Di- Sheba

Di- Sheba Create creative, advertise, analyze, and optimize! We do it all for you.

19/09/2022
18/09/2022

Client Work
Type- Event Promo
Client- Rotary District 3282 Bangladesh.
You can hire us for any type of video shooting and editing.

17/09/2022

Client Work
Type-OVC
Client- Nizam Sir

15/09/2022

Recent Work
Type- OVC (Online Video Commercial)
Client- Arafat's Accounting Zone, Arafat's Accounting Zone

দুর্দান্ত গতির সাথে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়াতে সুদৃঢ় পরিকল্পনার কথা ভাবছেন? নিজের অজান্তেই হয়ত অংক কষছেন, সেল বাড়া...
14/09/2022

দুর্দান্ত গতির সাথে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়াতে সুদৃঢ় পরিকল্পনার কথা ভাবছেন? নিজের অজান্তেই হয়ত অংক কষছেন, সেল বাড়াতে কিংবা প্রচার প্রসারে আপনি কতটা এগিয়ে। সময়টা যখন সোশ্যাল মিডিয়ার জয় জয়কার অবস্থা, আপনি কতগুলো প্ল্যাটফর্মে ডালপালা মেলেছেন?

শুধু কি সেই ফেসবুক, তাও অগোছালো? যদি তাই হয়, তবে সুসজ্জিত ফেসবুকের পাশাপাশি বহুল ব্যবহৃত অন্যান্য প্ল্যাটফর্মেও আপনার পদচারনা থাকা প্রয়োজন। ভাবছেন শুরুটা কিভাবে করবেন? বাজেটের ভেতর সার্ভিস পেতে আপনি যখন চারপাশে খুঁজছেন, তখন 𝑫𝒊-𝑺𝒉𝒆𝒃𝒂 অপেক্ষায় আছে বলতে- “আপনাকে স্বাগতম!”

মাত্র ৫০০০ টাকায় ব্র্যান্ড আইডেন্টিটি ও সেল বৃদ্ধির সেরা সার্ভিসের প্রতিশ্রুতি নিয়ে আমরা দিচ্ছিঃ

১। ফেসবুক পেজ ক্রিয়েশন
২। ইন্সটাগ্রাম পেজ ক্রিয়েশন
৪। ইউটিউব চ্যানেল ক্রিয়েশন

প্রতিটি সোশ্যাল মিডিয়া পেজ/চ্যানেলে আপনি পাবেন প্রোফাইল পিকচার, কভার পিকচার ডিজাইন, এবাউট সেকশনের সকল তথ্য পূরণ, এ টু জেড কমপ্লিট সেটিংস সেটআপ, কাস্টমাইজেশন, ক্যাপশন সহ ইমেজ ডিজাইন, ভিডিও এর থাম্বনেল ডিজাইন সহ দারুণ সব আয়োজন। আজই সার্ভিস বুকিং এর জন্যে কল করুন- +880 1819-706069 অথবা ফেসবুক পেজে ইনবক্স করুন।

Recent WorkType- Doctors PadClient- Ibn Sina Diagnostic & Consultation Center, Chattogram
13/09/2022

Recent Work
Type- Doctors Pad
Client- Ibn Sina Diagnostic & Consultation Center, Chattogram

Today's WorkClient Name- D H Shipon, Dream to Public Varsity
12/09/2022

Today's Work
Client Name- D H Shipon, Dream to Public Varsity

Recent WorkWork Type- Business CardClient Name- Dainik Purbokone
12/09/2022

Recent Work
Work Type- Business Card
Client Name- Dainik Purbokone

ক্রিয়েটিভ ডিজাইনে 𝑫𝒊-𝑺𝒉𝒆𝒃𝒂 ম্যাজিকআর কতকাল পুরনো ধাঁচের ডিজাইন দিয়ে সেল পাওয়ার আশায় তীর্থের কাকের মতন অরণ্য রোদনে থাকবেন...
12/09/2022

