
05/07/2025
দোয়া মাহফিল
--------------------
দরবারে সিরিকোটের একনিষ্ঠ খেদমতগার,আন্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত সদস্য, কর্ণফুলী থানা গাউসিয়া কমিটির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব শেখ আহমদ সাহেব এর ইসালে সাওয়াব উপলক্ষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার হিফ্জুল কুরআন বিভাগের ছাত্র-শিক্ষকমণ্ডলীর আয়োজনে পবিত্র খতমে কুরআন, খতমে তাহলিল, মিলাদ-কিয়াম,মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহান আল্লাহ মরহুমকে দরবারে সিরিকোটের খেদমতের উছিলায় জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মক্বাম নসীব করুন। আমিন🤲