Yellow.SD.World

Yellow.SD.World Swadesh Das Is Ready To Give You Full Computer Skill and Freelancing Service.

  Bright Toothgel - USAদাঁতের যত্ন সহ অ্যালো ভেরাকে এর গুণাগুণ ও বহুমুখী ব্যবহারের জন্য মহামূল্যবান হিসেবে বিবেচিত। ফরএভ...
04/03/2023

Bright Toothgel - USA

দাঁতের যত্ন সহ অ্যালো ভেরাকে এর গুণাগুণ ও বহুমুখী ব্যবহারের জন্য মহামূল্যবান হিসেবে বিবেচিত। ফরএভার অ্যালো ভেরা ব্রাইট টুথজেল ব্যবহারে আপনার দাঁত চমৎকার ভাবে পরিস্কার করে দীপ্তি বিচ্ছুরিত করবে।

পরিবারের সবার জন্য ব্যবহারের উপযোগী ফর্মুলায় তৈরি অ্যালো ভেরা ব্রাইট টুথজেল শুধুমাত্র উৎকৃষ্ট মানের উপাদানে সমৃদ্ধ। ভেজিটেরিয়ানদের জন্য ব্যবহার উপযোগী কারণ কোন পশু চর্বি ব্যবহৃত হয়নি। প্রাকৃতিক মেন্থল এবং লতাপাতার সুগন্ধি আপনার মুখকে রাখবে সতেজ ও পরিষ্কারের অনুভূতি ভরপুর।

বছরের পর বছর গবেষক ও দন্ত চিকিৎসকরা গবেষণার মাধ্যমে কার্যকরীভাবে দাঁতের সুস্বাস্থ্য রক্ষায় ও পরিষ্কারের জন্য সবচেয়ে অনুকূল অ্যালো Based ফর্মুলায় তৈরি। আপনার পরিবার পাবে এর চমৎকার গন্ধ এবং মুখের ভেতরের সতেজ ও পরিষ্কারের অনুভূতি।

পৃথীবির একমাত্র ফ্লোরাইড বিহীন টুথজেলের গুণাগুণ ____________

১. দাঁতের মাড়ির রক্ত পড়া বন্ধ করে।
২. মুখে আলসার হলে- ক্ষত বা ঘা এর ওপর ব্যাবহার করুন।
৩. ধুমপায়ীদের জন্য ঠোটের উপরে ব্যাবহার করুন।
৪. ব্রণের জন্য কপালে ব্যবহার করুন।
৫. নিয়মিত ঠাণ্ডা লেগে থাকলে, গরম পানিতে মিশিয়ে ১ মাস শ্বাস নিন।
৬. মাথা ব্যথার জন্য কপালে হালকা ব্যবহার করুন।
৭. যে কোন ক্ষত সারাতে ব্যবহার করুন।
৮. দাঁতে গর্ত বা ক্যাভিটিস হলে, গর্তে প্রয়োগ করুন।
৯. এলো বার্বাডেন্সিস(এলো ভেরা) থাকায় ফেইস ওয়াশ করতে পারবেন।
১০. গলা ব্যথা করলে অল্প পরিমান পেষ্ট গরম পানিতে মিশিয়ে গর গর করে কুলি করুন
১১. মশা বা পিপড়া কামড়ালে আঘাতের স্থানে ব্যবহার করুন।

নিজে_সুস্থ থাকি_অন্যদের সুস্থ থাকতে_ সহযোগীতা করি।

পরিমাণঃ
NET WT. 4.6 Oz (১৩০ গ্রাম)

সকালে ও রাতে খাবার পর টুথজেল দিয়ে দাঁত ব্রাশ করুন। নিয়মিত দন্ত চিকিৎসকের পরামর্শ নিন।
(যাদের লাগবে ইনবক্স করুন)
Contact +88 +880 1832-284120

06/02/2023

❤️🥰❤️
💝💝

Biggest Celebration and Life Changing Programme

09/01/2023

ছাত্র জীবনে ফ্রিল্যান্সিং শেখার অন্যতম একটি সময়।
🥦সেই সময় টা অবসর বসে না থেকে, আড্ডা পরিহার করে, খেলাধুলায় সময় না দিয়ে খেলায় সময় না দিয়ে।

