20/11/2023
🚫 মায়া!🚫
➡️মায়া এমন একটি বিষয়, যেটা ছেলে অথবা মেয়ে যে কারো প্রতি হতে পারে। সাধারণত ছেলেরা মেয়েদের ময়ায় এবং মেয়েরা ছেলেদের মায়ায় আটকায়। আনকমন হচ্ছে একটি ছেলে আরেকটি ছেলের মায়ায়, ভালোবাসায় বা মহব্বতে আটকায়।ঠিক তেমনই একটা মেয়ের প্রতি আরেকটা মেয়েরও হতে পারে। মায়ায় কেমন করে পরবেন সেটা বুঝাও অনেক কঠিন।
মায়া জিনিসটা হলো অদৃশ্য একটি শক্তি যার আকর্ষণ বল অনেক বেশি। যা কেবল ধরে রাখতে চাই।
🔻মনে করেন কেউ আপনাকে ভালোবাসেনা কিন্তু আপনি তাকে অনেক ভালোবাসেন এটাই মায়া, আপনার সাথে অনেক অন্যায় করার পরও তার প্রতি কোনো খোব জন্মায় না এটাই মায়া। আপনি তাকে কাছে পেতে চান, যেকোনো কাজ তাকে দিয়ে করাতে পারলে আপনার ভালো লাগে এটাই মায়া। সবসময় তাকে কাছে রাখতে মন চাই যদিও সে চাই না এটাই মায়া। সে যদি কোনো কাজে ভুল করে সেটা ভুল বলে মনে হয়না, হাজারটা অন্যায় করলেও তার প্রতি কোনো রাগ হয়না এটাই মায়া। অন্যায় করে হলেও কাছে থাকুক এটাই চায় মন, এটাই পাওয়ার অব মায়া।
🔻নিজের থেকে বেশি গুরুত দেওয়া, নিজের পছন্দের জিনিসটা তার জন্য পছন্দ করা এটাই মায়া। যার কথা সারাদিন ভাবেন,যার একটি কথায় মন ভালো হয়ে যায়, যার সাথে কথা বলতে পারলে মনে হয় মরুভূমিতে বৃষ্টির ছোঁয়া, সে যদি একটু অভিমান করে তাহলে দুনিয়ার সব কিছু যেন তুচ্ছ মনে হয় এটাই মায়া।
🔻তার একটা মেসেজের অপেক্ষায় থাকেন কখন সে মেসেজ দিবে কখন তার সাথে একটু কথা বলবেন। আপনার মেসেজের রিপ্লাই না দিলে মনে হয় মাথায় আকাশ ভেঙে পড়লো, দুনিয়ার সবকিছু অন্ধকার লাগে, কোনো কিছুতেই মন বসে না। যখনই রিপ্লাই পান মনে হয় মৃত আত্মা প্রাণ ফিরে পেল এটাই মায়া।
🔻অন্য কারো সাথে বেশি সময় থাকুক আপনি তা চান না, আপনার চোখ তা সয্য করতে পারে না এটাই মায়া।
মায়া অনেক ভয়ংকরী এবং বহুরূপী।
প্রায় মানুষ কারো না কারো মায়ায় আটকায়। মায়ায় পরা ব্যাক্তিকে যখনি ইগনোর করা শুরু করে তখনি শুরু ভয়ংকর খেলা যার সর্বোচ্চ পরিনতি হয় আত্মহত্যা। যার কারনে মায়া হলো ভয়ংকরী।
🔻 আবার অনেকে আছে যারা মায়ায় আটকায় ঠিকই কিন্তু তারা তা প্রকাশ করে না। কিন্তু তারা ধীরে ধীরে পুড়তে থাকে। মায়ায় আটকানো ব্যাক্তির ভালোবাসা পাওয়ার জন্য তারা সবকিছু করতে পারে, মায়ায় আটকানো ব্যাক্তির পছন্দ মতো সবকিছু করার সর্বোচ্চ চেষ্টা করা। যার কারনে বলা হয়েছে মায়া বহুরুপী।
একটা মানুষ ধংস হয়ে যাওয়ার জন্য আধুনিক কোনো যন্ত্রের প্রয়োজন নেই একটি অদৃশ্য
#ডিপ্রেশন
#তুমি #