বইপাড়া.কম

বইপাড়া.কম বইপাড়া ডট কম দিচ্ছে ঘরে বসে যে কোন বই কেনার সুযোগ। ঘরে বসে অর্ডার করুন আপনার পছন্দের বই।

মাত্র -১৪৯ টাকায় অর্ডার করুন 🔵The Art of Being Along 🔵The Art of Laziness
12/07/2025

মাত্র -১৪৯ টাকায় অর্ডার করুন
🔵The Art of Being Along
🔵The Art of Laziness

বই- দ্য লাস্ট ট্রেনলেখক- মাইকেল প্রংকোঅনুবাদ- বিমুগ্ধ সরকার রক্তিমপ্রকাশনী- গ্রন্থরাজ্য🏷️ মুদ্রিত মূল্য- ৬৭০ টাকা🔖 বিক্র...
12/07/2025

বই- দ্য লাস্ট ট্রেন
লেখক- মাইকেল প্রংকো
অনুবাদ- বিমুগ্ধ সরকার রক্তিম
প্রকাশনী- গ্রন্থরাজ্য
🏷️ মুদ্রিত মূল্য- ৬৭০ টাকা
🔖 বিক্রয় মূল্য- ৪০০ টাকা

• কাহিনি সংক্ষেপ→

ডিটেকটিভ হিরোশির জগতে পাঠকদের স্বাগতম!

টোকিও শহরের হোয়াইট কলার অপরাধগুলোর তদন্ত করাই ডিটেকটিভ শিমিজু’র কাজ। বান্ধবী তাকে ছেড়ে চলে গিয়েছে, আমেরিকায় ফিরে গিয়ে পড়াশোনায় মনোযোগ দেবার স্বপ্ন সে দেখে ঠিকই, কিন্তু টোকিওতে ভালো একটা চাকরি, নিজস্ব অফিস আর খালি থাকা একটা অ্যাপার্টমেন্টের আরাম সে ছাড়তে পারছে না।

এক আমেরিকার ব্যবসায়ীর মৃত্যুর পর তার গুরু (!) কিংবা পথপ্রদর্শক তাকামাতসু তাকে ভয়াবহ বীভৎস এক খুনের ঘটনাস্থলে ডেকে আনে। সিকিউরিটি ক্যামেরার ফুটেজ থেকে ধারণা করা হয় খুনি এক মেয়ে—কিন্তু জাপানে তা ঘটা অসম্ভবের মতো। হিরোশি অল্প সময়ের মধ্যেই বুঝতে পারে, উচ্চগতির ট্রেন ভর্তি এই শহরে ট্রেনের সামনে ভুলক্রমে কিংবা ধাক্কা খেয়ে পড়ার মধ্যেই রয়েছে খুন আর আত্মহত্যার পার্থক্য।

তাকামাতসুর চাপে পড়ে সে তদন্ত শুরু করে ঠিকই, তবে কিছু সময় পর তাকামাতসু উধাও হয়ে যায়। তখন হিরোশি যোগ দেয় প্রাক্তন ‘সুমো কুস্তিবিদ’ পুলিশ সাকাগুচির সাথে। টোকিওর পবিত্র মন্দিরগুলো, কর্পোরেট অফিসে, পরিত্যক্ত কারখানাগুলোতে তারা তন্নতন্ন করে খুঁজতে থাকে তাকামাতসুকে, বের করার চেষ্টা করে মেয়েটার খুন করার পেছনের মোটিভ। আপাতদৃষ্টিতে সবকিছু থাকা সত্ত্বেও কেন মেয়েটা একের পর এক খুন করে বেড়াচ্ছে?

আমেরিকাতে বহুবছর নির্ঝঞ্ঝাট পরিবেশে সময় কাটানোর পর হিরোশি নিজেকে আবিষ্কার করে এমন একটা শহরে, যেখানে শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নির্ভর করে শহরের অন্ধকার জগতে বাস করা আবর্জনার মতো মানুষ, গুণ্ডা আর টাকার বিনিময়ে শরীর বিকিয়ে দেয়া অল্পবয়সি মেয়েদের ওপর।

হিরোশির পক্ষে কি মেয়েটাকে থামানো সম্ভব? নাকি সেও পরিণত হবে মেয়েটার খুনের তালিকায় থাকা একটি নামে?

