HAB Daily

HAB Daily HAB Daily: Hub for All Business. We cover every type of business story and idea, from small startups to large industries.

06/09/2024
রানার অটোমোবাইলসের পর বাংলাদেশের দ্বিতীয় কোম্পানি হিসেবে বিদেশে মোটরসাইকেল রপ্তানি শুরু করলো হোন্ডা। এই রপ্তানি দেশের বৈ...
05/09/2024

রানার অটোমোবাইলসের পর বাংলাদেশের দ্বিতীয় কোম্পানি হিসেবে বিদেশে মোটরসাইকেল রপ্তানি শুরু করলো হোন্ডা।

এই রপ্তানি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

মুন্সিগঞ্জের গজারিয়া প্ল্যান্ট থেকে বিদেশে মোটরসাইকেল রপ্তানি শুরু করেছে জনপ্রিয় ব্র্যান্ড হোন্ডা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সমুদ্রপথে ১৪টি হোন্ডা এক্স ব্লেড ১৬০ কমিউটার মোটরসাইকেল মধ্য আমেরিকার ক্রমবর্ধমান বাজার গুয়াতেমালায় পাঠিয়েছে।

বাংলাদেশের ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে অভিযুক্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা কর...
03/09/2024

বাংলাদেশের ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে অভিযুক্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দেওয়ায় দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস।

সাভার, আশুলিয়া ও গাজিপুরে 𝑹𝒆𝒂𝒅𝒚-𝑴𝒂𝒅𝒆 𝑮𝒂𝒓𝒎𝒆𝒏𝒕𝒔 (𝑹𝑴𝑮) এর নিরাপত্তায় আজ রাতে যৌথ অভিযান চালাবে আর্মি ও পুলিশ
02/09/2024

সাভার, আশুলিয়া ও গাজিপুরে 𝑹𝒆𝒂𝒅𝒚-𝑴𝒂𝒅𝒆 𝑮𝒂𝒓𝒎𝒆𝒏𝒕𝒔 (𝑹𝑴𝑮) এর নিরাপত্তায় আজ রাতে যৌথ অভিযান চালাবে আর্মি ও পুলিশ

প্রায় গত আড়াই বছর ধরে পশ্চিমা বিশ্বের sanctions এ আছে রাশিয়া। নিষেধাজ্ঞার ফলে ইউরো-আমেরিকা থেকে গাড়ি আমদানি করতে পারছেনা...
01/09/2024

প্রায় গত আড়াই বছর ধরে পশ্চিমা বিশ্বের sanctions এ আছে রাশিয়া। নিষেধাজ্ঞার ফলে ইউরো-আমেরিকা থেকে গাড়ি আমদানি করতে পারছেনা তারা।

এদিকে রাশিয়ায় পশ্চিমা গাড়ির চাহিদাও ব্যাপক। এ সময় BMW, FORD সহ অন্যান্য গাড়ির দাম ৪-৫ গুণ হয়ে গিয়েছে।

এই সুযোগকেই কাজে লাগিয়ে ব্যবসায় নামেন মিখাইল।

Belarus, Estonia মতো দেশগুলোর মাধ্যমে রাশিয়ায় পুরনো ইউরোপিয়ান গাড়ি কিনেন মিখাইল।

সেগুলো রাশিয়ায় এনে দিগুণ দামে বিক্রি করা যায়।

Real Reporter channel দেওয়া সাক্ষাৎকারে মিখাইল পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করেন।

রাজধানী রাস্তায় ব্যাটারি/মোটরচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ ৭ দাবিতে কাকরাইল সড়ক অবরোধ করে ঝটিকা মিছিল করেছেন প্যাডেলচালিত...
01/09/2024

রাজধানী রাস্তায় ব্যাটারি/মোটরচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ ৭ দাবিতে কাকরাইল সড়ক অবরোধ করে ঝটিকা মিছিল করেছেন প্যাডেলচালিত রিকশাচালকরা।

শনিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে কাকরাইল মোড়ে এমন চিত্র দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে রমনা থানা পুলিশ পৌঁছানোর আগেই সরে যান রিকশা চালকরা।

পাভেল ডুরভ UAE নাগরিকত্বও ধারণ করেন বলে এই গ্রেফতারকে তাদের সার্বভৌমত্ব এবং কূটনৈতিক নিয়মের লঙ্ঘন হিসেবে দেখেছে সংযুক্ত...
01/09/2024

