04/06/2023
এসএসসি পরীক্ষা শেষ। এখন আমার কি করা উচিত যা আমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।।👈
এসএসসি পরীক্ষা পর ৩ 🥉মাস সময় থাকে রেজাল্ট প্রকাশের আগ পর্যন্ত। আপনার হাতে দুইটি অপশন আছে ।
🎯১। কলেজে ভর্তির এডমিশনে যাওয়া।
৷ 🎯২। কিছু সফট স্কিল শিখা।
স্কিল শিখার ক্ষেত্রে সবার প্রথমে আসে
➤ ইংরেজিতে কথা বলতে পারা ও
➤ কম্পিউটার জানা।
আপনি যদি এ গুলো না জানেন তাহলে এখনই উপযোক্ত সময় নিজেকে দক্ষ করে গড়ে তুলার। তাই সময় নষ্ট না করে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে নিজেকে তৈরি করতে নেমে পড়ুন।
এছাড়াও আপনি যে সফট স্কিল গুলো ডেভেলভ করতে পারেন।
🎯৩। কমিউনিকেইশন স্কিলস।
🎯৪। ভলেন্টিয়ারিং ও সোসাল নেটওয়ার্কিং স্কিলস।
🎯৫।পাবলিক স্পিকিং স্কিল।
🎯৬। বই পড়ার অভ্যাস গড়ে তোলা।
🎯৭। ডিজিটাল মার্কেটিং
🎯৮। ব্যাসিক প্রোগ্রামিং শিখা।
🎯৯। গ্রাফিক্স ডিজাইন।
ইত্যাদি। এই বিষয় গুলো যদি আপনি নিজের ভিতর আয়ত্ত্ব করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবেন।
তাই সবার উদ্দেশ্যে আমি বলব সময় অপচয় না করে কাজ শুরু করুন এবং নিজে দক্ষ করে গড়ে তুলুন।
সবার জন্য শুভ কামনা রইল।