** অর্ডার করতে ইনবক্স করুন।

অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন ✅সবচেয়ে কম দামে, প্রিমিয়াম প্রডাকশন ✅
12/07/2025

অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন ✅
সবচেয়ে কম দামে, প্রিমিয়াম প্রডাকশন ✅

✅ ৭ দিনের অফার ✅ অর্ধেক দামে বই ✅থাকছে বই উপহার (বিস্তারিত কমেন্টে)🔥🔥বইপাড়া'র অফিশিয়াল ফেসবুক গ্রুপে-এড হলে পাচ্ছেন এক্স...
12/07/2025

✅ ৭ দিনের অফার ✅ অর্ধেক দামে বই ✅থাকছে বই উপহার (বিস্তারিত কমেন্টে)
🔥🔥বইপাড়া'র অফিশিয়াল ফেসবুক গ্রুপে-এড হলে পাচ্ছেন এক্সট্রা ১% ছাড়: https://www.facebook.com/groups/250521569598137/?ref=
🔥🔥অর্ধেক দামে অর্ডার করতে পারবেন সূর্যোদয় প্রকাশনীর যেকোন চিরায়ত বই।
বুকলিস্ট:
আদর্শ হিন্দু হোটেল – ৩০০৳ → ১৫০৳
দৃষ্টি প্রদীপ – ২৮০৳ → ১৪০৳
হীরে মানিক জ্বলে – ২৫০৳ → ১২৫৳
অশনি সংকেত – ২৫০৳ → ১৩০৳
পথের পাঁচালি – ৩৩০৳ → ১৬৫৳
আরন্যক – ৩০০৳ → ১৫০৳
অপরাজিত – ৪৫০৳ → ২২৫৳
আম আঁটির ভেঁপু – ২৩০৳ → ১১৫৳
দুই বাড়ি – ৩৩০৳ → ১৬৫৳
নিশিপদ্ম – ৩৩০৳ → ১৬৫৳
ইছামতী – ৪৫০৳ → ২২৫৳
চাঁদের পাহাড় – ২৫০৳ → ১২৫৳
সুন্দরবনে সাত বছর – ২৫০৳ → ১২৫৳
ভয় ও ভৌতিক সমগ্র – ৪৫০৳ → ২২৫৳
গোরা – ৪৫০৳ → ২২৫৳
চোখের বালি – ৩০০৳ → ১৫০৳
শেষের কবিতা – ৩০০৳ → ১৫০৳
নৌকাডুবি – ৩০০৳ → ১৫০৳
গীতাঞ্জলি – ৩০০৳ → ১৫০
গল্পগুচ্ছ – ১০০০৳ → ৫০০৳
ঘরে বাইরে – ৩০০৳ → ১৫০৳
কল্পনা – ২৫০৳ → ১২৫৳
বিসর্জন – ২৫০৳ → ১২৫৳