💻 ফেসবুক এবং ইউটিউব কে কাজে লাগিয়ে আয় করতে পারি।🥰
✡️ ফ্রিল্যান্সিংয়ে 💻 হয়ে নিজের ক্যারিয়ার গড়তে পারি।✡️
🌹পরিবারের পাশে দাঁড়ানোর একটি মাত্র মাধ্যম!
সেটি হলো ফ্রিল্যান্সিং 🖥️

🖥️ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে, নিজেকে Skillup করে ঘরে বসে ইনকাম করা যায়।
🥀হয়তো একটিমাত্র উদ্যোগ আপনার জীবন কে পাল্টে ফেলতে পারে।

🌳তাহলে কেন আমরা বেকার বসে থাকবো?
কেন আমরা পরিবারের বোঝা হয়ে থাকবো?

নিজের প্রতি ও তো লজ্জা থাকা উচিত!
🌵যে মানুষটা দিনরাত পরিশ্রম করে, আমাদের মুখে আহার তুলে দিচ্ছে, সেই মানুষটি আর কেউ না নিজের বাবা।
💐একবারও কি ইচ্ছা করে না বাবার পাশে দাঁড়াতে ?
সময় তো চলে যাচ্ছে নিজেকে
পরিবর্তন করতে পারছি না কেন এখনো।❤️
💥আমরা চাইলেই 🖥️ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের 💥ক্যারিয়ার গড়তে পারি।
আমাদের দ্বারায় সম্ভব ।

#ফ্রিল্যান্সিং 🥰❤️

The Future Begins Here💝

05/01/2023

নমস্কার🙏
🇧🇩 সবাইকে নতুন বছরের শুভেচ্ছা !🇧🇩

😱😱😱 নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল মার্কেটিং কোর্সে থাকছে বিশেষ ছাড় 😱😱😱

🚾 আমরা অনেকেই আছি যারা ফ্রীল্যান্সার হওয়ার স্বপ্ন দেখি l কিন্তু আফসোস এর বিষয় হচ্ছে আমরা সঠিক গাইডলাইন পাচ্ছি না। টাকা দিয়ে এডমিশন নেওয়ার পরও সঠিক গাইডলাইন পাচ্ছি না।
🤗 তাছাড়া স্কিলের অভাবেও ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারছি না l

💪 তাদের জন্য আমরা নিয়ে এসেছি অবিশ্বাস্য স্কলারশিপ l 💪

আপনাকে সকল ধরণের মার্কেটপ্লেস এ প্রবেশ করানো এবং ফ্রীল্যান্সার হিসেবে গড়ে না তোলা পর্যন্ত আমরা সাপোর্ট দিয়ে যাবো ইনশাআল্লাহ l

🎯 এত প্রতিষ্ঠান থাকতে কেন
আমাদের থেকে কোর্স করবেন?
কেননা আমরা দিচ্ছি আপনাকে 👇👇👇

👉 প্রত্যেকটা ক্লাস জুম অ্যাপস
এর মাধ্যমে লাইভ হবে।
( আপনি চাইলে সরাসরি এসে ও করতে পারবেন )
👉 প্রতিটি ক্লাস শেষে ক্লাস এর ভিডিও প্রদান করা হবে ।
👉 প্রতিষ্ঠানের নিজস্ব এপস এবং ওয়েব সাইট এর মাধ্যমে আজীবনের জন্য ভিডিও ক্লাসের একসেস দেওয়া হবে।
👉 কোর্সে সকল ধরণের প্রশ্ন উত্তর নির্দ্ধিধায় করতে পারবেন।
👉 অভিজ্ঞ ও দক্ষ ফ্রিল্যান্সার শিক্ষক থাকবে আপনার পাশে।
👉 বাসা থেকেই অনলাইন লাইভ ক্লাস এবং সরাসরি শিক্ষক এর সাথে প্রশ্ন করার সুযোগ ।
👉কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে ।

✅ক্লাস চলাকালীন সময়েই হবে আপনার ইনকাম লোকাল মার্কেট প্লেইজ থেকে ✅
এবং কোর্স শেষ করার পর ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেইস থেকে ইনকাম করতে পারবেন।

📈 আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স মডিউলে যা যা থাকবে 👇👇👇👇👇👇

