Tahmina Yasmin Shampa

Tahmina Yasmin Shampa I am a tiny creature in this world with full of hope & positivity,I believe positivity is contagious.

17/07/2024

যে সকলের সাথে তাল মিলিয়ে চলে সে ব্যক্তিত্বহীন....

🍂

13/07/2024

মানুষের জীবনে সম্পর্কের গুরুত্বই সবচেয়ে বেশি। বিশেষ করে সেই সম্পর্কে থাকা মানুষ গুলো যদি আমাদের খুব প্রিয় হয়ে থাকে তবে সেই সম্পর্কগুলো আমাদের কাছে আরো বেশি মূল্যবান হয়ে উঠে। কারণ মানুষ হিসেবে ভালো সম্পর্ক বহির্ভূত আমরা আমাদের আবেগ অনুভূতিগুলো ভালোভাবে অন্যর কাছে প্রকাশ করতে পারি না। আর যে মানুষ নিজের একান্ত আবেগীয় বহিঃপ্রকাশ করার জন্য প্রিয় মানুষ বা ভালো কোনো সম্পর্ক তৈরী করতে পারে না সে মানুষ কি আদৌ এই পৃথিবীতে মন থেকে ভালো থাকতে পারে বা পারবে?

তাই মানুষ হিসেবে এই পৃথিবীতে সুন্দর ভাবে বেঁচে থাকার দরুন নিজের প্রিয় মানুষগুলোর সাথে সাথে নিজের সম্পর্ক গুলোর যত্ন নিতে শিখুন, নিজেদের সম্পর্কগুলোকে আরো সুন্দর ভাবে গড়ে তোলার চেষ্টা করতে থাকুন।

🍂

12/07/2024

যে কোনো জিনিস পাওয়ার আগে কিংবা কোনো জিনিস হারিয়ে ফেলার পরেই সে জিনিস আমাদের কাছে মূল্যবান হয়ে উঠে।

🍂

10/07/2024

আমরা বেশিরভাগ মানুষ আমাদের সুন্দর অনুভূতি গুলো ভুল মানুষ বা ভুল জায়গায় অপচয় করি।

যেমন ধরুন- আমরা আমাদের প্রিয় মানুষের সাথে থাকা সত্ত্বেও একজন পুরুষ অন্য কোনো সুন্দরী ( বাহ্যিক সৌন্দর্যের ভিত্তিতে ) রমণীর দিকে তাকিয়ে থাকি বা তাদের দিকে বার বার নজর দেই আবার একজন নারীও অন্য কোনো পুরুষের দিকে নজর দিয়ে নিজেরা নিজেদের পাশে থাকা বা নিজের প্রিয় মানুষের প্রতি নিজের অনুভূতির পূর্ণ বহিঃপ্রকাশ করা বা নিজেদের একসাথে থাকার সুন্দর সময়কে ভালোভাবে উপভোগ করি না বা করলেও হয়তো ভেতরের অনুভূতি একরকম এবং বাইরে অন্যভাবে প্রকাশ করি যাতে আমাদের সঙ্গী আমার কাছ থেকে বেশি প্রায়োরিটি না পায় বা যদি পেয়ে যায় তাতে যাতে তার ভাব আমার সামনে বেড়ে না যায় সেই চিন্তায় আমরা অনেকেই হয়তো রত থাকি।

যারা এমন ধরনের আচরণ প্রতিনিয়তই করেন তাদের কাছে আমার প্রশ্ন - অন্য কোনো পুরুষ বা নারীর সৌন্দর্য দেখে নিজের মনে অদ্ভুত ধরনের অনুভূতি নিয়ে আপনার জীবনে কি এমন উন্নতি হচ্ছে?

বা অপরিচিত একজন মানুষকে দেখে নিজের চোখ ও মনের তৃপ্তি দিয়ে আপনার শারীরিক বিশেষ কোনো চাহিদা কি পূরণ হচ্ছে?

বা নিজের প্রিয় মানুষটিকে পাশে রেখে অন্য একজন মানুষের সৌন্দর্য যে আপনি উপভোগ করছেন সত্যিকারার্থে এতে করে কি আপনি আপনার পাশের মানুষকে আপনার মনের প্রিয় জায়গায় কি আসীন করতে পেরেছেন? যদি আসীন করতে না পারেন তবে আপনার জীবনের প্রায়োরিটির জায়গায় কে আছেন- যে আপনার পাশে আছেন সেই মানুষটি নাকি অপরিচিত মানুষের বাহ্যিক সৌন্দর্য?

