Suman chakma

Suman chakma Hi this is Suman Chakma.I,m vloger. making vlog video,I share Your culture,life style vlog,Travelvlog
(3)

বউয়ের জন্য জীবন শেষ 😁
24/07/2025

বউয়ের জন্য জীবন শেষ 😁

কেমনে কী😁
24/07/2025

কেমনে কী😁

23/07/2025

নিয়তির স্বীকার মানতে না চাইলেও মানতে হয়🥲 মা -ছেলের শেষ বিদায় 🥲
মাইলস্টোন কলেজের উক্য ছাইং মারমা'র "মা" ছেলে হারানো বুকফাটা আর্তনাদ থামাতে কেউ কি পারবে!!!

23/07/2025

সিলেটে শাবিপ্রবিতে পড়ে এমন কেউ থাকলে একটু বলেন

Tracydancer —আদিবাসী জাতির গর্ব, বিশ্বমঞ্চে এক উজ্জ্বল তারকা! ✨মাত্র ৮ বছর বয়সে নিজের অসাধারণ নৃত্য প্রতিভা দিয়ে সকলকে...
23/07/2025

Tracydancer —আদিবাসী জাতির গর্ব, বিশ্বমঞ্চে এক উজ্জ্বল তারকা! ✨

মাত্র ৮ বছর বয়সে নিজের অসাধারণ নৃত্য প্রতিভা দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে আমাদের আদরের Tracy Chakma, যাকে আমরা ভালোবেসে Tracydancer নামেই চিনি। তার মেধা, মননশীলতা ও আত্মবিশ্বাস সত্যিই তুলনাহীন—যা আজ বিশ্ববাসীর মন ছুঁয়ে গেছে।

বর্তমানে সে Oxford Angel Public School-এ অধ্যয়ন করছে। পাশাপাশি Sony Entertainment Television-এর আয়োজনে জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো Super Dancer Chapter 5-এ সে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছে এবং সেখানেও নিজের প্রতিভা দিয়ে জয় করে নিয়েছে বিচারকদের মন ও কোটি দর্শকের হৃদয়।

Tracy ইতোমধ্যেই Chapter 5-এ অসাধারণ সফলতা অর্জন করে পুরো বিশ্বের সামনে আমাদের আদিবাসী চাকমা সম্প্রদায়ের গর্ব ও সক্ষমতার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

বর্তমানে অনলাইনে ভোট দেওয়ার সুযোগ চালু না হলেও, আশা করা যায় খুব শীঘ্রই দর্শক ভোটিং চালু হবে। কারণ প্রতিযোগিতার প্রতিটি অংশগ্রহণকারীই একেকজন অসাধারণ প্রতিভার অধিকারী— তাদের মধ্য থেকে সেরাকে বেছে নিতে ভোটিংই হতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম।

সেই মুহূর্তের অপেক্ষায় আমরা সবাই আছি! ✊
যখনই অনলাইন ভোটিং চালু হবে, বাংলাদেশ থেকে সবাই তোমাকে wholeheartedly সাপোর্ট করবে প্রিয় Tracy Chakma। ❤️

তুমি এগিয়ে যাও, তোমার প্রতিভা ছড়িয়ে পড়ুক আরো বহুদূর। আমরা সবসময় তোমার পাশে আছি। অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা, মামুনি! 🥰🌸



সবাইকে জু জু, নমস্কার, সালাম  🙏 শেয়ার দিয়ে হলেও সহযোগিতা করুন 🙏Etal Changma দা, রাঙ্গামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের ...
22/07/2025

সবাইকে জু জু, নমস্কার, সালাম 🙏
শেয়ার দিয়ে হলেও সহযোগিতা করুন 🙏

Etal Changma দা, রাঙ্গামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী। তার বাড়ি রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের নবপেরাছড়া গ্রামে। ইতল দা ব্যক্তি জীবনে ভদ্র, অমায়িক, সদা হাস্যোজ্জ্বল মানুষ। তিনি রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে ইতিহাস বিভাগে অনার্স, মাস্টার্স সম্পন্ন করেন।

আমরা আমাদের নিজেরই ইতল চাকমা দা'র কথা জানাতে চাই, যিনি একজন উৎসাহী বন্যপ্রাণী সংরক্ষণবাদী। যিনি বর্তমানে গুরুতর অসুস্থতার পর তার জীবনের সাথে লড়াই করছেন। ৮ জুলাই, তাকে তীব্র ম্যালেরিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, ঘন ঘন বমি এবং দুর্বলতা অনুভব করছিল। গুরুতর জন্ডিস দেখা দেওয়ার সাথে সাথে তার অবস্থা দ্রুত খারাপ হয়ে যায়, যা পরে হেপাটাইটিস এ এবং বি সহ-সংক্রমণের কারণে হয়েছে বলে নিশ্চিত করা হয়। ১২ জুলাই, তার লিভার এবং কিডনি উভয়ই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরিত করা হয়। আরও পরীক্ষায় লেপ্টোস্পাইরা আইজিজি পজিটিভ পাওয়া যায়, যা তার ইতিমধ্যেই ভঙ্গুর অবস্থাকে জটিল করে তোলে।

