22/07/2023
নারীকে অল্পতেই খুশি রাখা যায়। সামান্য সন্ধ্যায় হাওয়াতে নদীর পাড়ে কিংবা কোনো নিরিবিলি খোলা আকাশের নিচে নিয়ে গেলেও তারা পুলকিত হয়। তাদের ভরসার স্থানটা আরো শক্ত হয়ে ওঠে।গুটিকয়েক বেলি ফুলের মালা কিংবা এক প্লেট ফুসকা পানিপুরিতে তাদের মুখে যে হাসি আসে সেটা চিন্তার বাহিরে🖤🥀
ছোট্ট ছোট্ট বিশেষ দিনগুলোতে সামান্য একটা গোলাপ ফুল দিয়েই অনায়াসে জয় করে নেয়া যায় তাদের মন.🖤🥀
লিখা- খাদিজা আক্তার
কন্ঠ- বিজয় চৌধুরী আদিত্য