05/04/2025
ইনূস বচন- সবজির দাম কম 😀
১. হাইস্কুলে তিন লাখের উপর শিক্ষকের ঈদে বেতন ও বোনাস আসে নাই.? উত্তর : সবজির দাম কিন্তু কম।
২. শিক্ষকদের তিন মাসের বেতন আসে নাই কেন..? উত্তর : সবজির দাম কিন্তু কম।
৩. গার্মেন্টস শ্রমিক তিন মাসের বেতন পায়নি কেন, উত্তর : সবজির দাম কিন্তু কম।
৪. পেনশনের ৯ হাজার কোটি টাকা উধাও কেন.? উত্তর : সবজির দাম কিন্তু কম।
৫. চাল ৫৫ টাকার এখন ৮৫ টাকা কেন.? উত্তর : সবজির দাম কিন্তু কম।
৬. তেল ৫ লিটার ৭৩০টাকা থেকে এখন ১০৫০ টাকা কেন.? উত্তর : সবজির দাম কিন্তু কম।
৭. গ্যাস ১৩০০ টাকা থেকে ১৭০০+ কেন..? উত্তর : সবজির দাম কিন্তু কম।
৮. সারাদেশে এতো চু'রি ছি'নতাই ডা'কাতি বেড়ে গেছে কেন..? উত্তর : সবজির দাম কিন্তু কম।
৯. সমন্বয়করা হেলিকপ্টার ও ২০০ গাড়ির বহর নিয়ে চলে টাকার উৎস কি..? উত্তর : সবজির দাম কিন্তু কম।
তারপর যদি তাদেরকে জিগ্যেস করনে থাইল্যান্ড মায়ানমার ভূমিকম্প কেনো হয়েছে তারা উত্তর দিবে বাংলাদেশে সবজির দাম কিন্তু কম 😁
#সংগৃহীত