Nasir Chowdhury official

Nasir Chowdhury official Hi,,This is Nasir Chowdhury official,,I'm a blogger, plz follow me to get my videos Everytime,���

19/08/2025

বাংলাদেশের আইন আর বিচার ব্যবস্থা এতো উন্নত,,,,বাংলাদেশে সবই সম্ভব,,,???

বিচারকের কথায় হাইকোর্টে কাদলেন ভুক্তভোগী নারী,,,🥲

আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন 🔥🤟✌️
15/08/2025

আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন 🔥🤟✌️

ফেনীর কেউ উনাকে ছিনেন কিনা,উনার বাড়ি নাকি ফেনী👈👈👈👈👈👈👈👈ছবির এই লোকটির নাম মামুন (১৮),পিতা-আবু বকর সিদ্দিক,মাতা-মমতাজ বেগম...
30/07/2025

ফেনীর কেউ উনাকে ছিনেন কিনা,উনার বাড়ি নাকি ফেনী👈👈👈👈👈👈👈👈

ছবির এই লোকটির নাম মামুন (১৮),পিতা-আবু বকর সিদ্দিক,মাতা-মমতাজ বেগম,সাং-স্থায়ী ফেনী সদর, বর্তমানে-চট্টগ্রামে আছেন (এতটুকু বলতে পারে)।

সীতাকুণ্ড থানা এলাকার উত্তর রহমত নগর,৯নং ওয়ার্ড, সৈয়দ পুর ইউনিয়ন,পাল বাড়ি,স্কেল সংলগ্ন,আহত অবস্থায় পাওয়া গেছে,

কে বা কাহারা তাহাকে গুরুতর আহত করে রেখে গেছে।👈👈👈👈👈

তাকে ঠিকানা জিজ্ঞেস করলে উত্তরে সে ফেনী সদর বা চট্টগ্রামে তার ঠিকানা এতটুকুই সে বলতে পারে।

কেউ তাকে চিনতে পারলে দ্রুত নিম্মে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করবেন,👈👈👈👈👈👈👈

01820933277 নাম্বারে সীতাকুণ্ড মডেল থানার এস আই রাসেলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

🥲😰
25/07/2025

🥲😰

'ভালো স্টুডেন্ট' হওয়া চেয়ে যে 'ভালো মানুষ' হওয়া বেশি দরকার সেটা Ayman Sadiq আর Salman Mohammad Muqtadir আবার প্রমান করে ...
23/07/2025

'ভালো স্টুডেন্ট' হওয়া চেয়ে যে 'ভালো মানুষ' হওয়া বেশি দরকার সেটা Ayman Sadiq আর Salman Mohammad Muqtadir আবার প্রমান করে দিলো!
সমাজের চোখে 'আয়মান' ভালো স্টুডেন্ট,ভালো টিচার! ব্যাস এইটুকুই! এর বাইরে আর কিছুই নাই! জুলাইতে সে সবার লাস্টে পোস্ট দিয়েছে, লুকিয়ে ছিলো। আর এই যে পরশু রাতে সে স্টোরি দিয়েছিলো যে তার লাইফ সে উপভোগ করতেছে! সমালোচনা সহ্য করতে না পেরে স্টোরি ডিলিট দিছে তারপর সমালোচনা থেকে মুক্তি পাওয়ার জন্য রাতের ১ টা ৪৫ এ স্ট্যাটাস দিয়েছে যাতে তাকে কেউ কিচ্ছু না বলে!

অপরদিকে সালমান অনেকের চোখেই ব্যাড বয়, সমালোচনা করার মতো লোকের অভাব নাই কিন্তু দেশের ব্যাপারে সালমান ই সবচেয়ে বেশি কথা বলে! কাউকে 'ভয়' পাওয়ার কিচ্ছু নাই, সালমান ভয় ও পায় না। নিজের 'ভালো ইমেজ' বাঁচানোর চেষ্টাও নাই আয়মানের মতো! সে অলোয়েজ যেইটা যৌক্তিক সেইটাই বলে।

একটা সত্যি কথা কি জানেন? অনেকেই মানতে চাইবেনা, দেশের ব্যাপারে 'লাস্ট বেঞ্চার' রাই এগিয়ে আসে, 'ফাস্ট বেঞ্চার' গুলা নিজেদের 'ইমেজ' বাঁচানোর চিন্তায় থাকে! বিপদে 'ব্যাড বয়' গুলাই সবার আগে এগিয়ে আসে! ❤️

গতকালের মাইলস্টোনের বিমান দু র্ঘ টনায় সবচেয়ে আলোচিত নাম 'মাহেরীন চৌধুরী' ম্যাম! উনার সাথে উনার স্বামীর শেষ কি কথা হয়েছিল...
23/07/2025

গতকালের মাইলস্টোনের বিমান দু র্ঘ টনায় সবচেয়ে আলোচিত নাম 'মাহেরীন চৌধুরী' ম্যাম! উনার সাথে উনার স্বামীর শেষ কি কথা হয়েছিলো জানেন?

