Ajob Boys Ltd.

Ajob Boys Ltd. Spread The Happiness.

25/06/2024

এদেশে যেসব কবিরাজরা কবিরাজি করে বলে দাবি করে তাদের কেউ তো শরীয়তসম্মত রুকইয়াহ করাইই না, বরং বেশিরভাগই কুফরি জাদুটোনা সম্পর্কেও ভালোভাবে জানে না। এরা কবিরাজের ভং ধরে শুধুমাত্র টাকা হাতানোর ধান্দায়। এরা না রাকী আর না কবিরাজ। ভন্ডামির উপরে ভন্ডামি হয়ে ভন্ডামি হোল স্কয়ার হওয়ার মতো ব্যাপার।

05/05/2024

রসুলুল্লাহ ﷺ যখন বজ্রের আওয়াজ শুনতেন তখন এ দোয়া পড়তেন—

اللَّهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلاَ تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ


অর্থ: হে আল্লাহ, আপনি আমাকে আপনার গজব দিয়ে হত্যা করে দেবেন না এবং আপনার আজাব দিয়ে ধ্বংস করে দেবেন না। এসবের আগেই আপনি আমাকে পরিত্রাণ দিন।’ (তিরমিজি ৩৪৫০)

28/10/2023

সামনেই আসছে শীত। আর শীত মানেই পিঠেপুলির উৎসব। পিঠার নাম আসলেই চলে আসে খেজুরের রস আর গুড়ের কথা।

কেমন হয় যদি এই শীতে UMMAH SQUAD থেকে আপনাদের জন্য খাঁটি খেজুরের রস আর গুড়ের ব্যবস্থা করা যায়?

মতামত জানাবেন দয়া করে। আর কোন পরামর্শ থাকলে সেটিও জানাতে পারেন।

19/10/2023

জুমাবারের অফার 🖤

আজ পবিত্র জুমাবার উপলক্ষে, সারাদিন UMMAH SQUAD এর যে কোন পণ্য অর্ডার করলেই সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৬০ টাকা!

দারুণ না ব্যাপারটা? তাহলে দেরী কেন পছন্দেন পণ্যটি অর্ডার করে ফেলুন সময় শেষ হওয়ার আগেই।

#জুম্মা_অফার

18/10/2023
28/09/2023

আরবদের সরাসরি নামে না ডেকে উপনামে ডাকা

শায়বা, আবুল কাসিম কিংবা আবদুর রহমান ইবনে ছাখর এই নামগুলো যেমনি আমাদের কাছে অপরিচিত মনে হচ্ছে ঠিক উল্টোভাবে যথাক্রমে আবদুল মুত্তালিব, মুহাম্মদ ﷺ ও আবু হুরাইরা (রা) নামগুলো ঠিক ততোটাই প্রসিদ্ধ ও পরিচিত আমাদের কাছে। অথচ নামগুলো একই মানুষেরই, পার্থক্য হলো একটি উপনাম বা ডাকনাম আর অন্যটি প্রকৃত নাম।

◼️আমর বা হাশিম :

হাশিম ছিলেন রাসুল ﷺ এর প্রপিতামহ অর্থাৎ আব্দুল মুত্তালিবের বাবা। উনিই সেই যার নামে বনু হাশিম গোত্রের নামকরণ করা হয়। তবে তিঁনার প্রকৃত নাম আমর।মক্কার হাজীদের বিশেষ পানীয় পান করানোর দ্বায়িত্ব পেলে তিনি সেই স্যুপের মধ্যে রুটি ছিড়ে দেন যার ফলে স্বাদ আরো বেড়ে যায় এবং তিঁনি প্রশংসিত হন। ঐ খাবারটির নাম ছিলো " হাশম "। এ থেকেই পরবর্তীতে সকলে উনাকে হাশিম নামে ডাকতে শুরু করে।

◼️ শায়বা বা আব্দুল মুত্তালিব :

