Alauddin Al Azad 2.0

Alauddin Al Azad 2.0 Content Creator || Banker || Agro Farmer

|| প্রকৃতির প্রেমে পড়ে যাও, জীবন সুন্দর ||

আত্মবিশ্বাসই আসল স্টাইল।
17/09/2025

আত্মবিশ্বাসই আসল স্টাইল।

এই লন! ট্রেন্ডে গাঁ ভাসায় দিলাম!
11/09/2025

এই লন! ট্রেন্ডে গাঁ ভাসায় দিলাম!

যেই দেশে সামান্য পাথরের নিরাপত্তা না-ই..সেই দেশে আমার মতো একটা হিরের টুকরার নিরাপত্তা নিয়ে আমি শ-ঙ্কি-ত!! 🙂😕
13/08/2025

যেই দেশে সামান্য পাথরের নিরাপত্তা না-ই..সেই দেশে আমার মতো একটা হিরের টুকরার নিরাপত্তা নিয়ে আমি শ-ঙ্কি-ত!! 🙂😕

12/08/2025

Stay Focused, Stay Positive ❤️

11/08/2025

জীবনে ভালো থাকার জন্য এতটুকুই যথেষ্ট!

👨‍👩‍👧 বিজি বাবা-মায়ের জন্য সহজ সমাধান!আপনার শিশুর জন্য এবার ঘরে বসেই আধুনিক শিক্ষা পদ্ধতি!🎓 Gift & Gadgets - গিপ্ট এন্ড ...
31/07/2025

👨‍👩‍👧 বিজি বাবা-মায়ের জন্য সহজ সমাধান!
আপনার শিশুর জন্য এবার ঘরে বসেই আধুনিক শিক্ষা পদ্ধতি!

🎓 Gift & Gadgets - গিপ্ট এন্ড গ্যাজেটস্ নিয়ে এলো ইন্টেলিজেন্স বুক — এক বইতেই সব শেখা! 🧠📖
শিশু এখন নিজেই শিখবে পড়া, লেখা, গণিত, চিন্তা ও সৃজনশীলতা!

🌈 শেখা হবে আনন্দদায়ক, রঙিন এবং ইন্টার‍্যাকটিভ!
🎨 ডিজিটাল যুগে স্মার্ট শিক্ষার অসাধারণ অভিজ্ঞতা আপনার সন্তানের জন্য।

🎁 এই স্পেশাল অফারে যা পাচ্ছেন একসাথে:
✅ আপডেট ভার্সনের ইন্টেলিজেন্স বুক
✅ ৫টি ম্যাজিক খাতা
✅ ১০টি শীস + ২টি ম্যাজিক কলম + ২টি গ্রিপার
✅ ৮.৫” মাল্টিকালার LCD রাইটিং ট্যাব
✅ C-Type চার্জিং ক্যাবল
✅ ১টি মার্কার
✅ ১টি ম্যাজিক ওয়াটার পেন
✅ ১৫টি দোয়া ফ্ল্যাশ কার্ড
✅ ১০টি কালার ফ্ল্যাশ কার্ড

🚚 স্পেশাল অফার প্রাইজ মাত্র= ১০৯৯ টাকা।
📢 হোম ডেলিভারি সুবিধা!
📦 স্টকে থাকা পর্যন্ত অফার চলবে। তাই এখনই অর্ডার করুন!

📲 অর্ডার করতে যোগাযোগ করুন:
📞 01861013248 (Call/WhatsApp)

📩 আমাদের পেইজে ইনবক্স করুন অথবা “Send Message” বাটনে ক্লিক করুন!

#শিশুরজ্ঞানবাক্স

Stock Available Now at Gift & Gadgets - গিপ্ট এন্ড গ্যাজেটস্ 😍🙏
19/07/2025

Stock Available Now at Gift & Gadgets - গিপ্ট এন্ড গ্যাজেটস্ 😍🙏

🌬️ গরমে আর না হাঁসফাঁস! এখন টেবিলেই থাকবে ঠাণ্ডা হাওয়া! ❄️আমাদের SUPER রিচার্জেবল পোর্টেবল ফ্যান এখন বাজারে!✅ সহজেই বহনয...
18/07/2025

🌬️ গরমে আর না হাঁসফাঁস! এখন টেবিলেই থাকবে ঠাণ্ডা হাওয়া! ❄️

আমাদের SUPER রিচার্জেবল পোর্টেবল ফ্যান এখন বাজারে!

✅ সহজেই বহনযোগ্য ও টেবিলে স্থাপনযোগ্য।
✅ চার্জেবল — বিদ্যুৎ না থাকলেও চলবে।
✅ স্টাইলিশ ডিজাইন ও টেকসই মান।
✅ অফিস, পড়ার টেবিল, দোকান বা রান্নাঘর – যেকোনো জায়গায় ব্যবহারযোগ্য।
✅ সাথে পাচ্ছেন ইউএসবি চার্জার ও কেবল।

📦 অর্ডার করুন এখনই — ঘরে বসেই পাবেন আপনার COOL সঙ্গী!

