Colour Of People

Colour Of People Hi assalamualaykum

যদি বলেন শেখ হাসিনা গনহত্যা চালিয়েছেন, তাহলে ৪৬০ টা থানা পুড়ালো কারা, তিন হাজার পুলিশ হত্যা করলো কারা, মেট্রোরেলে আগুন...
14/10/2025

যদি বলেন শেখ হাসিনা গনহত্যা চালিয়েছেন, তাহলে ৪৬০ টা থানা পুড়ালো কারা, তিন হাজার পুলিশ হত্যা করলো কারা, মেট্রোরেলে আগুন দিলো কারা, কারাগার গুলোর অস্ত্রাগার লুট করলো কারা, পুরো দেশ ধ্বংস করলো কারা? জুলাই যোদ্ধারা যদি কোনো অপরাধ না করে থাকে, তাহলে তাদেরকে ইনডেমনিটি দিলেন কেন? নিরপরাধ ব্যক্তির তো ইনডেমনিটি লাগে না! আমার কথায় বিশ্বাস রাখুন, হয়তো একটু সময় লাগবে, কিন্তু সত্য একদিন প্রকাশ পাবেই।

নাট‍্যকার খান শওকত
উপ-প্রচার সম্পাদক,
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

মরিয়া নিজ দল থেকে অপবাদ শুনিলো তিনি ‘দুস্কৃতকারী’গতকাল চট্টগ্রামে গুলিতে নিহত বিএনপি নেতা মো: আব্দুল হাকিমকে অস্বীকার কর...
08/10/2025

মরিয়া নিজ দল থেকে অপবাদ শুনিলো তিনি ‘দুস্কৃতকারী’

গতকাল চট্টগ্রামে গুলিতে নিহত বিএনপি নেতা মো: আব্দুল হাকিমকে অস্বীকার করলো বিএনপি। আজ দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেন- নিহত আব্দুল হাকিম বিএনপির কেউ নয়। এমনকি নিজ দলের নিহত ব‍্যাক্তিকেও দুস্কৃতকারী উল্লেখ করে রিজভী বলেন- দুস্কৃতিকারিদের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় মো: আব্দুল হাকিম নামে এক ব্যক্তি গুলিতে নিহত হন।

আহা… লাশের রাজনীতি! নিজ দলের কোন্দলে নেতা মারা যাওয়ার পর দায় এড়াতে সরাসরি অস্বীকার! এটাই বিএনপি!

07/10/2025

আপনারা দয়া করে আওয়ামিলীগ নিয়ে আর গুজব ছড়াইয়েন না, আমার বয়স কম হতে পারে কিন্তু মাতৃভূমি গভীর সংকটে উপনীত হয়েছে এইটা আমি ঠিকই বুঝতে পারি। শেখ হাসিনার উপর আস্থা রাখি তিনি এখনো বেঁচে আছেন তিনিই আমাদের পথ দেখাবেন, অযথা দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন কথাবার্তা বলে বিভক্তি সৃষ্টি করবেন না।

এই মুহূর্তে সকল বাংলাদেশী জনগণের উচিত স্বাধীনতা বিরোধীদের চাপিয়ে দেওয়া আসন্ন গৃহযুদ্ধ আটকানোর ব্যবস্থা করা, জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সেনাবাহিনি নামক বেইমান ভাড়াটিয়া সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখা, জনদুর্ভোগ নিয়ে সোচ্চার হওয়া, এই অবৈধ সরকার আপনার যে মৌলিক অধিকার হরণ করেছে সেটার বিরুদ্ধে আওয়াজ তুলুন।

ফেসবুকে গুজব ছড়িয়ে নিজেকে অনেক বড় আওয়ামী লীগের নেতা প্রমাণ না করে একজন সাধারন বাংলাদেশী নাগরিকের ভূমিকায় উত্তীর্ণ হন।

এভাবে একটা একটা সত্য প্রকাশ করবে। সর্বোপরি জাতির প্রত্যাশা মেডিকোলার ডিজাইন কিভাবে ষড়যন্ত্র করেছ তা বিস্তারিত খোলাসা কর...
03/10/2025

