Ujjal Barua

Ujjal Barua Traveling, sightseeing, having fun and doing humanitarian work.

16/08/2025

🙏🙏🙏

"বুদ্ধের ধর্ম" "মানবতার ধর্ম""মানবতার কল্যানে সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদ"*মানবতার কাজ করার লক্ষ্যে গঠিত,প্র...
03/08/2025

"বুদ্ধের ধর্ম" "মানবতার ধর্ম"

"মানবতার কল্যানে সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদ"

*মানবতার কাজ করার লক্ষ্যে গঠিত,প্রগতিশীল মানবিক বৌদ্ধ সংগঠন সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদ এর উদ্যােগে প্রতিনিয়ত অসহায়,দরিদ্র ও সমাজের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় কয়েক মাসে রামু উপজেলার লটউখিয়ারঘোনা গ্রামের বাবু রুনা বড়ুয়া সড়ক দূর্ঘটনার শিকার হয়েছিলেন।অনেকদিন যাবত তিনি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা পরর্বতীতে নিয়মিত চেকআপের জন্য আমাদের সহযোগিতা কামনা করেছেন।সে পরিলক্ষে বাবু রুনা বড়ুয়াকে অত্র সংগঠনের পক্ষ হতে ৫০০০ (পাঁচ হাজার) টাকা শ্রদ্ধাদান প্রদান করা হয়।

এতে সংগঠনের পক্ষ হতে উপস্থিত ছিলেন সংগঠনের
সাধারণ সম্পাদক Ujjal Barua মহোদয়।

জয় হউক মানবতার, জয় হউক প্রিয় মানবিক সংগঠনের।

সার্বিক সহযোগিতায়: "সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদ" এর সকল সদস্য-সদস্যাবৃন্দ।

শুভেচ্ছা ও অভিনন্দন
19/07/2025

শুভেচ্ছা ও অভিনন্দন

বুদ্ধের_ধর্ম_মানবতার_ধর্ম_মানবতার_ধর্ম_শ্রেষ্ঠ_ধর্ম।

#মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখার লক্ষ্যে- আমাদের প্রগতিশীল মানবিক বৌদ্ধ সংগঠন- সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদ মানবিক কাজ করার লক্ষ্যে সম্মানিত #কার্যকরী_সদস্য পদে যুক্ত হলেন- রাউজান উপজেলার পশ্চিম গহিরা (সত্তারঘাট) গ্রামের জন্মজাত সন্তান শ্রদ্ধাবান উপাসক বাবু #লিটু_বড়ুয়া মহোদয়।

" #সম্মিলিত_বৌদ্ধ_ধর্মাবলম্বী_কল্যাণ_পরিষদ"এর পক্ষ থেকে নব সদস্য #লিটু_বড়ুয়া মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

আপনার এমন সুন্দর মানবিক মন-মানসিকতাকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও মঙ্গলময় জীবন কামনা করছি। আপনার ভবিষ্যৎ জীবন চলার পথ সুন্দর ও স্বার্থক হউক। এই কামনা রইলো। মানবতার জয় হউক।
#দূর্জয়_দূর্বার_মানবতার_জয়_করবো_এইটাই_মোদের_অঙ্গিকার।

#বুদ্ধের ধর্ম"মানবতার ধর্ম"মানবতার ধর্ম"শ্রেষ্ঠ ধর্ম" আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে মানবতার কাজে অংশীদার হতে পারবেন।

যোগাযোগ:---👇 [ Facebook Link & Number ]

সভাপতি/👇
( https://www.facebook.com/subrata.barua.7543?mibextid=ZbWKwL
মোবাঃ-+8801928782201

সাধারন সম্পাদক/----
https://www.facebook.com/uzzal.barua.12139
(মোবাঃ:-01891611765) (IMO & Whatsapp)

সাংগঠনিক সম্পাদক /----
https://www.facebook.com/rajana.baruya?mibextid=ZbWKwL
মোবাঃ+8801814700255

যুগ্ম-সম্পাদক/---- https://www.facebook.com/profile.php?id=100003806126943
মোবাঃ:- 01875908217( IMO & whatsapp)

অর্থ সম্পাদিকা/------
https://www.facebook.com/sn.barua.54

12/06/2025

দেখেন তো আপনারা কিছু বুঝতে পারেন কিন?