সোনার তরী – ৩০০৳ → ১৫০৳
ক্ষনিকা – ৩০০৳ → ১৫০৳
যোগাযোগ – ৩৩০৳ → ১৬৫৳
পথের দাবি – ৪৫০৳ → ২২৫৳
গৃহদাহ – ৪৫০৳ → ২২৫৳
চরিত্রহীন – ৪৫০৳ → ২২৫৳
দত্তা – ৩০০৳ → ১৫০৳
পল্লীসমাজ – ২৫০৳ → ১২৫৳
দেবদাস – ২৫০৳ → ১২৫৳
শ্রীকান্ত – ৫৫০৳ → ২৭৫৳
পরিণীতা – ২০০৳ → ১০০
শাপমোচন – ২৮০৳ → ১৪০৳
চিতা বহ্নিমান – ২৫০৳ → ১২৫৳
ফুলশয্যার রাত – ২৫০৳ → ১২৫৳
পদ্মা নদীর মাঝি – ২৫০৳ → ১২৫৳
পুতুল নাচের ইতিকথা – ৩৩০৳ → ১৬৫৳
জননী – ২৭৫৳ → ১৩৫৳
দিবা রাত্রির কাব্য – ২৫০৳ → ১২৫৳
লালসালু – ২৫০৳ → ১২৫৳
চাঁদের আমাবস্যা – ২৮০৳ → ১৪০৳
কাঁদো নদী কাঁদো – ৩০০৳ → ১৫০৳
বনলতা সেন – ২০০৳ → ১০০৳
রুপসী বাংলা – ২৩0৳ → ১১৫৳
কবি – ৩০০৳ → ১৫০৳
হাঁসুলী বাঁকের উপকথা – ৪৫০৳ → ২২৫৳
একটি কালো মেয়ের কথা – ২৫০৳ → ১২৫৳
তিথিডোর – ৫৫০৳ → ২৭৫৳
রাত ভরে বৃষ্টি – ২২0৳ → ১১০৳
নীল দর্পন – ২৫০৳ → ১২৫৳
দৃষ্টিপাত – যাযাবর – ২৫০৳ → ১২৫৳
কপালকুন্ডলা – ২৫০৳ → ১২৫৳
ভোলগা থেকে গঙ্গা – ৪০০৳ → ২০০৳
বিষাদ সিন্ধু – ৪৫০৳ → ২২৫৳
মা (ম্যাক্সিম গোর্কি) – ৪৫০৳ → ২২৫৳
তিতাস একটি নদীর নাম – ৩৫০৳ → ১৭৫৳
লা নুই বেঙ্গলি+ন হণ্যতে – ৪৫০৳ → ২২৫৳
আনাফ্রাঙ্কের ডায়েরী – ৩৫০৳ → ১৭৫৳
বনফুলের শ্রেষ্ঠ গল্প – ৪৫০৳ → ২২৫৳
বাইবেল, কুরআন ও বিজ্ঞান – ৫০০৳ → ২৫০৳
ইকিগাই – ২৫০৳ → ১২৫৳
প্রিজনার্স অভ জিয়োগ্রাফি – ৬৫০৳ → ৩২৫৳
আপনার পছন্দের বইটি অর্ডার করতে এখনই ম্যাসেজ করুন m.me/boiparaest20।
✅ প্রিমিয়াম হার্ডবাইন্ডিং কোয়ালিটি। ✅ টপনচ প্রোডাকশন