হাশিম ব্যবসার জন্য শামে গেলে সেখানেই বিয়ে করেন এবং জন্মের সময় কিছু চুল সাদা থাকায় তাঁর ছেলের নাম রাখেন "শায়বা" মানে বৃদ্ধ লোক। পরবর্তীতে হাশিমের মৃত্যুর পর তার ভাই আল মুত্তালিব শায়বাকে মক্কায় নিয়ে আসেন। এসময় মক্কাবাসী শায়বাকে আল মুত্তালিবের দাস ভেবে তাঁকে "মুত্তালিবের দাস" বা আব্দুল মুত্তালিব বলে ডাকতে থাকে, এরপর তিঁনি এ নামেই পরিচিতি পান। আর ইনিই মহানবী ﷺ এর দাদা।

◼️ আবদুর রহমান ইবনে ছারখ বা আবু হুরাইরা :

আবু হুরাইরা (রা) হলেন সর্বাধিক হাদিস বর্ণণাকারী একজন সাহাবী। হাদিস গ্রন্থে বারংবার তিঁনার নাম এসেছে। তবে অবাক করা ব্যাপার হলো এটি তিঁনার প্রকৃত নাম নয়। বরং তিঁনার নাম আব্দুর রহমান ইবনে ছারখ। একদিন তিনি বিড়াল কোলে নিয়ে বসে থাকায় মহানবী ﷺ তাঁকে "বিড়ালের বাবা" বা আবু হুরাইরা বলে ডাকেন। সেই থেকে সকলে তাঁকে এ নামেই ডাকে।

এছাড়া অসংখ্য সাহাবিদের নাম পাওয়া যায় যাদের প্রকৃত নাম উল্লেখ না করে তাদের বাবা বা সন্তানের নামের মাধ্যমে পরিচয় দেওয়া হয়েছে।যেমন আবু তালিব ( তালিবের বাবা ),উম্মে কুলসুম ( কুলসুমের মা), ইবনে উমায়ের ( উমায়েরের ছেলে) ইত্যাদি ইত্যাদি।

সীরাত কিংবা হাদিসের আরেকটি বৈশিষ্ট্য হলো খুব বেশি প্রয়োজন ছাড়া কোন নারীর নাম উল্লেখ করা হয় নি। এক্ষেত্রে তাঁদের পরিচয় দেওয়া হয়েছে অমুকের মা কিংবা উমুকের কন্যা বলে।কারণ প্রয়োজন ছাড়া নারীর নাম উল্লেখ করাটা গায়রতের খেলাফ।

আরবদের নামকরণে কিছু অন্যন্য বৈশিষ্ট্য : ২

সিরাতের পাতা থেকে - ৫
মোঃ মিনহাজ উদ্দিন

#সিরাতের_পাতা_থেকে

27/09/2023

আরবদের একই নামের বারবার পুনরাবৃত্তি :

সীরাতের পাতায় যখন বিস্তারিত ঘটনাপ্রবাহ পড়বেন দেখবেন একই নামের অনেক সাহাবী, তাবেঈ বা তাবে তাবেই পাওয়া যাচ্ছে যাদের মধ্যাকার সম্পর্ক খুব বেশি দূরেরও নয়। যেমন :

◼️ মুহাম্মদ ﷺ এর বাবার নাম ছিলো আবদুল্লাহ। আবার মুহাম্মদ ﷺ এর একজন ছেলের নামও ছিলো আবদুল্লাহ। অর্থাৎ দাদা-নাতীর একই নাম।

◼️ জায়নাব (রা) ও উম্মে কুলসুম (রা) ছিলো রাসুল ﷺ এর মেয়ে। আবার রাসুল ﷺ এর অন্য মেয়ে ফাতিমা (রা) এর ২ মেয়ের নামও উম্মে কুলসুম ও জায়নাব। খালা,ভাগ্নীর একই নাম।

◼️আলী (রা) এর এক ছেলের নাম হাসান (রা), আবার সেই হাসান (রা) এর ছেলের নামও আলী। আবারও দাদা-নাতীর একই নাম।

