Entertainment By Rina

Entertainment By Rina Assalamu-Olaiykum, this is Rina. welcome to my page Entertainment By Rina.❤️❤️

💓
22/06/2025

💓

বাংলাদেশের বাড়িওয়ালার দরজার ডিজাইন। 😲😲
21/06/2025

বাংলাদেশের বাড়িওয়ালার দরজার ডিজাইন। 😲😲

💓❤️
21/06/2025

💓❤️

20/06/2025
তোমার সুখের সময়  যাদের কথা মনে পড়ে তাদের তুমি ভালোবাসো,আর তোমার দুঃখের সময়  যাদের কথা মনে পড়ে তারাতোমায় ভালোবাসে🥰
10/03/2025

তোমার সুখের সময়
যাদের কথা মনে পড়ে
তাদের তুমি ভালোবাসো,
আর তোমার দুঃখের সময়
যাদের কথা মনে পড়ে তারা
তোমায় ভালোবাসে🥰

09/03/2025

ধ/র্ষণে/,র শিকার আছিয়াকে র/,ক্ত না দিতে বাধা দিলেন ছাত্রদল!

09/03/2025

সোজা কথা বুঝছেন?

বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন বলেছিল এর পরদিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্...
08/03/2025

বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন বলেছিল এর পরদিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্ষণের জন্যে বাইরে গিয়েছিল।

মেয়েটা বোনের রুমে গুটিসুটি হয়ে শুয়ে ছিল এককোনায়। দুলাভাইও ছিল রুমে। বড়বোন ভেবেছিল তার হাসবেন্ড যেহেতু আছে তাহলে আর কোন সমস্যা হবে না।

তারপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমে লাইট নিভানো, ঘুটঘুটে অন্ধকার। তড়িঘরি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলোভাবে পড়ে আছে, চেহারাটা ফ্যাকাশে।

বড় বোন বুঝতে পারেনা কি হয়েছে তার আদরের বোনটার সাথে। অনেকক্ষণ পর যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে।

বড় বোন শাশুড়িকে হাতজোড় করে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু শাশুড়ি নিষেধ করছিল ঘটনাটা যাতে জানাজানি না হয়,হলে না-কি মানসম্মানে কমতি পড়বে তাদের।

তারপর বহু কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট বোনটাকে নিয়ে আসে মাগুড়া হাসপাতালে। কোনরকম দায়সারা ভাবে হাসপাতালে দিয়েই শাশুড়ি পালিয়ে যায় সেখান থেকে।

হাসপাতালে আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরও বেশি গুরুতর হয়ে পড়ে। ব্যথায় কাতরাচ্ছিল শুধু। বাচ্চা মেয়ে বয়স আর কত হবে? সাত কিংবা আট।

যৌনতার কিছুই বুঝে না, পুতুল নিয়ে খেলার বয়স তার।

মেয়ের মা এবং বোনের সন্দেহ দুলাভাই সজীব এবং শ্বশুর হিটুর প্রতি। জোরালো সন্দেহ দুলাভাই সজীবের প্রতি যেহেতু তার রুমেই ছিল বাচ্চা মেয়েটা।

তৌহিদী জনতা এখন এই বাচ্চা মেয়েটার কি দোষ দিবে? তার তো ওড়না পড়ার বয়সও হয়নি।
ওড়না পড়ার বয়স হলে নাহয় ওড়নার দোহাই দিয়ে দায়সারা যেত।

তারা কি এবারেও ধ* র্ষ কের পক্ষ নিয়ে ফুলের মালা দিয়ে বরন করে আনবে?

মেয়ের মা এবং বোন মিলেই এখনও অসহায়ের মত পড়ে আছে হাসপাতালে। তাদেরকে সাহায্য করতে কোন তৌহিদী জনতা আসেনি, আসেনি কোন নারীবাদী সংগঠন।

বাচ্চা মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ব্যথায় একটু পর পর ককিয়ে উঠতেছে শুধু। বড় বোন একপাশে হাতে ধরে দাড়িয়ে আছে।

মেয়েটার মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আশ্বাস দিচ্ছে - সব ঠিক হয়ে যাবে মা

আসেন কমেন্টে ২/৪ টা গালি দিয়ে নিজের দায়িত্ব পালন করে যাই।আমাদের দৌড়াত্ব তো আসলেই এই অবধিই!

08/03/2025

🌹🍀🌹

Ami jokhon raduni🫠😁
08/03/2025

Ami jokhon raduni🫠😁

শশুর বাড়িতে বউ দের অবস্থান।মানেন আর না মানেন,তারা তারা ঠিকি এক।আপনি হাজার খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করেও সারাজীবনে তাদের এক...
08/03/2025

শশুর বাড়িতে বউ দের অবস্থান।
মানেন আর না মানেন,তারা তারা ঠিকি এক।আপনি হাজার খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করেও সারাজীবনে তাদের একজন হয়ে উঠতে পারবেন না।💔
যতক্ষন আপনি চুপ চাপ তাদের মন মাফিক চলতে পারবেন,নিজের হক নষ্ট হতে দিবেন ততক্ষন আপনি ভালো।
একবার নিজের হক আদায়ের প্রতি কথা বলুন আপনি হবেন সবচেয়ে অপছন্দনীয় অপ্রয়োজনীয় ব্যক্তি।তারা আপনার অবদান অস্বীকার করবে।ভুলে যাবে আপনি তাদের বাড়ির সম্মান।💔

❤️❤️
22/12/2024

❤️❤️

Address

Halishahar
Chittagong
4216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Entertainment By Rina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Entertainment By Rina:

Share