✍️ স্যোসিয়াল মিডিয়া মার্কেটিং ( যেমন - ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার,লিংকডিন,পিন্টারেস্ট ) এর A টু Z ;
✍️ প্রফেশনাল ভিডিও এডিটিং ( মোবাইল এবং কম্পিউটার দিয়ে ) ;
✍️ ওয়ার্ড প্রেস এর কাজ ;
✍️ এস.ই.ও(SEO);
✍️ কন্টেন্ট রাইটিং ;
এইভাবে মোট ৪০ টি ক্লাস ।

তাছাড়া সাপোর্ট ক্লাস, ব্যাক আপ ক্লাস ও প্রবলেম সলিউশন ক্লাস তো আছেই 🥰

📌📌 বিস্তারিত জানতে আমাদের একটি ফ্রি ক্লাসে অংশগ্রহণ করুন।
ফ্রি ক্লাসে অংশগ্রহণ করার জন্য এবং স্কলারশিপ পেতে নিচের দেওয়া লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন ফরম টি পূরণ করুন।

👉 { রেফারেন্স নাম দিবেন - Swadesh Das } 👈
https://rb.gy/voyrvo

🤳 মোবাইল নাম্বার / হোয়াটসঅ্যাপ / ইমু ☎️ :- 01832284120

অথবা মেসেঞ্জারে মেসেজ করুন 📩 :-
https://m.me/Swadeshdas01

🏠 অফিস:-
চট্টগ্রাম অফিস এর ঠিকানা-
( অফিসে আসার আগে অবশ্যই সিডিউল নিয়ে আসতে হবে)

সাকসেস বিজ ফ্যামিলি, ১২৫ নং ভিআইপি টাওয়ার , ৩য় তলায়, কাজির দেউড়ি, কতোয়ালি, চট্টগ্রাম। [[ Success Biz Family , #125 No. Vip Tower (2nd Floor), Kajir Dewri, Kotowali, Chattogram. ]]
- Md imranul Haque Sir💝

28/12/2022

#টাকারগুরুত্ব😏💸💸

👉টাকায় সম্মান কিনে দেয়।
👉টাকায় গুরুত্ব বুঝিয়ে দেয়।
👉টাকায় শত্রুর মধ্যে ও ভালোবাসা জাগিয়ে দেয়।

তাই টাকা ইনকাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। টাকা থাকলে এই সমাজ, টাকাওয়ালা ব্যাক্তির নাম দেই সফল মানুষ। আর টাকা ইনকাম না থাকলে নাম দেই বেকার।তাই সঠিক পরিকল্পনা নিয়ে সঠিক রাস্তায়, সময় মতো হাঁটেন একটা সময় ঠিক টাকা জিনিস টা হাতে চলে আসবে। সময় বার বার সুযোগ দেই না, তাই সঠিক সময় টাকা ইনকাম এর রাস্তা টি খুজে বের করতে হয় আর না হলে আজীবন আফসোস করে কান্না করতে হবে এটাই বাস্তবতা।

✅এর জন্য সঠিক পরিকল্পনা আর অক্লান্ত পরিশ্রমই পারে সফলতা এনে দিতে।


The Future Begins Here🥰

25/12/2022

🤔কি ভাবছেন সফল হবেন.....❓

😞ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা অর্জন করা যায় না। জোর করে সিনিয়ে আনতে হয়।
💁শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন, আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও দেখেননি । কিন্তু দিনশেষে আজ শচীনকে ক্রিকেট নক্ষত্র হিসেবেই জানে।
💁 মার্ক জুকারবার্গকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল সাইফ থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে ,সবচেয়ে বড় সোশ্যাল সাইড ফেসবুক তৈরি করে ,তার মাধ্যমে সে বিশ্বের টপ ফাইভ রিচম্যানদের একজন। আর আপনি হলে কি করতেন ? সেভ করা ছেড়ে দিয়ে সিগারেট টানতেন,আর বলতেন‌ - বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া।
💁টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথিবীতে কেউ ততবছর বাঁচেওনি।৯৯৯‌বার ব্যর্থ হয়েছেন তিনি।আর আপনি সফল হওয়ার আগে প্রশ্ন করুন নিজেকে কতবার চেষ্টা করতে পারবেন?
💁সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় প্লানকরে যতবার চেষ্টা করে বিমান উড়াতে ব্যর্থ হয়েছেন । আপনি ততবার প্লান করে পাখির উড়েযাওয়া দৃশ্য দেখেননি। তবু তিনি বিমান টা উড়িয়ে ছাড়লেন।