ক্রিয়েটিভ ডিজাইনে 𝑫𝒊-𝑺𝒉𝒆𝒃𝒂 ম্যাজিক

আর কতকাল পুরনো ধাঁচের ডিজাইন দিয়ে সেল পাওয়ার আশায় তীর্থের কাকের মতন অরণ্য রোদনে থাকবেন? এখনো প্রাগৈতিহাসিক যুগের ডিজাইনে আটকে থাকলে হয়ত আপনার ব্যবসাও ডাইনোসারের মতন বিলুপ্ত হয়ে যাবে। তাই ডিজাইনে দরকার নতুনত্ব, প্রয়োজন চোখ ধাঁধানো ইমেজে সেলস ওরিয়েন্টেড প্রোমোশন।

𝑫𝒊-𝑺𝒉𝒆𝒃𝒂 দিচ্ছে ব্র্যান্ড ডেভেলপমেন্ট, কোম্পানি প্রোমোশন এবং সেল বাড়াতে কমপ্লিট ডিজাইন সল্যুশন, যেখানে আপনি পাচ্ছেন কোম্পানি লোগো, বিজনেস কার্ড, ফ্ল্যায়ার, ব্রুসিয়ার ডিজাইন, ইত্যাদি। আরও পাচ্ছেন ক্যাফে রেস্তোরাঁর জন্যে আকর্ষণীয় মেন্যু ডিজাইন। সেই সাথে সোশ্যাল মিডিয়ায় সেল বাড়াতে আপনার কোম্পানির ব্র্যান্ড গাইডলাইন অনুযায়ী ক্রিয়েটিভ ইমেজ ডিজাইন।

আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ ডিজাইনার এবং লোগো মেকার, যাদের অক্লান্ত পরিশ্রম এবং নিবিড় তত্ত্বাবধায়নে আপনি পাবেন সেরা মানের ডিজাইনের নিশ্চয়তা।

তাই বাজেটের ভেতর দুর্দান্ত সার্ভিস পেতে আজই আমাদের কল করুন: +880 1819-706069 অথবা ফেসবুক পেজে ইনবক্স করুন

Recent WorkType- Youtube CoverClient Name- Dr. Tazdina Hoque Khan
11/09/2022

Recent Work
Type- Youtube Cover
Client Name- Dr. Tazdina Hoque Khan

পণ্যের সুন্দর উপস্থাপন নাকি পণ্যের গুণগত মান?অনলাইন ব্যবসায়ের ক্ষেত্রে কোনটা বেশি জরুরি?যারা অনলাইনে পণ্য ভিত্তিক ব্যবসা...
10/09/2022

পণ্যের সুন্দর উপস্থাপন নাকি পণ্যের গুণগত মান?
অনলাইন ব্যবসায়ের ক্ষেত্রে কোনটা বেশি জরুরি?

যারা অনলাইনে পণ্য ভিত্তিক ব্যবসায় করছেন তাদের জন্য প্রোডাক্ট ফটোগ্রাফি অর্থাৎ পণ্যের আকর্ষণীয় উপস্থাপন খুবই জরুরি, কারণ প্রথম দেখাতে আপনার পণ্যটি যদি ক্রেতার আকর্ষণ নিতে না পারে তাহলে পণ্যের মান যতই ভালো হোক না কেন তা আশানুরূপ সাফল্য কখনোই অর্জন করতে পারবে না। সেই সাথে পণ্যের বিস্তারিত বিবরণ ও মান সম্পর্কে সঠিক ধারণা উপস্থাপনের মাধ্যমে ক্রেতার আস্থা অর্জনও বিক্রি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তবে একথাও সত্যি যে, শুধুমাত্র আকর্ষণীয় উপস্থাপনের মাধ্যমে সাময়িক বিক্রয় বাড়লেও মান খারাপ হলে দীর্ঘমেয়াদে তা ব্যবসায়ের জন্য হুমকি। পণ্যের বিক্রি বাড়াতে পণ্যের মান ও সুন্দর উপস্থাপন একে অন্যের পরিপূরক। এক্ষেত্রে আপনার দুই দিকেই সঠিক নজরদারি করা জরুরি।

আপনি হয়তো আপনার ক্রেতার জন্য খুব ভালো মানের পণ্য অফার করছেন কিন্তু আশানুরূপ সাড়া পাচ্ছেন না। পক্ষান্তরে দেখা যাচ্ছে অনেকে নিন্মমানের পণ্য নিয়েও আকর্ষণীয় উপস্থাপনের মাধ্যমে বিক্রয় বাড়াচ্ছে। এখানে স্পষ্টভাবেই বুঝা যাচ্ছে যে আপনার পণ্যের উপস্থাপন এবং বাজারজাতকরণ প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে।

