06/04/2024
সাহায্য যদি করতে না পারি আসো না সবাই মিলে একটি করে শেয়ার করি
এমন কোন পাথরের মানুষ থাকতে পারে না যে শেয়ার করবে না
১ বছর ধোরে ভুগছে ছেলেটা
শুধুমাত্র টাকার জন্য অপারেশন করাতে পারছেন না হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে শিশুটি।
শিশুটি নাম মোঃ ইয়াসিন।
ইয়াসিনের জন্মের সময় তার মা মারা যায় এখন ইয়াসিনের বাবাই সব কিন্তু ইয়াসিনের বাবা মোহাম্মদ ওমর আলী উনি একজন সামান্য অটোচালক সামান্য টাকা উপার্জন করে তা দিয়ে ইয়াছিনের উন্নত চিকিৎসা করা কোন ভাবে সম্ভব নয়।
কে বেরিয়ে যাবেন না টাকা দিতে না পারলে অন্তত একটা শেয়ার করে দিন
রোজার মাস কেউ ফিরিয়ে দিবেন না একটু একটু করে সাহায্য করি
২০//৫০//১০০//৫০০//১০০০//
যে যা পারি দান করি
সকলের সাহায্য কামনা করছি
এখন ইয়াসিন এর টিইউ মার আক্রান্ত চোখের অপারেশন করাতে প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন । সব কাছের মানুষ ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে সব মিলিয়ে তিন লক্ষ টাকা ব্যবস্থা হয়েছে কিন্তু আরো ৭ লক্ষ টাকার প্রয়োজন ইয়াসিনের চিকিৎসা করাতে। কান্নায় ভেঙে পড়ছে ইয়াসিনের বাবা খুবই মর্মান্তিক একটি দৃশ্য। যা দেখে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করতে বাধ্য হলাম আপনারা সবাই শেয়ার করে দিন যাতে কোন সহৃদয়বান মানুষের চোখে পড়ে। যার যার জায়গা থেকে দয়া করে কিছু সাহায্য করে যাবেন এই নাম্বারে-
মোঃ উমর আলী-বাবা।
বিকাশ - 01613997642
নগদ - 01613997642
রকেট- 01613997642
ঠিকানা:
বাবা : মোঃ উমর আলী।
গ্রাম- দৌলতখালী, ইউনিয়ন- দৌলতপুর,
থানা- দৌলতপুর, কুষ্টিয়া।
বর্তমানে ভর্তি আছে সদর হাসপাতাল কুষ্টিয়া
3th ফলোর, 21 নাম্বার রুম, 13 নং কেবিন।
যা পারবেন তাই দিয়ে সাহায্য করুন ইয়াসিনের উন্নত চিকিৎসার জন্য।
আপনারা সবাই সহযোগিতা করেন সব টাকা দেয়ার সময় আবডেট। দেয়া হবে,,,, দান খয়রাত দেয়ার ধন্য। সম্পদ থাকলে দান করা আপনার জন্য ফরজ
প্রয়োজন এ কল করে কথা বলবেন। আপনারা এগিয়ে আসুন।। প্রবাসী & বিত্তবান ভাই দের দৃষ্টি আকর্ষণ করছি।।
Post ti copy kore share korar onurdhod roiilo🙏