Shyamol Nandy Journal

Shyamol Nandy Journal To spread news among community.

বাংলাদেশ -ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচ
27/10/2025

বাংলাদেশ -ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচ

বাংলাদেশ -ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজে
27/10/2025

বাংলাদেশ -ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজে

আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ থেকে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে...
27/10/2025

আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ থেকে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে।

এছাড়াও অনলাইনে টি-স্পোর্টস অ্যাপস, ফ্যানকোডে সরাসরি দেখা যাবে টি-২০ সিরিজের আজকের ম্যাচসহ তিনটি ম্যাচই। ২৯ ও ৩১ অক্টোবর একই স্টেডিয়ামে হবে সিরিজের শেষ দুই ম্যাচ।

শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তাপ্রকৃতিতে চলছে হেমন্তকাল। কার্তিকের সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তাই বাতাসে হিম ...
27/10/2025

শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

প্রকৃতিতে চলছে হেমন্তকাল। কার্তিকের সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তাই বাতাসে হিম হিম ঘ্রাণ। সেই ঘ্রাণের হাত ধরে ঘাস ও পাতাদের বুকে নেমে আসে শিশির। এই ক্ষণস্থায়ী শিশির ভোরের কমলা রোদে নেচে ওঠে ঝলমল। কখনো পাতাদের ফাঁকে ফাঁকে ঊর্ণনাভের বিছানো জালে মুক্তোর মতো ঝুলতে থাকে। কখনোবা হাত বাড়ালে জড়িয়ে যায় প্রকৃতির মায়ায়।

বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের টিকিটের সর্বনিম্ন মুল্য মাত্র ২০০ টাকা। আপনার টিকিট সংগ্রহ করুন অনলাইনে। প্রথম ম্য...
26/10/2025

বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের টিকিটের সর্বনিম্ন মুল্য মাত্র ২০০ টাকা। আপনার টিকিট সংগ্রহ করুন অনলাইনে। প্রথম ম্যাচ ২৭ অক্টোবর, সন্ধ্যা ৬:০০টা, বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম।
অনলাইনে টিকিট কিনুন: https://gobcbticket.com.bd/
অ্যাপ ডাউনলোড করুন:
গুগল প্লে: https://tinyurl.com/yxmkzpc6
অ্যাপল অ্যাপ স্টোর: https://tinyurl.com/55w8yf5b
বিশেষ টিকিট মূল্য (ভ্যাট ও গেট মানি সহ):
· গ্র্যান্ড স্ট্যান্ড ইস্ট — ২,০০০ টাকা
· গ্র্যান্ড স্ট্যান্ড ওয়েস্ট — ২,০০০ টাকা
· রুফ টপ ইস্ট প্যাভিলিয়ন এন্ড — ২,০০০ টাকা
· রুফ টপ ওয়েস্ট প্যাভিলিয়ন এন্ড — ২,০০০ টাকা
· শহীদ শ্রাবণ স্ট্যান্ড — ৬০০ টাকা
· ওয়েস্টার্ন গ্যালারি — ৩০০ টাকা
· শহীদ আবু সাঈদ স্ট্যান্ড — ৬০০ টাকা
· ইস্টার্ন গ্যালারি — ২০০ টাকা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচনঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন চট্টগ্রাম সিআরবি প্রাঙ্গণ...
26/10/2025

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন চট্টগ্রাম সিআরবি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন।

টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে  বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের অনুশীলন
25/10/2025

টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের অনুশীলন

সুয়াবিলকে নতুন উপজেলায় সংযোজন প্রস্তাবের প্রতিবাদে সড়ক অবরোধ ও সমাবেশচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নকে প্রস্ত...
23/10/2025

সুয়াবিলকে নতুন উপজেলায় সংযোজন প্রস্তাবের প্রতিবাদে সড়ক অবরোধ ও সমাবেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নকে প্রস্তাবিত “ফটিকছড়ি উত্তর উপজেলা”-তে সংযোজনের প্রস্তাবের বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। এ প্রস্তাবের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নাজিরহাট-কাজিরহাট৷ আঞ্চলিক সড়কের সুয়াবিল অংশের চুরখাঁহাট বাজার ও বৈদ্যরহাট বাজার এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

অবরোধ চলাকালে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে এবং এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করে। পরে প্রশাসনের অনুরোধে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা শেষে অবরোধ তুলে নিয়ে একই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “জনগণের মতামত ছাড়াই সুয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার অংশবিশেষকে প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলায় যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা জনস্বার্থবিরোধী ও অযৌক্তিক।”

তারা আরও বলেন, “সুয়াবিল থেকে বর্তমান উপজেলা সদর মাত্র ৫ কিলোমিটার দূরে, কিন্তু প্রস্তাবিত নতুন উপজেলা সদর বাগানবাজার প্রায় ৪০ কিলোমিটার দূরে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।”

বক্তারা প্রশাসনের প্রতি অবিলম্বে প্রস্তাবটি পুনর্বিবেচনার আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এর আগে একই দাবিতে বৃহত্তর সুয়াবিল অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সুয়াবিল চুরখাঁহাট অংশে সুয়াবিল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস. এম শফিউল আলমের সভাপতিত্বে ও ফোরামের সদস্য ফরিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুয়াবিলে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ৷

অপরদিকে সুয়াবিল বৈদ্যরহাট অংশে সুয়াবিল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনছুরের সভাপতিত্বে ও যুবনেতা নঈম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্থানীয় ইউ.পি সদস্যবৃন্দ, রাজনীতিবিদ ও সামাজিক নেতৃবৃন্দ৷

22/10/2025

আমাদের শ্যামা পূজো💗

অন্ধকার ভেদ করে আশার আলো দীপাবলিতে উৎসবের আনন্দ শুভ দীপাবলি ❤️
20/10/2025

অন্ধকার ভেদ করে আশার আলো দীপাবলিতে উৎসবের আনন্দ

শুভ দীপাবলি ❤️

‘আশ্বিনে রাঁধে, কার্তিকে খায়/যেই বর মাগে, সেই বর পায়’সনাতন সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে এই প্রবচন। আশ্বিন সংক্রান্তির রাতে ...
18/10/2025

‘আশ্বিনে রাঁধে, কার্তিকে খায়/যেই বর মাগে, সেই বর পায়’

সনাতন সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে এই প্রবচন। আশ্বিন সংক্রান্তির রাতে সারারাত জেগে বিশেষ খাবার তৈরি করেন বাড়ির নারীরা। এর মধ্যে অন্যতম গুড়মিশ্রিত নারিকেল। কার্তিকের সকালে সেই নারিকেল ও বাংলা কলা দিয়ে পূজায় নিবেদন করা পান্তা ভাত খাওয়া হয়।

কার্তিক একসময় ছিল অভাবের মাস। সেই মাসের প্রথম দিনের সকালে সন্তানকে ভালোমন্দ খাইয়ে মায়েরা আশা করতেন- ‘পুরো বছরটা ভালো যাবে, সন্তান থাকবে দুধে ভাতে। ’

ছবি- Shyamol Nandy

হতে পারে না কোন গল্প তোকে ছাড়া 💗
17/10/2025

হতে পারে না কোন গল্প তোকে ছাড়া 💗

Address

Chittagong

Telephone

+8801824822452

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shyamol Nandy Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shyamol Nandy Journal:

Share