Poetry Of Last Line

Poetry Of Last Line Stay tuned by liking our page to get poems,rhymes,short stories,funny jokes, different statuses.Than
(1)

Stay tuned by liking our page to get poems,rhymes,short stories,funny jokes, different statuses.Thanks.

26/08/2025

জ্যোতির আঁধারে দীপ্ত পদচিহ্ন
(২৬ আগস্ট ১৯৪১ স্মরণে)

জন্ম নেয় ইতিহাস, যখন বুকে জ্বলে আলো,
নয় শুধু সংখ্যা—পঁচাত্তর প্রাণ, এক দীপ্ত ভালো।
জমাট অন্ধকারে হাতে তুলে নিল দীনের দীপ,
এক আকাশ স্বপ্ন, এক অঙ্গীকার—চোখে সেই চিরচেনা ছিপ।

ধরণীর বুকে এ এক সপথ, ছিল না তাতে ভয়,
আল্লাহর জমিনে হবে তাঁরই শাসন—এই ছিল মূলমন্ত্রের জয়।
সেদিন ২৬ আগস্টে বাজলো যে তকবির,
তারই প্রতিধ্বনি আজো ওঠে, করে হৃদয় বিস্ময় আবির।

জামায়াতে ইসলামী—তব জন্ম কোনো কল্প নয়,
নবীর পথে হাঁটার শপথে গড়া, সত্যের দৃপ্ত পর্যায়।
কাগজে-কলমে নয়, কর্মে-আচরণে,
গড়ে তোলে সমাজ, ন্যায়ের আলোয়, ঈমানি প্রেরণায় চরণে।

বদলাবে সমাজ, বদলাবে জাতি—এই স্বপ্ন চিরন্তন,
জেহাদের তরে আত্মত্যাগে জীবন রাখে সমর্পণ।
আছে শত্রু, আছে বাধা, আছে শত লাঞ্ছনা,
তবু নামেনি পতাকা, কেবলই বেঁধেছে দৃঢ় বন্ধনে ভালোবাসা।

জামায়াতে ইসলামী — জিন্দাবাদ হোক চিরকাল,
দ্বীনের পতাকায় উঠুক নব জয়ঢাক, গর্বে ভরুক বিশ্বজাল।
৭৫ প্রাণের সেই শপথে গড়া এক মহাকাব্য,
চলুক নির্ভয়ে, দীনের পথে, আল্লাহর দয়া হোক সর্বব্যাপ্য।

সন্তানের জন্য কিছু কঠিন সত্য উপদেশবাবা হিসেবে সন্তানের মঙ্গল কে না চায়? কিন্তু আমাদের জীবনে এমন কিছু তিক্ত সত্য আছে, যা...
21/08/2025

সন্তানের জন্য কিছু কঠিন সত্য উপদেশ
বাবা হিসেবে সন্তানের মঙ্গল কে না চায়? কিন্তু আমাদের জীবনে এমন কিছু তিক্ত সত্য আছে, যা আমরা আমাদের সন্তানদের শেখাতে প্রায়শই ভুলে যাই। কারণ এই সত্যিগুলো বলা আমাদের জন্য কঠিন। কিন্তু জীবনের পথ সহজ করার জন্য এই কথাগুলো জানা দরকার। তাই, আজ আমার সন্তানের জন্য ২০টি কঠিন সত্য তুলে ধরছি:
১. তুমি সবার প্রিয় হবে না, আর এর দরকারও নেই।
২. তোমার সব স্বপ্ন পূরণ হবে না। কিছু স্বপ্ন ভেঙে যাবে, আর তাতে তোমার জীবন থেমে যাবে না।
৩. তুমি যতই চেষ্টা করো না কেন, কিছু মানুষ তোমাকে ভুল বুঝবেই।
৪. তোমার কষ্ট শুধু তোমার, অন্য কেউ তা পুরোপুরি অনুভব করতে পারবে না। তাই নিজেই নিজের ক্ষত সারানোর চেষ্টা করো।
৫. দুনিয়াটা তোমার জন্য থামবে না। তোমার মন খারাপ হলেও, সূর্য উঠবে এবং মানুষের জীবন স্বাভাবিক গতিতে চলবে।
৬. তোমার সবচেয়ে বড় বন্ধু এবং শত্রু দুটোই তুমি নিজে।
৭. জীবনের অধিকাংশ সম্পর্কই সাময়িক। যারা আজ তোমার পাশে আছে, কাল হয়তো থাকবে না।
৮. সফলতার জন্য শুধু প্রতিভা যথেষ্ট নয়, কঠোর পরিশ্রম ছাড়া কেউ সফল হতে পারে না।
৯. তোমার বাবা-মাও মানুষ, তাদেরও ভুল হয়। তারা সবসময় সঠিক নাও হতে পারে।
১০. অনেক সময় ভালো কাজ করেও তুমি প্রশংসা পাবে না, বরং উল্টো সমালোচিত হবে।
১১. জীবনে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যেখানে কেউ তোমাকে সাহায্য করবে না।
১২. টাকাই সব সুখ কিনে দিতে পারে না, কিন্তু টাকার অভাব অনেক দুঃখের কারণ হতে পারে।
১৩. তোমার সব সমস্যার সমাধান তোমার হাতে নেই। কিছু কিছু জিনিস সময়ের হাতে ছেড়ে দিতে হয়।
১৪. জীবন সবসময় ন্যায়সঙ্গত হয় না। অনেক সময় অন্যায় দেখেও তোমাকে চুপ থাকতে হবে।
১৫. কিছু মানুষ শুধু তোমাকে ব্যবহার করার জন্য পাশে থাকবে। তাদের চেনা শিখতে হবে।
১৬. তোমার চেহারা বা পোশাক দিয়ে মানুষ তোমাকে বিচার করবে, আর এটা খুব স্বাভাবিক।
১৭. ভালোবাসা এবং ঘৃণা, দুটোই অন্ধ। জীবনের পথে চলার জন্য এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে।
১৮. অন্যের সুখ দেখে নিজেকে ছোট ভেবো না। সব মানুষের জীবনেই অদৃশ্য কষ্ট থাকে।
১৯. তুমি যত দ্রুত ব্যর্থতাকে মেনে নিতে পারবে, তত দ্রুত নতুন করে শুরু করতে পারবে।
২০. জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে ভুল থেকে, তাই ভুল করতে ভয় পেও না।
এই পোস্টটি যদি আপনার ভালো লাগে, তাহলে শেয়ার করতে পারেন। আপনার সন্তানের জীবনের পথ মসৃণ হোক—এই শুভকামনা রইল।

