Azhar Rezve

Azhar Rezve Assalamualikum
Love Travelling, Playing Football, Cycling, Walking & Social Activities.

জীবনের সবচেয়ে খারাপ লাগার জায়গাটি হচ্ছে মনের কথাগুলো কাউকে খুলে বলতে না পারা। বললেও বুঝার মত মানুষ না থাকা বা বুঝার চেষ্...
02/08/2025

জীবনের সবচেয়ে খারাপ লাগার জায়গাটি হচ্ছে মনের কথাগুলো কাউকে খুলে বলতে না পারা। বললেও বুঝার মত মানুষ না থাকা বা বুঝার চেষ্টা না করা। বেশিরভাগই নিজের পছন্দ, অপছন্দ, ভাল লাগা, খারাপ লাগা, ইগো এগুলো নিয়েই ব্যস্ত। মাঝে মধ্যে মনে হয় মানুষের কাছে ইমোশনসের দাম নেই, মানুষ সামাজিকতার গন্ডি থেকে বেরই হতে চাই না।

মাঝে মধ্যে ভাবি, নিজের সমস্যাগুলো যদি নিজের মত করে সমাধান করা যেত! এই অল্প ক'দিনের জীবনে নিজের ভালো লাগাকে সঙ্গী করে যদি বেঁচে থাকা যেত! কেউ যদি পিঠ চাপড়ে এসে বলত 'চিন্তা কিসের আমিতো আছি'। হয়ত একটু সাহস পেতাম। কিন্তু এসব মিথ্যে সপ্ন। দিনশেষে কেউই আসেনা। কিছুই যেন ঠিক হতে চাই না।

ভরসার জায়গা খুঁজতে খুঁজতে একসময় একরাশ হতাশা নিয়ে চুপ করে থাকাটাই শ্রেয় মনে হয়। কারণ অন্তত বোবার কোন শত্রু থাকে না। চলুক না! অল্প ক'দিনই তো। তারপর ওপারে চলে গেলেই সব খালাস! মানুষ মরে গেলে দরদ উৎলিয়ে উঠে কিন্তু বেঁচে থাকতে কারো খবর থাকে না।

অনেক দৃঢ়চেতা মানুষও একসময় মানসিকভাবে ভেঙে পরে আশেপাশের মানুষের কারণে। মানুষ বড়ই বিচিত্র! সবসময় মানবিক মানুষ হতে চাওয়া মানুষও একসময় ভেঙ্গে পড়ে, কিন্তু সে অমানবিক হতে পারে না তবে ভীষণ কষ্ট পায়। শরৎচন্দ্রের বিখ্যাত একটা উক্তি আছে, 'কপালের যেখানটায় বসন্তের দাগ ছিল; সবাই চোখ ফিরিয়ে নিত ঘেন্নায়! সেখানটায় চুমো খেয়ে বুঝিয়ে দিতে হয় ভালোবাসা জিনিসটা সবার জন্য আসেনি।'

সবকিছুর মাঝেও সৃষ্টিকর্তায় আমার একমাত্র ভরসার জায়গা। অন্তত এই একটা জায়গায় না বলা সব কথা নিশ্চিন্ত মনে বলে ফেলা যায়। 🙂

02/08/2025
02/08/2025

নিজে দীন মানতে চাইলে পরিবেশ কোনো মেটার না। দেখুন, নিউইয়র্কে দায়িত্বরত পুলিশ বাংলাদেশী বংশোদ্ভূত দিদারুল ইসলাম। তিনি দায়িত্ব পালনকালীন নি হ ত হন। তার মৃত্যুর পর তাকে যে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে, তা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো।
এতসবের ভেতরে যে বিষয়টি সকলের দৃষ্টি কেড়েছে, সেটি হলো তার পরিবারের দীনদারী। স্ত্রী ও পরিবারের পরিপূর্ণ পর্দা মেইনটেইন, পুরুষ সদস্যদের ধর্মীয় লেবাস।
আল্লাহ এই ভাইকে জান্নাতবাসী করুন - আমিন ।
❤️
বিদ্র : মিম সুফিয়ান পেইজ থেকে নেয়া ।

02/08/2025

সিলেটের স্বচ্ছ নীল জলের লালাখাল ঘুরে এলাম! 🇧🇩💙

#সিলেটট্যুর #লালাখাল

01/08/2025
01/08/2025

Ya Allah, please clean my heart and remove all my stress and sadness. Ameen

অপূর্ব সৌন্দর্যে ঘেরা সিলেটের জাফলং 💚🇧🇩💙 #জাফলং
01/08/2025

অপূর্ব সৌন্দর্যে ঘেরা সিলেটের জাফলং 💚🇧🇩💙

#জাফলং

01/08/2025
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী Ahamed Sumon কিডনি রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন...
01/08/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী Ahamed Sumon কিডনি রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার অনুরোধ রইল।

Go Fund এর লিংকে আপনি আপনার ডোনেশন দিতে পারবেন:

https://www.gofundme.com/f/please-help-save-sumanhis-familys-only-hope-is-fading-away?attribution_id=sl%3A17c68e07-8852-4944-904e-b75d7bcd601e&lang=en_US&utm_campaign=man_ss_icons&utm_medium=customer&utm_source=copy_link&fbclid=IwQ0xDSwL5UlVjbGNrAvlST2V4dG4DYWVtAjExAAEenlFtZClmr4FzcjOk2iVXqS1Uh6FjOVG6UzY9yZuPgpDxUuguq9upRtXF2Mc_aem__5fRDOWECc-iGUzeQr_d5g

01/05/2024

জনপ্রিয় অভিনেতা আবুল খায়েরের গাছ ও শিক্ষা নিয়ে সচেতনতা

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Azhar Rezve posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share