Razz Shares

Razz Shares A normal guy with a big dream

19/05/2025

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আওয়ামী লীগ এমনভাবে কথা বলে, যেন এটা তাদের ব্যক্তিগত সম্পত্তি। জুলাইয়ের আন্দোলনেও এনসিপি ও তাদের সংগঠনগুলো একইভাবে গলাবাজি করে নিজেদের বাহবা নিয়েছে। আমরা, সাধারণ মানুষ, যেন এই দেশের ভাড়াটিয়া—যাদের কোনো মূল্য নেই।
জুলাইয়ের আন্দোলনে মাদ্রাসার ছেলেরা জীবন দিয়েছে, কিন্তু তাদের ভাগ্যে জুটেছে শূন্য। ভবিষ্যতে প্রয়োজন হলে তারা আবার জীবন দেবে, আর অন্য কোনো দল এসে সেই সুযোগে লুটপাট করে খাবে। আহা, বাংলাদেশ! এখানে মাদ্রাসার ছেলেদের জীবনের কোনো মূল্য নেই।

মাদ্রাসা থেকে পড়াশোনা করার কারণে কেউ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় চাকরি পায় না। এর জন্য মাদ্রাসার হুজুরদেরও বড় দায় আছে। তারা মাদ্রাসার ছেলেদের পিছিয়ে রেখেছে, বিজ্ঞান চর্চা থেকে দূরে সরিয়েছে, কম্পিউটার বিজ্ঞান বা আধুনিক প্রযুক্তির জ্ঞান থেকে বঞ্চিত করেছে। মাদ্রাসার ছাত্রদের শেখানো হয় যেন তারা মসজিদে চাকরি করে জীবন শেষ করবে।

কিন্তু আমি সম্প্রতি মালয়েশিয়ার একজন মসজিদের হুজুরের জন্য কাজ করেছি। তিনি অনলাইনে হালাল ব্যবসা করেন, দানের টাকার ওপর নির্ভর করেন না। আমাদের দেশেও জামশেদ মজুমদারের মতো মানুষ আছেন, যিনি এই পথে হাঁটছেন।
তাকে ট্রল করলেও মনে মনে ভাবতে হয়, তিনি দানের টাকায় না চলে হালাল ব্যবসা করে জীবন চালান।

বিশ্বের অন্যান্য দেশে হুজুরদের লাইফস্টাইল অনেক উন্নত, তাদের বিশ্ব সম্পর্কে গভীর ধারণা আছে। কিন্তু আমাদের দেশে মাদ্রাসার ছেলেদের এই সুযোগ থেকে বঞ্চিত করা হয়।

কোনো সরকারই মাদ্রাসার ছেলেদের জন্য কিছু করেনি।

হাসিনার আমল দেখেছি, এখন ইউনুসের আমল দেখছি। কিন্তু মাদ্রাসার ছেলেদের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি।

22/04/2025

"কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনে রহিম-করিম একই সাথে বন্দুকের গুলির সামনে দাড়াইছিল। এখন রহিম প্রাডোতে চড়ে আর করিম চাকরির জন্য অপেক্ষা করে"।
- গনেশ চন্দ্র রায় সাহস

19/04/2025

জুলাই আনদোলনের মুল গাদ্দার এনসিপি ও তার শাখা প্রশাখা ,

18/04/2025

১. বড় কথার ফাঁদ: এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত যাওয়ার কথা বলে সরকার মানুষের মনে আশা জাগিয়েছে। কিন্তু আরাকান আর্মির বাধার কথা উঠতেই সেই আশা মাটি।

২. আরাকান আর্মির জট: পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, আরাকান আর্মি রাখাইনে বড় বাধা। তাদের সঙ্গে কথা বলা যাচ্ছে না, আবার উপেক্ষাও করা যাচ্ছে না। এদের মনোভাব না জানা পর্যন্ত ফেরত পাঠানোর কথা কেবল “দোয়া”র মতো শোনায়।

৩. সরকারের পিআর : সরকারের পিআর টিম বড় বড় কথা বলে হাইপ তুলছে, কিন্তু কাজের বেলায় “ঘোড়ার ডিম”। আপনারা ডক্টর ইউনুসের নোবেলের উদাহরণ ঠিক—শুধু হাইপ দিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না।

৪. মানুষের হতাশা: দাম কম দেখে যারা ইউনুস সরকারকে দশ বছর ক্ষমতায় চায়, তারা এই অতি শীগ্রই ধাক্কায় হতাশ হবে। সব কিছুর দাম হুর হুর করে বাড়তেছে বাস্তবসম্মত পদক্ষেপ না নিলে “কান্নাকাটি” আরও বাড়বে।

-ধন্যবাদ-

কথা সত্য ৭১ এর চেতনা ৫০ বছর বিক্রি করছে এখন আর চেনতা বিক্রি করতে দেখলেই ধান্দাবাজ মনে হয়,  জিয়াউর রহমান এক মাত্র রাস্ট্র...
18/04/2025

