EquityLegends

EquityLegends Meet With the Legends of Equity

06/08/2024

"আগেই ভালো ছিলাম " এটা শোনার জন্য ২০০০+ শহীদ হয়নাই।
সময় নিন, সময় দিন।
১৫ বছরের জুলুম সহ্য করে ভালো ছিলেন কি করে আপনারা? আর ভালই যখন ছিলেন আগে কেন বল্লেন না? কেনো এতো প্রাণ দিলো ওরা আপনাদের জন্য?

06/08/2024

গর্ত থেকে বের হয়ে যারা স্ট্যাটাস প্রসব করছেন,"এমন দেশ কি চেয়েছিলাম, এমন স্বাধীনতা কি চেয়েছিলাম?" তাদের বলছি, আপনি কি চেয়েছিলেন তাতে আমাদের কিছুই আসে যায়না! হয় গর্তে ঢুকে পড়ুন, নাহয় উড়াল দিন!
দেশ সংস্কারের কাজ চলছে...

06/08/2024

গত কালকে আমি মজলুম ছিলাম বলে আজকে যদি আমিও জালেম হয়ে যাই তাইলে তাহলে আগামীকাল আল্লাহ ‍আমাদের আবার মজলুম করে দিবে।
আমরা তাদের মত স্বৈরাচার না। আমরা এক হয়ে নতুন বাংলাদেশ গড়বো, ইনশাল্লাহ

06/08/2024

খারাপ লাগতাছে ছাত্রলীগের ভাই ব্রাদার গুলার জন্য। আমার নিজের ও প্রচুর ভাই ব্রাদার আছে যারা এক্টিভলি এবং অন্ধভাবে ছাত্রলীগ করে। কি লাভ হইলো এসব করে? কি লাভ হইলো স্টুডেন্ট মেরে?

দিন শেষে সব জিরো। পালাইছে তোমাদের আপা তোমাদেরকে রেখে। পালানোর টাইমে তোমাদের কি হবে একবার ও ভাবে নাই সেটা। একবার ও চিন্তা করে নাই আমি চলে গেলে এরা কই যাবে?
যেই মহিলার জন্য তোমরা জীবনটা ও দিয়ে দিতে রাজি ছিলা সে যদি তোমাদেরকেই এভাবে দেশবাসী, বিরোধী দল, প্রশাসন, এলাকার মানুষের ক্ষোভের সামনে রাইখা দিয়ে চলে যেতে পারে তাইলে গত ১৫ বছর ধরে সাধারণের সাথে সে কি কি করছে সেটা একবার চিন্তা কর।
জানি এখনো হয়তো তোমরা ঠিক বুঝে উঠতে পারতাছো না কি করবা। বাট সবাই সেফে থাকো ভালো থাকো এটাই কাম্য।

কারণ তোমাদের বিচার তোমাদের আপাই করে দিয়ে চলে গেছে। তাই আর বিচার চাই না।

04/08/2024

আগে কোটা সংস্কারের পক্ষে ছিলাম,
এখন রাষ্ট্র সংস্কারের পক্ষে।

18/07/2024

যারা আন্দোলনে যাবেন অবশ্যই ইউনিফর্ম পড়ে আসবেন এবং সাথে আইডি কার্ড রাখবেন।
স্কুল কলেজ বন্ধ দেয়ার মেইন কারন হলো স্কুল কলেজ বন্ধ থাকলে ইউনিফর্ম পড়ে আন্দোলন করা শিক্ষার্থীর সংখ্যা কমবে। ফলে তারা শিক্ষার্থীদের অন্য ট্যাগ দিয়ে হামলা করতে পারবে। কারণ ইনফর্ম পড়া শিক্ষার্থীদের গায়ে পুলিশ হাত দিলে বহির্বিশ্ব থেকে চাপ আসবে।
তাই আবারও বলতেছি আজকে যারা আন্দোলনে যাবেন অবশ্যই ইউনিফর্ম পড়ে আসবেন এবং সাথে আইডি কার্ড রাখবেন আর নিজেকে সুরক্ষার জন্য (যেটা দরকার তা ত আনতেই হনে)
You must come in uniform and with ID card!

07/07/2024

রাজিল শুরু করল নতুন টিম নিয়ে। 25.8 গড় বয়স এই টিমের। এই কম্বিনেশনে মাত্র ৮ টা ম্যাচ খেলল নতুন কোচের অধীনে।
28.6 avg age এর আর্জেন্টিনাতে মেসি সহ আরো ২/৩ জন অবসরে চলে গেলে আর্জেন্টিনাকেও শুরু করতে হবে।
সাকিব*রিয়াদ এর বিদায় শেষে বাংলাদেশও নতুনভাবে শুরু করবে। তখন এভারেজ বয়স হবে ২৫ এর মত। এখন ২৭.৮৩।
সময় লাগবে।
আর্জেন্টিনা ৩৪ বছর ঘুমিয়েছিল কাপ পাওয়ার আগে। ব্রাজিলের আরো ১২ বছর ঘুমাতে হবে তাদের সমান হতে গেলে।
২০২২ এর আগে আর্জেন্টিনার সমর্থকরা জার্মানীর গোলের উৎসব করত। এখন ওরা কাপ পেয়েছে।
সময় লাগবে।
Time remains to be the best healer..

13/06/2024

তবে কি দিন ফুরিয়ে আসছে! বিষাদগ্রস্ত নিজেকে আবার নতুন করে গুছিয়ে নেয়ার?

16/01/2024

29/04/2023

Address

Chittagong

Telephone

+8801792452022

Website

Alerts

Be the first to know and let us send you an email when EquityLegends posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EquityLegends:

Share