23/10/2025
সুয়াবিলকে নতুন উপজেলায় সংযোজন প্রস্তাবের প্রতিবাদে সড়ক অবরোধ ও সমাবেশ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নকে প্রস্তাবিত “ফটিকছড়ি উত্তর উপজেলা”-তে সংযোজনের প্রস্তাবের বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। এ প্রস্তাবের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নাজিরহাট-কাজিরহাট৷ আঞ্চলিক সড়কের সুয়াবিল অংশের চুরখাঁহাট বাজার ও বৈদ্যরহাট বাজার এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
অবরোধ চলাকালে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে এবং এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করে। পরে প্রশাসনের অনুরোধে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা শেষে অবরোধ তুলে নিয়ে একই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “জনগণের মতামত ছাড়াই সুয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার অংশবিশেষকে প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলায় যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা জনস্বার্থবিরোধী ও অযৌক্তিক।”
তারা আরও বলেন, “সুয়াবিল থেকে বর্তমান উপজেলা সদর মাত্র ৫ কিলোমিটার দূরে, কিন্তু প্রস্তাবিত নতুন উপজেলা সদর বাগানবাজার প্রায় ৪০ কিলোমিটার দূরে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।”
বক্তারা প্রশাসনের প্রতি অবিলম্বে প্রস্তাবটি পুনর্বিবেচনার আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এর আগে একই দাবিতে বৃহত্তর সুয়াবিল অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সুয়াবিল চুরখাঁহাট অংশে সুয়াবিল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস. এম শফিউল আলমের সভাপতিত্বে ও ফোরামের সদস্য ফরিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুয়াবিলে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ৷
অপরদিকে সুয়াবিল বৈদ্যরহাট অংশে সুয়াবিল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনছুরের সভাপতিত্বে ও যুবনেতা নঈম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্থানীয় ইউ.পি সদস্যবৃন্দ, রাজনীতিবিদ ও সামাজিক নেতৃবৃন্দ৷