বাবা চলে গেলো চোখের পলকে ৪ মাস হয়ে গেলো।
11/06/2025

বাবা চলে গেলো চোখের পলকে ৪ মাস হয়ে গেলো।

একটি জীবন বাঁচাতে আপনার সহানুভূতি জরুরি।  " #সম্মিলিত_বৌদ্ধ_ধর্মাবলম্বী_কল্যাণ_পরিষদ""জীবন বড়ুয়া" চকরিয়া উপজেলার বিলছড়ি ...
19/05/2025

একটি জীবন বাঁচাতে আপনার সহানুভূতি জরুরি।
" #সম্মিলিত_বৌদ্ধ_ধর্মাবলম্বী_কল্যাণ_পরিষদ"

"জীবন বড়ুয়া" চকরিয়া উপজেলার বিলছড়ি ইউনিয়নের বড়ুয়া পাড়ার এক নিরীহ যুবক। সদ্য পিতাকে হারিয়ে এই ছেলেটি আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে জানা যায়, তার দুটি কিডনিই সম্পূর্ণরূপে বিকল হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন, তাকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। তাই ছেলেকে বাঁচাতে তার গর্ভধারণী মা তাকে একটি কিডনি দিবে বলে জানিয়েছেন। কিন্তু এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। ডাক্তারগণ জানিয়েছেন,কিডনি প্রতিস্থাপন থেকে শুরু করে,যাবতীয় চিকিৎসা করার ক্ষেত্রে প্রায় ১০/১২ লক্ষ টাকা প্রয়োজন। তার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাঁর বাবার মৃত্যুর পর সংসারের কোনো উপার্জন করার মতো কোনো সদস্য নেই। অসহায় মা আর জীবন বড়ুয়া সহ পরিবারের সকলেই এখন দিশেহারা।

আজ তার জীবনের প্রতিটি মুহূর্ত কষ্ট আর অনিশ্চয়তায় ভরা। এই মুহূর্তে জীবন বড়ুয়ার একমাত্র ভরসা আমাদের সকলের আর্থিক সহযোগিতা। আপনার একটুকু সাহায্য জীবন বড়ুয়ার নতুন জীবন শুরুর পথ খুলে দিতে পারে।

আসুন, আমরা মানুষ হয়ে আরেকটি মানুষকে বাঁচাতে এগিয়ে আসি। আপনার সামান্য সহযোগিতা জীবন বড়ুয়ার জীবনে হতে পারে আশার আলো। আপনাদের অল্প অল্প সহযোগিতায় বেঁচে যেতে পারে জীবন বড়ুয়া এবং তাঁর বেঁচে যাওয়াতে তার পরিবার বাঁচবে দুমুঠো ডাল ভাত খেয়ে। সকলেই এগিয়ে আসুন সাধ্যমতো আর্থিক সহযোগিতা প্রদান করে।

#জীবন_বড়ুয়া'র চিকিৎসার জন্য মানবতার ডাকে সাড়া দিয়ে=৩০০০/( #তিনহাজার) টাকা শ্রদ্ধাদান দিয়ে এগিয়ে এসেছেন বাঁশখালী উপজেলার শীলকূপ গ্রামের জন্মজাত কৃতি সন্তান বাবু হিমেল বড়ুয়া মহোদয়।।আমরা উনার এবং পরিবারের সকলের নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করছি।

১।নিঝুম বড়ুয়া-১০০০ টাকা।
২।তাপস বড়ুয়া ও হাসি চাকমা-১০০০ টাকা
৩।সুজিত বড়ুয়া-১০০০ টাকা
৪।রনি বড়ুয়া-৫০০ টাকা
৫।ধনঞ্জয় বড়ুয়া-১০০০ টাকা
৬।পিংকি বড়ুয়া রুমু-৫০০ টাকা
৭।হিমেল বড়ুয়া বাপ্পা-৩০০০ টাকা

নিম্নে দেওয়া বিকাশ,নগদ আর রকেট নাম্বারে সাধ্যমতো আর্থিক সহযোগিতা প্রদান করুন।👇

বিকাশ নাম্বার:- +8801869968586 ( মিস নিঝুম বড়ুয়া)
বিকাশ নাম্বার: +8801403908740 (বাবু উজ্জ্বল বড়ুয়া)
বিকাশ নাম্বার: +8801875908217 (বাবু কনক বড়ুয়া)
বিকাশ নাম্বার: +8801928782201 (বাবু সুব্রত বড়ুয়া)

*বিস্তারিত জানতে যোগাযোগ করুন:👇
সভাপতি: বাবু সুব্রত বড়ুয়া- +8801928782201 (https://www.facebook.com/share/16an73Z8w5/)

