The Daily Ajker Chattogram

The Daily Ajker Chattogram সত্য প্রকাশে অবিরাম

28/05/2024
03/05/2024

লালখান বাজার থেকে পতেঙ্গা
সিবিচ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল এবং তিন চাকার বাহন নিষিদ্ধ করেছে!

শাহরুখ-প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে যা জানালেন বিবেকদু’দশকের বেশি সময় ধরে বলিউডের বাদশার খেতাব উপভোগ করছেন শাহরুখ খান। সিনেম...
23/02/2024

শাহরুখ-প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে যা জানালেন বিবেক

দু’দশকের বেশি সময় ধরে বলিউডের বাদশার খেতাব উপভোগ করছেন শাহরুখ খান। সিনেমা ইন্ডাস্ট্রিতে পা দেন বিয়ের পর।

যদিও তখন বিবাহিত নায়কের বিশেষ চল ছিল না। সেই ধারা ভেঙেছেন শাহরুখ। শাহরুখ নিজের কর্মজীবন এবং পরিবার নিয়েই বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন।
বরাবরই বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করেন কিং খান। তবুও বিতর্ক তার পিছু ছাড়েনি। একটা সময় শোনা যায়, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান অভিনেতা। শুধু তাই নয়, তার গায়ে লাগে সমকামী তকমা।

নির্মাতা করণ জোহর থেকে শুরু করে প্রযোজক বিবেক ভাসওয়ানির সঙ্গে নাকি তার সম্পর্ক ছিল। তবে শাহরুখকে নিয়ে এই ফিসফিস কতটা সত্যি? এবার বিষয়গুলো নিয়ে কথা বললেন, শাহরুখের ‘জোশ’ সিনেমার প্রযোজক বিবেক।

শাহরুখের দীর্ঘ দিনের বন্ধু প্রযোজক বিবেক ভাসওয়ানি বলেন, এসব পুরোটাই গুজব, শাহরুখ ‘ওয়ান ওম্যান ম্যান’। জীবনে গৌরী ছাড়া আর কাউকেই ভালবাসেনি।

কিন্তু এক সময় প্রশ্ন ওঠে শাহরুখের যৌন অভিরুচি নিয়ে। কখনও করণ জোহর কখনও আবার বিবেকের সঙ্গে সমকামী সম্পর্কের কথা শোনা যায়। যদিও এই গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যে বলেছেন বিবেক। তার কথায়, শাহরুখ আর আমি একই আবাসনে থাকতাম। সেই সময় আমি আমার পরিবার নিয়ে একটু ঝামেলায় ছিলাম। ওকে গৌরীর সঙ্গে সংসার পাততে হবে, ক্যারিয়ার শুরু করেছে সেই নিয়ে উদ্বেগ থাকত। আমরা ভালো বন্ধু। কোনো দিনও কোনো অন্য সম্পর্ক ছিল না আমাদের। আসলে সফল মানুষদের নিয়ে এমন নানা কিছু রটে।

প্রকাশ্যে এসেছে চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদ ও মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরীর বিয়ের খবরটি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি)...
23/02/2024

প্রকাশ্যে এসেছে চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদ ও মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরীর বিয়ের খবরটি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গুলশান মসজিদে আকদ সম্পন্ন হবে। এরপর থেকেই মানুষের জানার কৌতূহল কাকে বিয়ে করছেন ফারাজ করিম চৌধুরী?

কি পরিচয় তার হবু স্ত্রীর?

জানা গেছে, রংপুরের একটি সাধারণ শিক্ষিত পরিবারের তরুণীকেই শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গুলশানের একটি মসজিদে ইসলামিক নিয়ম অনুযায়ী আকদের মাধ্যমে বিয়ে করতে যাচ্ছেন ফারাজ।

পাত্রীর নাম আফিফা আলম। ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরে জন্মগ্রহণ করেন তিনি। এরপর ঢাকায় ও-লেভেল এবং এ-লেভেলে অধ্যয়ন শেষে বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে পড়ালেখা করছেন।

22/02/2024

৭ই মার্চ হতে যাচ্ছে চট্রগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জয় বাংলা কন্সার্ট!!

চট্টগ্রাম রেডি তো?

17/02/2024

প্রবাসে যাঁদের জীবন গড়ার স্বপ্ন >
যাঁরা মধ্যপ্রাচ্যে ইউএই বা বিশ্বের অন্যান্য দেশে চাকরির উদ্দেশ্যে যাবেন, যদি সম্ভব হয় বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স করে নেবেন, এটি আপনাকে ঐসকল দেশের ড্রাইভিং লাইসেন্সের খরচ তিন ভাগের দুইভাগ কমিয়ে দেবে! এই সুবিধা বিশ্বের বেশিরভাগ দেশ দিয়ে থাকে। একটি লাইসেন্স আপনাকে লাইসেন্সহীনদের চেয়ে কর্মের ক্ষেত্রে ৫০ % মনোবলে এগিয়ে রাখবে।

চন্দ্রনাথ পাহাড় হলো চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া।
16/02/2024

চন্দ্রনাথ পাহাড় হলো চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Ajker Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Daily Ajker Chattogram:

Share