এভাবে একটা একটা সত্য প্রকাশ করবে।
সর্বোপরি জাতির প্রত্যাশা মেডিকোলার ডিজাইন কিভাবে ষড়যন্ত্র করেছ তা বিস্তারিত খোলাসা করবে।

03/10/2025

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর,, দেশের সাধারণ মানুষদের দেখভাল করার কেউ নেই।

02/10/2025

গায়ক আসিফ যেহেতু বিসিবির পরিচালক হয়েছে, তাহলে তামিমকে শিল্পী-সমিতির সভাপতি করা হোক।

01/10/2025

আওয়ামী লীগের পদ বিক্রেতারা নেই.!
ক্রেতারাও নেই.!
আছে শুধু দলকে ভালোবাসা অন্ধ
ভক্ত নেতাকর্মীরা।

মধ্যপ্রাচ্য থেকে জাকাত আদায় করছেন বাংলাদেশ জাকাতে ইসলামীর শীর্ষ নেতা।
01/10/2025

মধ্যপ্রাচ্য থেকে জাকাত আদায় করছেন বাংলাদেশ জাকাতে ইসলামীর শীর্ষ নেতা।

যারা এই লগোতে আরবিতে "আল্লাহ" শব্দ খুঁজে পান না তারা আরবি সম্পর্কে জাহেলে মোরাক্কাব। তারা ক্যালিগ্রাফি সম্পর্কে আরো জ্ঞা...
01/10/2025

যারা এই লগোতে আরবিতে "আল্লাহ" শব্দ খুঁজে পান না তারা আরবি সম্পর্কে জাহেলে মোরাক্কাব। তারা ক্যালিগ্রাফি সম্পর্কে আরো জ্ঞান অর্জন করে নিতে পারেন, তাহলে الله শব্দ খুঁজে পাবেন। থিংকার ও আর্টিস্টকে ধন্যবাদ, এমনভাবে আল্লাহ লিখেছেন যাতে বিধর্মীরা তো বটেই বাঙালি মুসলমানরা পর্যন্ত ব্যাপারটা ধরতে বা পড়তে পারছে না। আমরা সবাই জাহেলে মোরাক্কাব!! এমন গুপ্ত ভাবে আল্লাহ লেখা কেনো প্রয়োজন হলো? কারণ দলটি মৌদুদীবাদের জামাতে ইসলাম। কৌশলগত কারণে, এরা ধর্মীয় বিধানে ছাড় দেয়া, পরিবর্তন করা কিংবা গুপ্ত থেকে পরিচয় লুকাতে মিথ্যা বলাকে জায়েজ মনে করে। কলমের নিচে একটা কিতাব দেখা যাচ্ছে। এখানেও দুই নাম্বারি। এটা কোরআন নাকি কোন জ্ঞানের বই সেটাও ক্লিয়ার করা না।

*আস্থা যেখানে শেখ হাসিনা, সেখানে ক্লান্তির জায়গা নেই,জয় বাংলা বলেই বন্দি তবু হাল ছাড়ব না**রাজনীতি শুধু একটি পেশা নয় এটি ...
30/09/2025

*আস্থা যেখানে শেখ হাসিনা, সেখানে ক্লান্তির জায়গা নেই,জয় বাংলা বলেই বন্দি তবু হাল ছাড়ব না**

রাজনীতি শুধু একটি পেশা নয় এটি একটি আদর্শিক সংগ্রাম, যেখানে ক্ষমতা নয়, আত্মত্যাগ ও বিশ্বাসই হয় মূল শক্তি।
আওয়ামী লীগ এই দেশের ইতিহাসে এমন একটি নাম, যার প্রতিটি অক্ষরের পেছনে রয়েছে রক্ত, ঘাম, কারাবরণ ও ত্যাগের দীর্ঘ ইতিহাস।