সাধারণ সম্পাদক: বাবু উজ্জ্বল বড়ুয়া- +8801403908740
(https://www.facebook.com/share/1C5i5xDwZN/)

সদস্য সচিব: বাবু রুবেল বড়ুয়া (https://www.facebook.com/share/1Bhethm1iq/)

সার্বিক সহযোগিতায়: সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদ, বাংলাদেশ।

#দূর্জয়
#দূর্বার
#মানবতার
#কাজ
#করব
#এটায়
#মোদের
#অঙ্গিকার।

ফতেহনগর মহাবোধি চৈত্য।
17/05/2025

ফতেহনগর মহাবোধি চৈত্য।

একটি জীবন বাঁচাতে আপনার সহানুভূতি জরুরি।  " #সম্মিলিত_বৌদ্ধ_ধর্মাবলম্বী_কল্যাণ_পরিষদ""জীবন বড়ুয়া" চকরিয়া উপজেলার বিলছড়ি ...
17/05/2025

একটি জীবন বাঁচাতে আপনার সহানুভূতি জরুরি।
" #সম্মিলিত_বৌদ্ধ_ধর্মাবলম্বী_কল্যাণ_পরিষদ"

"জীবন বড়ুয়া" চকরিয়া উপজেলার বিলছড়ি ইউনিয়নের বড়ুয়া পাড়ার এক নিরীহ যুবক। সদ্য পিতাকে হারিয়ে এই ছেলেটি আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে জানা যায়, তার দুটি কিডনিই সম্পূর্ণরূপে বিকল হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন, তাকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। তাই ছেলেকে বাঁচাতে তার গর্ভধারণী মা তাকে একটি কিডনি দিবে বলে জানিয়েছেন। কিন্তু এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। ডাক্তারগণ জানিয়েছেন,কিডনি প্রতিস্থাপন থেকে শুরু করে,যাবতীয় চিকিৎসা করার ক্ষেত্রে প্রায় ১০/১২ লক্ষ টাকা প্রয়োজন। তার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাঁর বাবার মৃত্যুর পর সংসারের কোনো উপার্জন করার মতো কোনো সদস্য নেই। অসহায় মা আর জীবন বড়ুয়া সহ পরিবারের সকলেই এখন দিশেহারা।

আজ তার জীবনের প্রতিটি মুহূর্ত কষ্ট আর অনিশ্চয়তায় ভরা। এই মুহূর্তে জীবন বড়ুয়ার একমাত্র ভরসা আমাদের সকলের আর্থিক সহযোগিতা। আপনার একটুকু সাহায্য জীবন বড়ুয়ার নতুন জীবন শুরুর পথ খুলে দিতে পারে।

আসুন, আমরা মানুষ হয়ে আরেকটি মানুষকে বাঁচাতে এগিয়ে আসি। আপনার সামান্য সহযোগিতা জীবন বড়ুয়ার জীবনে হতে পারে আশার আলো। আপনাদের অল্প অল্প সহযোগিতায় বেঁচে যেতে পারে জীবন বড়ুয়া এবং তাঁর বেঁচে যাওয়াতে তার পরিবার বাঁচবে দুমুঠো ডাল ভাত খেয়ে। সকলেই এগিয়ে আসুন সাধ্যমতো আর্থিক সহযোগিতা প্রদান করে।

নিম্নে দেওয়া বিকাশ,নগদ আর রকেট নাম্বারে সাধ্যমতো আর্থিক সহযোগিতা প্রদান করুন।👇

বিকাশ নাম্বার:- +8801869968586 ( মিস নিঝুম বড়ুয়া)
বিকাশ নাম্বার: +8801403908740 (বাবু উজ্জ্বল বড়ুয়া)
বিকাশ নাম্বার: +8801875908217 (বাবু কনক বড়ুয়া)
বিকাশ নাম্বার: +8801928782201 (বাবু সুব্রত বড়ুয়া)

*বিস্তারিত জানতে যোগাযোগ করুন:👇
সভাপতি: বাবু সুব্রত বড়ুয়া- +8801928782201 (https://www.facebook.com/share/16an73Z8w5/)

সাধারণ সম্পাদক: বাবু উজ্জ্বল বড়ুয়া- +8801403908740
(https://www.facebook.com/share/1C5i5xDwZN/)

সদস্য সচিব: বাবু রুবেল বড়ুয়া (https://www.facebook.com/share/1Bhethm1iq/)