উনার স্বামী উনাকে বলেছিলো 'আমাদের দুটো ছোট ছোট বাচ্চা আছে। তুমি তো তাদের এতিম করে দিলা!'
জবাবে ম্যাম বলেছিলো 'ওরাও তো আমার বাচ্চা! আমি কি করবো বলো?'
উনার শরীরের ১০০ ভাগ ই আ"* ক্রান্ত হয়েছিলো! উনি তাও উনার স্বামীকে বলেছিলো 'আমার ডান হাত টা একটু শক্ত করে ধরো তো!' অথচ উনার হাত ধরার মতো অবস্থা ছিলোই না!

তারপর উনি উনার স্বামীকে বলেছিলেন ''তোমার সাথে আমার আর দেখা হবেনা!''
এই লাইন টা এত বাজে ভাবে আঘাত করলো আমাকে!!
আপনার নিজের মানুষ টা দুনিয়া থেকে চলে যাচ্ছে, আপনার ও কিছুই করার নেই। সে শুধু আপনাকে একটা কথাই বললো 'তোমার সাথে আমার আর দেখা হবেনা!''

শেষ বিদায়! আর দেখা হবেনা! কখনো না!
এমন কষ্টের বিদায় কারো না আসুক!!💔🖤🤲🤲
©

23/07/2025

মাননীয় উপদেষ্টা ,

বিখ্যাত শিল্পী , পরিচালক গণ যারা একটা মিসিং পোস্ট শেয়ার করেছেন উনারা মানুষ। তাদের পরিবারে ও শিশু আছে। দেশের ক্রান্তি কালে তারাও অস্থির হয়ে থাকেন। তাই বিভিন্ন ভাবে এই ক্রাইসিসে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। যেহেতু আপনাদের দেয়া ইনফরমেশন সম্পূর্ণ ভাবে অভিভাবকদের এবং ছাত্রদের কথার সাথে মিলছে না তাই আমরা ধোয়াশার মধ্যে আছি।

ভুল বসত পোস্ট অথবা সম্মিলিত চক্রান্ত কিনা এসব তদন্ত পরে করে দুর্গটনার সঠিক তদন্ত করে আমাদের সঠিক তথ্য দিয়ে অবগত করুন। যেনো ভুল তথ্য আমাদের বিভ্রান্ত না করে।

জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে 🌿

চিঠি,,,, আরশ খান অভিনেতা 👍

23/07/2025
গতকালকের বিমান দূর্ঘটনায় পোড়া শরীর নিয়ে দৌড়াতে থাকা বাচ্চাটার নাম আরিয়ান, সে আর বেচে নেই। তার ফ্যামিলি কনফার্ম করছে !তার...
23/07/2025

গতকালকের বিমান দূর্ঘটনায় পোড়া শরীর নিয়ে দৌড়াতে থাকা বাচ্চাটার নাম আরিয়ান, সে আর বেচে নেই। তার ফ্যামিলি কনফার্ম করছে !
তার ফুসফুস ৭০% পুড়ে গেছিলো !! 😥
পোড়া ফুসফুস নিয়েই সে তার মা-বাবারে খুজে বেরিয়েছে 😭
বাচ্চাটির গ্রামের বাড়ি শরীয়তপুর।

হে আল্লাহ আপনি বাচ্চাটিকে জান্নাতবাসী করুন 🤲

আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী, বাড়ি ফেনী দাগনভুঞা ২নং রাজাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের।দাবি মেনে নেওয়ায় উত্তরায় মাইলস্ট...
22/07/2025

আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী, বাড়ি ফেনী দাগনভুঞা ২নং রাজাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের।

দাবি মেনে নেওয়ায় উত্তরায় মাইলস্টোনের সামনে আন্দোলন শেষে সব শিক্ষার্থী চলে যাচ্ছিলো। এই লোক তবুও কয়েকজন নিয়ে সেখানে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে।

ছাত্র-জনতা ধরে ফেলার পর প্রমাণ পায় ছাত্রলীগ করতো। এই মাত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তাকে।

বাবা মাকে খুঁজে পাচ্ছে না তারা দুইজন। বাবা মাকে না দেখে দিশেহারা। মেয়ে দুজনকে কেউ চেনে থাকলে ওদের পরিবারকে জানান, ওরা ঢা...
22/07/2025

বাবা মাকে খুঁজে পাচ্ছে না তারা দুইজন। বাবা মাকে না দেখে দিশেহারা।
মেয়ে দুজনকে কেউ চেনে থাকলে ওদের পরিবারকে জানান, ওরা ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে আছে।

সবাই শেয়ার করে দেন তারা তাদের বাবা মাকে খুঁজে পাবে ইনশাল্লাহ।

Prayers for Uttara Milestone College
22/07/2025

Prayers for Uttara Milestone College

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Nasir Chowdhury official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share