17/08/2025

অশ্রুই হৃদয়ের নিঃশব্দ কবিতা।

16/08/2025

অপেক্ষা যত দীর্ঘ হয়, অনুভূতি তত গভীর হয়।

16/08/2025

ভালোবাসার সৌন্দর্য লুকিয়ে থাকে তার অসম্পূর্ণতায়।

16/08/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

16/08/2025

অভিমান যত গোপন থাকে, তত গভীর হয় তার ক্ষত।

11/03/2025

কৃষকের স্বপ্ন
✑ Mohammad Shahidul Islam

রোদে ঝরে ঘামের ধারা,
ধানের ক্ষেতে বাজে সারা।
ভোরের সুরে মাঠে গিয়ে,
বীজ বুনে সে ধুলায় নেয়ে।

বৃষ্টি এলে হাসে মুখে,
সবুজ হয়ে ওঠে বুকে।
তবু থেকে যায় যে ভয়,
দাম না পেলে কী যে হয়!

ঋণের বোঝা ঘাড়ে তবু,
স্বপ্ন দেখে নবান্ন কভু।
সোনার ফসলে দেশটা ভরে,
তবু কেন কষ্ট ধরে?

একদিন ঠিক আসবে আলো,
সুখের ছবি উঠবে ভালো।
কৃষকের মুখ রবে হাসি,
ভাঙবে সব দুঃখের ফাঁসি।

11/03/2025

কৃষকের জীবন
✑ Mohammad Shahidul Islam

সকাল হলে মাঠে ছুটে,
হাল ধরে সে দু'হাত কুটে।
মাটির সাথে মিশে থাকে,
স্বপ্ন গড়ে ফসল রাখে।

রোদে জলে কাটে বেলা,
শ্রমেই তার সুখের মেলা।
তবু কেন অভাব ঘরে?
ধান ওঠে, না টাকা পড়ে!

বন্যা এলে সবই হারায়,
খরার আগুন প্রাণটা পোড়ায়।
কেউ না বুঝে কথা কয়,
শ্রমের দাম কি এমন হয়?

তবু আশা যায় না মরে,
নতুন বীজ বুনে জোরে।
একদিন সে হাসবে খোলে,
সুখের রোদ উঠবে জ্বলে।

10/03/2025

রুটির দাম
✑ Mohammad Shahidul Islam

ছোট্ট মেয়ে হাঁটে পথে,
পায়ের তলা গরম ধুলে।
মায়ের মুখে দুঃখ লেখা,
রুটির দাম ক’জন দেখে?

হোটেল ভরা মানুষ খায়,
গরিব মেয়ে চেয়ে রয়।
পেটের মাঝে আগুন জ্বলে,
মায়ের চোখে জলটি গলে।

পাশ দিয়ে যায় দামি গাড়ি,
কেউই তারে দেখে না ভারি।
রুটির জন্য হাতটি তোলায়,
বিত্তশালীর হেসে চলে যায়।

একদিন সে বলবে জোরে,
"ক্ষুধার ব্যথা কাঁদায় রোরে।"
জগত শুনবে তারি কথা,
বদল আসবে এই ব্যথা!

10/03/2025

রিকশাওয়ালার স্বপ্ন
✑ Mohammad Shahidul Islam

রিকশা টানে ঘাম ঝরে,
জীবন তার ধুলো ভরে।
পায়ে ব্যথা, তবু চলে,
ক্ষুধার জ্বালা বুকের তলে।

ভোরের আলো নামেনি ভাল,
সারাদিনেই হাড়ের ছাল।
যাত্রী বলে, "ভাড়া কমাও,"
শ্রমের দাম কেউ কি জানাও?

ছেলে তার স্কুলে যাবে,
বইয়ের দাম কে যে দেবে?
স্বপ্ন তার রিকশার চাকা,
গড়ায় তবু পথের মাকা।

একদিন সে বলবে জোরে,
"আমার ঘাম কি ফেলনা রে?"
শ্রমের ন্যায্য দামটা পেলে,
গরিবও হাসবে ভরে মেলে!

23/06/2023

সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ, আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু |

- হুমায়ূন আজাদ

Address

Chittagong

Telephone

+8801887615899

Website

http://poetryoflastline.xyz/

Alerts

Be the first to know and let us send you an email when Poetry Of Last Line posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poetry Of Last Line:

Share