সার্বিক সহযোগিতায়: সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদ, বাংলাদেশ।

#দূর্জয়
#দূর্বার
#মানবতার
#কাজ
#করব
#এটায়
#মোদের
#অঙ্গিকার।

১২ তম কমপ্লিট
05/04/2025

১২ তম কমপ্লিট

জীবন এখনও যার শুরু হয়নি ভালোভাবে, সেই মাত্র ২ বছরের ছোট্ট শিশু জয়শ্রী বড়ুয়া আজ কঠিন এক লড়াইয়ের সম্মুখীন। বোয়ালখালী বৈদ্য...
27/03/2025

জীবন এখনও যার শুরু হয়নি ভালোভাবে, সেই মাত্র ২ বছরের ছোট্ট শিশু জয়শ্রী বড়ুয়া আজ কঠিন এক লড়াইয়ের সম্মুখীন। বোয়ালখালী বৈদ্যপাড়া গ্রামের ধর্মপ্রাণ উপাসক বাবু মিশু বড়ুয়া ও তাঁর সহধর্মিণী শ্রীমতি টুম্পা বড়ুয়া-র একমাত্র কন্যা জয়শ্রী বড়ুয়া জন্মগতভাবে হার্টের ছিদ্রজনিত রোগে ভুগছে।তার চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। এমত অবস্থায় বাবু মিশু বড়ুয়া সকল সহৃদয়বান, দানশীল ব্যক্তিবর্গের নিকট সহযোগিতা কামনা করেছেন।

#জয়শ্রী_বড়ুয়ার চিকিৎসার জন্য মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন #বাংলাদেশ_বুড্ডিস্ট_এসোসিয়েশন_অফ_কানাডা,
অন্টারিও,কানাডা এর সদস্যাবৃন্দ।

উক্ত সংগঠন হতে জয়শ্রী বড়ুয়া'র চিকিৎসার ৫৩২০০(তিপান্ন_হাজার_দুইশত) টাকা শ্রদ্ধাদান প্রদান করা হয় সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদ এর নিকট।

বাংলাদেশের সুনামধন্য-সুপরিচিত প্রগতিশীল মানবিক বৌদ্ধ সংগঠন 🙏“সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদ”🙏এর পক্ষ থেকে #বাংলাদেশ_বুড্ডিস্ট_এসোসিয়েশন_অফ_কানাড়া এর সকল সদস্যগন কে আমাদের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এমন মানবিক উদ্দ্যেগকে গ্রহন করায় সাধুবাদ জানাই ও সকলের পরিবারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও মঙ্গলময়,নীরোগ দীর্ঘায়ু জীবন কামনায় পূণ্যদান করছি।

এমন মহৎ উদ্দ্যেগ টি নিয়েছেন পটিয়া উপজেলার পিঙ্গলা গ্রামে জন্মজাত সূদুর কানাডায় অবস্থানরত #বাংলাদেশ_বুড্ডিস্ট_এসোসিয়েশন_অফ_কানাড়া এর সভাপতি বাবু #নিখিল_রঞ্জন_বড়ুয়া মহোদয়।।

উক্ত শ্রদ্ধাদান উনার ছোট ভাই #বাংলাদেশ_বৌদ্ধ_কৃষ্টি_প্রচার_সংঘ এর #অর্থ_সচিব ব্যাংকার বাবু #প্রীতিশ_রঞ্জন_বড়ুয়া_মহোদয় এবং উনার সহধর্মিণী #বাংলাদেশ_বৌদ্ধ_কৃষ্টি_প্রচার_সংঘ_মহিলা_শাখা'র সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা মিসেস #নেভী_বড়ুয়া'র মাধ্যমে #সম্মিলিত_বৌদ্ধ_ধর্মাবলম্বী_কল্যাণ_পরিষদ এর সম্মানিত সভাপতি বাবু #সুব্রত_বড়ুয়া এবং সাধারণ সম্পাদক বাবু #উজ্জ্বল_বড়ুয়া'র উপস্থিতিতে জয়শ্রী বড়ুয়ার পিতা বাবু #মিশু_বড়ুয়ার নিকট হস্তান্তর করা হয়।