আর এই প্রক্রিয়ায় আপনাকে সাহায্য করার জন্য Di-Sheba আছে আপনার পাশে। আপনার পণ্যের আকর্ষণীয় ফটোগ্রাফি অনলাইন বাজারে সঠিক উপস্থাপনের দায়িত্ব নিচ্ছি আমরাই।

প্রোডাক্ট ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিয়ে Di-Sheba দীর্ঘদিন ধরেই সফলভাবে গ্রাহক সেবা দিয়ে আসছে তাই নির্দ্বিধায় আস্থা রাখতে পারেন আমাদের উপর।

#আমাদের_সেবাসমূহ:
১) প্রোডাক্ট ফটোগ্রাফি (ব্যাসিক/ক্রিয়েটিভ)
২) প্রোডাক্ট ভিডিওগ্রাফি
৩) প্রোডাক্ট পোস্ট ডিজাইন
৪) প্রোডাক্ট রিভিউ
৫) বুস্টিং
৬) গ্রাফিক্স ডিজাইন
৭) মোশন গ্রাফিক্স
৮) ভিডিও এডিটিং
৯) ডিজিটাল মার্কেটিং

বিশেষ দ্রষ্টব্য: আমাদের যেকোনো সার্ভিস নিতে হলে নূন্যতম ৫০% অগ্রিম প্রদান বাধ্যতামূলক। শুধুমাত্র বুস্টিং সার্ভিস এর ক্ষেত্রে ১০০% অগ্রিম প্রদান করতে হবে।

Client WorkClient- Cognitive Science AcademyInstructorMd. Eleyas (Hon's, MS and B.ed)Lecturer in PhysicsBandarban Collec...
08/09/2022

Client Work
Client- Cognitive Science Academy
Instructor
Md. Eleyas (Hon's, MS and B.ed)
Lecturer in Physics
Bandarban Collectorate School and College

Recent WorkClient- Dr. Tazdina Hoque Khan Chattogram Metropolitan Hashpatal Ltd.
08/09/2022

Recent Work
Client- Dr. Tazdina Hoque Khan
Chattogram Metropolitan Hashpatal Ltd.

বর্তমান বিশ্ব কেবল ডিজিটাল ধারনার উপরেই নির্ভরশীল নয়। প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে হলে, স্মার্ট হওয়ার বিকল্প এখন...
07/09/2022

বর্তমান বিশ্ব কেবল ডিজিটাল ধারনার উপরেই নির্ভরশীল নয়। প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে হলে, স্মার্ট হওয়ার বিকল্প এখন নেই বললেই চলে।

Di-Sheba তাই দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এই স্মার্টনেসের যুগে এসে, প্রচারে কেবল ডিজিটাল মাধ্যম প্রয়োগ করাই যথেষ্ট নয়। ডিজিটাল কনটেন্টের পাশাপাশি তাই আমরা নজর দিচ্ছি স্মার্ট কনটেন্টের দিকেও।

আমাদের মার্কেটিং, রিসার্চ ও কনটেন্ট ডেভলপমেন্ট টিম তাই একত্রে কাজ করে যাচ্ছে একবিংশ শতাব্দীর সাথে তাল রেখে ক্লায়েন্টের চাহিদা ও কাস্টমারদের আকাঙ্ক্ষা, রুচি ও মননশীলতার সমন্বয়ে সম্ভাব্য সেরা সার্ভিস দিতে।

পাশাপাশি আমরা আরও বিশ্বাস করি যে, এই তীব্র প্রতিযোগিতার বাজারে একধাপ এগিয়ে থাকতে সৃষ্টিশীলতার বিকল্প নেই; তাই আমরা আমাদের প্রতিষ্ঠানে সমাবেশ ঘটিয়েছি সৃষ্টিশীল পেশাজীবীর। আমাদের গ্রাফিক্স ডিজাইনার তাই গ্রাফিক্সের কাজের অবসরে মেতে ওঠেন ক্যামেরা হাতে কোন এক অলস বিকেলের গল্প লেন্সবন্দী করতে; কিংবা আমাদের কনটেন্ট রাইটার কখনো কখনো হয়ে উঠেন কবি, তুলে আনেন আমাদের না বলা সব কথা।

