M Tarek

M Tarek لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
❤️Nothing but a servant of the beloved Prophet❤️
(28)

আস-সালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ
"Mohammad Tarequl Islam " পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
দ্বীন প্রচার ও ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারনা দিতে আমি আপনাদের মাঝে ইসলামিক গুরুত্বপূর্ন সকল বিষয় তুলে ধরব। ইনশাআল্লাহ।
এর পাশাপাশি ,
�-ওয়াজ ,
�-মাহফিল ,
�- কুরআন তেলাওয়াত ,
�- সুরা ,
�- কেরাত ,
�-ইসলামিক গান ,
�-গজল ,
�-হামদ
�-নাতে রাসুল [দ.]
�- সহ নানার ধরনের ইসলামিক

সচেতনতামূলক পোষ্ট করব।

দ্বীন ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতে " Mohammad Tarequl Islam " পেজ টি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ।

আসসালামু আলাইকুম। সম্মানিত পেইজবুক ফ্রেন্ড ও আমার এলাকার জনগন আপনাদের কে জানিয়ে রাখি যে, ছবির এই ব্যক্তি মোঃ হোসাইন মোহা...
10/06/2025

আসসালামু আলাইকুম।
সম্মানিত পেইজবুক ফ্রেন্ড ও আমার এলাকার জনগন আপনাদের কে জানিয়ে রাখি যে, ছবির এই ব্যক্তি মোঃ হোসাইন মোহাম্মদ শাহিন।পিতা মোক্তার আহমদ। ঠিকানা- হাজী কালামিয়া পাড়া (৭ং ওয়ার্ড) ছনুয়া,বাঁশখালী,চট্টগ্রাম।
এই ব্যক্তি ভুয়া মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে গতকাল বিকালে আমার বাড়িতে এসে জনসম্মুখে লোহার বটি নিয়ে প্রথমে জবাই করার হুমকি দে এবং আমাকে বাড়ি থেকে তুলে নেওয়ার হুমকি দিয়ে যায়। এমতাবস্থায় এখন আমি জীবনের ঝুঁকির সম্মুখীন হয়ে পড়ি। এই বিষয়ে আমি আপনাদের সহযোগিতা কামনা করি।

সত্যি বলছি… আজ আর নিজেকে ধরে রাখতে পারলাম না… 😢মাদ্রাসায় ছুটি হয়ে গেছে, সবাই একে একে বাড়ির পথে রওনা দিয়েছে।কিন্তু তা...
04/06/2025

সত্যি বলছি… আজ আর নিজেকে ধরে রাখতে পারলাম না… 😢

মাদ্রাসায় ছুটি হয়ে গেছে, সবাই একে একে বাড়ির পথে রওনা দিয়েছে।
কিন্তু তারপরও কিছু ছোট্ট মুখ মাদ্রাসায় রয়ে গেছে।
আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম,
— “বাবা, তুমি এখন কোথায় যাবে?”
শুধু একটিই উত্তর…
— “হুজুর, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই… আমি মাদ্রাসাতেই থাকি…” 😭

এই কথা বলেই সে ধীরে ধীরে মাদ্রাসার এক কোনায় চলে যায়… চোখের জলে ভেজা মুখখানা বালিশে গুঁজে, নিঃশব্দে ঘুমিয়ে পড়ে…

এমন অনেক এতিম শিশু আছে, যারা ছুটির পরেও মাদ্রাসা ছেড়ে কোথাও যেতে পারে না।
কারণ… তাদের আর কেউ নেই… মা নেই, বাবা নেই…
মাদ্রাসাই এখন তাদের একমাত্র আশ্রয়… 💔

হায়! যদি আজ বাবা-মা থাকতো…
দয়া, করে সবাই দোয়া করবেন—
আল্লাহ যেন এই এতিম সন্তানদের কোরআনের হাফেজ ও আলেম হিসেবে কবুল করেন।
আল্লাহ যেন তাদের জীবনে শান্তি, ভালোবাসা আর সম্মান এনে দেন… 🤲
#সংগীত

ভা"র"তে"র বিহারে বসবাসরত একজন মুস"লিম স্কুল শিক্ষক "মানসুর আলম"। শিক্ষকতা শেষ করে বাড়ি যাওয়ার পথে তাকে গুলি করে হত্যা কর...
03/06/2025

