Shyamol Nandy Journal

Shyamol Nandy Journal To spread news among community.

29/09/2025

মহা সপ্তমী

নগর ঘুরে পূজা দেখা 💗
28/09/2025

নগর ঘুরে পূজা দেখা 💗

 #কন্যাদানপূজোর থিমে ফুটে উঠেছে কন্যা সন্তানের পিতার জীবনের এক কঠিন মুহূর্তের চিত্র!এমন ক্রিয়েটিভ ভাবনা সত্যি অনন্য দৃষ্...
28/09/2025

#কন্যাদান

পূজোর থিমে ফুটে উঠেছে কন্যা সন্তানের পিতার জীবনের এক কঠিন মুহূর্তের চিত্র!

এমন ক্রিয়েটিভ ভাবনা সত্যি অনন্য দৃষ্টান্ত!

সমাজকে যদি জাগ্রত করে এমন অসাধারণ কাজ!

পুজো যে শুধুমাত্র অর্চনা আর আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখার অবকশ নেই এটাই তার প্রমাণ।

সমাজকে সচেতন করতে পুজো মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে সচেষ্ট হলে মণ্ডপের মাধ্যমে জোরালো ভূমিকা রাখা সম্ভব।

এই বার্তা ছড়িয়ে পড়ুক সর্বত্র।

জয় মা দুর্গা।🙏❤️

Jiten Kanti

শারদীয় শুভেচ্ছা আমার ঘরের লক্ষ্মী 💗💗
28/09/2025

শারদীয় শুভেচ্ছা

আমার ঘরের লক্ষ্মী 💗💗

শুভ মহাষষ্ঠী শুভেচ্ছা 💗
28/09/2025

শুভ মহাষষ্ঠী শুভেচ্ছা 💗

27/09/2025

কন্যাদান ❤️

সবুজের গালিচা, ধোঁয়া ওঠা চায়ের কাপে যেনো মন তেপান্তরে হারিয়ে যেতে চায়, চা বাগানের প্রকৃতি যেন জীবানান্দের জীবন্ত কবিতা...
27/09/2025

সবুজের গালিচা, ধোঁয়া ওঠা চায়ের কাপে যেনো মন তেপান্তরে হারিয়ে যেতে চায়, চা বাগানের প্রকৃতি যেন জীবানান্দের জীবন্ত কবিতারই আরেক রুপ।

ছবি কৃতজ্ঞতা -ছোট ভাই শিক্ষক প্রণজিৎ সেন।

সনাতন সংগঠনের আয়োজনে বাৎসরিক বস্ত্রবিতরণ কর্মসূচি ও চা শ্রমিকদের জীবন সংগ্রাম: সনাতন সংগঠনের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছ...
26/09/2025

সনাতন সংগঠনের আয়োজনে বাৎসরিক বস্ত্রবিতরণ কর্মসূচি ও চা শ্রমিকদের জীবন সংগ্রাম:

সনাতন সংগঠনের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও দুর্গাপূজার আগেই চা-শ্রমিকদের মাঝে বস্ত্রবিতরণ করা হয়েছে। আমাদের এবারের ভেন্যু ছিল ফটিকছড়ি উপজেলার কুতুবছড়ি চা বাগান।

ভোরে ঘুম থেকে উঠেই চায়ের কাপে এক চুমুক না দিলে কি সারাদিন ভালো কাটে? শরীরে ক্লান্তি ভর করলে এক কাপ চা আমাদের সঞ্জীবনী সুধার মতো কাজ করে। বাড়িতে অতিথি এলে চা হলো আপ্যায়নের একমাত্র উপাদান।

কিন্তু আমাদের সকলের জনপ্রিয় এই পানীয় যে উপাদান দিয়ে তৈরি, সেই চা পাতা যারা বাগান থেকে চয়ন করার পর ফ্যাক্টরিতে তৈরি করে বাজারজাত করতে সহায়তা করে, সেই চা শ্রমিকরা এই বাংলার জনপদের সবচেয়ে অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠী।
দৈনিক ১৮৭ টাকা ৫০ পয়সা মজুরি ও রেশন বাবদ সাপ্তাহিক ৩ কেজি আটার বিনিময়ে শ্রম দিয়ে যাওয়া এই অবহেলিত জনগোষ্ঠীর জীবনযুদ্ধ ও দারিদ্র‍্যের সাথে নিরন্তর সংগ্রাম সেই বৃটিশ আমল থেকে প্রায় একই রকম। ক্ষুধা, দারিদ্র্য, অল্পাহার তাদের নিত্যসঙ্গী। শৈশব থেকেই চা বাগানে বেড়ে ওঠা বলে এদের এই যুদ্ধ প্রত্যক্ষ করছি।

দুর্গাপূজা এলে এরা সামান্য যে বোনাস পায়, তা দিয়ে বর্তমান বাজারে ভালো করে একজনের জন্যও জামাকাপড় কেনা সম্ভব নয়। তাই প্রতিবছর সনাতন সংগঠন এই দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কিছু বস্ত্র বিতরণের চেষ্টা করে। এই আয়োজনে যে বা যাঁরা আর্থিক সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি পরমেশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক।

যৎসামান্য এই উপহার পেয়ে তাদের চোখেমুখে যে অসীম আনন্দ বয়ে যায়, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তাদের এই ক্ষণিক আনন্দই আমাদের পরের বছরের বস্ত্রবিতরণের অফুরান প্রেরণার উৎস।



একাই লড়ে গেলেনব্যাটিংয়ে এক সাইফ হাসান ছাড়া কেউ দাঁড়াতেই পারলেন না! শেষ পর্যন্ত লড়াই করে গেলেন তিনি। চেষ্টার কোন কমতি ছিল...
24/09/2025

একাই লড়ে গেলেন

ব্যাটিংয়ে এক সাইফ হাসান ছাড়া কেউ দাঁড়াতেই পারলেন না! শেষ পর্যন্ত লড়াই করে গেলেন তিনি। চেষ্টার কোন কমতি ছিল না।

দেশ হতে দেশ দেশান্তরে 🌏
23/09/2025

দেশ হতে দেশ দেশান্তরে 🌏

শারদ মেলা থেকে ঘরের লক্ষ্মী "মিসেস নন্দীর"জন্য 💗
21/09/2025

শারদ মেলা থেকে ঘরের লক্ষ্মী "মিসেস নন্দীর"জন্য 💗

শুভ মহালয়া শুভেচ্ছা ❤️
21/09/2025

শুভ মহালয়া শুভেচ্ছা ❤️

Address

Chittagong

Telephone

+8801824822452

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shyamol Nandy Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shyamol Nandy Journal:

Share