Colour Of People

Colour Of People Hi assalamualaykum

20/10/2025

হরিণের উপস্থিতি টের পাওয়ার পরও
বাঘ বিশ্রাম নিতে পারে-
কিন্তু
বাঘের উপস্থিতি টের পাওয়ার পর কোন হরিণই বিশ্রাম নিতে পারে না.. ✍️

০৬ অক্টোবর ২০২৫, তাজুল ইসলাম বলেছিলেন 'এক সপ্তাহের মধ্যে দেশে অনেক ঘটনা ঘটবে'। তারপরেই এক সপ্তাহের মধ্যে অর্থাৎ ১৪, ১৬ ও...
20/10/2025

০৬ অক্টোবর ২০২৫, তাজুল ইসলাম বলেছিলেন 'এক সপ্তাহের মধ্যে দেশে অনেক ঘটনা ঘটবে'। তারপরেই এক সপ্তাহের মধ্যে অর্থাৎ ১৪, ১৬ ও ১৮ই অক্টোবর দেশের তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় আ*গু/ন লাগে যা ফায়ার সার্ভিস নিয়ন্ত্রনে আনতে পারেনি। শুধু এই কথাটাই কি প্রমাণ করেনা যে এসবের পিছনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাজুল ইসলামরাই এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এর ফলাফল স্বরুপ একদিকে দোষ চাপিয়ে দিবে আওয়ামী লীগের উপরে আর অন্য দিকে হাসিল হবে তাদের বিদেশি কোন এজেন্ডা।

আপনাদের আরো মনে থাকার কথা, এই তাজুল ইসলামই কিছু দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা (বানানো) অডিও কল রেকর্ড বের করে এবং মন্তব্য করে 'এটা যাস্ট শুধু ট্রেলার, সামনে আরো অনেক কিছু দেখতে পাবেন'- তারপর কিছু দিন ধরে একের পর এক (বানানো) অডিও কল রেকর্ড মার্কেটে ছাড়া হয় এবং কোর্টে উপস্থাপন করা হয়।

আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গত কাল বিমানবন্দরের ঘটনায় প্রত্যক্ষদশীরা বর্ণনা করে, ফায়ার সার্ভিসের কর্মীরা যখন ঘটনাস্থলে উপস্থিত হয় কিন্তু তারা নিয়ন্ত্রণের কাজ শুরু করেনি। উপস্থিত মানুষের প্রশ্নে তারা জানায়, তারা এখনো কাজ শুরু করার অনুমতি পায়নি। একটা বিষয় চিন্তা করেন, দেশের একটা গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বিলিয়ন ডলারের পণ্য পোড়া যাচ্চে আর ফায়ার সার্ভিসের কর্মীরা বলতেছে তারা আ*গু;ন নিভানোর জন্য কাজ শুরু করার অনুমতি পায়নি। আচ্ছা এখানে কিসের অনুমতি লাগতো? তার মানে সব পুড়ে যখন নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে তখন অনুমতি দিয়েছো।

সুতরাং এসব থেকেই বোঝা যায়, এই ঘটনা গুলো তাজুল ইসলামদের সাজানো ঘটনা, তারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে এদেশের মানুষকে শেষ করে দিবে। আর তাদের এসব অপকর্মের দোষ চাপানোর জন্য তো আওয়ামী লীগের নাম আছেই। দোষ চাপিয়ে দিবি আওয়ামী লীগের উপরে, আর গোবর ভরা মস্তিষ্কের মানুষ গুলো সেটা আবার বিশ্বাস ও করবে।

মেট্রোরেল, বিটিভি ভবন, সরকারি স্থাপনায় পুলিশ স্টেশনে আগুন দিয়ে যদি বিপ্লব হয়! তাহলে মনে কর এগুলা কাউন্টার বিপ্লবের অং...
18/10/2025

মেট্রোরেল, বিটিভি ভবন, সরকারি স্থাপনায় পুলিশ স্টেশনে আগুন দিয়ে যদি বিপ্লব হয়! তাহলে মনে কর এগুলা কাউন্টার বিপ্লবের অংশ

Junior Sheikh 🤍
18/10/2025

Junior Sheikh 🤍

17/10/2025

৭১ এর যোদ্ধারা দেশ এনেছে। মানুষ কোনদিন বলে নাই " পাক আমলে ভালো ছিলাম"!
কিন্তু ২৪ এর মেধাবীরা সমগ্র জাতি কে কি দিয়েছে ?
মানুষ কেন এখনই বলে যে " আগেই ভালো ছিলাম"!

লাগাতার ১৮ ঘন্টা ধরে আ-গু-নে পু/ড়া চট্টগ্রাম ইপিজেডের সেই ভবনের বর্তমান অবস্থা। এখনো ভিতরে জ্ব/ল/ছে, ধসে পড়তে শুরু করেছে...
17/10/2025

লাগাতার ১৮ ঘন্টা ধরে আ-গু-নে পু/ড়া চট্টগ্রাম ইপিজেডের সেই ভবনের বর্তমান অবস্থা। এখনো ভিতরে জ্ব/ল/ছে, ধসে পড়তে শুরু করেছে ভবনটি। এতো বেশি সময় ধরে, এতো বেশি উত্তপ্ত আ-গু-নে পু/ড়া সম্পূর্ণ ভবনটিই ধসে পড়তে পারে। মহান সৃষ্টিকর্তা সবাইকে নিরাপদ রাখুক আমিন 🤲😥🤲

বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটাথাকলেই কিন্তুু চলে আর কারো নাম দরকার  হয় না।
17/10/2025

বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা
থাকলেই কিন্তুু চলে আর কারো নাম দরকার
হয় না।

তারেক রহমান জানেন নাকি..একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নির্বিগ্নে ভোট কারচুপির জন্য SWAT মোতায়েন করা হয়েছে। ...
16/10/2025

তারেক রহমান জানেন নাকি..

একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নির্বিগ্নে ভোট কারচুপির জন্য SWAT মোতায়েন করা হয়েছে। অথচ- এ বাহিনী তৈরি করা হয়েছিল দূর্ধর্ষ জ-ঙ্গী, সন্ত্রাসী নির্মূলের জন্য। যাই হোক, জাতীয় নির্বাচনে ইউনুচ সাহেব তার পছন্দের দলটিকে জেতানোর জন্য আর কি কি করতে পারেন- তা দেখার অপেক্ষায় বাংলাদেশ।
আপনি তো লন্ডনে ইউনুচ সাহেবের রুমে গিয়ে কফি খেয়ে - চাচার প্রতি অগাধ বিশ্বাস রেখেছেন-

একটা গান মনে পড়ছে- ‘সময় গেলে সাধন হবে না’
সাধন না হওয়ার পরে সম্ভবত আপনার দলের অকর্মণ্য নেতা কর্মীদের জাতীয় সঙ্গীত হবে - ‘আজিকার এই দিনে জিয়া তোমায় পড়ে মনে’।

#রাকসু_নির্বাচন

যদি বলেন শেখ হাসিনা গনহত্যা চালিয়েছেন, তাহলে ৪৬০ টা থানা পুড়ালো কারা, তিন হাজার পুলিশ হত্যা করলো কারা, মেট্রোরেলে আগুন...
14/10/2025

যদি বলেন শেখ হাসিনা গনহত্যা চালিয়েছেন, তাহলে ৪৬০ টা থানা পুড়ালো কারা, তিন হাজার পুলিশ হত্যা করলো কারা, মেট্রোরেলে আগুন দিলো কারা, কারাগার গুলোর অস্ত্রাগার লুট করলো কারা, পুরো দেশ ধ্বংস করলো কারা? জুলাই যোদ্ধারা যদি কোনো অপরাধ না করে থাকে, তাহলে তাদেরকে ইনডেমনিটি দিলেন কেন? নিরপরাধ ব্যক্তির তো ইনডেমনিটি লাগে না! আমার কথায় বিশ্বাস রাখুন, হয়তো একটু সময় লাগবে, কিন্তু সত্য একদিন প্রকাশ পাবেই।

নাট‍্যকার খান শওকত
উপ-প্রচার সম্পাদক,
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

মরিয়া নিজ দল থেকে অপবাদ শুনিলো তিনি ‘দুস্কৃতকারী’গতকাল চট্টগ্রামে গুলিতে নিহত বিএনপি নেতা মো: আব্দুল হাকিমকে অস্বীকার কর...
08/10/2025

মরিয়া নিজ দল থেকে অপবাদ শুনিলো তিনি ‘দুস্কৃতকারী’

গতকাল চট্টগ্রামে গুলিতে নিহত বিএনপি নেতা মো: আব্দুল হাকিমকে অস্বীকার করলো বিএনপি। আজ দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেন- নিহত আব্দুল হাকিম বিএনপির কেউ নয়। এমনকি নিজ দলের নিহত ব‍্যাক্তিকেও দুস্কৃতকারী উল্লেখ করে রিজভী বলেন- দুস্কৃতিকারিদের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় মো: আব্দুল হাকিম নামে এক ব্যক্তি গুলিতে নিহত হন।

আহা… লাশের রাজনীতি! নিজ দলের কোন্দলে নেতা মারা যাওয়ার পর দায় এড়াতে সরাসরি অস্বীকার! এটাই বিএনপি!

07/10/2025

আপনারা দয়া করে আওয়ামিলীগ নিয়ে আর গুজব ছড়াইয়েন না, আমার বয়স কম হতে পারে কিন্তু মাতৃভূমি গভীর সংকটে উপনীত হয়েছে এইটা আমি ঠিকই বুঝতে পারি। শেখ হাসিনার উপর আস্থা রাখি তিনি এখনো বেঁচে আছেন তিনিই আমাদের পথ দেখাবেন, অযথা দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন কথাবার্তা বলে বিভক্তি সৃষ্টি করবেন না।

এই মুহূর্তে সকল বাংলাদেশী জনগণের উচিত স্বাধীনতা বিরোধীদের চাপিয়ে দেওয়া আসন্ন গৃহযুদ্ধ আটকানোর ব্যবস্থা করা, জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সেনাবাহিনি নামক বেইমান ভাড়াটিয়া সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখা, জনদুর্ভোগ নিয়ে সোচ্চার হওয়া, এই অবৈধ সরকার আপনার যে মৌলিক অধিকার হরণ করেছে সেটার বিরুদ্ধে আওয়াজ তুলুন।

ফেসবুকে গুজব ছড়িয়ে নিজেকে অনেক বড় আওয়ামী লীগের নেতা প্রমাণ না করে একজন সাধারন বাংলাদেশী নাগরিকের ভূমিকায় উত্তীর্ণ হন।

এভাবে একটা একটা সত্য প্রকাশ করবে। সর্বোপরি জাতির প্রত্যাশা মেডিকোলার ডিজাইন কিভাবে ষড়যন্ত্র করেছ তা বিস্তারিত খোলাসা কর...
03/10/2025

এভাবে একটা একটা সত্য প্রকাশ করবে।
সর্বোপরি জাতির প্রত্যাশা মেডিকোলার ডিজাইন কিভাবে ষড়যন্ত্র করেছ তা বিস্তারিত খোলাসা করবে।

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Colour Of People posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Colour Of People:

Share