Muhammad UZZAL

Muhammad UZZAL সত্য সুন্দর বিনোদন পাশে থাকুন সারাক্ষণ।
YOUTUBE LINK :https://youtube.com/

11/05/2024

YouTube :https://youtu.be/l2fbMjkU0is?si=Aw6Q9odX-Jjp_slJ
অন্তরে প্রশান্তির আসবে মন দিয়ে শুনুন :কন্ঠে সাড়া জাগানো শিশু শিল্পী :রাকি ও শহীদুল

10/05/2024

মন জুড়ানো নাতে রাসূল(দঃ) কন্ঠে,
কানে হেডফোন দিয়ে শুনুন।
সাড়া জানানো নাত খা, মুহাম্মদ রাকিব ও মুহাম্মদ শহীদুল
YouTube:https://youtu.be/2WwXq7rzb_0?si=6bK-LF3C7_kgbQX_

"মানুষ ফুলের প্রেমে পরে,🌸🌸    " ফুল গাছের নয়"মানুষের ক্ষেত্রে ও একই 😊
10/04/2024

"মানুষ ফুলের প্রেমে পরে,🌸🌸
" ফুল গাছের নয়"
মানুষের ক্ষেত্রে ও একই 😊

ফুল সবার জন্য হাতে উঠেনা, আর যার জন্য উঠে সে নিতে জানেনা। সঠিক সময়ে সঠিক মানুষ কে মূল্যয়ন না করলে ভবিষ্যতে আফসোস ছাড়া কি...
21/03/2024

ফুল সবার জন্য হাতে উঠেনা, আর যার জন্য উঠে সে নিতে জানেনা। সঠিক সময়ে সঠিক মানুষ কে মূল্যয়ন না করলে ভবিষ্যতে আফসোস ছাড়া কিছুই থাকবেনা।

সাগরের ভ*য়ং*ক*র রুপ
13/03/2024

সাগরের ভ*য়ং*ক*র রুপ

রোজার নিয়তের বাংলা উচ্চারণ।নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন...
13/03/2024

রোজার নিয়তের বাংলা উচ্চারণ।

নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

অর্থ

হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

শুভ জন্মদিন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক Mohsin Chowdhury  ভাইয়া, আপনার আগামী দিনগুলো হোক সাফল্যময়।
04/03/2024

শুভ জন্মদিন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক Mohsin Chowdhury ভাইয়া, আপনার আগামী দিনগুলো হোক সাফল্যময়।

তুমি যতই ভালো হওনা কেনযদি ভুল জায়গায় থাক তাহলে তুমি মূল্যহীন।
03/03/2024

তুমি যতই ভালো হওনা কেন
যদি ভুল জায়গায় থাক তাহলে তুমি মূল্যহীন।

27/02/2024

পবিত্র রজনী লাইলাতুল বরাত গত রোববার (২৫ ফেব্রুয়ারি)। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায়ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এদিন দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হয় ।শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। তাই, এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানেরা মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় , ১৩, ১৪,১৫ ই শাবান মোট ৩ দিন রোজা পালন করেন , ১৪ শাবান দিবাগর রাত , পবিত্র কোরআন তিলাওয়াত হামদ নাত ওয়াজ মাহফিল ও জিকিরে মগ্ন থাকেন।নিজজের গুনাহের ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। এই দিনে খাবারের তালিকায় থাকে, হালুয়া, চালের রুটি, বিরানী সহ নানা খাবার।আলোকসজ্জা করা হয় মসজিদ মাদরাসা ও গলিঅলি পাড়া মহল্ল এরাতে রয়েছে পাপমোচনের সুযোগ। নির্ধারিত হয় পরবর্তী বছরের হায়াত, রিজিক, আমল। আল্লাহর সান্নিধ্য ও ক্ষমালাভে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মুসলমানরাও ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, মিলাদ মাহফিল, নফল নামাজ আদায় ও কোরআন তিলাওয়াতে মশগুল থাকেন,অনেকে বিভিন্ন আউলিয়া কেরামের মাজার ও স্বজনদের কবর জিয়ারত করেন

23/02/2024
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ২১ ফেব্রুয়ারি বাংলা ভা...
21/02/2024

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা
২১ ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন। মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি

❝যেখানে বিতর্ক আছে, সেখান থেকে সরে যাও! যেখানে প্রেম আছে, সেখানে মিশে যাও।❞🗣️ মাওলানা জালালুদ্দিন রুমি (রহঃ)🙏❤️
09/02/2024

❝যেখানে বিতর্ক আছে, সেখান থেকে সরে যাও! যেখানে প্রেম আছে, সেখানে মিশে যাও।❞
🗣️ মাওলানা জালালুদ্দিন রুমি (রহঃ)🙏❤️

পবিত্র শবে মেরাজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)। এদিন দিবাগত রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজি...
08/02/2024

পবিত্র শবে মেরাজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)। এদিন দিবাগত রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজগৃহে ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনখানি, জিকির-আজগার এবং ইবাদত-বন্দেগীর মধ্যদিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপন করবেন।



🅛🅘🅚🅔-🅒🅞🅜🅜🅔🅝🅣-🅢🅗🅐🅡🅔

KhoborBangla24.net এর ৭ম ও Ctgpost.news  এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে।
01/02/2024

KhoborBangla24.net এর ৭ম ও Ctgpost.news এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে।

মনে হচ্ছে সুইজারল্যান্ডে আছি।এই বছরে গরম যেমন রেকর্ড পরিমান লেগেছে, শীত ও প্রতিযোগিতায় আছে।
15/01/2024

মনে হচ্ছে সুইজারল্যান্ডে আছি।
এই বছরে গরম যেমন রেকর্ড পরিমান লেগেছে,
শীত ও প্রতিযোগিতায় আছে।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad UZZAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category