
08/09/2025
দিন কতো তাড়াতাড়ি ফুরিয়ে যায়।মন তা মানতে চায়না। মনে হচ্ছে এইতো সেদিন! অথচ এই সেদিন টা চলে এলো ৮ই সেপ্টেম্বরে ২০২৪ আমরা হারিয়ে ফেলেছি আমাদের শেষ ছায়া মা'কে। মা মানে শান্তির পরশ। যেখানে সকল সুখ, দুঃখ প্রকাশ করতাম। এখন শুধু দোয়া করতে পারি। ডাকতে পারিনা। বলতে পারিনা। আমাদের সারাজীবন এর মতো ছেড়ে চলে গিয়েছে। একদিন সবাইকে যেতে হবে জানি। তবুও মন মানেনা। কতো কথা যে মনে হয়। ২০২৫ এর ৮ - সেপ্টেম্বরে ১ বছর হয়ে গেছে।
যাদের মা -বাবা নেই তাঁরাই এর ব্যথা উপলব্ধি করতে পারে।
আল্লাহ আমার আম্মু আব্বু দুজনকেই জান্নাতুল ফেরদৌস দান করুন। ( 🤲 আমীন 🤲)
পুকুরের ওপারে আমদের মা বাবা ঘুমে আছেন।