Iftekar Mahabub Ifty

Iftekar Mahabub Ifty I am a digital marketar. I provide digital service. Feel free to contact

04/06/2023

এসএসসি পরীক্ষা শেষ। এখন আমার কি করা উচিত যা আমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।।👈

এসএসসি পরীক্ষা পর ৩ 🥉মাস সময় থাকে রেজাল্ট প্রকাশের আগ পর্যন্ত। আপনার হাতে দুইটি অপশন আছে ।
🎯১। কলেজে ভর্তির এডমিশনে যাওয়া।
৷ 🎯২। কিছু সফট স্কিল শিখা।
স্কিল শিখার ক্ষেত্রে সবার প্রথমে আসে
➤ ইংরেজিতে কথা বলতে পারা ও
➤ কম্পিউটার জানা।
আপনি যদি এ গুলো না জানেন তাহলে এখনই উপযোক্ত সময় নিজেকে দক্ষ করে গড়ে তুলার। তাই সময় নষ্ট না করে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে নিজেকে তৈরি করতে নেমে পড়ুন।
এছাড়াও আপনি যে সফট স্কিল গুলো ডেভেলভ করতে পারেন।
🎯৩। কমিউনিকেইশন স্কিলস।
🎯৪। ভলেন্টিয়ারিং ও সোসাল নেটওয়ার্কিং স্কিলস।
🎯৫।পাবলিক স্পিকিং স্কিল।
🎯৬। বই পড়ার অভ্যাস গড়ে তোলা।
🎯৭। ডিজিটাল মার্কেটিং
🎯৮। ব্যাসিক প্রোগ্রামিং শিখা।
🎯৯। গ্রাফিক্স ডিজাইন।

ইত্যাদি। এই বিষয় গুলো যদি আপনি নিজের ভিতর আয়ত্ত্ব করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবেন।
তাই সবার উদ্দেশ্যে আমি বলব সময় অপচয় না করে কাজ শুরু করুন এবং নিজে দক্ষ করে গড়ে তুলুন।
সবার জন্য শুভ কামনা রইল।


04/06/2023

এসি ছাড়াই ঘর এসির মতন ঠাণ্ডা রাখার কিছু কার্যকরী টিপস।
১ /প্রথমত ... See more

.......ফ্রিল্যান্সিং........     বর্তমানে আমরা যারা পড়ালেখা করি,তাদের বেশির ভাগই চিন্তা করি যে আমরা কোনো একটা ভালো সাবজ...
09/01/2023

.......ফ্রিল্যান্সিং........

বর্তমানে আমরা যারা পড়ালেখা করি,তাদের বেশির ভাগই চিন্তা করি যে আমরা কোনো একটা ভালো সাবজেক্ট নিয়ে অনার্স শেষ করার পর কোনো একটা জব করবো।

কিন্ত‌‌ু বাংলাদেশে প্রতিবছর যে পরিমাণ স্টুডেন্ট অনার্স পাস করে বের হয় তার ৬৬% স্টুডেন্ট বেকার থাকে (সূত্র:গুগল) এবং বাকিরা তাদের যোগ্যতা মত চাকরি পাই না। তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে পড়ালেখা করা অবস্থায় আয়ের একটা আয়ের উৎস তৈরি করে নেওয়া।

এই অনলাইনের এর যুগে পড়ালেখার পাশাপাশি আয়ের চমৎকার একটি উৎস হচ্ছে ফ্রিল্যান্সিং(Freelancing) করা।

ফ্রিল্যান্সিং(Freelancing) হচ্ছে একটি মুক্ত পেশা যেখানে আপনি নিজে দক্ষতা অর্জন করে ঘরে বসেই অনলাইনে আয় করতে পারেন এবং পড়ালেখার পাশাাশি তৈরি করতে পারেন ভালো একটি আয়ের উৎস এবং তৈরি করতে পারেন একটি সুন্দর ক্যারিয়ার। আর আপনার এই ক্যারিয়ার তৈরি করতে সহযোগিতা করতে চাই আমরা।

[বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমার সাথে]

Address

Khaza Road
Chittagong
4212

Alerts

Be the first to know and let us send you an email when Iftekar Mahabub Ifty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iftekar Mahabub Ifty:

Share