⭐⭐ সৃষ্টিকর্তাকে একবার জানান দেন সাকসেস আসার আগে পর্যন্ত আপনি থামবেন না , হেরে গেলেও না বারবার ব্যর্থ হলেও ‌না....
👉ছোট বেলায় যেভাবে হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন, পড়ে গিয়ে ব্যাথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন। এখন সময় এসেছে আবার দাঁতে দাঁত চেপে নাছোড়বান্দার মতো লেগে থাকার।
👉যে যাই বলুক , যে যাই করুক আপনি শুধু লেগে থাকুন , বাকিটা সিস্টেম্যাটিক্যালি স্রস্টা আপনাকে দিয়ে দিবে।

23/12/2022

ফ্রীল্যান্সিং হতে পারে নারী পুরুষ সবার জন্য একটি স্মার্ট ক্যারিয়ার। কিন্তু তার জন্য আপনাকে শুরু করতে হবে কাজ শিখে নিজের স্কিল ডেভেলপমেন্ট করে নিজেকে একজন দক্ষ ফ্রীল্যান্সার হিসেবে গড়ে তোলা।
একটি কথা মনে রাখবেন আপনি যদি স্কিল ফুল হন তাহলে আপনার কাজের অভাব নেই। কিন্তু যদি আপনার স্কিল না থাকে তাহলে কখনোই ভালো করতে পারবেন না এই সেক্টরে৷ এই জন্য ধৈর্য ধরে কাজ শিখে নিজেকে স্কিল ফুল করে তুলতে হবে।

- বসে থাকলে, আপনার ক্যারিয়ারও বসে থাকবে। দৌড়ান, আপনার ক্যারিয়ারও দৌড়াবে। তবে কোথায় পৌঁছার জন্য দৌড় দিবেন সেটা কিন্তু ঠিকভাবে ঠিক করা চাই। দৌড়টা দিতে হবে, তবে ভেড়ার পালের মতো উদ্দেশ্যহীন নয়,
"মানুষের মতো।

আপনিও চাইলে পারেন ঘরে থেকেই কাজ করে আপনার ইনকাম সুনিশ্চিত করতে | সুযোগের অপেক্ষায় না থেকে, চাকরির জন্য বসে না থেকে আসুন নিজেকে দক্ষ মানুষ হিসেবে তৈরি করি, কাজ করি স্বাধীন ভাবে, ইনকাম করি নিজের মতো করে।




🙀🙀💥Good News💥🙀🙀পৃথিবীতে এমন কোন কাজ নেই, যে কাজটা করতে গেলে আপনি বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন না ?তদ্র...
11/12/2022

🙀🙀💥Good News💥🙀🙀

পৃথিবীতে এমন কোন কাজ নেই, যে কাজটা করতে গেলে আপনি বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন না ?
তদ্রূপ ভাবে আপনি ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এর কাজ করলেও আপনাকে এক একজন এক এক রকম প্রশ্ন করবে ।
কিভাবে করে এইসব প্রশ্নের উত্তর দিবেন, তা জানার জন্য অংশগ্রহণ করুন —--
আজ ১১ডিসেম্বর,২০২২ ইং রোজ রবিবার রাত ৯:০০ টায়।
প্রশ্ন ও উত্তর পর্ব প্রোগ্রামে আমরা সবাই অংশগ্রহণ করবো।




 #৩১তম মিটিং  #মিটিংয়ের বয়স দিন দিন বেড়েই চলেছে। সাথে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন উপায়ে কাজ করার অভিজ্ঞতা এবং কাজের প্রতি অবির...
25/11/2022

