26/08/2025
জ্যোতির আঁধারে দীপ্ত পদচিহ্ন
(২৬ আগস্ট ১৯৪১ স্মরণে)
জন্ম নেয় ইতিহাস, যখন বুকে জ্বলে আলো,
নয় শুধু সংখ্যা—পঁচাত্তর প্রাণ, এক দীপ্ত ভালো।
জমাট অন্ধকারে হাতে তুলে নিল দীনের দীপ,
এক আকাশ স্বপ্ন, এক অঙ্গীকার—চোখে সেই চিরচেনা ছিপ।
ধরণীর বুকে এ এক সপথ, ছিল না তাতে ভয়,
আল্লাহর জমিনে হবে তাঁরই শাসন—এই ছিল মূলমন্ত্রের জয়।
সেদিন ২৬ আগস্টে বাজলো যে তকবির,
তারই প্রতিধ্বনি আজো ওঠে, করে হৃদয় বিস্ময় আবির।
জামায়াতে ইসলামী—তব জন্ম কোনো কল্প নয়,
নবীর পথে হাঁটার শপথে গড়া, সত্যের দৃপ্ত পর্যায়।
কাগজে-কলমে নয়, কর্মে-আচরণে,
গড়ে তোলে সমাজ, ন্যায়ের আলোয়, ঈমানি প্রেরণায় চরণে।
বদলাবে সমাজ, বদলাবে জাতি—এই স্বপ্ন চিরন্তন,
জেহাদের তরে আত্মত্যাগে জীবন রাখে সমর্পণ।
আছে শত্রু, আছে বাধা, আছে শত লাঞ্ছনা,
তবু নামেনি পতাকা, কেবলই বেঁধেছে দৃঢ় বন্ধনে ভালোবাসা।
জামায়াতে ইসলামী — জিন্দাবাদ হোক চিরকাল,
দ্বীনের পতাকায় উঠুক নব জয়ঢাক, গর্বে ভরুক বিশ্বজাল।
৭৫ প্রাণের সেই শপথে গড়া এক মহাকাব্য,
চলুক নির্ভয়ে, দীনের পথে, আল্লাহর দয়া হোক সর্বব্যাপ্য।