পাভেল ডুরভ UAE নাগরিকত্বও ধারণ করেন বলে
এই গ্রেফতারকে তাদের সার্বভৌমত্ব এবং কূটনৈতিক নিয়মের লঙ্ঘন হিসেবে দেখেছে সংযুক্ত আরব আমিরাত।
এছাড়াও ইউএইর আমিরের পুত্র জায়েদ আল নাহিয়ানের সাথে সম্পর্ক, বিষয়টিকে আরও জটিল করে তোলে।

মূলত ফ্রান্সের ৮০ টি রাফায়েল যুদ্ধবিমান কেনার জন্য প্রায় ১০ বিলিয়ন ডলারের চুক্তি করে আরব আমিরাত।

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা থাকলেও তা আসামের নুমালিগড় রিফাইনারিকে তেল পাঠানো থেকে বিরত রাখবে না। গতকাল শুক্রবার কোম্পানি...
31/08/2024

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা থাকলেও তা আসামের নুমালিগড় রিফাইনারিকে তেল পাঠানো থেকে বিরত রাখবে না। গতকাল শুক্রবার কোম্পানিটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এমন বীভৎস ও লোমহর্ষক একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনায়। চ্যানেল 24 এর অনুসন্ধানে জানা যায়, ঘটনাটি ঘটেছ...
31/08/2024

এমন বীভৎস ও লোমহর্ষক একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনায়। চ্যানেল 24 এর অনুসন্ধানে জানা যায়, ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ায়। আর ভিডিওতে দেখা হেলমেট পরিহিত ওই ব্যক্তি হলেন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন।

স্থানীয়রা বলেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা আশুলিয়া থানার সামনে জড়ো হয়। পরে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ফলে আন্দোলনে অংশ নেয়া অনেকেই গুলিবিদ্ধ হন। পরে পুলিশ নিহতদের একটি ভ্যানে করে অন্য স্থানে নিয়ে যায়। এমনকি পুলিশের একটি গাড়িতেও কয়েকজনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

শেখ আহমাদুল্লাহ একটি ফেসবুক লাইভ সেশনে এ বিষয়টি নিশ্চিত করেন।এখন পর্যন্ত, বন্যাকবলিত মানুষদের জন্য ১,৮৫৭ মেট্রিক টন খাদ্...
31/08/2024

শেখ আহমাদুল্লাহ একটি ফেসবুক লাইভ সেশনে এ বিষয়টি নিশ্চিত করেন।
এখন পর্যন্ত, বন্যাকবলিত মানুষদের জন্য ১,৮৫৭ মেট্রিক টন খাদ্য সরবরাহের জন্য ১৬ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় করা হয়েছে। ফাউন্ডেশন ৩০ কোটি টাকা ব্যয়ে ২,৫০০ মেট্রিক টন চাল ক্রয় করে ২৫ কেজি করে চালের বস্তা সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণের পরিকল্পনা করেছে।

এছাড়াও, ৩০ কোটি টাকা কৃষক ও ছোট ব্যবসায়ীদের সহায়তার জন্য এবং আরো ৩০ কোটি টাকা নতুন বাড়ি নির্মাণের জন্য বরাদ্দ করা হবে।

বর্তমানে ডলার প্রতি ১২০ টাকা ধরে আসছে রেমিট্যান্স। চলতি আগস্ট মাসের ২৮ দিনে অর্থাৎ ২৮ আগস্ট, বুধবার পর্যন্ত দেশে বৈধপথে ...
31/08/2024

বর্তমানে ডলার প্রতি ১২০ টাকা ধরে আসছে রেমিট্যান্স।
চলতি আগস্ট মাসের ২৮ দিনে অর্থাৎ ২৮ আগস্ট, বুধবার পর্যন্ত দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২০৭ কোটি বা ২ দশমিক ০৭ বিলিয়ন ডলার।

২৮ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের এ পরিমাণ দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ২৪ হাজার ৮০০ কোটি টাকারও বেশি।

শীততাপ নিয়ন্ত্রিত কনটেইনারে চীন, পাকিস্তান, মিসর থেকে আসা টনে টনে এসব পেঁয়াজ আসে চট্টগ্রাম বন্দরে। বৃহস্পতিবার (২৯ আগস্ট...
31/08/2024

শীততাপ নিয়ন্ত্রিত কনটেইনারে চীন, পাকিস্তান, মিসর থেকে আসা টনে টনে এসব পেঁয়াজ আসে চট্টগ্রাম বন্দরে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়েছে সাড়ে তিনশ’ টন।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when HAB Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share