Bplus tv

Bplus tv প্রজন্মের দোড়গোড়ায়

05/10/2025

রাজনীতির এই পিট ওপিট।

05/10/2025

জনগণের কথা না রাখলে, বিএনপির বিরুদ্ধে যাওয়া উচিত!

20/09/2025

Ajker Bangla khobor 20 Sep 2025 __ Bangladesh letest News __ Somoy sangbad news __ Bangla News today

18/09/2025
অভিনন্দন ও শুভেচ্ছা ভাইয়া
15/09/2025

অভিনন্দন ও শুভেচ্ছা ভাইয়া

পর্যটক টানছে ফটিকছড়ি "মিনি কাশ্মীর" খ্যাত নতুন দর্শনীয় স্থানস্থান: উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বিমান চত্বরের পশ্চিমে...
15/09/2025

পর্যটক টানছে ফটিকছড়ি "মিনি কাশ্মীর" খ্যাত নতুন দর্শনীয় স্থান

স্থান: উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বিমান চত্বরের পশ্চিমে গায়েবী জামে মসজিদেরও পশ্চিমে পাহাড় ঘেসা পাদদেশে অবস্থিত।

ফটিকছড়ি প্রেসক্লাবের শূণ্য পদে সভাপতি এসএম মোরশেদ মুন্না,সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ কামাল উদ্দিন নির্বাচিত।
13/09/2025

ফটিকছড়ি প্রেসক্লাবের শূণ্য পদে সভাপতি এসএম মোরশেদ মুন্না,সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ কামাল উদ্দিন নির্বাচিত।

শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেণীর শিক্ষার্থী Md Farhad - ই*ন্তেকাল করেছেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন 🥲
13/09/2025

শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেণীর শিক্ষার্থী Md Farhad - ই*ন্তেকাল করেছেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন 🥲

12/09/2025
ফটিকছড়িতে স্বাস্থ্যখাতে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটামফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য খাতে চলমান অনিয়ম, দুর্...
11/09/2025

ফটিকছড়িতে স্বাস্থ্যখাতে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য খাতে চলমান অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, স্থানীয় সচেতন নাগরিক ও ভূক্তভোগী রোগীরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন এবং ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

অভিযোগে বলা হয়, বর্তমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (UHFPO) দায়িত্বে থেকেও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। তার অদক্ষতা, অবহেলা এবং দায়িত্বে গাফিলতির কারণে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতালের ভেতরে সক্রিয় একাধিক সিন্ডিকেট নিয়মিত ওষুধ সরবরাহ, রোগী সেবা, ডেলিভারি ও অ্যাম্বুলেন্স সেবার নামে অনৈতিক লেনদেন ও অতিরিক্ত টাকা আদায় করছে।

বক্তারা অভিযোগ করেন, এসব অনিয়ম শুধু সাধারণ মানুষকে হয়রানি করছে না, বরং সরকারি স্বাস্থ্যসেবার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করছে। তারা অবিলম্বে বর্তমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে ঝগড়া, মীরসরাইয়ে পিতার ছুরিকাঘাতে পুত্র খুন মীরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে পিতা নুরুজ্জামানের...
10/09/2025

বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে ঝগড়া, মীরসরাইয়ে পিতার ছুরিকাঘাতে পুত্র খুন মীরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে পিতা নুরুজ্জামানের হাতে একমাত্র পুত্র শাহেদ (২৪) খুন হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলাধীন মায়ানী ইউনিয়নস্থ আবুতোরাব ঘড়ি মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, পিতা নুরুজ্জামান প্রবাসে থাকেন। সম্প্রতি নুরুজ্জামান দেশে এসেছেন। ২০দিন আগে নুরুজ্জামানের ছোট মেয়ের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে নুরুজ্জামানের সাথে অপরিচিত এক নারী অতিথিকে দেখা যায়। পরিচয় জানতে চাইলে বন্ধুর স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয় সকলের সাথে।

পরিবারের সদস্যরা চট্টগ্রামে ভাড়া বাসায় থাকার সুযোগে কথিত বন্ধুর স্ত্রীকে গতকাল বিয়ে করে নুরুজ্জামান নিজের গ্রামের বাড়িতে এনে বসবাস শুরু করেন। বিষয়টি জানতে পেরে নুরুজ্জামানের স্ত্রী কামরুজাহান তার বড় বোন নুর জাহান, ছোট বোন নুরহনাহার, বড় মেয়ে ফারহানা, ছোট মেয়ে সুমি এবং একমাত্র ছেলে শাহেদকে নিয়ে প্রথমে মীরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে থানার সহযোগিতা চান।

কামরুন্নাহারের অভিযোগ করে বলেন, পুলিশি সহযোগিতা চাইলেও মীরসরাই থানা পুলিশ তাদের সহযোগিতা না করে কোন ঘটনা ঘটলে দেখবেন বলে বিদায় করে দেন।

থানা থেকে বাড়িতে গেলে নুরুজ্জামানের সাথে স্ত্রী কামরুননাহারের বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে নুরুজ্জামান স্ত্রী কামরুন্নাহারের চুলের মুষ্টি ধরে প্রহার করতে গেলে একমাত্র ছেলে শাহেদ মাকে রক্ষা করার জন্য এগিয়ে গেলে নুরুজ্জামান ক্ষুব্ধ হয়ে নিজের একমাত্র ছেলের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত শাহেদকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ঘটনাস্থলেই ছেলে শাহেদের মৃত্যু হয় বলে জানা যায়।

সরজমিনে গিয়ে দেখা যায়, মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি এ্যাম্বুলেন্সে শাহেদের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছেন থানার এক এএসআই। লাশের পাশে বিলাপ করে পুলিশের অসহযোগিতার কথা বলছেন শাহেদের মা আর খালারা।

এ বিষয়ে মীরসরাই থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, থানায় অভিযোগ দিয়েছে কিনা তা দেখতে হবে। কিন্তু তার বাবা চুরি করে সিলেট থেকে বিয়ে করেছে তার জন্য বাবার সাথে ঝগড়া করার জন্য পুলিশ চাইবে আর পুলিশ তার সাথে যাবে এটা কি হয়

Address

Bohaddarhat, Chattogram
Chittagong
4212

Telephone

+8801766630875

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bplus tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bplus tv:

Share

Category