03/03/2025
জীবন এখনও যার শুরু হয়নি ভালোভাবে, সেই মাত্র ২ বছরের ছোট্ট শিশু জয়শ্রী বড়ুয়া আজ কঠিন এক লড়াইয়ের সম্মুখীন। বোয়ালখালী বৈদ্যপাড়া গ্রামের ধর্মপ্রাণ উপাসক বাবু মিশু বড়ুয়া ও তাঁর সহধর্মিণী শ্রীমতি টুম্পা বড়ুয়া-র একমাত্র কন্যা জয়শ্রী বড়ুয়া জন্মগতভাবে হার্টের ছিদ্রজনিত রোগে ভুগছে।তার চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। এমত অবস্থায় বাবু মিশু বড়ুয়া সম্মানিত সহৃদয়বান, সমাজসেবী ও দানশীল ব্যক্তিবর্গের নিকট সহযোগিতা কামনা করেন।
#জয়শ্রী_বড়ুয়ার চিকিৎসার জন্য মানবতার ডাকে সাড়া দিয়ে=৫০০/ ( #পাঁচশত) টাকা শ্রদ্ধাদান দিয়ে এগিয়ে এসেছেন বড়দুয়ারা বেণুবন বিহারের বিহার অধ্যক্ষ ীলমিত্র_ভিক্ষু মহোদয়।
তিনি একজন অত্যন্ত সহজ,সরল মনের অধিকারী, মানবতার কান্ডারী,মানবিক চিন্তাচেতনা সম্পন্ন মানবিক যোদ্ধা।
বাংলাদেশের সুনামধন্য-সুপরিচিত প্রগতিশীল মানবিক বৌদ্ধ সংগঠন 🙏"সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদ"🙏এর পক্ষ থেকে দাতা সহ দাতার পরিবারের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও মঙ্গলময়,নীরোগী জীবন কামনায় পূণ্যদান করছি।
★সার্বিক সহযোগীতায় বৌদ্ধ মানবিক সংগঠন-
👇
[ #সম্মিলিত_বৌদ্ধ_ধর্মাবলম্বী_কল্যাণ_পরিষদ]
ের_ছোট_শিশু_জয়শ্রী_বড়ুয়ার চিকিৎসার জন্য এই পর্যন্ত যাঁহারা শ্রদ্ধাদান দিয়েছেন তাদের নামের তালিকা-👇
১।শিক্ষিকা মুন্নী বড়ুয়া-১০০০টাকা
২।গৌতম বড়ুয়া-১৫০০ টাকা
৩।উত্তম বড়ুয়া-১০০০ টাকা
৪।জনি বড়ুয়া-২০০০ টাকা
৫।রাখন বড়ুয়া-৩০০০ টাকা
৬।রাজীব বড়ুয়া-১০০০ টাকা
৭।লাস্ট নাম্বার ২০৩-১৫০ টাকা
৮।লাস্ট নাম্বার ৬০৫-৯৫ টাকা
৯।সুজিত বড়ুয়া-১০০০ টাকা
১০।পুলক বড়ুয়া-১৫০০ টাকা
১১।এস.শীলমিত্র ভিক্ষু-৫০০ টাকা
🔜আসুন আমরা সকলেই বোয়ালখালী গ্রামের অত্যন্ত সহজ,সরল ও সাদা মনের মানুষ,হতদরিদ্র,বাবু মিশু বড়ুয়ার কন্যা,২ বছর বয়সী #জয়শ্রী_বড়ুয়াকে উন্নত মানের চিকিৎসা করার জন্য আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দিই।
#বিকাশ_নগদ_ও_রকেট ডিটেইলস-👇
বাবু সুব্রত বড়ুয়া (+8801928782201) পার্সোনাল বিকাশ নাম্বার। 🚺 #সভাপতি🚺
বাবু উজ্জ্বল বড়ুয়া (+8801403908740) পার্সোনাল বিকাশ+নগদ নাম্বার।🚹 #সাধারণ_সম্পাদক🚹
বাবু কনক বড়ুয়া(01875908217)পার্সোনাল বিকাশ
🚹 #যুগ্ন সাধারন সম্পাদক 🚹
#সম্মিলিত_বৌদ্ধ_ধর্মাবলম্বী_কল্যাণ_পরিষদ_বাংলাদেশ
#বিঃদ্র:- বৌদ্ধ সমাজ ও জাতির কল্যাণে সর্বদা নিয়োজিত থাকার প্রত্যয়ে গঠিত- প্রগতিশীল মানবিক বৌদ্ধ সংগঠন "সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদ"এর সাথে যদি আপনারা কেউ স্ব-ইচ্ছায় যুক্ত হয়ে মানবতার কাজে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে চান। তাহলে সরাসরি নিচে দেওয়া লিংকে ক্লিক করে, উক্ত সংগঠনের সভাপতি/ সাধারণ সম্পাদক / যুগ্ম-সাধারণ সম্পাদক / ও সাংগঠনিক সম্পাদক/ অর্থ সম্পাদিকার সাথে যোগাযোগ করুন।
#বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন-
⊕সভাপতি:বাবু সুব্রত বড়ুয়া https://www.facebook.com/share/1TqfCvjszV/?mibextid=qi2Omg
01928782201
⊕সহ-সভাপতি:বাবু সাগর কান্তি বড়ুয়া
https://www.facebook.com/share/1Ecqfc1GnT/?mibextid=qi2Omg
+8801844804932
⊕সাধারণ সম্পাদক:উজ্জ্বল বড়ুয়া https://www.facebook.com/share/1Dm5V1vcyk/?mibextid=qi2Omg
01891611765
⊕যুগ্ম-সাধারণ সম্পাদক:কনক বড়ুয়া https://www.facebook.com/share/15uY1CDFw4/?mibextid=qi2Omg
01604094076
⊕অর্থ-সম্পাদিকাঃ https://www.facebook.com/share/1AFAu1xNub/?mibextid=qi2Omg
⊕সদস্য-সচিবঃবাবু রুবেল বড়ুয়া
https://www.facebook.com/share/18uUgjPsyn/?mibextid=qi2Omg