12/07/2025

নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে হচ্ছে। এই বইটা পড়ার তৌফিক আল্লাহ তা'আলা আমাকে দিয়েছেন । বই জগতে আমার পথ চলা দুই দুই চার দিন। এতটুকু অভিজ্ঞতায় এইরকম একটা বই রিভিউ করার যোগ্যতা , ভাষা ,শব্দ কোনটাই আমার নেই ‌।
পাকিস্তানি লেখিকার উর্দু এই উপন্যাসটি প্রকাশিত হয় (খুব সম্ভবত) ২০০৩ সালে। আমি জানিনা কেন এই বইটি পড়া শুরু করেছিলাম কারন আমি তো উপন্যাস , গল্প বা প্রেম কাহিনী এই ধরনের বই পড়িনা।
শুরুতে আমার এই ধারণা ছিল না যে এই বইয়ের সাথে থাকা আমার প্রত্যেকটা সময়কাল শেষ কয়েক দিনের সবথেকে সুন্দরতম সময় হবে। যতটা সময় আমি এই বইয়ের সাথে ছিলাম ততটা সময় আমি খুব ভালো ছিলাম।
এমন একটা বই এমন একটা উপন্যাস যেটাকে আপনি যেকোনো একটা জনরায় রাখতে পারবেন না। রোমান্টিক,ইসলামিক,আত্মউন্নয়নমূলক, সাইকোলজিকাল থ্রিলার আরো কত কি । প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে একদম আবেগে আপ্লুত করে রাখবে। লেখায় এত ডিটেইলিং আপনি প্রত্যেকটা কাহিনীর সিন অনুভব করতে পারবেন, ইমাজিন করতে পারবেন। এই বইকে আমার রিভিউর শব্দে আনা কখনোই সম্ভব না। আমি ফিজিক্যালি বইটা শেষ করেছি কিন্তু মেন্টালি, ইমোশনালি শেষ করিনি কখনো পারবো ও না।
প্রধান চরিত্র : সালার সিকান্দার , ইমামা হাশিম
কাদিয়ানী পরিবারে জন্মগ্রহণ করা ইমামা হাশিম ইসলাম গ্রহণ করার পরে সালার সিকান্দারের সাহায্যে অনিশ্চিত ভবিষ্যতের পথে পাড়ি দেয়।
এদিকে ইসলাম থেকে যোজন যোজন দূরে সালার সিকান্দার যুবক বয়সে এমন কোনো পাপ নেই যেটা সে করেনি ।
ইমামা হাশিম মেডিকেল পড়ুয়া ঠান্ডা স্বভাবের একদিন ডাক্তার হবে এই স্বপ্নে বাঁচা মেয়ে অপরদিকে সালার সিকান্দার ১৫০+ আইকিউ ও ফোটোজেনিক মেমোরির নিয়ামতে থাকা গুনাহের সাগরে ডুবে থাকা ছেলে ।
এভাবেই চলতে চলতে কঠিন বিপদের সম্মুখীন হওয়ার পরে সালার সিকান্দার হেদায়েতের আলোতে আলোকিত হয়। যে ছেলে আ*ত্ম*হ*ত্যা করতে চাই তো , যে মারাত্মক প*র্নো*গ্রা*ফি*তে আসক্ত ছিল, ড্রাগস , ড্রিংকস, পার্টি , নিষিদ্ধ এলাকায় যাওয়া ছেলে যেভাবে একটা সময় হেদায়েতের আলো পায় , কিভাবে কুরআনে হাফেজ হয় , কিভাবে তার জীবনের একমাত্র ভালোবাসাই যে ইমামা হাশিম তা অনুভব করতে পারে , কিভাবে নিজেকে গুটিয়ে নেয় , কিভাবে আলোর পথে চলতে থাকে । কিভাবে ইমাম হাশিম তার সবকিছু হারিয়ে ও সবর করার পুরস্কার হিসেবে সর্বশেষ আল্লাহ তা'আলা তাকে উত্তম প্রতিদান হিসেবে সালার সিকান্দারকে দিয়ে দেন। সেই সালার সিকান্দার যাকে ইমামা হাশিম মোটেও পছন্দ করে না , যাকে ইমামা হাশিম পৃথিবীর সব থেকে খারাপ মানুষ মনে করে এবং সেই সালার সিকান্দার যে কাবা শরীফের সামনে রবের কাছে শুধুই ইমাম হাশিম কে দুআ তে চেয়ে নয় বছর অপেক্ষা করে।
অসাধারণ অসাধারণ ঘটনায় পরিপূর্ণ এই উপন্যাস। প্রত্যেকটা ঘটনা আপনাকে কোনো কিছু বলার অযোগ্য করে দিবে । বইটি পড়তে পড়তে আপনি কাল্পনিক জগতে ডুবে যাবেন , আবেগে আপ্লুত হবেন , অবাক হবেন , কিছু ঘটনায় তো প্রচুর কান্নাও করবেন বিশেষ করে বইয়ের শেষ পৃষ্ঠাগুলো তো আপনাকে কান্না করতে বাধ্য করবে , যেই সেই কান্না না ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে আপনাকে বাধ্য করবে। এই বই আপনাকে লক্ষ্য দিবে , এই বই আপনাকে সবর করা শিখাবে , জীবনকে উপভোগ করা শিখাবে জীবনকে উপলব্ধি করা শিখাবে । যতদিন বইটা পড়বেন আর যতদিন বইয়ের রেশ আপনার মধ্যে থাকবে আপনার অনুভূতি রোমাঞ্চিত হওয়ার শীর্ষ থাকবে।
বইটির দ্বিতীয় অংশ হলো আব-এ- হায়াত।
এই বই পড়ার অভিজ্ঞতা আর অনুভূতি আমার কাছে হাজারটা লাল গোলাপের সৌন্দর্যের মতো।

