Toons Tale

Toons Tale Welcome to the life tale of Toons
(1)

03/09/2025

Maybe I still don't know what exactly I want in my life, but I do really know what I don't want.

I don't want stressful and messy life, toxic relationships, unclear intentions, uncertain feelings or temporary people.. I don't want more tears before sleep, sad days, or painful nights..

I just want to forget everything and start again.

゚viralシfypシ゚viralシalシ

29/08/2025

Life gets easier when you have someone who walks with you through every path of life. 💜

24/08/2025

I don't feel butterflies anymore,

One frog came in my life and ate them all.

😅😅😅😅😁🤣🤣🤣😂

20/08/2025

"ছেড়ে যাওয়া" is the most hardest thing in the world, আবার বোধহয় সহজ‌ও..। ❤️‍🩹
কারন ভালোবাসার আগে ভালো থাকাটা জরুরী সবার। শুধু সম্পর্ক রাখতে হবে বলেই লোক দেখানো ভালো থাকতে নেই।

"উৎসব" মুভিটা যারা দেখেছেন, তারা জানেন জাহাঙ্গীর কে ছেড়ে যাওয়ার পর জেসমিন 'সিডনী' চলে যায়।
জাহাঙ্গীর কে না ছাড়লে তার লাইফে কোনো উন্নতি ই হতো না, লাইফ একই ভাবে কাটাতে হতো।

মুভিতে কি দেখানো হয়েছে সেটা পরিচালক এর ব্যাপার,কিন্তু এইটা সত্যি যে আপনি যদি আপনার লাইফে থাকা 'টক্সিক' মানুষ গুলাকে এইভাবে 'বাদ' দিতে পারবেন, তাহলে নিশ্চিত ভাবেই লাইফে উন্নতি করতে পারবেন। এইসব টক্সিক মানুষ আপনাকে শান্তি ও দিবেনা আবার লাইফে গ্রো করতেও দিবেনা!
আপনি এদের কে যতো দ্রুত লাইফ থেকে সরাতে পারবেন, ততো দ্রুত উন্নতি করতে পারবেন....। যে 'টক্সিক' সে আসলে 'টক্সিক' ই থাকে!

সে কোনোদিন চেঞ্জ হয়না, তাকে ভালোবাসা দিয়েও চেঞ্জ করা যায়না। টক্সিক মানুষের 'চিন্তাভাবনা' ই আলাদা! সবচেয়ে বড় কথা কি জানেন? যে ভাবে 'আমি এমন ই থাকবো, চেঞ্জ হবো না' সে আসলে এমন ই থাকে। তাকে চেঞ্জ করা যায় না। মানুষ নিজে থেকে চেঞ্জ হতে না চাইলে তাকে দুনিয়ার কেউ ই চেঞ্জ করতে পারেনা। যে ভালোবাসে, সে ভালোবাসার জন্য ই চেঞ্জ হয়। ভালোবেসেই চেঞ্জ হয়, সামনের মানুষ টার জন্য নিজেকে চেঞ্জ করে ফেলে!
টক্সিক মানুষ একদিন দুইদিন ভালো আচরণ করতে পারে কিন্তু কোনোদিন 'ভালো' হয়না!
যতো তাড়াতাড়ি এদের থেকে দূরে যেতে পারবেন,ততো তাড়াতাড়ি 'ভালো থাকবেন!

মনে রাখবেন ভালোবাসার শেকলে আগলে রাখতে হয়, বেঁধে রাখতে নয়। ঠিক আপনিই পারবেন নিজেকে আগলে রাখতে। এতদিন তো তাই আগলেছেন..

শুভ সকাল 🌸🌸🌸

゚viralシfypシ゚viralシalシ৷ ,

19/08/2025

মা কে একটা চিঠি লিখেছিলাম,
যথোপযুক্ত পিয়নের অভাবে পোস্ট করা হয়নি।
মা যেখানে থাকেন সেখান টায় কোন ঠিকানা আছে কী না জানা নেই আমার ;
রোড নাম্বার, বাড়ি নাম্বার, গলি নাম্বার কিছুই কী নেই সেখানে?

আগে চিৎকার করে কাঁদলেই মা বুক পেতে দিতেন
এখন বর্ষার জলে কেঁদে নেই যদি কেউ দেখে ফেলে। এই বয়সে এইভাবে কেউ কাঁদতে পারে!

মাকে লিখেছিলাম চিঠিতে, "মা তুমি না আমাকে কখনও একা ছাড়তে না, হারিয়ে যাব বলে।"
এক গ্লাস পানিও দিতে মুখে তুলে, কষ্ট হবে বলে;
এই যে এখন এই জটিল শহরটায় একাই হেঁটে চলেছি একাই লড়ছি;
আবার ভেঙেও পড়ছি কিন্তু একটা স্বস্তি মাখা হাত নেই,
যে হাত আমায় ভরসা যুগিয়ে, এগিয়ে দিবে।
আজ কোথায় আছো তুমি? কীভাবে আছো একা আমায় ফেলে?

18/08/2025

সব 'অভ্যাস' হয়ে যায়! দেখতে দেখতে অভ্যাস হয়ে যায়, কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায়! খা'রাপ সময় দেখতে দেখতে অভ্যাস হয়ে যায়, দূরে থাকতে থাকতে অভ্যাস হয়ে যায়, কষ্ট পেতে পেতে অভ্যাস হয়ে যায়! সব অভ্যাস হয়ে যায়! কিছুই আগের মতো থাকেনা! সব ই মেনে নেই! কিচ্ছু করার নাই, অভ্যাস হয়ে গেলে আর পাত্তা দেইনা! অপেক্ষা করি, ভালো দিনের! ভালো দিন আসবে!❤️

18/08/2025
14/08/2025

Some souls will not find comfort in this world. they will not find belonging in people or places, that is there faith they decide things this world could never deliver.They live their life for the pleasure of Allah
knowing he is watching always. They drift from one hardship to another with a compass that always points back to Allah .
What a beautiful soul they must be!!!
゚viralシfypシ゚viralシalシ

14/08/2025

সবকিছুর কী ক্ষমা হয়? এইযে হঠাৎ হঠাৎ দী'র্ঘশ্বা'স বের হয়, হুটহাট চোখে পানি চলে আসে,

এইসব কী প্রমাণ করেনা যে আমরা চাইলেই সব ক্ষমা করতে পারিনা? আমরা সর্বোচ্চ এইটুকু চাইতে পারি- স্রষ্টা ক্ষমা করুক, ভালো থাকুক! এইটুকুই ব্যাস..😊

゚viralシfypシ゚viralシalシ

13/08/2025

Life is all about waiting....

12/08/2025

Some dreams don’t disappear.
They just wait —
until you’re strong enough to carry them again.

And maybe tonight,
after everything you’ve faced,
you’re finally ready.

Not to race.
Not to prove.
Just to try again —
for you.

Your story isn’t paused.
It’s preparing.

Address

Mehedibag
Chittagong
4367

Alerts

Be the first to know and let us send you an email when Toons Tale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Toons Tale:

Share