আবার অনেকেই হয়তো নিজের সঙ্গীর ভালো কোনো বিষয়ে প্রশংসা করি না বা তারা সারা দিনরাত আমাদের জন্য যে খাটুনি করে সেই বিষয়কে উপেক্ষা করে চলি বা সেই বিষয়গুলো আমার সঙ্গী আমার জন্য করবেই ভেবে তাকে granted হিসেবে নিয়ে নেই।কিন্তু আমরা অনেকেই হয়তো এই প্রশংসা বা অন্য কেউ আমাদের জন্য ছোটখাটো কোনো কাজ করে দিলেই তাকে সাথে সাথে ধন্যবাদ দেওয়া বা সাম্প্রতিক সময়ে একে অপরকে treat দিয়ে তার প্রতি নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলি না।

আচ্ছা নিজেরাই একটু ভেবে বলুন তো, নিজের সবচেয়ে প্রিয় মানুষের ছোট ছোট এই সুন্দর বিষয়গুলো উপেক্ষা করে অন্য একজন মানুষের অনুভূতিকে প্রাধান্য দেওয়া কি আমাদের অনুভূতির অপচয় নয়?

কারণ, যে মানুষ গুলো আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বা যে মানুষের ছায়ায় প্রতিনিয়ত আমরা আমাদের শারীরিক ও মানসিক চাহিদা গুলো পূরণ করতে পারছি সেই মানুষগুলোর অনুভূতি গুলোকেই আমরা উপেক্ষা করছি বা তাদেরকে নিজের প্রায়োরিটির জায়গায় নামে মাত্র রেখে তাদেরকে যথাযোগ্য প্রাধান্য না দিয়ে আমরা নিজের সাময়িক অপ্রয়োজনীয় মানসিক চাহিদা পূরণ করার জন্য অন্যর প্রতি নিজের অনুভূতি গুলোর অপচয় করছি।

ব্যপারটা আপনাদের কেমন মনে হয়?
আমরা কি সত্যিকারার্থে ভুল জায়গায় বা ভুল মানুষের প্রতি নিজেদের অনুভূতিগুলোর অপচয় করছি না?
বা এমন আচরণ করাটা কি ঠিক?
বা এতে করে কি আমাদের জীবনমানের কোনো উন্নতি সাধন হচ্ছে?
বা এমন আচরণ করে কি আমরা আমাদের সঙ্গীকে ভালো রাখতে পারছি বা নিজেরা ভালো আছি?

🍂

09/07/2024

প্রায়োরিটি বা প্রয়োজনীয়তার ভিত্তিতে নিজেকে অন্যর জীবনে উপস্থাপন করুন। কারণ যে মানুষের তার জীবনে আপনাকে প্রয়োজন হবে সে আপনা থেকেই আপনাকে খুঁজে নিবে। জোর করে তার জীবনে আপনার প্রবেশের প্রয়োজন হবে না। সত্যি বলতে জোর করে করো জীবনে প্রায়োরিটির জায়গা পাওয়া যায় না। কারো জীবনে প্রায়োরিটি বা প্রয়োজনীয়তার স্থান পাওয়া নিতান্তই মানুষের মনের ব্যপার।.....🍂

03/07/2024
01/07/2024

সুন্দর কথন, মার্জিত ব্যবহার, বিশ্বস্ততা ও কথা দিয়ে কথা রাখার মানসিকতা -

এই বিষয় গুলো ধারণ করে একজন মানুষ জন্ম নেয় না বরং এই বিষয় গুলো মানুষ জীবন চলার পথে একটু একটু করে নিজের মাঝে গড়ে তোলে। আবার বলা যায় একজন মানুষের মাঝে এই চারটি বিষয়ের মিল বন্ধন একসাথে পাওয়া বড্ড মুশকিল। কিন্তু যেই মানুষের মাঝে এই বিষয়গুলোর অস্তিত্ব প্রকৃত অর্থেই বিদ্যমান সেই মানুষগুলো পৃথিবীর বুকে এতো এতো সুন্দর সুন্দর মানুষরুপধারী মানুষের মাঝে খুবই মূল্যবান এবং অসম্ভব সুন্দর। এমন মানুষের অবস্থান বা বিচরণ যদি আপনার জীবনেও থাকে তবে তাদের যত্ন নিতে শিখুন এবং নিজের জীবনে চিরস্থায়ী স্থান দেওয়ার চেষ্টা করতে থাকুন। কারণ, এমন গুণাবলি সম্বলিত মানুষের সান্নিধ্যে আপনার জীবন সহজ, সরল ও শান্তিপূর্ণ হবে। জীবন চলার পথে এমন ধরনের মানুষের সান্নিধ্যে আপনাকে প্রকৃতঅর্থেই মানুষের সৌন্দর্য দেখার সুন্দর চাহিদা মেটাবে এবং এর ফলে আপনি আপনার এই পার্থিব জীবনে মানুষের সঙ্গে যোগাযোগ, কথাবার্তা বা চলাফেরায় প্রকৃত সুখ ও সৌন্দর্য অনুভব করতে পারবেন।....🍂

