20/08/2025
"ছেড়ে যাওয়া" is the most hardest thing in the world, আবার বোধহয় সহজও..। ❤️🩹
কারন ভালোবাসার আগে ভালো থাকাটা জরুরী সবার। শুধু সম্পর্ক রাখতে হবে বলেই লোক দেখানো ভালো থাকতে নেই।
"উৎসব" মুভিটা যারা দেখেছেন, তারা জানেন জাহাঙ্গীর কে ছেড়ে যাওয়ার পর জেসমিন 'সিডনী' চলে যায়।
জাহাঙ্গীর কে না ছাড়লে তার লাইফে কোনো উন্নতি ই হতো না, লাইফ একই ভাবে কাটাতে হতো।
মুভিতে কি দেখানো হয়েছে সেটা পরিচালক এর ব্যাপার,কিন্তু এইটা সত্যি যে আপনি যদি আপনার লাইফে থাকা 'টক্সিক' মানুষ গুলাকে এইভাবে 'বাদ' দিতে পারবেন, তাহলে নিশ্চিত ভাবেই লাইফে উন্নতি করতে পারবেন। এইসব টক্সিক মানুষ আপনাকে শান্তি ও দিবেনা আবার লাইফে গ্রো করতেও দিবেনা!
আপনি এদের কে যতো দ্রুত লাইফ থেকে সরাতে পারবেন, ততো দ্রুত উন্নতি করতে পারবেন....। যে 'টক্সিক' সে আসলে 'টক্সিক' ই থাকে!
সে কোনোদিন চেঞ্জ হয়না, তাকে ভালোবাসা দিয়েও চেঞ্জ করা যায়না। টক্সিক মানুষের 'চিন্তাভাবনা' ই আলাদা! সবচেয়ে বড় কথা কি জানেন? যে ভাবে 'আমি এমন ই থাকবো, চেঞ্জ হবো না' সে আসলে এমন ই থাকে। তাকে চেঞ্জ করা যায় না। মানুষ নিজে থেকে চেঞ্জ হতে না চাইলে তাকে দুনিয়ার কেউ ই চেঞ্জ করতে পারেনা। যে ভালোবাসে, সে ভালোবাসার জন্য ই চেঞ্জ হয়। ভালোবেসেই চেঞ্জ হয়, সামনের মানুষ টার জন্য নিজেকে চেঞ্জ করে ফেলে!
টক্সিক মানুষ একদিন দুইদিন ভালো আচরণ করতে পারে কিন্তু কোনোদিন 'ভালো' হয়না!
যতো তাড়াতাড়ি এদের থেকে দূরে যেতে পারবেন,ততো তাড়াতাড়ি 'ভালো থাকবেন!
মনে রাখবেন ভালোবাসার শেকলে আগলে রাখতে হয়, বেঁধে রাখতে নয়। ঠিক আপনিই পারবেন নিজেকে আগলে রাখতে। এতদিন তো তাই আগলেছেন..
শুভ সকাল 🌸🌸🌸
゚viralシfypシ゚viralシalシ৷ ,