🔹 দাম সহ বিস্তারিত জেনে অর্ডার করতে...
📞 ইনবক্স করুন / কল করুন: 01861013248 (imo/WhatsApp)

📍ডেলিভারি: সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা।

🛒 আপনার প্রয়োজনীয় আরো বিভিন্ন পণ্য দেখতে ভিজিট করুন: আমাদের ফেইসবুক পেইজে 👉 Gift & Gadgets - গিপ্ট এন্ড গ্যাজেটস্।

#গরমের_সমাধান

🔎 দলিল রেজিস্ট্রির সময় যেসব গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা উচিত 🖋️জমির দলিল তৈরি ও রেজিস্ট্রেশনের সময় একটি সাধারণ ভুল ভবিষ...
17/07/2025

🔎 দলিল রেজিস্ট্রির সময় যেসব গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা উচিত 🖋️

জমির দলিল তৈরি ও রেজিস্ট্রেশনের সময় একটি সাধারণ ভুল ভবিষ্যতে আপনাকে আইনি জটিলতায় ফেলতে পারে। মনে রাখবেন, একজন দলিল লেখক দিনে গড়ে ৮-১০টি দলিল লেখেন এবং সাব-রেজিস্ট্রার রেজিস্ট্রি করেন ৭০-৮০টিরও বেশি দলিল। এত ব্যস্ততার মাঝে প্রতিটি দলিল পুঙ্খানুপুঙ্খভাবে দেখা অনেক সময় সম্ভব হয় না। তাই ক্রেতা হিসেবে দলিল চূড়ান্ত করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই নিজে যাচাই করে নিন। নিচে উল্লেখ করা হলো এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়:

✅ ১. এসএ ও আরএস দাগ নম্বর যাচাই করুন:
দলিলের দাগ নম্বর অঙ্ক ও কথায় একই আছে কি না মিলিয়ে দেখুন। নকশার সঙ্গে মিলিয়ে দাগ নম্বর যাচাই করুন। বিশেষ করে ১১ নম্বর কলামে খতিয়ান ও হোল্ডিং নম্বর বারবার চেক করুন।

✅ ২. জমির অবস্থান স্পষ্ট কিনা দেখুন:
আপনার জমি কোন দাগে, কোন অংশে তা ১৫ নম্বর কলামে হাত-নকশার মাধ্যমে উল্লেখ থাকে। এটি পরিষ্কারভাবে চিহ্নিত করা আছে কিনা খেয়াল করুন।

✅ ৩. মৌজা, জেএল নম্বর ও জমির পরিমাণ:
২ নম্বর কলামে জমির মৌজা, জেএল নম্বর ও জমির পরিমাণ অঙ্ক ও কথায় সঠিকভাবে লেখা আছে কি না, তা যাচাই করুন।

✅ ৪. জমির চৌহদ্দি স্পষ্ট কিনা দেখুন:
জমির চারপাশের সীমা বা চৌহদ্দি ১২ নম্বর কলামে সঠিকভাবে দেওয়া আছে কি না নিশ্চিত হোন।

✅ ৫. প্রাপ্য অংশ অনুযায়ী হস্তান্তর:
বিক্রেতা তার অধিকার বা হিস্যার চেয়ে বেশি জমি বিক্রি করছেন কি না যাচাই করুন। একাধিক বিক্রেতা বা ক্রেতা থাকলে ৮ ও ৯ নম্বর কলামে কার কতটুকু অংশ তা সঠিকভাবে উল্লেখ আছে কি না দেখে নিন।

✅ ৬. আদালতের ডিক্রি ও মালিকানা ধারাবাহিকতা:
৭ নম্বর কলামে যদি কোনো আদালতের রায় বা ডিক্রি অনুযায়ী দলিল করা হয়, তাহলে আদালতের নাম ও মামলা নম্বর নির্ভুলভাবে লেখা আছে কিনা দেখুন। জমির সর্বশেষ জরিপ থেকে শুরু করে ২৫ বছরের মালিকানা ধারাবাহিক বিবরণ দলিলে রয়েছে কি না তাও খতিয়ে দেখুন।

❗ মনে রাখবেন:
দলিলে বড় ধরনের ভুল থাকলে তা আদালতের রায় ছাড়া সংশোধন সম্ভব নয়। একবার ভুল দলিল হয়ে গেলে, তা সংশোধনে বছরের পর বছর আদালতের চক্করে ঘুরতে হতে পারে। তাই রেজিস্ট্রেশনের আগে নিজ দায়িত্বে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে দেখে নিন।

📌 সচেতন হোন, ঝামেলা এড়ান।
📄 সঠিক দলিলই ভবিষ্যতের নিরাপত্তা।

🔖 #জমির_রেজিস্ট্রি #দলিল_পরীক্ষা #সম্পত্তির_নিরাপত্তা #ওয়ারিশ #ভাগবন্টন #রিয়েল_এস্টেট_বাংলাদেশ ゚ #দলিলচেক_করুন

16/07/2025

New Stock available in Gift & Gadgets - গিপ্ট এন্ড গ্যাজেটস্

অর্ডার করতে ইনবক্স করুন অথবা সরাসরি যোগাযোগ করুন...
📞 01305565818
📞 01861013248






Address

Chittagong

Telephone

+8801305565818

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alauddin Al Azad 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alauddin Al Azad 2.0:

Share