তাই, এখানে আপনি পাবেন, স্মার্টনেস, সৃষ্টিশীলতা ও ডিজিটাল প্রচারের এক অনন্য সমন্বয়; পরখ করে দেখার আমন্ত্রন রইলো।

ফেসবুক শপে স্মার্ট বিজনেস | কমপ্লিট সল্যুশনফেসবুক পেজে বিজনেস করছেন অথচ এখনো ‘ফেসবুক শপ’ তৈরি করা হয়ে উঠে নি? আপনার কাস্...
06/09/2022

ফেসবুক শপে স্মার্ট বিজনেস | কমপ্লিট সল্যুশন

ফেসবুক পেজে বিজনেস করছেন অথচ এখনো ‘ফেসবুক শপ’ তৈরি করা হয়ে উঠে নি? আপনার কাস্টমারদের অনলাইন শপিং এ সেরা এক্সপেরিয়েন্স দিতে এবার ডি-সেবায় আপনি পাচ্ছেন ফেসবুক শপ ক্রিয়েশনের স্মার্ট সল্যুশন।

ফেসবুক শপের ইউনিক ফিচার আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে ক্যাটাগরাইজড করে রাখার পাশাপাশি প্রোডাক্টের ফিচার ও প্রাইস এড করার সুযোগ রয়েছে। সেই সাথে আপনার ইকমার্স সাইটের সাথে লিংক করার কাজটিও মূলত ফেসবুক শপ দ্বারা করা সম্ভব।

তবে ফেসবুক শপ ফিচারটি পেতে আপনার প্রয়োজনঃ
১। বিজনেস ম্যানেজার
২। এড ম্যানেজার
৩। কমার্স ম্যানেজার

অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার ও এক্সপার্ট টিমের তত্ত্বাবধায়নে এই সব কিছুই পাচ্ছেন আমাদের সেরা সার্ভিসে।

সার্ভিসটি সম্পর্কে আরও জানতে আজই কল করুন +880 1819-706069 অথবা ফেসবুক পেজে ইনবক্স করুন।

বাড়বে সেলস, ব্র্যান্ড পরিচিতিবাজেটের ভেতর কমপ্লিট ডিজিটাল মার্কেটিংঅনলাইন বিজনেসে দুর্দান্ত সূচনার পথ খুঁজছেন? প্রতিযোগি...
06/09/2022

বাড়বে সেলস, ব্র্যান্ড পরিচিতি
বাজেটের ভেতর কমপ্লিট ডিজিটাল মার্কেটিং

অনলাইন বিজনেসে দুর্দান্ত সূচনার পথ খুঁজছেন? প্রতিযোগিতার বাজারে নিজের সেলস গ্রাফকে উঁচুতে রাখার অভিপ্রায়ে পরিকল্পিত উপায়ে এগিয়ে যেতে চাইছেন?

আপনার দৃঢ় সংকল্পকে শক্তিতে রুপান্তর করার লক্ষ্যে ডিজিটাল মার্কেটিং এ স্মার্ট সল্যুশন দিতে Di-Sheba নিয়ে এলো মাস জুড়ে ডিজিটাল মার্কেটিং এর পরিপূর্ণ সার্ভিস। সেরা টিমের তত্ত্বাবধায়নে আমাদের অভিনব সার্ভিসে আপনি পাবেন ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত যাবতীয় সকল প্রকার সার্ভিস, যা আপনাকে অন্য সবার চেয়ে এগিয়ে রাখবে বহু গুণে।

আমাদের সার্ভিসের অনন্য বৈশিষ্ট্য হলঃ

১। আপনার বিজনেসের ধরন বুঝে প্রোডাক্ট কিংবা সার্ভিস অনুসারে সঠিক পরিকল্পনা ও মার্কেট এনালাইসিস।
২। ব্র্যান্ড গাইডলাইন অনুযায়ী ক্রিয়েটিভ ইমেজ ডিজাইন ও সেলস ওরিয়েন্টেড ক্যাপশন রাইটিং।

তাই বাজেটের ভেতর সেরা মানের ডিজিটাল মার্কেটিং সার্ভিস পেতে আজই কল করুন 01819706069 অথবা ফেসবুক পেজে ইনবক্স করুন।