যখনই দলের জন্য কাজ করতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, মনে রাখবেন এই ক্লান্তির ঊর্ধ্বে রয়েছে আমাদের সহযোদ্ধাদের আত্মদান, দেয়ালে লেখা সেই একটি বাক্য: “শেখ হাসিনাতেই আস্থা”।
এই একটি বাক্য লেখার অধিকার রক্ষার জন্য আমরা হারিয়েছি বহু সংগঠক, বহু অকুতোভয় যোদ্ধা।
কারও গায়ে জেল খাটার দাগ, কারও জীবনের গল্প মাঝপথে থেমে গেছে গুম হয়ে যাওয়ার ইতিহাসে।
কেউ হারিয়েছেন চাকরি, কেউ পরিবার, কেউবা হারিয়েছেন নিজের নামটিই।

আজ যারা রাজপথে আছেন, মাঠে আছেন, যারা এখনও আওয়ামী লীগের লাল-সবুজ পতাকা বুকের সাথে জড়িয়ে ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের মনে রাখতে হবে
আপনারা শুধু দলের কর্মী নন, আপনারা ইতিহাসের উত্তরসূরি।
আপনারা বঙ্গবন্ধুর স্বপ্নের প্রহরী।

একটি স্বাধীন দেশের ভেতর দাঁড়িয়ে যখন “জয় বাংলা” স্লোগান দেওয়াও অপরাধ হয়ে দাঁড়ায়, তখন বুঝতে হবে আমরা কেবল রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, বরং ইতিহাস বিকৃতির বিরুদ্ধেও লড়ছি।

“মুক্তিযুদ্ধ”, “বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা” এই শব্দগুলোকে যারা ভয় পায়, তারা ইতিহাসের শত্রু।
তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজও আমাদের সহযোদ্ধারা জেলে, কেউবা আদালতের বারান্দায় বারবার হাজিরা দিচ্ছেন, কেউ নিখোঁজ।

কিন্তু আমরা হাল ছাড়ব না। কারণ আমরা জানি, ক্লান্তির চেয়ে বড় হয় আদর্শ।

আমরা যারা আওয়ামী লীগে আছি, আমরা কেবল একটি দলের সদস্য নই আমরা একটি আদর্শিক পরিবারের অংশ।
এই পরিবারে কেউ কাঁদলে আমরা কাঁদি, কেউ আক্রান্ত হলে আমরা প্রতিরোধ করি, কেউ পিছিয়ে পড়লে আমরা তাকে টেনে তুলি।

চক্রান্ত, হামলা, মামলা, অপবাদ এসবই ছিল, আছে, থাকবে।
কিন্তু আমাদের শক্তি হচ্ছে ঐক্য। আমাদের অস্ত্র হচ্ছে বিশ্বাস।

আমরা একসাথে হেরেছি, একসাথে জিতেছি, আবার একসাথেই ঘুরে দাঁড়াব।
কারণ, লীগ মানেই লড়াই, লীগ মানেই লাল সবুজের ইতিহাস।

শেখ হাসিনা কেবল একজন রাজনৈতিক নেতা নন তিনি এই জাতির অস্তিত্ব, উন্নয়ন আর নিরাপত্তার প্রতীক।
বিশ্বসভায় বাংলাদেশের পরিচয় আজ যে মর্যাদার, তা তাঁর নেতৃত্বেই সম্ভব হয়েছে।
আর আজ সেই নেতৃত্বকে দুর্বল করতে গুটি গুটি চক্রান্তের জাল বোনা হচ্ছে, যেন মানুষ ক্লান্ত হয়, বিভ্রান্ত হয়, ছুটে যায় ভুল দিকে।

কিন্তু জনগণ জানে আস্থা যাঁর উপর, তিনি শেখ হাসিনা। আশ্রয় যাঁর ভিতরে, তিনি শেখ হাসিনা।

আমরা ভাঙি না, আমরা থামি না কারণ আমরা আওয়ামী লীগ

আমরা যেদিন “জয় বাংলা” স্লোগান দিয়েছিলাম, সেদিন থেকেই আমরা কারাগারের তালিকায়।
কিন্তু আমরা জানি এই ত্যাগ বৃথা যাবে না।

আমরা থামব না, হাল ছাড়ব না।
আমরা শেখ হাসিনার পাশে আছি, আমরা বঙ্গবন্ধুর চেতনায় অটল।
আমরা আওয়ামী লীগ। আমরা এক পরিবার।