#৩১তম মিটিং

#মিটিংয়ের বয়স দিন দিন বেড়েই চলেছে। সাথে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন উপায়ে কাজ করার অভিজ্ঞতা এবং কাজের প্রতি অবিরাম ভালোবাসা। গতকালকের ৩১তম মিটিংয়ের উপস্থাপনায় ছিলেন Raihan Aktar Munni ম্যাম এবং মিটিং পরিচালনায় ছিলেন Trishna Rani Dev ম্যাম। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এবং লোকাল মার্কেট প্লেসে এফিলিয়েট করার উনার অভিজ্ঞতা গুলো শেয়ার করলেন ম্যাম। নিজের মধ্যে আত্মবিশ্বাস সব সময় রেখে এগিয়ে যেতে বলেছেন। ধন্যবাদ জানাই ম্যামকে নিজের ব্যস্ত সময়ে ও আমাদেরকে এত সুন্দর উপস্থাপনায় এগিয়ে যাওয়ার উৎসাহ প্রদানের জন্য। অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রিয় মেডাম তমালিকা তমা ম্যামকে।
Freelancer Society
Freelancer Society

নমস্কার🙏প্রজেক্টের ৩০তম মিটিং শেষ হলো মিটিংয়ের স্বাগতম জানিয়ে উপস্থাপনায় ছিলেন Amit Das দাদা।  নতুন ট্রেইনারের নেতৃত্ব আ...
24/11/2022

নমস্কার🙏

প্রজেক্টের ৩০তম মিটিং শেষ হলো মিটিংয়ের স্বাগতম জানিয়ে উপস্থাপনায় ছিলেন Amit Das দাদা। নতুন ট্রেইনারের নেতৃত্ব আজ আমাদের মিটিং-টি সম্পন্ন হলো। গতকালকের মিটিংয়ের পরিচালনায় ছিলেন Susmita Saha ম্যাম। নতুন ভাবে ম্যামের সাথে পরিচয় এবং নতুন কিছু অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ Success Biz Family । ম্যাম অনেক সুন্দর করে মিটিং-টি পরিচালনা করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই ম্যামকে এতো সুন্দর করে সকল বিষয় উপস্থাপন এর জন্য। তমালিকা তমা ম্যামকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
Freelancer Society
Freelancer Society

নমস্কার🙏  Affiliate মার্কেটিং নিয়ে গুরুত্বপূর্ণ একটি মিটিং হয়েছে গতকাল। মিটিংয়ের পরিচালনায় ছিলেন Pioneer Freelancer Soci...
22/11/2022

নমস্কার🙏

Affiliate মার্কেটিং নিয়ে গুরুত্বপূর্ণ একটি মিটিং হয়েছে গতকাল। মিটিংয়ের পরিচালনায় ছিলেন Pioneer Freelancer Society এবং Atomic Freelancer Society চেয়ারম্যান জনাব Md. Imranul Hoque স্যার। ব্যস্ত সিডিউলের মধ্যে আমাদেরকে গুরুত্বপূর্ণ এই বিষয়টি সম্পর্কে অভিজ্ঞতা প্রধানের জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। এই প্লাটফর্মে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তমালিকা তমা ম্যামকে।
Freelancer Society
Freelancer Society

Biz Family

 #প্রজেক্টমিটিং  পক্ষ থেকে প্রতিদিন রাত ৯.৩০ মিনিটে অনুষ্ঠিত প্রজেক্ট মিটিং এখন ও পর্যন্ত অনেকগুলো সম্পন্ন হয়েছে। মিটিংয়...
21/11/2022

#প্রজেক্টমিটিং

পক্ষ থেকে প্রতিদিন রাত ৯.৩০ মিনিটে অনুষ্ঠিত প্রজেক্ট মিটিং এখন ও পর্যন্ত অনেকগুলো সম্পন্ন হয়েছে। মিটিংয়ের পরিচালনায় ছিলেন জনাব Imranul Haque স্যার। প্রতিদিন কাজ করতে করতে ক্লান্ত হওয়া এবং ব্যার্থ হয়ে হতাশায় নিজেকে না রাখার জন্যই বারবার মোটিভেশন করেন স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার সফল হই বা না হই তাও কখন হাল ছাড়তে বারণ করেন। জানিনা কতদিনে প্রথম সফলতা অর্জন করবো তবে করবো স্যার এইটা নিশ্চিত।


Address

1 No Nazirbhandar Lane Kapuria Para Chattragram
Chittagong
4000

Telephone

+880188605907

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yellow.SD.World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yellow.SD.World:

Share