ভা"র"তে"র বিহারে বসবাসরত একজন মুস"লিম স্কুল শিক্ষক "মানসুর আলম"। শিক্ষকতা শেষ করে বাড়ি যাওয়ার পথে তাকে গুলি করে হত্যা করেছে কট্টর হি"ন্দু সন্ত্রা"সীরা। ভারতে নির্বিচারে মুস"লিম হ'ত্যার শেষ কোথায়!!! 😭😭
©️©️

চাকরীর নাম ইমামতি...সংসার নাই, ঘর নাই,নিজের ছেলে-মেয়ের মুখে হাসি নেই,ঈদ আসে, ঈদ যায়—তাদের জন্য কিছুই থাকেনা এই দিনটায়।ছু...
03/06/2025

চাকরীর নাম ইমামতি...
সংসার নাই, ঘর নাই,
নিজের ছেলে-মেয়ের মুখে হাসি নেই,
ঈদ আসে, ঈদ যায়—তাদের জন্য কিছুই থাকেনা এই দিনটায়।

ছুটি নাই, বেতন নাই,
মাস শেষে হিসাব মিলাতে কষ্ট হয়,
আর হক কথা বললে?
চাকরিটাই থাকেনা—হয় অপমান, নয়তো বিদায়।

জানাযায় সবার আগে, দোয়া করে সবার জন্য,
তবু সমাজের চোখে—সে যেন শুধুই "মসজিদের লোক"।
সম্মান চায়না, কিন্তু একটু মূল্যায়ন চায়,
কারণ তার কাঁধেই দীনদার সমাজের দায়।

ইমামরা শুধু ধর্ম শেখান না—
তারা একজন গাইড, একজন ফাদার ফিগার, একজন মানসিক সাপোর্ট।
তবু সবচেয়ে বেশি অবহেলিত এই পেশা…
চাকরির নাম ইমামতি—কিন্তু সম্মান নেই তার যথাযথ প্রাপ্তি। 😢

একজন মাদ্রাসা ছাত্রের রুচি❤️❤️ইশ আমাদের টাকাগুলো যদি এমন হতো।
02/06/2025

একজন মাদ্রাসা ছাত্রের রুচি❤️❤️
ইশ আমাদের টাকাগুলো যদি এমন হতো।

রামু ঈদগড় পূর্ব রাজঘাট জয়নাল মিস্ত্রির পুকুরে একটা অর্ধ গলিত লা'শ দেখা যাচ্ছে,সকাল থেকে পুকুরে ভেসে উঠছে বলে জানা যায়।
01/06/2025

রামু ঈদগড় পূর্ব রাজঘাট জয়নাল মিস্ত্রির পুকুরে একটা অর্ধ গলিত লা'শ দেখা যাচ্ছে,সকাল থেকে পুকুরে ভেসে উঠছে বলে জানা যায়।

*রাজেন্দ্রপুর, গাজিপুরে একজন সেনাসদস্যকে এভাবে ঝুলে থাকতে দেখা যায়!!😪😪
01/06/2025

*রাজেন্দ্রপুর, গাজিপুরে একজন সেনাসদস্যকে এভাবে ঝুলে থাকতে দেখা যায়!!😪😪

নিশ্ছিদ্র শিকলে বাঁধা একটি গাছ —তার সাথেই যেন বন্দি হয়ে আছে পুরো বাংলাদেশের আর্তচিৎকার। আমি ’৭১ দেখিনি, কিন্তু আজকের এই ...
30/05/2025

নিশ্ছিদ্র শিকলে বাঁধা একটি গাছ —তার সাথেই যেন বন্দি হয়ে আছে পুরো বাংলাদেশের আর্তচিৎকার। আমি ’৭১ দেখিনি, কিন্তু আজকের এই ২০২৪-২৫ সাল তার চেয়েও ভয়াবহ মনে হচ্ছে।
দেশজুড়ে চলছে রক্তের উৎসব—নিঃশব্দে চলছে প্রাণহানি। ভীষণ বেদনাদায়ক এক বাস্তবতা। 😭

এই মর্মান্তিক ঘটনার শিকার মো: আব্দুল মজিদ নামে একজন প্রবীণ ব্যক্তি।
বাড়ি খুলনার কয়রার নারায়নপুরে।
মৃতদেহটি উদ্ধার হয়েছে চাঁদআলী ব্রিজ সংলগ্ন নদীর চর থেকে।

এই দৃশ্য যেন গোটা দেশের বিবেককে ঝাঁকি দিচ্ছে।
বাংলাদেশ আজ কোথায় দাঁড়িয়ে?

সংগৃহীত

Address

Sharu Bapar Bari, South Puichari, Banshkhali, Chattogram
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when M Tarek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M Tarek:

Share