◼️উমর (রা) এর ছেলের নাম আব্দুল্লাহ, তার ছেলে আবদুল আজিজ। সেই আবদুল আজিজের ছেলের নাম আবার উমর। যাকে ইসলামের পঞ্চম খলিফা ও দ্বিতীয় উমর বলা হয়।

এভাবে আরো অসংখ্য নাম হয়তো পাওয়া যাবে যেসব নাম মাত্র ২/১ পুরুষ পরে গিয়েই আবার পুনরাবৃত্তি ঘটেছে। এত এত পুনরাবৃত্তি অন্য কোন জাতির ক্ষেত্রে পাওয়া যায় বলে আমার জানা নেই।

আরবদের নামকরণে কিছু অন্যন্য বৈশিষ্ট্য : ১

সিরাতের পাতা থেকে - ৪
মোঃ মিনহাজ উদ্দিন

#সিরাতের_পাতা_থেকে

27/09/2023

সালমান ফারসি (রা) ও সত্য পথের যাত্রীদের জন্য শিক্ষা

১. সত্য ধর্মের জ্ঞান অর্জনের জন্য তিঁনি ইরান থেকে শাম, শাম থেকে যথাক্রমে মসুল, নিসিবিস,তুরস্কের আম্মুরিয়া, ওয়াদি আর কুরা এবং সর্বশেষ মদিনায় গমন করেন৷ এরমধ্যে তিনি নিজের পরিবার,সম্পদ সবকিছু ত্যাগ করেন,এমনকি দাস জীবনও বরণ করে নেন।

শিক্ষা : সত্য জ্ঞান অর্জনের জন্য ( ফরজে ইলম) প্রয়োজনে নিজের সর্বোচ্চটুকু ত্যাগ করতে হবে। সত্য জ্ঞানের বিপরীতে দুনিয়ার সকল সম্পদই মূল্যহীন।

২. সত্য ধর্মের প্রতি সালমান ফারসি (রা) এর আগ্রহ দেখে তিঁনার বাবা তিঁনাকে শেকল দিয়ে বেঁধে রেখেছিলেন যাতে তিঁনি সে ধর্মের অনুসারী হতে না পারেন।

শিক্ষা : সত্যের পথে চলতে শুরু করলে সর্বপ্রথম বাঁধাটা পরিবার কিংবা কাছের মানুষদের থেকেই আসবে৷ এ অবস্থায় হতাশ হওয়া যাবে না বরং সবর করতে হবে।

৩. ইরান থেকে শামে যে বিশপের ( গীর্জার পুরোহিত) থেকে তিঁনি শিক্ষা নিচ্ছিলেন তার শিক্ষা সত্য হলেও ব্যাক্তিগতভাবে সে অসৎ ছিলেন। একারণে সালমান ফারসি (রা) তাকে অপছন্দ করলেও তার থেকে শিক্ষা গ্রহণে বিরত থাকেন নি।

শিক্ষা : কোন ব্যাক্তির আচরণ দিয়ে কখনো কোন দল বা ধর্মকে বিচার করবো না, ব্যাক্তির খারাবী তার সাথে সংশ্লিষ্ট আর দল বা ধর্মকে বিচারের মানদণ্ড তার আদর্শ।

৪. একাধিক আলেম থেকে শিক্ষা নেওয়ার পরেও তাঁদের মৃত্যুর সময় তাঁদের পরামর্শক্রমে নতুন আলিমের সংস্পর্শে থেকেছেন, এরজন অনেক দূরপথ পাড়ি দিতে হলে তাও দিয়েছেন তিঁনি।

শিক্ষা : নিজের জ্ঞান যতই সঠিক ও প্রবল হোক নিজেকে সবসময় একজন হক্কানী আলেমের সংস্পর্শে রাখা জরুরী, সবকিছুতে তাদের পরামর্শ নেওয়াও জরুরী।

৫. আম্মুরিয়ার ( বাইজেন্টাইন) আলিম থেকে পরবর্তী নবীর ৩টি লক্ষণ জেনেছিলেন এবং নবী ﷺ নবুয়তের দাবী করার পর সালমান ফারসি (রা) সবগুলো যাচাই করার পরই নবীর দাওয়াতকে গ্রহণ করে নেন।