29/06/2024

যে কোনো কাজের ক্ষেত্রে মানুষের নিয়তই হলো আসল বিষয়। যদি আপনি কোনো কাজ করার জন্য মন থেকে নিয়ত করে থাকেন তবে সে কাজে যত বাধা বা ঝামেলা আসুকই না কেন সেই কাজ করার উপায় আপনি বের করে নেবেন।তাই কোনো কাজ করার শুরুতে সেই কাজ করার জন্য প্রকৃতঅর্থে আপনার নিয়তই আগে ঠিক করুন এবং তারপর সেই কাজে লেগে পড়ুন। ইনশাআল্লাহ সেই কাজে আপনি সফল হবেন।...🍂

27/06/2024

পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজের মনের বশবর্তী হয়ে বা নিজের স্বার্থে কিংবা ইচ্ছাকৃতভাবে নিজের আশা আকাঙ্ক্ষা পূরণ করার নিমিত্তে অন্যর মনে কষ্ট দিয়ে থাকে। আর আপনি যখন আপনাকে কষ্ট দেওয়ার কারণ বুঝে যাবেন বা অন্যর নিয়ত বুঝতে পারবেন বা আপনাকে কষ্ট দেওয়াটা অন্যর ইচ্ছাকৃত ভাবে ছিল সেই বিষয়টা যখন বুঝে যাবেন তখন কি সেই মানুষের কাছে নিজের খারাপ লাগার কথাটা প্রকাশ করা উচিত হবে?
বা অন্যর সামনে ইমোশোনাল হয়ে নিজেকে জাহির করে সত্যিই কি সেই মানুষটার বোধ শক্তি ফিরে আসবে বা আপনার জন্য তার খারাপ লাগবে?

আপনার কি মনে হয়?...🍂

18/06/2024

আমরা কোনো মানুষই সকল কাজে সমান ভাবে দক্ষ নই বা পরিপক্ব নই। দুই একটা এমন বিষয় বা কাজ থাকে যেটা আমরা জন্মগত ভাবে পেয়ে থাকি বা বড় হওয়ার সাথে সাথে সেই কাজে আমাদের আগ্রহ থাকার কারণে সেই কাজটা আমরা অনেক ভালো ভাবে করতে পারি বা সেই কাজে আমরা দক্ষ হয়ে উঠি।

আপনার মধ্যও এমন কোনো দক্ষতা আছে যেটা করতে আপনি অনেক বেশি আগ্রহী বা সেই কাজে আপনি অন্যর চেয়ে অনেক বেশি পারদর্শী?

যদি এমন কোনো দক্ষতা থেকে থাকে তবে সেই বিষয়ে নিজেকে আরো বেশি পারদর্শী করে তুলুন এবং সেই দক্ষতা নিয়ে ভবিষ্যতে কি নিজেকে কোনো জায়গায় এগিয়ে নেওয়া যায় ভেবে দেখুন।....🍂

11/06/2024

ভালোবাসি কথাটা বলার চেয়ে ভালোবাসার মানুষকে ভালো রাখাটা বেশি জরুরি। কারণ, যে আপনাকে ভালোবাসে সেটা প্রমাণ করার জন্য তার ভালোবাসি কথাটা বার বার বলার প্রয়োজন হয় না বরং তার আশেপাশে থাকা বা তার কৃতকর্মেই আপনার প্রতি তার ভালোবাসা প্রকাশ পায়।.....🍂

Address

Kathgor, Potenga
Chittagong
4204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahmina Yasmin Shampa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tahmina Yasmin Shampa:

Share

Category