28/10/2025
শুভ সকাল.... আরেকটা দিনের শুরু...🌸
সকাল হতেই একটা ব্যপার খেয়াল করেছেন,আমাদের খাওয়ার টেনশান শুরু হয়ে যায় কিন্তু.... সকালের নাস্তা খাওয়া থেকে শুরু হয় খাওয়া দাওয়া আমাদের, চলে সারাদিনব্যপী..... আমাদের জীবনটা এবং তাকে ঘিরে সমস্ত কর্মকাণ্ডই যেন নির্ভর করে এই খাওয়া দাওয়ার উপর।অনেকটা জীবন মানেই খাওয়া আর খাওয়া মানেই জীবন।