Chowdhury Rinku

Chowdhury Rinku A traveling, cooking, nature lovers, poem writer
(27)

দিন কতো তাড়াতাড়ি ফুরিয়ে যায়।মন তা মানতে চায়না। মনে হচ্ছে এইতো সেদিন!  অথচ এই সেদিন টা চলে এলো ৮ই সেপ্টেম্বরে ২০২৪ আমরা হ...
08/09/2025

দিন কতো তাড়াতাড়ি ফুরিয়ে যায়।মন তা মানতে চায়না। মনে হচ্ছে এইতো সেদিন! অথচ এই সেদিন টা চলে এলো ৮ই সেপ্টেম্বরে ২০২৪ আমরা হারিয়ে ফেলেছি আমাদের শেষ ছায়া মা'কে। মা মানে শান্তির পরশ। যেখানে সকল সুখ, দুঃখ প্রকাশ করতাম। এখন শুধু দোয়া করতে পারি। ডাকতে পারিনা। বলতে পারিনা। আমাদের সারাজীবন এর মতো ছেড়ে চলে গিয়েছে। একদিন সবাইকে যেতে হবে জানি। তবুও মন মানেনা। কতো কথা যে মনে হয়। ২০২৫ এর ৮ - সেপ্টেম্বরে ১ বছর হয়ে গেছে।

যাদের মা -বাবা নেই তাঁরাই এর ব্যথা উপলব্ধি করতে পারে।

আল্লাহ আমার আম্মু আব্বু দুজনকেই জান্নাতুল ফেরদৌস দান করুন। ( 🤲 আমীন 🤲)

পুকুরের ওপারে আমদের মা বাবা ঘুমে আছেন।

প্রচুর গরমে খেতে  পারেন -গরম কালের সকাল সকাল এক কাপ পুদিনা পাতার চা সারা দিন তরতাজা রাখবে। পুদিনা পাতা ওজন কমাতেও সাহায্...
08/09/2025

প্রচুর গরমে খেতে পারেন -

গরম কালের সকাল সকাল এক কাপ পুদিনা পাতার চা সারা দিন তরতাজা রাখবে। পুদিনা পাতা ওজন কমাতেও সাহায্য করে। রোগা হতে চাইছেন যাঁরা, রোজ যদি পুদিনা পাতা দিয়ে তৈরি পানীয় খেতে পারেন, সত্যিই উপকার মিলবে। পুদিনার বহু গুণ রয়েছে। ওজন ঝরানোর পাশাপাশি পেটের স্বাস্থ্য ভাল রাখতেও পুদিনা দারুণ উপকারী।

প্রতিদিন মাত্র ৫ মিনিট নিজেকে দিন-চোখ বন্ধ করে বসুন। গভীরভাবে শ্বাস নিন, ছেড়ে দিন। অন্য কিছু ভাবার দরকার নেই। শুধু নিজের...
08/09/2025

প্রতিদিন মাত্র ৫ মিনিট নিজেকে দিন-

চোখ বন্ধ করে বসুন। গভীরভাবে শ্বাস নিন, ছেড়ে দিন। অন্য কিছু ভাবার দরকার নেই। শুধু নিজের নিঃশ্বাসটা টের পান। এই প্র্যাকটিস আপনার মাথার ভেতরের অশান্ত চিন্তার শব্দগুলোকে ধীরে ধীরে থামিয়ে দেবে।

-শুভ সকাল 🌿

゚viralシfypシ゚

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারে নেয়ামত হলো-নেয়ামতের ধরন-১. দুনিয়ার নেয়ামত: স্বাস্থ্য, ধন-সম্পদ, সন...
07/09/2025

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারে নেয়ামত হলো-

নেয়ামতের ধরন-

১. দুনিয়ার নেয়ামত: স্বাস্থ্য, ধন-সম্পদ, সন্তান, সুখী পরিবার, শান্তিপূর্ণ জীবনযাপন ইত্যাদি।

২. আধ্যাত্মিক নেয়ামত: ইমান, ইবাদত করার তাওফিক, কোরআনের হেদায়েত, ভালো বন্ধু, দ্বীনের জ্ঞান।

৩. চূড়ান্ত নেয়ামত: আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত। এটি হলো নেয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ।

゚viralfbreelsfypシ゚viral

07/09/2025

শুভেচ্ছা রইলো শুভ দুপুরের
আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু
কেমন আছেন সবাই?

প্রয়োজন অনুযায়ী ব্যয় ও অপচয় না করাই মিতব্যয়িতা। পরিমিত ব্যয় একটি পরিবারের আর্থিক ভাবে শক্তিশালী করে। নিজের ব্যক্তিগত অভি...
07/09/2025

প্রয়োজন অনুযায়ী ব্যয় ও অপচয় না করাই মিতব্যয়িতা। পরিমিত ব্যয় একটি পরিবারের আর্থিক ভাবে শক্তিশালী করে। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলতে পারি খরচের ব্যাপারে একটু সচেতন হলে একই আয়ে জীবনের অনেক লক্ষ্য ও শখ মেটানো সম্ভব 🥰🥰

অপচয় করবো না ভাবলেই আমরা কেবল অর্থ সঞ্চয়কে বুঝি। কিন্তু অনেকেই জানেন না যে মিতব্যয়ী শুধু অর্থই না, সময় ও সম্পদেরও যথাযথ ব্যবহার করে।

আমার বাগান 🌺

-শুভ দুপুর 💛❤️
゚viralシfypシ゚viralシalシ

অনেক সুন্দর হয়েছে তুলি আপুর সাজুগুজু
06/09/2025

অনেক সুন্দর হয়েছে তুলি আপুর সাজুগুজু

06/09/2025

যুক্ত হয়ে যান

শেখার বিষয়
06/09/2025

শেখার বিষয়

Address

Rongipara, Romna Abasik
Chittagong
4100

Telephone

+8801602433329

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chowdhury Rinku posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chowdhury Rinku:

Share