শিক্ষা : কেউ নিজেকে পীর,ওলি-আউলিয়া দাবি করলেই নিজের বিবেককে বিসর্জন দিয়ে অন্ধ আনুগত্য বন্ধ করা যাবে না বরং তাঁর কাজকর্ম কোরআন হাদিসের কষ্টিপাথরে যাচাই করে নিতে হবে।

৬. সালমান ফারসি (রা) কে তার মনিবের দাসত্ব থেকে মুক্ত করতে ৩০০ খেজুর বীজ যার একটি গাছও মরতে পারবে না এবং ৪০ আউন্স স্বর্ণের প্রয়োজন ছিলো। নবী ﷺ ও তাঁর সাহাবারা এর ব্যবস্থা করে তিঁনাকে মুক্ত করে নেন।

শিক্ষা : নতুন করে ধর্মের পথে আসা বিশেষ করে নওমুসলিমদের আধ্যাত্নিক সাহায্যের পাশাপাশি আর্থিক সাহায্যেরও প্রয়োজন হয়, কারণ সে সময় পরিবার, সমাজ তার বিরুদ্ধে থাকে। এমনকি অনেক সময় এই আর্থিক সাপোর্ট না থাকায় অনেকে দ্বীনের পথে এসেও টিকে থাকতে পারে না।

৭. সালমান ফারসি (রা) সত্যের পথে আসতে গিয়ে নিজের পরিবার দেশ ছেড়েছেন, ইরান থেকে শাম,মসুল, নিসিবিস,আম্মুরিয়া,ওয়াদি আল কুরি ও মদিনায় গমন করেন, দাসের জীবন গ্রহণ করতে বাধ্য হোন কিন্তু শেষে আল্লাহ তিঁনাকেও সম্মানীত করেছেন, সত্য পথের অনুসারী হিসেবে কবুল করেছেন।

শিক্ষা : সত্য পথের সন্ধান পেতে হলে, হিদায়াতকে বুকে জড়াতে হলে সর্বপ্রথম পদক্ষেপ নিজেকেই নিতে হবে, সবরের পরীক্ষা দিতে হবে তারপর আল্লাহই বাকিটা সহজ করে দিবেন। কেউ আল্লাহর দিকে হেটে গেলে তিঁনি তার দিকে দৌড়ে যাবেন।

এই সালমান ফারসি (রা) সেই সাহাবী যিনি খন্দকের যুদ্ধে পরিখা খননের সেই চমৎকার পরামর্শ দিয়েছিলেন।

সিরাতের পাতা থেকে - ৩
মোঃ মিনহাজ উদ্দিন

#সিরাতের_পাতা_থেকে

ইলিয়াস হোসেনের ১৮ মিনিটের সেই ভিডিওটা প্রচার করা এখন সময়ের দাবি, দয়া করে সকলে দেখবেন, বিশেষ করে বোনেরা প্লিজ ইগনোর করবেন...
08/03/2023

ইলিয়াস হোসেনের ১৮ মিনিটের সেই ভিডিওটা প্রচার করা এখন সময়ের দাবি, দয়া করে সকলে দেখবেন, বিশেষ করে বোনেরা প্লিজ ইগনোর করবেন না।

আমার একমাত্র ফেইসবুক পেইজ লিংকঃ- এর বাইরে আমার নামে সবগুলো ফেইসবুক পেইজ ভুয়া ৷ https://www.facebook.com/15mnts/আমার ২য় ইউটিউব চ্যান....

সামাজিক লিঙ্গ, জৈবিক লিঙ্গ, প্রশাসনিক লিঙ্গ,  আর কী কী থাকতে পারে?
09/01/2023

সামাজিক লিঙ্গ, জৈবিক লিঙ্গ, প্রশাসনিক লিঙ্গ, আর কী কী থাকতে পারে?

Address

Chittagong

Telephone

+8801756252684

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajob Boys Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajob Boys Ltd.:

Share

Category