Ajijul Bin Taji

Ajijul Bin Taji জানি পুলিশ করবে হামলা
হবে জেল মামলা
তবুও মোরা দারাবো রুখে
ইনশাআল্লাহ
(1)

বাম থেকে মুহাম্মাদ দা*ইফ আবু ওবা*য়দা রাফে সালা*মাহ তুফা*নে আক*সার তিন মাস্টা*রমাইন্ড।উম্মাহর তিন মহান বীর।রাহিমাহুমুল্ল...
06/09/2025

বাম থেকে
মুহাম্মাদ দা*ইফ
আবু ওবা*য়দা
রাফে সালা*মাহ
তুফা*নে আক*সার তিন মাস্টা*রমাইন্ড।
উম্মাহর তিন মহান বীর।
রাহিমাহুমুল্লাহ।

30/08/2025

কেউ মৌ*ল**বাদ নিয়ে, কেউ দক্ষিনপন্থী নিয়ে, কেউ আলেমদের নিয়ে চিন্তিত!
এভাবে আপনাদের পরিচয় প্রকাশ করার জন্য ধন্যবাদ।
ইসলাম জিন্দাবাদ।
🎤 মুহতারাম মুফতী রেজাউল করিম আবরার হাফি.

29/08/2025

হুজুর তো ইতিহাস ঘটিয়ে দিলেন, মাশা আল্লাহ! মাওলানা হাসান জামিল সাহেবের এই অবদান জাতি আজীবন মনে রাখতে বাধ্য।

26/08/2025

এভাবে ল্যান্ডিং পাঠ তো তিনি রবই শিখিয়েছেন,

সুবহানাল্লাহ! (فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ)
“তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?(আর রহমান)

শাইখ মুফতী হারুন ইজহার ভাইকে যখন তারাবীর পরে গ্রেফতার করতে র‍্যাব বাসায় আসে তখন আমার ভাগিনা, ভাগ্নি কাঁদতে ছিল। আমার ভাগ...
25/08/2025

শাইখ মুফতী হারুন ইজহার ভাইকে যখন তারাবীর পরে গ্রেফতার করতে র‍্যাব বাসায় আসে তখন আমার ভাগিনা, ভাগ্নি কাঁদতে ছিল। আমার ভাগ্নি পর্দার আড়াল থেকে বলতেছিল, তার কী দোষ, কেনো তাকে গ্রেফতার করছেন? এই পর্যন্ত তিনবার গ্রেফতার হচ্ছেন। আর কতবার করবেন?
তাদের থেকে বিদায় নেয়ার জন্য ড্রয়িং রুম থেকে পাশের রুমে পর্যন্ত যেতে দেয়া হয়নি। খুব দ্রুত করে জামাটা পরতে পেরেছিলেন নিজের বুদ্ধিতে। র‍্যাব সেটাও পরতেও সুযোগ দিচ্ছিল না৷ ভাগিনা যখন বাবাকে জড়িয়ে ধরতে গেল র‍্যাব বুট জুতার লাথি মেরে তাকে দূরে ফেলে দেয়৷ তাঁকে এক প্রকার নিজের স্ত্রী, ছোট ছোট সন্তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।
আজ তৌহিদ আফ্রিদির মতো একটা ইউটিউবারের জন্য তোমাদের মন কাঁদছে৷ অথচ কত আলেম এইভাবে অপদস্ত হয়ে গ্রেফতার হয়েছিলেন তাদের খবর কেউ রেখেছিল?
- মাসুদ চৌধুরী

22/08/2025

আর আমরা আছি ভোগ বিলাশে মত্ত।

22/08/2025

জেল থেকে মুক্তির পর ইসলামী দলগুলো নিয়ে
ফারাবি ভাইয়ের দুঃখ প্রকাশ।

27/07/2025

এক মিসরি ভাই সাগরে খাবারভর্তি বোতল ফেলে, আল্লাহর কাছে দোয়া করছেন: হে আল্লাহ বোতলগুলো গাযা উপকূলে ভিড়িয়ে দিন। আমার এটুকু করার সামর্থ ছিল।

26/07/2025

আছে কি কিছু বলার?
আল্লাহ তুমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাও।

ছাত্রভাইদের দেশে ...
02/07/2025

ছাত্রভাইদের দেশে ...

12/06/2025

“আমরা বাঁচার কোনো পথ পাচ্ছি না, না আছে খাবার, না আছে পানি...”

সন্তানদের মুখে খাবার তুলে দিতে আমেরিকা নিয়ন্ত্রিত মানবিক সহায়তা কেন্দ্রে গিয়ে গুলিতে প্রাণ হারান ফিলিস্তিনি কিশোর আহমাদ জিদানের মা। আহমাদ জিদানের মা ৮ সন্তানের জননী।

সাবটাইটেল - WUBangla

11/06/2025

পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে। ক্ষুধার তাড়নায় নি*পী*ড়িত মানুষগুলো পা*গল*প্রায়।
এই দৃষ্টিই বলে দিবে গা*জা"র অবস্থা।

আমাদের প্রতিটা লোকমার হিসেব
দিতে হবে 🥺 আল্লাহুম্মাগফিরলি.

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Ajijul Bin Taji posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajijul Bin Taji:

Share