10/08/2025
#নিজ_এলাকায়_এমন_মর্মান্তিক #ঘটনা__খুবই_দুঃখজনক_বিষয়
নাম: সাজু ত্রিপুরা, বয়স ১৭
পিতা: দিলিপ ত্রিপুরা
ঠিকানা: রাঙ্গাপানি চা বাগান, নলুয়াপাড়া, ৬ নং ওয়ার্ড, ৫ নং হারুয়ালছড়ি ইউনিয়ন, থানা ভুজপুর, ডাকঘর ভুজপুর, উপজেলা ফটিকছড়ি, জেলা চট্টগ্রাম।
ঘটনাস্থল: ০৯ আগস্ট ২০২৫, আনুমানিক রাত ১০.০০ ঘটিকায়। নিজ মুদির দোকানে দুই ভাই একসাথে দোকান বন্ধ করে ঘুমানোর জন্য শুয়ে পড়েছিল। হঠাৎ পুলিশের পরিচয়ে দরজায় কড়া নাড়ে এবং জাগিয়ে তোলে কয়েকজন। দরজা খুলে দেখা যায়, একজন পুলিশ পোশাক পরিহিত এবং দুজন সিভিল পোশাকে উপস্থিত। সত্যিকার পুলিশ ভেবে ছোট ভাই, ভিকটিম সাজু ত্রিপুরা, দরজা খুলে দেয়।
তারা পান-সিগারেট চাইলে সাজু তা দিয়ে দেয়। এরপর একজন বলে, তাকে একজন আসামির বাড়িতে যেতে হবে। সাজু দোকান থেকে বের হয়ে গেলে সঙ্গে সঙ্গেই একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যাওয়া হয়।
এই দৃশ্য দেখে বড় ভাই চিৎকার শুরু করে এবং তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের ফোনে জানায়। পরিবার দ্রুত ভুজপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ কোনো দ্রুত পদক্ষেপ নিতে পারেনি। প্রায় তিন ঘণ্টা পরে অপহরণকারীরা অভিভাবকদের একটি মোবাইল নম্বর থেকে কল করে ৪০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। হুমকি দেওয়া হয়—যদি সকাল ১০টার মধ্যে নির্দিষ্ট স্থানে টাকা না দেওয়া হয়, তবে সাজুকে মেরে ফেলা হবে।
বর্তমানে থানার ওসি ঘটনাস্থলে তদন্তে রয়েছেন এবং আমার সাথেও কথা বলেছেন। তবে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আর প্রতিটি মুহূর্ত এখন সাজুর জীবনের জন্য মূল্যবান।
এই পরিস্থিতিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—অবিলম্বে সাজু ত্রিপুরাকে জীবিত উদ্ধারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা নিতে হবে, অপহরণকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে।
আমাদের সামাজিক সংগঠন ত্রিপুরা সুশীল সমাজের প্রতিনিধি ও নেতৃবৃন্দকে অনুরোধ করছি—আজকের সকালেই ভুজপুর থানাধীন এই পরিস্থিতি মোকাবিলায় উপস্থিত হোন। শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে, স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংগঠনসমূহ একসাথে কাজ করলে অপহরণ ও সন্ত্রাসীদের দমন সম্ভব হবে।
Valentina Tripura