
07/07/2023
ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার পূর্বে সর্বপ্রথম ও সর্বশেষ কাজ নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া স্ক্রলিং? বর্তমান সময়ে গড়ে প্রায় ৮০ ভাগ মানুষ আমরা এই কাজই করে থাকি। সকল সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক জনপ্রিয় সকলেরই জানা এবং এই প্ল্যাটফর্মে এমন কিছু নেই যা আপনার, আমার প্রয়োজন। দৈনন্দিন কেনাবেচা, শিক্ষা উপকরন, বিনোদন, গেমস সবই এই এক প্ল্যাটফর্মে থাকায় এবং ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অনেক হওয়ায় এই প্ল্যাটফর্মকে ঘিরে গড়ে উঠেছে বিস্তৃত ব্যবসা।
👉 কেন ফেসবুক প্ল্যাটফর্মকেই বেঁছে নিচ্ছেন উদ্যোক্তারা?
☑ প্রথমত এর ফিচার এবং সহজলভ্যতা জনপ্রিয় করেছে ফেসবুককে। জেনে অবাক হবেন যে, বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লাখ। তার মধ্যে ফেসবুক ব্যবহার করেন ৮৯ দশমিক ৬২ শতাংশ। আর ফেসবুক কেন্দ্রিক ব্যবসা করে প্রায় ৩ লাখ উদ্যোক্তা তৈরি হয়েছে এরই মধ্যে।
☑ অনেক বড় একটি কমিউনিটি একসাথে থাকায় উদ্যোক্তারা খুব সহজে এবং কম খরচে নিজের উদ্যোগ সম্পর্কে জানাতে পারেন
☑ সকলের অনলাইন নির্ভরতা বেড়েছে বলে উদ্যোক্তারা ভালো প্রফিটও গুণছেন ঘরে বসেই। সর্বজন স্বীকৃত সংবাদপত্র প্রথম আলোর তথ্য অনুসারে, উদ্যোক্তারা মাসে গড়ে ১০ হাজার থেকে ১ লাখ টাকা আয় করেন। এতে সম্মিলিত বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় প্রতি মাসে প্রায় ৩১২ কোটি টাকা।
☑ এখানে Marketing Cost কম এবং অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে রিচ বেশি।
👉 বর্তমান ফেসবুক উদ্যোক্তাদের অবস্থা কি?
অটোমেশনের কারণে প্রতিনিয়তই আপডেট আসছে ফেসবুক প্ল্যাটফর্মে। পেইজ ওনাররা হঠাৎ দেখছেন পোস্ট রিচ কমে যাচ্ছে তো কখনো দেখছেন পেইজ রেস্ট্রিকটেড! কিংবা এমন হচ্ছে পেইজ এডমিনকেই পেইজ থেকে রিমুভ করে দেয়া হচ্ছে! এমনি নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহারকারী ক্ষুদ্র থেকে বৃহৎ উদ্যোক্তাদের। এছাড়াও একই পণ্যের কম্পিটিটর অধিক হওয়ায় পোস্ট রিচ তুলনামূলক তো কমছেই প্রতিনিয়ত আর সাথে Facebook আপডেট Bugs! এসবের সমাধান দিচ্ছে না স্বয়ং ফেসবুকও। তাহলে এর সমাধান কি? আমরা সবাই জানি, কিছু পেতে হলে কিছু ছাড় দিতেই হয়। অটোমেশনের প্রভাবে ফেসবুক প্ল্যাটফর্মের অভাবনীয় পরিবর্তন আগামীতে হবে এবং এর সুবিধা ভোগ করতে হলে কিছু ভোগান্তির অংশীদার তো হতেই হবে।
এই সকল বিষয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করতে পারেন, অথবা যুক্ত হতে পারেন আমাদের ফ্রি সেমিনারে👍