26/09/2025
সনাতন সংগঠনের আয়োজনে বাৎসরিক বস্ত্রবিতরণ কর্মসূচি ও চা শ্রমিকদের জীবন সংগ্রাম:
সনাতন সংগঠনের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও দুর্গাপূজার আগেই চা-শ্রমিকদের মাঝে বস্ত্রবিতরণ করা হয়েছে। আমাদের এবারের ভেন্যু ছিল ফটিকছড়ি উপজেলার কুতুবছড়ি চা বাগান।
ভোরে ঘুম থেকে উঠেই চায়ের কাপে এক চুমুক না দিলে কি সারাদিন ভালো কাটে? শরীরে ক্লান্তি ভর করলে এক কাপ চা আমাদের সঞ্জীবনী সুধার মতো কাজ করে। বাড়িতে অতিথি এলে চা হলো আপ্যায়নের একমাত্র উপাদান।
কিন্তু আমাদের সকলের জনপ্রিয় এই পানীয় যে উপাদান দিয়ে তৈরি, সেই চা পাতা যারা বাগান থেকে চয়ন করার পর ফ্যাক্টরিতে তৈরি করে বাজারজাত করতে সহায়তা করে, সেই চা শ্রমিকরা এই বাংলার জনপদের সবচেয়ে অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠী।
দৈনিক ১৮৭ টাকা ৫০ পয়সা মজুরি ও রেশন বাবদ সাপ্তাহিক ৩ কেজি আটার বিনিময়ে শ্রম দিয়ে যাওয়া এই অবহেলিত জনগোষ্ঠীর জীবনযুদ্ধ ও দারিদ্র্যের সাথে নিরন্তর সংগ্রাম সেই বৃটিশ আমল থেকে প্রায় একই রকম। ক্ষুধা, দারিদ্র্য, অল্পাহার তাদের নিত্যসঙ্গী। শৈশব থেকেই চা বাগানে বেড়ে ওঠা বলে এদের এই যুদ্ধ প্রত্যক্ষ করছি।
দুর্গাপূজা এলে এরা সামান্য যে বোনাস পায়, তা দিয়ে বর্তমান বাজারে ভালো করে একজনের জন্যও জামাকাপড় কেনা সম্ভব নয়। তাই প্রতিবছর সনাতন সংগঠন এই দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কিছু বস্ত্র বিতরণের চেষ্টা করে। এই আয়োজনে যে বা যাঁরা আর্থিক সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি পরমেশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক।
যৎসামান্য এই উপহার পেয়ে তাদের চোখেমুখে যে অসীম আনন্দ বয়ে যায়, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তাদের এই ক্ষণিক আনন্দই আমাদের পরের বছরের বস্ত্রবিতরণের অফুরান প্রেরণার উৎস।