30/09/2025

এক বছরও হয়নি, অথচ দৃশ্যপট পুরো বদলে গেছে।

হাসিনা পতনের পর তিনটি দলের নেতারা গলা ফাটিয়ে বলেছিল—

আওয়ামী লীগের নেতাদের জানাজায় কেউ থাকবে না, খাটিয়া ধরার মানুষও মিলবে না।

আরেক ইসলামিক দল তো ঘোষণা দিয়েছিল, যারা তাদের জানাজা পড়াবে তারাই কাফের।

আবার আরেকজন বলেছিল, ১৬ কোটি মানুষ আওয়ামী লীগকে পরিত্যাগ করেছে—ওদের লাশ রাস্তার পাশে পড়ে থাকবে, শিয়াল-কুকুর খাবে, তবুও দেখার কেউ থাকবে না।

কিন্তু বাস্তব কী হলো?
মাত্র এক বছরের মধ্যে সেই কথাগুলো উল্টে গেল। আজ দেখা যাচ্ছে, যাদের ‘ফ্যাসিস্ট’ বলে গালাগালি করা হয়েছিল, তাদের জানাজায় ভিড় সামলানো দায় হয়ে যাচ্ছে।

তাহলে প্রশ্ন থেকেই যায়—
যারা এসব কথা বলে ভিডিও বানিয়েছিল, তারা কি আজ নিজেরাই সেই ভিডিও দেখে অন্তত একটু লজ্জা পাচ্ছে? অথচ এক বছরে তারা কি পরিমান সুযোগ পেয়েও তাদের মিছিলে ১০০ লোক জড়ো করতে পারে না। হায়রে লজ্জা।
বিভক্তি হিংসা ঘৃণা কখনো রাজনৈতিক সফলতা আনতে পারে না সেটা তাদের সময় থাকতে বুঝে নেওয়া উচিত।।

প্রায় ২৩ দিন ধরে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন, কিন্তু তাঁকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। রাখা হয়েছিলো কারাগারে। পরিবার ব...
30/09/2025

প্রায় ২৩ দিন ধরে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন, কিন্তু তাঁকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। রাখা হয়েছিলো কারাগারে। পরিবার বারবার আদালত ও জেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিল—তাঁকে যেন দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু উপর থেকে কঠোর আদেশ ছিল: না, তাঁকে হাসপাতালে নেওয়া যাবে না। কারণ সে আম্লীগ।

এভাবে চিকিৎসাবিহীন অবস্থায় ২৩ দিন তীব্র ডেঙ্গু তে কাতরাইতো কারাগারে। মৃত্যুর আগের দিন অবশেষে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

আর সেই মৃত্যুর পরও—তাঁর হাতে হাতকড়া! অনেকে বলতেছে মরার পরেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

একজন সাবেক মন্ত্রী, একজন বীর মুক্তিযোদ্ধাকে নোংরা বিছানায় এভাবে ফেলে রাখা—এটা শুধু ন্যাক্কারজনক নয়, রাষ্ট্রযন্ত্রের নির্লজ্জ নিষ্ঠুরতার নগ্ন বহিঃপ্রকাশ।

একজন মৃত্যুপথযাত্রী সাবেক মন্ত্রীর হাতেও শেকল—এটাই আমাদের রাষ্ট্রের আসল চেহারা। এখানে মানুষ মরতে মরতেও শেকলবন্দী, এখানে মৃত্যুশয্যাতেও মুক্তি নেই।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন—যিনি ছিলেন ৬ দফার সৈনিক, ’৬৯-এর গণঅভ্যুত্থান আর মুক্তিযুদ্ধের অংশীদার—তিনি হাসপাতালের বেডে মৃত্যুশয্যায় থেকেও রাষ্ট্রের শেকল থেকে মুক্ত হতে পারলেন না।

এটা কি সুবিচার? এটা কি আইন? এটাই সুশাসন?
নাকি এটাই রাষ্ট্রের নির্দয় ও অবিবেচক আচরণ?
একজন মৃত্যুপথযাত্রী মানুষের প্রতিও এতো ক্ষোভ কেন?

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Colour Of People posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Colour Of People:

Share