সর্বাকূলে প্রগতিশীল মানবিক বৌদ্ধ সংগঠন- “ #সম্মিলিত_বৌদ্ধ_ধর্মাবলম্বী_কল্যাণ_পরিষদ এর তত্বাবধানে জয়শ্রী বড়ুয়ার চিকিৎসার জন্য এখন পর্যন্ত সর্বমোট ১,৭৩,২০০( ্ষ_তিয়াত্তর_হাজার_দুইশত) টাকা শ্রদ্ধাদান প্রদান করা হয়।

🙏🙏🙏
27/03/2025

🙏🙏🙏

জীবন এখনও যার শুরু হয়নি ভালোভাবে, সেই মাত্র ২ বছরের ছোট্ট শিশু জয়শ্রী বড়ুয়া আজ কঠিন এক লড়াইয়ের সম্মুখীন। বোয়ালখালী বৈদ্য...
24/03/2025

জীবন এখনও যার শুরু হয়নি ভালোভাবে, সেই মাত্র ২ বছরের ছোট্ট শিশু জয়শ্রী বড়ুয়া আজ কঠিন এক লড়াইয়ের সম্মুখীন। বোয়ালখালী বৈদ্যপাড়া গ্রামের ধর্মপ্রাণ উপাসক বাবু মিশু বড়ুয়া ও তাঁর সহধর্মিণী শ্রীমতি টুম্পা বড়ুয়া-র একমাত্র কন্যা জয়শ্রী বড়ুয়া জন্মগতভাবে হার্টের ছিদ্রজনিত রোগে ভুগছে।তার চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। এমত অবস্থায় বাবু মিশু বড়ুয়া সম্মানিত সহৃদয়বান, সমাজসেবী ও দানশীল ব্যক্তিবর্গের নিকট সহযোগিতা কামনা করেন।

#জয়শ্রী_বড়ুয়ার চিকিৎসার জন্য মানবতার ডাকে সাড়া দিয়ে=২০০০( #দুইহাজার) টাকা শ্রদ্ধাদান দিয়ে এগিয়ে এসেছেন উখিয়া উপজেলার কুতুপালং উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ার বাবু #লাল_বড়ুয়া ও উনার সহধর্মীনি শ্রামতি #বিনা_বড়ুয়া।

তিনি একজন সহজ সরল মনের অধিকারী,মানবতার কান্ডারী,মানবিক চিন্তা সম্পন্ন মানবিক যোদ্ধা।

বাংলাদেশের সুনামধন্য-সুপরিচিত প্রগতিশীল মানবিক বৌদ্ধ সংগঠন 🙏"সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদ"🙏এর পক্ষ থেকে দাতা সহ দাতার পরিবারের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও মঙ্গলময়,নীরোগী জীবন কামনায় পূণ্যদান করছি।

★সার্বিক সহযোগীতায় বৌদ্ধ মানবিক সংগঠন-

👇

[ #সম্মিলিত_বৌদ্ধ_ধর্মাবলম্বী_কল্যাণ_পরিষদ]

ের_ছোট_শিশু_জয়শ্রী_বড়ুয়ার চিকিৎসার জন্য এই পর্যন্ত যাঁহারা শ্রদ্ধাদান দিয়েছেন তাদের নামের তালিকা-👇

১।শিক্ষিকা মুন্নী বড়ুয়া-১০০০টাকা
২।গৌতম বড়ুয়া-১৫০০ টাকা
৩।উত্তম বড়ুয়া-১০০০ টাকা
৪।জনি বড়ুয়া-২০০০ টাকা
৫।রাখন বড়ুয়া-৩০০০ টাকা
৬।রাজীব বড়ুয়া-১০০০ টাকা
৭।লাস্ট নাম্বার ২০৩-১৫০ টাকা
৮।লাস্ট নাম্বার ৬০৫-৯৫ টাকা
৯।সুজিত বড়ুয়া-১০০০ টাকা
১০।পুলক বড়ুয়া-১৫০০ টাকা
১১।এস.শীলমিত্র ভিক্ষু-৫০০ টাকা
১২।শ্রেয়সী বড়ুয়া তিথি ও আয়ুশী বড়ুয়া পূর্ণ্যা -৫০০০ টাকা।
১৩।রানা বড়ুয়া-২০০০ টাকা
১৪।উত্তম বড়ুয়া-১০০০ টাকা
১৫।পূরবী বড়ুয়া-৫০০ টাকা
১৬।নয়ন বড়ুয়া-১৫০০ টাকা
১৭।স্বরলিপি বড়ুয়া-৩০০০ টাকা
১৮। লাস্ট নাম্বার ৮০০ -৫০০ টাকা
১৯।সুপ্রিয়া বড়ুয়া-১০০০টাকা
২০।দীপংকর মহাথেরো-১০০০টাকা
২১।বন্যা চৌধুরী -১০০০ টাকা
২২।জনি বড়ুয়া-২০০০ টাকা
২৩।রাখাল বড়ুয়া-৭০০ টাকা
২৩।সৈকত মুৎসুদ্দি-১০০০টাকা
২৪।অপু বড়ুয়া-৫০০ টাকা
২৫।প্রজ্ঞাজ্যেতি মেমোরিয়াল চিকিৎসা তহবিল-৩০০০ টাকা
২৬।কবিরত্ন প্রিয়দর্শী-জ্ঞাননিধি বুদ্ধরক্ষিত স্মৃতি কল্যান ফাউন্ডেশন।
অসীম বড়ুয়া(ফ্রান্স প্রবাসী)-২০০০ টাকা
২৭।সুসীল বড়ুয়া-২৬০০
২৮আদিত্য বড়ুয়া-২১০ টাকা
২৯।জয় বড়ুয়া-৫০০ টাকা
৩০।লাস্ট নাম্বার ৩২০-১০০০ টাকা
৩১।নীল কমল বড়ুয়া-১৫০০টাকা
৩২। লাল বড়ুয়া ও বিনা বড়ুয়া-২০০০ টাকা

