Digital Corner

Digital Corner Grow You'r Own Business.
(2)

Wifi-এর দিন শেষ? স্টারলিংকের বাংলাদেশ!ইন্টারনেট বিপ্লবের নতুন নাম — স্টারলিংক।বিশ্বখ্যাত এলন মাস্কের কোম্পানি SpaceX যখন...
20/05/2025

Wifi-এর দিন শেষ? স্টারলিংকের বাংলাদেশ!

ইন্টারনেট বিপ্লবের নতুন নাম — স্টারলিংক।
বিশ্বখ্যাত এলন মাস্কের কোম্পানি SpaceX যখন ঘোষণা দিল যে তারা স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বজুড়ে ইন্টারনেট পৌঁছে দেবে, তখন অনেকে একে স্বপ্ন বলেছিলেন। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে।
এবং এবার সেই পরিবর্তনের হাওয়া লাগছে বাংলাদেশেও।

---

স্টারলিংক কী?

স্টারলিংক হলো এক ধরনের Low-Earth Orbit (LEO) স্যাটেলাইট ইন্টারনেট সেবা, যা ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৫৫০ কিমি উপর দিয়ে প্রদক্ষিণকারী হাজারো ছোট ছোট স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে। এতে তার বা টাওয়ারের কোনো প্রয়োজন পড়ে না।

স্টারলিংকের সুবিধা:

১. যেকোনো জায়গায় নেট:
পার্বত্য এলাকা, চর, দ্বীপ, বন বা প্রত্যন্ত গ্রাম — যেখানে অপটিক্যাল ফাইবার বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছেনি, সেখানেও পাওয়া যাবে হাই-স্পিড ইন্টারনেট।

২. তারহীন সংযোগ:
কোনো তার, লাইন বা লোকাল আইএসপির উপর নির্ভর করতে হবে না। শুধু একটি স্টারলিংক ডিস এবং পাওয়ার সংযোগ থাকলেই চলবে।

৩. স্পিড ও স্থায়িত্ব:
২০০+ Mbps গতিতে ডাউনলোড সম্ভব। এবং বৃষ্টিতে, ঝড়ে বা বিদ্যুৎ বিভ্রাটেও সংযোগ বন্ধ হওয়ার ঝুঁকি কম।

৪. ফ্রিল্যান্সার, ইউটিউবার, গেমারদের জন্য স্বপ্নপূরণ:
স্মুদ ভিডিও কনফারেন্সিং, লাইভ স্ট্রিমিং ও লো ল্যাটেন্সিতে গেম খেলা এখন গ্রামেও সম্ভব হবে।

---

স্টারলিংকের অসুবিধা:

১. দাম বেশি:
একবার সেটআপ খরচ ৫০০-৬০০ ডলারের মতো হতে পারে (৫০,০০০+ টাকা), মাসিক খরচও ৮০-১২০ ডলার (৮-১২ হাজার টাকা)।
যা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এখনো ব্যয়বহুল।

২. প্রযুক্তিগত জ্ঞানের অভাব:
ডিভাইস ইনস্টল ও পরিচালনার জন্য প্রযুক্তির কিছুটা ধারণা থাকতে হবে। নয়তো সেটআপে সমস্যা হতে পারে।

৩. ওয়েদার সেনসিটিভ:
যদিও লো-অরবিট স্যাটেলাইট বৃষ্টি-ঝড়েও কাজ করে, তবুও ঘন কালো মেঘে সিগন্যাল কিছুটা দুর্বল হতে পারে।

৪. সরকারি অনুমতির প্রয়োজন:
বাংলাদেশে এখনও এটি চালুর জন্য চূড়ান্ত অনুমোদন মেলেনি। তবে SpaceX আলোচনায় রয়েছে।

স্টারলিংক হয়তো এখনই সব Wifi-এর জায়গা নেবে না। কিন্তু এটা নিঃসন্দেহে বাংলাদেশের প্রযুক্তিগত ভবিষ্যতের জন্য এক বড় পদক্ষেপ।
এটা আমাদের দেশের ডিজিটাল গ্রাম, স্মার্ট এডুকেশন, রিমোট জব আর ডিজিটাল বৈষম্য কমানোর পথে বিশাল এক সম্ভাবনার দরজা খুলে দেবে.

আপনি কী ভাবছেন?
স্টারলিংক এলে আপনি ব্যবহার করতে চাইবেন? নাকি দাম এখনো বড় বাধা?
কমেন্টে জানান আপনার মতামত!

তথ্য Chatgpt থেকে সংগৃহীত.
পোস্ট- Digital Corner

14/05/2025

যাদের পেইজ আছে তাদের জন্য এবং যারা নতুন ⚜️

07/01/2025

একটি এডিটিং ☺️

02/01/2025

আমার ছেলের পেইজের জন্য করা আমার শর্ট ভিডিও। এইরকম শর্ট ভিডিও তৈরির জন্য যোগাযোগ করুন পেইজে দেওয়া নাম্বারে☺️

02/10/2024
 #গণেশ_চতুর্থী_২০২৪
07/09/2024

#গণেশ_চতুর্থী_২০২৪

নতুন কিছু.... টি শার্ট ডিজাইন করে নিতে চাইলে যোগাযোগ করুন পেইজে ☺️  #টিশার্ট
08/08/2024

নতুন কিছু.... টি শার্ট ডিজাইন করে নিতে চাইলে যোগাযোগ করুন পেইজে ☺️

#টিশার্ট





11/07/2024

দীর্ঘ বিরতির পর আবার Digital Corner এর কার্যক্রম শুরু....

কালার থিম ছিলো Purple নিয়ে 💜
13/06/2024

কালার থিম ছিলো Purple নিয়ে 💜

Address

Chittagong

Telephone

+8801617990770

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Corner:

Share