কথা সত্য ৭১ এর চেতনা ৫০ বছর বিক্রি করছে এখন আর চেনতা বিক্রি করতে দেখলেই ধান্দাবাজ মনে হয়, জিয়াউর রহমান এক মাত্র রাস্ট্র প্রধান যিনি বাংলাদেশে চেতনা বিক্রি করে নাই। তাই তিনি দেশের জন্য অনেক কিছু করতে পেরেছেন, চেনতা বিক্রি তারা করে যারা লুটেপুটে খেতে পছন্দ করে। গনতন্ত্রবাজরাও চুরি ছাড়া ভালো কিছু করতে দেখলাম না দেশের জন্য।

17/04/2025

বলতে লজ্জা লাগলেও, আমি আসলে কক্সবাজার যাই নাই

ক্যারে চোরের বাচ্চা, এই যে কুঠি কুঠি টাকা কামাও, তা দিয়ে কিনতে পারো না?
08/04/2025

ক্যারে চোরের বাচ্চা, এই যে কুঠি কুঠি টাকা কামাও, তা দিয়ে কিনতে পারো না?

প্রিয় ভাই আইএসের পতাকা লাগায়া লুট করতে দোতালায় উঠে গেছেন। বিপ্লবী ভাইকে চেনা যায়?
07/04/2025

প্রিয় ভাই আইএসের পতাকা লাগায়া লুট করতে দোতালায় উঠে গেছেন। বিপ্লবী ভাইকে চেনা যায়?

07/04/2025

তোরা দোকান ভেঙে কাকে সুবিধা করে দিলি?

ড. মুহাম্মদ ইউনুস আন্তর্জাতিক বিজনেস সামিট আয়োজন করছেন — এমন একজন মানুষ যাঁর উদ্যোগ ৫০-৭০টি দেশের সঙ্গে বাংলাদেশকে ব্যবসায়িকভাবে যুক্ত করেছে। তাঁর অর্জনের এমন মুহূর্তে দোকান-পাট ভেঙে, অরাজকতা করে তোমরা কী বার্তা দিচ্ছ? বিশ্ববাসী আমাদের সম্পর্কে কী ধারণা করবে?

একবার চিন্তা করো — ইউরোপ আর আমেরিকার বহু নাগরিক আজ ফিলিস্তিন ইস্যুতে জোরালো প্রতিবাদ করছে। অথচ তারা কিন্তু নিজেদের দেশের দোকান বা ব্যবসা ধ্বংস করছে না।

তাহলে আমরা কি নিজেদের দেশের পরিবেশ নষ্ট করে, নিজেদের ব্যবসা ধ্বংস করে ফিলিস্তিনকে মুক্ত করতে পারবো? এই দেশে অস্থিরতা সৃষ্টি করে আসলে তোমরা কার বয়ান প্রতিষ্ঠিত করতে চাইছ?

ফিলিস্তিনের পক্ষে থাকা মানে দেশের ক্ষতি নয়। সচেতন হও, সংযত হও।

আমাকে গালি দাও সমস্যা নাই,

07/04/2025

বাংলাদেশের মুসলমানরা ফিলিস্তিনের ইস্যুটাকে নিজেদের ব্যাপার হিসেবে দেখতে চায়।
তাদের কাছে এটা যেন শুধুই কাফের আর মুসলমানের লড়াই,
এর বাইরে আর কিছু নয়। অথচ বাস্তবতা ভিন্ন। ফিলিস্তিন ইস্যু নিয়ে বিশ্বে সবচেয়ে বড় বড় আন্দোলনগুলো করছে অমুসলিমরা। অন্যদিকে, ফিলিস্তিনের ওপর আঘাত হানার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে কিছু মুসলিম দেশ। এমনকি আরব দেশগুলোও এই সংঘাতে নীরব সমর্থক বা জড়িত হিসেবে দেখা যাচ্ছে।

নোট- মুসলিমরা কখন হইতে পারবে না?
নাকি অদৃশ্য কেউ মুসলমানদের এক হইতে দিচ্ছে না,

Saudi clown Salman :  write a Word for Him
06/04/2025

Saudi clown Salman : write a Word for Him

06/04/2025

আমি সবার কথা জানি না,
তবে আমার কাছে একজন সাদামাটা মেয়েই বেশি প্রিয়।
সে হবে এমন একজন,
যে অন্য সব মেয়েদের থেকে আলাদা।
কিছুটা বোকাসোকা হবে,
আমার মতোই,কিন্তু অতিরিক্ত আধুনিক হবে না।
যাকে বলে একদম সাধারণ একটা মানুষ।
হ্যাঁ, বর্তমানে এমন মানুষ খুব কমই পাওয়া যায়।তবুও আমার ভাগ্যে যেন এমন কেউ থাকে,যার আগমন সাহিত্য,
নাটক কিংবা উপন্যাসেরসাজানো চরিত্রকেও হার মানায়,
এবং বাস্তবে আমার সেই প্রিয়তমার কাছেতাদের পরাজয় ঘটায়।

Address

Chittagong

Telephone

+12025550139

Website

Alerts

Be the first to know and let us send you an email when Razz Shares posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share