01/11/2022
চ্যানেল আপনার, ভাবনা আমাদের!!
সুন্দর ‘সেট আপ’ আর ভালো মানের ‘গিয়্যার’র কথা চিন্তা করে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন করতে ইতস্তত করছেন? বা টেনশনে আছেন মনিটাইজেশনের মাধ্যমে ‘আর্নিং সোর্স’ এর প্রথম যাত্রা কীভাবে শুরু করবেন? আর্নিং সোর্সের সাথে সর্ম্পক রয়েছে মনিটাইজেশন এর সাথে।
যোগ্যতা প্রদর্শন ও নির্দিষ্ট নীতি মেনেই তা অর্জন করতে হয়।
কন্টেন্ট ক্রিয়েশন ও এসইও প্র্যাকটিস ‘অর্গেনিক্যাল’ ভিডিওগুলো র্যাংকিং এ নিয়ে আসে। ‘স্পেসিফিক অডিয়েন্স’ রিসার্চ করলেই ‘টার্গেটেড পিপল’ রিচ করা যায়।
এসব মিলিয়ে মিনিমাম ক্ষেত্রবিশেষে ৪-৫ মাস বা ৮-৯ মাস, এরকম সময় প্রয়োজন হতে পারে। ( কম বেশি হতে পারে)
আর আমরা এটাকেই ‘গুড প্র্যাকটিস’ বলছি।
অন্যদিকে, "প্রি-মেড স্ট্র্যাটেজি’ যা, ২০ দিনেই অর্জন করবে মনিটাইজেশন এবং সাথে সাথে "এসই ও কন্টেন্ট ডেভেলপমেন্ট" - এর টিপস্ তো থাকবেই। তাছাড়া, কোর্স ও ওয়ার্কশপ-ও থাকছে সামনে।
আপনার ইউটিউব চ্যানেল প্রাণবন্ত করে তুলুন। হয়ে যান - "ইউ দ্যা টিউবার"
ইউটিউবের যুগে ‘বাঁচতে’ হলে আপনাকে ‘জানতে’ হবেই!!!