
26/09/2025
বাইক থেকে মাইলেজ কম পাচ্ছেন?
গাড়ির মাইলেজ কম হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন ইঞ্জিন বা যন্ত্রাংশের সমস্যা, টায়ারের সঠিক প্রেসার না থাকা, ভুল অ্যালাইনমেন্ট, ফুয়েল কোয়ালিটি ভালো না হওয়া, অথবা অনিয়ন্ত্রিত বা অতিরিক্ত ড্রাইভিং অভ্যাস। এই সমস্যাগুলো সমাধান করতে, গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ, সঠিক টায়ার প্রেশার বজায় রাখা এবং ভালো মানের ফুয়েল ব্যবহার করা জরুরি।
মাইলেজ কমে যাওয়ার সাধারণ কারণসমূহঃ
ইঞ্জিন ও যন্ত্রাংশের সমস্যা: ইঞ্জিনের কোনো যন্ত্রাংশ ত্রুটিপূর্ণ হলে জ্বালানি ব্যবহার কমে যেতে পারে, যা মাইলেজ হ্রাস করে।
টায়ারের ভুল প্রেশার: টায়ারের হাওয়ার চাপ সঠিক না থাকলে, বিশেষ করে কম প্রেশার থাকলে ইঞ্জিনের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং মাইলেজ কমে যায়।
অ্যালাইনমেন্ট ও ট্রেড সমস্যা: গাড়ির চাকার অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে বা টায়ারের ট্রেড (গভীরতা) খারাপ হয়ে গেলে তা মাইলেজকে প্রভাবিত করে।
ফুয়েল (জ্বালানি) কোয়ালিটি: নিম্নমানের বা ভেজাল তেল ব্যবহার করলে গাড়ির পারফরম্যান্স খারাপ হয় এবং মাইলেজ কমে যায়।
ড্রাইভিং অভ্যাস:
অতিরিক্ত স্পীডে গাড়ি চালানো বা হঠাৎ করে ব্রেক করার মতো অভ্যাসগুলোও জ্বালানি খরচ বাড়িয়ে মাইলেজ কমিয়ে দেয়।
মাইলেজ বাড়ানোর উপায়ঃ
নিয়মিত রক্ষণাবেক্ষণ গাড়ির নিয়মিত সার্ভিসিং করানো এবং ইঞ্জিন পরীক্ষা করানো জরুরি।
সঠিক টায়ার প্রেশার: টায়ারের হাওয়ার চাপ নিয়মিত চেক করে সঠিক মাত্রায় রাখা উচিত।
ভালো ফুয়েল ব্যবহার: ভালো ও মানসম্মত ফুয়েল ব্যবহার করলে মাইলেজ ভালো থাকে।
সঠিক ড্রাইভিং: স্বাভাবিক গতিতে গাড়ি চালানো এবং হঠাৎ ব্রেক বা এক্সিলারেটর ব্যবহার এড়িয়ে চললে মাইলেজ বৃদ্ধি পেতে পারে,সকলকে ধন্যবাদ কষ্ট করে লেকাটি পড়ার জন্য।