Suman chakma

Suman chakma Hi this is Suman Chakma.I,m vloger. making vlog video,I share Your culture,life style vlog,Travelvlog
(1)

সফল হোক    #শিক্ষকআন্দোলন
15/10/2025

সফল হোক
#শিক্ষকআন্দোলন

কোন কাজ ছোট্ট নয়
15/10/2025

কোন কাজ ছোট্ট নয়

কেমনে কী?😁
14/10/2025

কেমনে কী?😁

14/10/2025

বিপদজনক ট্টরো⚽

পার্বত্য চট্টগ্রামের নতুন খেলা সেপাক টাকরোর। ঘাগড়া স্কুলের টিম। যদি এই খেলায়  আগ্রহী থাকে যোগাযোগ করতে পারেন⚽
13/10/2025

পার্বত্য চট্টগ্রামের নতুন খেলা সেপাক টাকরোর।
ঘাগড়া স্কুলের টিম। যদি এই খেলায় আগ্রহী থাকে যোগাযোগ করতে পারেন⚽

Hi..
13/10/2025

Hi..

স্বাধীনতার ৫৪ বছরেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের জীবনে স্বচ্ছলতা আসেনি। অভাব অনটনের মধ্যেই তাদের জীবন কেটেছে। শিক্...
13/10/2025

স্বাধীনতার ৫৪ বছরেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের জীবনে স্বচ্ছলতা আসেনি। অভাব অনটনের মধ্যেই তাদের জীবন কেটেছে। শিক্ষকদের জন্য সরকারি ফান্ডে টাকা থাকে না। অথচ ভবিষ্যতে নির্বাচনের পর নতুন সরকার আসবে নতুন মন্ত্রী তৈরি হবে সেই মন্ত্রীদের জন্য কোটি কোটি টাকা গাড়ি কিনে প্রস্তুত করার টাকা থাকে।
শিক্ষকদের ধৈর্যের বাঁধ যখন ভেঙ্গে যায় তখন তারা রাস্তায় নেমে আসে। রাজপথে নামতে গিয়ে পুলিশ দ্বারা নির্যাতিত হয় অসহায় শিক্ষকরা। এভাবেই চলতে চলতে একদিন শিক্ষকতা থেকে একজন শিক্ষক অবসরে চলে যান। অবসরে গিয়েও তাদের বিনা চিকিৎসায় অভাব অনটনে কারো জীবনের অবসান ঘটে। কিন্তু তাদের জমানো অবসর সুবিধা ভাতা হাতে পেয়ে, দেখে যেতে পারেন না। বছরের পর বছর অবসর কল্যাণ সুবিধা ভাতা হাতে পেতে তীর্থের কাকের মত অপেক্ষা করতে থাকেন। মনে হয় শিক্ষক জাতি এই রাষ্ট্রের কেউ না। তাদের প্রতি কারো কোন দায়বদ্ধতা নেই। তাদের না আছে সম্মান, না আছে মর্যাদা, না আছে আর্থিক স্বচ্ছলতা। এই এক কষ্টের জীবন অসহায় শিক্ষকদের। যারা এই রাস্তায় এসেছে তাদের ছাড়া অন্য কেউ বুঝবে না, এমনকি শিক্ষকদের হাতে গড়া সচিব মন্ত্রীরা ও বুঝেনা। অভিভাবকহীন শিক্ষক জাতি বিগত ৫৪ বছর ধরেই।

আজ Tracy হয়তো একটি অনুষ্ঠানে ‘জয়ী’ হয়নি,কিন্তু সে লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।এটাই প্রকৃত জয়।ভারতের টেলিভিশন চ্য...
12/10/2025

আজ Tracy হয়তো একটি অনুষ্ঠানে ‘জয়ী’ হয়নি,
কিন্তু সে লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
এটাই প্রকৃত জয়।
ভারতের টেলিভিশন চ্যানেলগুলো খুব ভালো করেই জানে— কিভাবে দর্শকের মনকে বেঁধে রাখতে হয়, কিভাবে টিআরপি বাড়াতে হয়।
দেখে নিন উদাহরণ— জি বাংলার সারেগামাপা।
নোবেল-এর মতো জনপ্রিয় প্রতিযোগীকে সবসময় লাস্টে রাখা হত, যাতে দর্শকরা শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখে।
একই ছক এবার সনি টিভির ‘সুপার ডান্সার’-এ ও স্পষ্টভাবে দেখা গেল।
ট্রেসি— এক পাহাড়ি মেয়ে, এক অনন্য প্রতিভার অধিকারী, তার প্রতিটি পারফরম্যান্সে আলোড়ন তুলেছে। কিন্তু তাকে ব্যবহার করা হলো ফেসভ্যালু, টিআরপি, আর অনলাইন এনগেজমেন্ট বাড়ানোর হাতিয়ার হিসেবে।