ছোট বিজনেস, হাজার টাকা সেলারী দিয়ে ডিজাইনার নিয়োগ দিতে পারছেন না? কোনো চিন্তা নেই। স্বল্প খরচেই আপনার প্রোডাক্ট/সার্ভিস ...
05/09/2022

ছোট বিজনেস, হাজার টাকা সেলারী দিয়ে ডিজাইনার নিয়োগ দিতে পারছেন না? কোনো চিন্তা নেই। স্বল্প খরচেই আপনার প্রোডাক্ট/সার্ভিস এর মার্কেটিং শুরু করতে আমরা আছি আপনার সাথে।

সাধারনত ব্র্যান্ডিং কিংবা সেলস বাড়াতে ক্রিয়েটিভ কন্টেন্ট ডিজাইনের বিকল্প নেই। সঠিক মার্কেটিং এর জন্য অবশ্যই প্রয়োজন প্রফেশনাল কনটেন্ট ডিজাইন। ক্রিয়েটিভ কনটেন্ট ডিজাইন আপনার কাঙ্খিত অডিয়েন্সের নিকট আপনার প্রোডাক্ট/সার্ভিসকে সঠিকভাবে উপস্থাপন করতে সর্বোচ্চ ভূমিকা রাখে। আর তাই বড় কোম্পানি গুলো হাজার টাকা সেলারী দিয়ে দক্ষ ডিজাইনার হায়ার করে থাকে।

ছোট বিজনেসগুলোর ক্ষেত্রে অনেক টাকা দিয়ে ডিজাইনার নিয়োগ দেয়া সম্ভব হয়ে ওঠে না। আর তাই Di-Sheba আপনাকে দিচ্ছে ব্যবসার ধরন অনুযায়ী স্বল্প খরচে ডিজাইন। যা আপনার ব্যবসায় কাঙ্খিত ফলাফল আনতে সহায়তা করবে।

05/09/2022

সময়ের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতার বাজারে ফেসবুক পেজে বেচাকেনায় অন্যদের চেয়ে পিছিয়ে পড়ছেন? আপনি কি জানেন, শুধু ডলার ঢেলে নয়, বরং কৌশলগত ভাবে সঠিক পরিকল্পনা অনুযায়ী ফেসবুক পেজ ম্যানেজ করলে আপনিও থাকতে পারেন সবার চেয়ে এগিয়ে? তাই আপনার জন্য আমরা এনেছি মাসিক ফেসবুক মার্কেটিং, কনসালট্যান্সি ও পেইজ ম্যানেজমেন্ট প্যাকেজ।

আমরা প্রথাগত বুস্টিং এ নয়, বরং মার্কেটিং এ বিশ্বাসী। তাই তো আপনার ব্যবসার আদ্যপান্ত থেকে শুরু করে বিগত সময়ের বেচাকেনার তথ্য উপাত্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে শক্তিশালী পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করে থাকি। সেই সাথে ফেসবুক মার্কেটিং এর অন্যতম হাতিয়ার- সেলস ওরিয়েন্টেড কন্টেন্ট, আকর্ষণীয় স্লোগান সহ ক্লিকেবল, ক্রিয়েটিভ ও আপনার ব্র্যান্ড গাইডলাইন মেনে গ্রাফিক ডিজাইন সহকারে ফেসবুক পোস্টকে আরও শক্তিশালী উপায়ে এক্সিকিউট করে থাকি।

আমরা শুধু পোস্ট দিয়েই ক্ষান্ত থাকি না, বরং ২৪/৭ পারফরমেন্স মনিটর করে থাকি এবং ক্লাইন্টদের সার্বক্ষণিক সহায়তা দিয়ে থাকি। মাস শেষে পেজের পারফরমেন্স রিপোর্ট প্রদান করে থাকি, যা আপনার ব্যবসার উন্নয়নে বেশ সহায়ক ভূমিকা পালন করবে।

আরও জানতে কিংবা আপনার মাসিক ভিত্তিতে কেমন প্যাকেজ হলে সময় ও অর্থ দুটোর সাশ্রয় হবে, তা জানতে আজই কল করুন +880 1819-706069 অথবা ফেসবুক পেজে আপনার ফোন নাম্বারটি ইনবক্স করুন।

Address

Karnafuli Vaban, Nawab Siraj Ud-Daula Road, Chawkbazar
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Di- Sheba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Di- Sheba:

Share