20/10/2025
০৬ অক্টোবর ২০২৫, তাজুল ইসলাম বলেছিলেন 'এক সপ্তাহের মধ্যে দেশে অনেক ঘটনা ঘটবে'। তারপরেই এক সপ্তাহের মধ্যে অর্থাৎ ১৪, ১৬ ও ১৮ই অক্টোবর দেশের তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় আ*গু/ন লাগে যা ফায়ার সার্ভিস নিয়ন্ত্রনে আনতে পারেনি। শুধু এই কথাটাই কি প্রমাণ করেনা যে এসবের পিছনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাজুল ইসলামরাই এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এর ফলাফল স্বরুপ একদিকে দোষ চাপিয়ে দিবে আওয়ামী লীগের উপরে আর অন্য দিকে হাসিল হবে তাদের বিদেশি কোন এজেন্ডা।
আপনাদের আরো মনে থাকার কথা, এই তাজুল ইসলামই কিছু দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা (বানানো) অডিও কল রেকর্ড বের করে এবং মন্তব্য করে 'এটা যাস্ট শুধু ট্রেলার, সামনে আরো অনেক কিছু দেখতে পাবেন'- তারপর কিছু দিন ধরে একের পর এক (বানানো) অডিও কল রেকর্ড মার্কেটে ছাড়া হয় এবং কোর্টে উপস্থাপন করা হয়।
আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গত কাল বিমানবন্দরের ঘটনায় প্রত্যক্ষদশীরা বর্ণনা করে, ফায়ার সার্ভিসের কর্মীরা যখন ঘটনাস্থলে উপস্থিত হয় কিন্তু তারা নিয়ন্ত্রণের কাজ শুরু করেনি। উপস্থিত মানুষের প্রশ্নে তারা জানায়, তারা এখনো কাজ শুরু করার অনুমতি পায়নি। একটা বিষয় চিন্তা করেন, দেশের একটা গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বিলিয়ন ডলারের পণ্য পোড়া যাচ্চে আর ফায়ার সার্ভিসের কর্মীরা বলতেছে তারা আ*গু;ন নিভানোর জন্য কাজ শুরু করার অনুমতি পায়নি। আচ্ছা এখানে কিসের অনুমতি লাগতো? তার মানে সব পুড়ে যখন নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে তখন অনুমতি দিয়েছো।
সুতরাং এসব থেকেই বোঝা যায়, এই ঘটনা গুলো তাজুল ইসলামদের সাজানো ঘটনা, তারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে এদেশের মানুষকে শেষ করে দিবে। আর তাদের এসব অপকর্মের দোষ চাপানোর জন্য তো আওয়ামী লীগের নাম আছেই। দোষ চাপিয়ে দিবি আওয়ামী লীগের উপরে, আর গোবর ভরা মস্তিষ্কের মানুষ গুলো সেটা আবার বিশ্বাস ও করবে।