🔜আসুন আমরা সকলেই বোয়ালখালী গ্রামের অত্যন্ত সহজ,সরল ও সাদা মনের মানুষ,হতদরিদ্র,বাবু মিশু বড়ুয়ার কন্যা,২ বছর বয়সী #জয়শ্রী_বড়ুয়াকে উন্নত মানের চিকিৎসা করার জন্য আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দিই।

#বিকাশ_নগদ_ও_রকেট ডিটেইলস-👇

বাবু সুব্রত বড়ুয়া (+8801928782201) পার্সোনাল বিকাশ নাম্বার। 🚺 #সভাপতি🚺

বাবু উজ্জ্বল বড়ুয়া (+8801403908740) পার্সোনাল বিকাশ+নগদ নাম্বার।🚹 #সাধারণ_সম্পাদক🚹

বাবু কনক বড়ুয়া(01875908217)পার্সোনাল বিকাশ

🚹 #যুগ্ন সাধারন সম্পাদক 🚹

#সম্মিলিত_বৌদ্ধ_ধর্মাবলম্বী_কল্যাণ_পরিষদ_বাংলাদেশ

#বিঃদ্র:- বৌদ্ধ সমাজ ও জাতির কল্যাণে সর্বদা নিয়োজিত থাকার প্রত্যয়ে গঠিত- প্রগতিশীল মানবিক বৌদ্ধ সংগঠন "সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদ"এর সাথে যদি আপনারা কেউ স্ব-ইচ্ছায় যুক্ত হয়ে মানবতার কাজে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে চান। তাহলে সরাসরি নিচে দেওয়া লিংকে ক্লিক করে, উক্ত সংগঠনের সভাপতি/ সাধারণ সম্পাদক / যুগ্ম-সাধারণ সম্পাদক / ও সাংগঠনিক সম্পাদক/ অর্থ সম্পাদিকার সাথে যোগাযোগ করুন।







#বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন-

⊕সভাপতি:বাবু সুব্রত বড়ুয়া https://www.facebook.com/share/1TqfCvjszV/?mibextid=qi2Omg

01928782201

⊕সহ-সভাপতি:বাবু সাগর কান্তি বড়ুয়া

https://www.facebook.com/share/1Ecqfc1GnT/?mibextid=qi2Omg

+8801844804932

⊕সাধারণ সম্পাদক:উজ্জ্বল বড়ুয়া https://www.facebook.com/share/1Dm5V1vcyk/?mibextid=qi2Omg

01891611765

⊕যুগ্ম-সাধারণ সম্পাদক:কনক বড়ুয়া https://www.facebook.com/share/15uY1CDFw4/?mibextid=qi2Omg

01604094076

⊕অর্থ-সম্পাদিকাঃ https://www.facebook.com/share/1AFAu1xNub/?mibextid=qi2Omg



⊕সদস্য-সচিবঃবাবু রুবেল বড়ুয়া

https://www.facebook.com/share/18uUgjPsyn/?mibextid=qi2Omg

Address

Agrabad
Chittagong
4321

Alerts

Be the first to know and let us send you an email when Ujjal Barua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ujjal Barua:

Share