সনি এন্টারটেইনমেন্টও বুঝে গেছে— ট্রেসির মুখ, তার হাসি, তার কণ্ঠ, তার সরলতা— এগুলোই দর্শকের মন জয় করবে।
আর সেই কারণেই তাকে ফাইনাল পর্যন্ত টেনে রাখার এই তথাকথিত "মার্কেটিং কৌশল" — একদিকে তার প্রতিভাকে তুলে ধরে, আবার অন্যদিকে একরকম বৈষম্যের প্রতিফলনও ঘটায়।
তবুও, ট্রেসি ও তার মা যা করে দেখিয়েছে— সেটা কোনো প্রতিযোগিতার জয়ের চেয়ে অনেক বড়।
একটি জাতীয় টেলিভিশনের মঞ্চে দাঁড়িয়ে তারা গোটা চাকমা জাতিকে তুলে ধরেছে।
তাদের দৃঢ় উপস্থিতি একটা বার্তা দিয়েছে—
> "প্রতিভা সীমান্ত চেনে না, জাতি বা অঞ্চল দিয়ে প্রতিভাকে বেঁধে রাখা যায় না।"

11/10/2025

বাংলাদেশের মেট্রোরেলের বর্তমান অবস্থা

এই বৃষ্টির দিনে ছাতার নিচে দুজন হলেই কেমন হতো😁😁😁
10/10/2025

এই বৃষ্টির দিনে ছাতার নিচে দুজন হলেই কেমন হতো😁😁😁

৪৯ তম বিসিএসে আপনার বিষয়ে প্রতি পদে কতজন পরীক্ষা দিবে?★ কৃষি শিক্ষা: ৫৫৫৪/৫ = ১১১০ জন ★ হিসাববিজ্ঞান: ২৬১৪৯/৩০ = ৮৭১ জন★...
09/10/2025

৪৯ তম বিসিএসে আপনার বিষয়ে প্রতি পদে কতজন পরীক্ষা দিবে?
★ কৃষি শিক্ষা: ৫৫৫৪/৫ = ১১১০ জন
★ হিসাববিজ্ঞান: ২৬১৪৯/৩০ = ৮৭১ জন
★ গনিত: ২০২৪৪ / ৩০ = ৬৭৪ জন
★ প্রানিবিদ্যা: ১০০৮২/১৫ = ৬৭২ জন
★ ইংরেজি: ৩০৮১৮/ ৫০ = ৬১৬ জন
★ খাদ্য ও পুষ্টি : ১২৩৩/২ =৬১৬ জন
★ ব্যবস্থাপনা : ১৯৩৭৫ / ৩২ = ৬০৫
★ সমাজবিজ্ঞান: ৮৭২২/১৫ = ৫৮১
★ মার্কেটিং: ৫৭৩৩/১০ = ৫৭৩ জন
★ অর্থনীতি: ২০৮৯৭/৪০ = ৫২২ জন
★ ইসলাম শিক্ষা : ৭০৬৭/১৫ = ৪৭১ জন
★ ফিন্যান্স : ৯২৪৩ / ২০ = ৪৬২ জন
★ উদ্ভিদ বিদ্যা: ১০৮৮৪ / ২৪ = ৪৫৩ জন
★ কম্পিউটার সায়েন্স: ১১১৯৪ / ২৫ = ৪৪৭
★ পদার্থ বিদ্যা: ১০৯৯৪ / ২৫ = ৪৩৯ জন
★ রাষ্ট্রবিজ্ঞান:২২২২২/৫৫=৪০৪ জন
★ রসায়ন: ১২০৭৫ / ৩০ = ৪০২ জন
★ বাংলা: ২২৮৬৩ /৬১ = ৩৭৪ জন
★ গাহর্স্থ্য অর্থনীতি: ১৮৮২ /৬ = ৩১৩ জন
★ ভুগোল: ৪৮৯০ / ১৬ = ৩০৫ জন
★ পরিসংখ্যান: ৪৫৪৮ / ১৫ = ৩০৩ জন
★ ইতিহাস: ৮৪৮৬/৩০ = ২৮২ জন
★ সমাজকল্যাণ : ৬৪৯৬/২৫ = ২৫৯ জন
★ দর্শন: ৬৭৩৫ / ৩০ = ২২৪ জন
★ইসলামেরইতিহাস:৭০৩১/৩২=২১৯ জন
★ মনোবিজ্ঞান: ২১১৮ /১০ = ২১১ জন
★ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : ২৩৭৯/২৫ =৯৫

এভাবেই যাচ্ছে 😁
09/10/2025

এভাবেই যাচ্ছে 😁

Address

Rangamati
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Suman chakma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suman chakma:

Share