🔷 ইতল দা, তখন থেকেই আইসিইউ কেয়ারে রয়েছেন, একই সাথে একাধিক প্রাণঘাতী সংক্রমণের সাথে লড়াই করছেন। প্রাণঘাতী অসুখের ক্রমবর্ধমান চিকিৎসা খরচ মেটানো তার পরিবারের সামর্থ্যের বাইরে।

আপনার অনুদান, যত ছোটই হোক না কেন, তার চিকিৎসা খরচ মেটাতে এবং তার পুনরুদ্ধারে সহায়তা করার ক্ষেত্রে একটি বাস্তব পার্থক্য আনতে পারে।

🔷সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ: 01616256374 (Dharani Chakma)
নগদ: 01857472913 (Gallant Chakma)
রকেট: 01857472913

🔷ব্যাংক একাউন্ট:
১. Sonali E-Wallet: 01617888532
২. 3201580228466
VOCTI CHAKMA
Dutch Bangla Bank, Banarupa Branch

জাতীয় বা*র্ন & প্লাস্টিক সার্জা*রি থেকে আপডেট প্রকাশ করেছে। যারা নিজের স্বজনকে খুঁজে পাচ্ছেন না, পোস্ট দেখে খুঁজে এখনই ব...
22/07/2025

জাতীয় বা*র্ন & প্লাস্টিক সার্জা*রি থেকে আপডেট প্রকাশ করেছে। যারা নিজের স্বজনকে খুঁজে পাচ্ছেন না, পোস্ট দেখে খুঁজে এখনই বা*র্নে যোগাযোগ করুন।

পোস্টটি সকলে নিজ নিজ দায়িত্বে শেয়ার করে ছড়িয়ে দিন। আপনার একটু সহযোগিতায় একজন মা/বাবা তার কলিজার টুকরার সন্ধান পাবে।

*সংগৃহীত

এটি কতটুকু সত্য?
22/07/2025

এটি কতটুকু সত্য?

আপনাদের মতামত কী?
22/07/2025

আপনাদের মতামত কী?

RIP🥲গতকালকের ভয়াবহ দূর্ঘটনায় আহত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী উক্যসাইন মারমা আজ রাত ৩.০০ টায় মারা গিয়েছেন😭💔।  ...
22/07/2025

RIP🥲
গতকালকের ভয়াবহ দূর্ঘটনায় আহত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী উক্যসাইন মারমা আজ রাত ৩.০০ টায় মারা গিয়েছেন😭💔। বিদেহী আত্মার সদগতি কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। 😢

ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে পুণ্যদান ও আহতদের দ্রুত সুস্থতা কামনায়...
21/07/2025

ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে পুণ্যদান ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় কক্সবাজার রামু ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থানে সমবেত প্রার্থনা, ধ্যান ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়🙏🙏🙏
সংগ্রহে- VenkSreeJyotisenbhikkhu

আপনারা যারা সুস্থ আছেন, গত কয়েকদিন জ্বর বা কোন ইনফেকশনে আক্রান্ত হননি, তাঁরা অনুগ্রহ করে নীচের হাসপাতালগুলোতে রক্ত প্রদা...
21/07/2025

আপনারা যারা সুস্থ আছেন, গত কয়েকদিন জ্বর বা কোন ইনফেকশনে আক্রান্ত হননি, তাঁরা অনুগ্রহ করে নীচের হাসপাতালগুলোতে রক্ত প্রদানের জন্যে যোগাযোগ করুন।
বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যাঃ
*১. কুয়েত মৈত্রী হাসপাতাল:*
- আহত:-০৮
- নিহত:-০০
*২. বার্ন ইনস্টিটিউট:*
- আহত:- ৭০
- নিহত:-০২
*৩. সিএমএইচ-ঢাকা*
- আহত:- ১৪
- নিহত:- ১১
*৪. কুর্মিটোলা জেনারেল হসপিটাল:*
- আহত:- নাই
- নিহত:-০২
*৫. লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা:*
- আহত:-১১
- নিহত:-০২
*৬. উত্তরা আধুনিক হসপিটাল:*
- আহত:-৬০
- নিহত:-০১
*৭. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল*
- আহত: ০১
- নিহত: নাই
*সর্বমোট:*
- আহত:-১৬৪
- নিহত:-১৮

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Suman chakma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suman chakma:

Share