বইয়ের নাম : পীর-এ-কামিল
লেখিকা : উমেরা আহমেদ।

ফেলুদা প্রিমিয়াম আজ সারা দিন ৫২৫৳। অর্ডার করতে যোগাযোগ করুন বইপাড়ায়।
12/07/2025

ফেলুদা প্রিমিয়াম আজ সারা দিন ৫২৫৳। অর্ডার করতে যোগাযোগ করুন বইপাড়ায়।

আরাজ আলী মাতুব্বর রচনা সমগ্র। তিনি নিজ চেষ্টা ও সাধনায় বিজ্ঞান, ইতিহাস, ধর্ম ও দর্শনসহ বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জন ...
12/07/2025

আরাজ আলী মাতুব্বর রচনা সমগ্র।

তিনি নিজ চেষ্টা ও সাধনায় বিজ্ঞান, ইতিহাস, ধর্ম ও দর্শনসহ বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জন করেন।[১] ধর্ম, জগৎ ও জীবন সম্পর্কে নানামুখী জিজ্ঞাসা তার লেখায় উঠে এসেছে। তিনি তার ৮৬ বছরের জীবনকালে ৭০ বছরই লাইব্রেরিতে কাটিয়েছেন পড়াশোনা করে। জ্ঞান বিতরণের জন্য তিনি তার অর্জিত সম্পদ দিয়ে গড়ে তুলেছিলেন ‘আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরি’।

রচনা সমগ্রতে বিশেষ ডিস্কাউন্ট। অর্ডার করুন বইপাড়া.কমএ।

বাংলা সাহিত্যের মহীরুহ সৈয়দ শামসুল হকের বই গুলো পেয়ে যাচ্ছেন ৩০% ছাড়ে।  বই অর্ডার করতে ইনবক্সে ম্যাসেজ দিন। কল 01705-720...
12/07/2025

বাংলা সাহিত্যের মহীরুহ সৈয়দ শামসুল হকের বই গুলো পেয়ে যাচ্ছেন ৩০% ছাড়ে। বই অর্ডার করতে ইনবক্সে ম্যাসেজ দিন।
কল 01705-720707

৩০% ছাড়ে বইগুলো পাবেন ৮০০৳। অর্ডার করতে ম্যাসেজ করুন ইনবক্সে। কল:01705-72070701705-720707
12/07/2025

৩০% ছাড়ে বইগুলো পাবেন ৮০০৳। অর্ডার করতে ম্যাসেজ করুন ইনবক্সে।
কল:01705-72070701705-720707

ছবিতে দেওয়া বইগুলোতে পাবেন ৩০-৫০% পর্যন্ত ছাড়ে।অর্ডার করতে যোগাযোগ করুন বইপাড়ায়।
12/07/2025

ছবিতে দেওয়া বইগুলোতে পাবেন ৩০-৫০% পর্যন্ত ছাড়ে।
অর্ডার করতে যোগাযোগ করুন বইপাড়ায়।

"তৎক্ষনাৎ দুখানি চোখ আমার মনে পরিয়া গেলো।"বই-রবীন্দ্রনাথের গল্পগুচ্ছগল্প - একরাত্রি
12/07/2025

"তৎক্ষনাৎ দুখানি চোখ আমার মনে পরিয়া গেলো।"

বই-রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ
গল্প - একরাত্রি

শরৎচন্দ্রের ৬ কন্যা প্যাকেজ❤️🍀 বামুনের বউ🍀 বিজয়া🍀 বিরাজ বৌ🍀 বড়দিদি🍀 মেজদিদি🍀 অরক্ষনীয়াসাথে থাকবে ৯ টি বুকমার্ক। 📐 মূল্য ...
12/07/2025

শরৎচন্দ্রের ৬ কন্যা প্যাকেজ❤️

🍀 বামুনের বউ
🍀 বিজয়া
🍀 বিরাজ বৌ
🍀 বড়দিদি
🍀 মেজদিদি
🍀 অরক্ষনীয়া

সাথে থাকবে ৯ টি বুকমার্ক।

📐 মূল্য মাত্র ৪৯৯ টাকা।

অফার চলবে ১৫ তারিখ পর্যন্ত।

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when বইপাড়া.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইপাড়া.কম:

Share