেট দে না রে।

আমি হা করে তাকিয়ে রইলাম।

যারা প্যাকেট পেলোনা, তাদের মধ্যে শুরু হলো কানাঘুষা। লজ্জার হইলেও এই কথাটা বলতে আমার দ্বিধা নাই, এদের মধ্যে আমার আত্মীয়ই সবগুলো। কেউ বলছে আমার ছেলে পেলোনা, কেউ বলছে আমার মেয়ে পেলোনা। কারো জামাই পায়নাই, কারো আবার বউ পায়নাই।

আমি অসহায়ের মতো সবার কথা শুনসিলাম। এদের মধ্যে একজনকেই কোথাও দেখসিলাম না। আমার নানি। বাইরে ছিলো, কিন্তু সবার কথা শুনে ঘরের মধ্যে গিয়ে কানতেসিলো। আমার চোখেও তখন পানি। নানি ডেকে বললো, কাঁদিস না। খাইছিস তুই?

আমি চোখে পানি নিয়েই হাসতে হাসতে বললাম, মানুষ মরলে আমরা লোক দেখানোর জন্য কাঁদি, তাইনা নানি? এইযে দেখো তিনদিন আগে যার ভাই মরলো, যার কাকা মরলো, যার মামা মরলো, যার ভাস্তে মরলো, তাদের সবাই এখন বিরিয়ানি নিয়ে ব্যস্ত। কে পেলোনা, কে খেলোনা, আর কে কয় প্যাকেট বেশি নিয়ে জিতসে, এই প্রতিযোগিতা চলছে।

সবকিছু ফেলে রেখে নানি যে কথাটা বললো, সেটা আমার মস্তিষ্ক ঘুরিয়ে দিলো। বললো, আমার ছেলে যদি জানতো তার মরার পর বিরিয়ানির প্যাকেট নিয়ে এতো কাহিনী হবে, তাইলে বাড়িতে না মইরা দূরে জঙ্গলে গিয়ে মরতো। কেউ জানতোনা, কেউ টের পাইতোনা। কারো মায়াকান্না দেখা লাগতোনা।

কথাটা আসলেই সত্যি। আজ আপনি মারা যাবেন, সাতদিন পর আপনার আত্মীয়রাই আপনার মরা খাওয়া নিয়ে যুদ্ধ করবে।
✍️Sadman Sakib
কপিপোস্ট

লাইফে এমন কিছু স্পেসিফিক স্টেজ থাকে;যখন অন্যের করা ছোটো-বড় প্রত্যেকটা আচরণ কেমন জানি ব্রেইনে আটকে যায়।কোনোভাবেই ভুলে যাও...
09/01/2025

লাইফে এমন কিছু স্পেসিফিক স্টেজ থাকে;যখন অন্যের করা ছোটো-বড় প্রত্যেকটা আচরণ কেমন জানি ব্রেইনে আটকে যায়।কোনোভাবেই ভুলে যাওয়া যায়না;আজীবন মনে থাকবে।

সেইস্টেজ গুলোতে অন্য কেউ একটুখানি ভালো ট্রিট করলে যেমন আজীবন মনে থাকে।আবার কেউ একটু কপাল কুঁচকে তাকালেও সেটা মনে থাকে।কে কট্টুক যত্ন করলো,আদর দেখালো,মায়া দেখালো সেটা একদম ঠিক ঠিক ওজন করে মনে থাকে।আবার কেউ কিছুই করলো না,একটু খানি মায়া ও দেখালো না সেটাও একশো মণ ভারী হয়ে মনে বসে থাকে।
জীবনের ওই কিছু স্পেসিফিক ইমোশনাল স্টেজে,কারোর ছোট্টো একটুখানি মুখের কথা ও অনেক বড় ইফেক্ট ফেলে,হোক ভালো কিংবা মন্দ। ছোটোখাটো কষ্টকর কথা বা আচরণও তখন বিরাট কষ্টের পাহাড় হিসেবে মনে গেঁড়ে বসে!

তাই বলবো, কারোর ইমোশনাল ভঙ্গুর স্টেজে তাকে ওয়ার্ম ফিল না করাতে পারেন;লাভড ফিল না করাতে পারলেও অন্তত হার্ট করবেন না।বিশ্বাস করেন,সে জীবনে সব ভুলে গেলেও এই আচরণ গুলো কখনোই ভুলবে না,পরবর্তীতে যতোই ভালোবাসা বা আদর দিয়ে সেগুলো ঢেকে দিতে চান না কেন,সব ছাপিয়ে ওই কষ্ট গুলো ঠিক ই তাজা থাকবে।আপনি তার সামনে উপস্থিত থেকেও তার মন থেকে উঠে যাবেন ধীরে ধীরে।
(লিখাটা আমার নাহ তবে যিনি লিখেছেন তা ষোলো আনা সত্য।)

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rup Chad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share