Moms World

Moms World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Moms World, Digital creator, Chittagong.
(5)

26/09/2025
ফ্রি পরামর্শের জন্য ধন্যবাদ।😐
02/09/2025

ফ্রি পরামর্শের জন্য ধন্যবাদ।😐

আমার জামাইয়ের প্রতিও এতটুকু বিশ্বাস আমার আছে।🤤😤
01/09/2025

আমার জামাইয়ের প্রতিও এতটুকু বিশ্বাস আমার আছে।🤤😤

আমার বাবুটা এমন করে।সোনাবাবা সরি😢।
01/09/2025

আমার বাবুটা এমন করে।
সোনাবাবা সরি😢।

যে মেয়ে কোনো শর্ত বা চাহিদা ছাড়াই আপনাকে ভালোবাসে—তাকে ঠ'কা'নো শুধু ভুল নয়, এটা বড় অ'প'রাধ।এমন ভালোবাসা পেয়ে তাকে ধোঁ'কা...
31/08/2025

যে মেয়ে কোনো শর্ত বা চাহিদা ছাড়াই আপনাকে ভালোবাসে—
তাকে ঠ'কা'নো শুধু ভুল নয়, এটা বড় অ'প'রাধ।

এমন ভালোবাসা পেয়ে তাকে ধোঁ'কা দেওয়া মানে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কটিকে ন'ষ্ট করে ফেলা।
যে আপনাকে পরিবারের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছে, নিজের সবকিছুর উপরে রেখেছে—
আপনার অহং'কার, অব'হে'লা আর অব'জ্ঞা'র কারণে তাকে হারানো প্রমাণ করে,
আপনি সম্পর্কের মূল্য বোঝেননি।

চাহিদাহীন ভালোবাসা পাওয়া বিরল সৌভাগ্য,
আর সেটিকে যত্ন করে আগলে না রাখা—
আপনার সবচেয়ে বড় ব্যর্থতা।
(কালেক্টেড)।

23/08/2025

মেন্টাল টর্চার করা মনুষ্যগুলোর মনুষ্যত্ব নেই যতই লোক দেখানো ধর্ম কর্ম করুক

নারী তখনই চুপ হয়ে যায় যখন সে সত্যি মুভ অন করে। ততদিনই লাফালাফি করে যতদিন তার মনে ভালোবাসা থাকে।
23/08/2025

নারী তখনই চুপ হয়ে যায় যখন সে সত্যি মুভ অন করে। ততদিনই লাফালাফি করে যতদিন তার মনে ভালোবাসা থাকে।

ছোটবেলায় আমরা সবাই স্নো হোয়াইটের গল্পটা  পড়েছি। সেখানে  দুষ্ট রানীর একটা  জাদুর আয়না ছিল । প্রতিদিন সে আয়নার কাছে জিজ্ঞে...
21/08/2025

ছোটবেলায় আমরা সবাই স্নো হোয়াইটের গল্পটা পড়েছি। সেখানে দুষ্ট রানীর একটা জাদুর আয়না ছিল । প্রতিদিন সে আয়নার কাছে জিজ্ঞেস করত “সবচেয়ে সুন্দর কে?” অথচ উত্তরটা রানী জানতই। কিন্তু তবুও সে চাইত কথাটা আয়নার মুখ থেকেই শুনতে।

মানুষও আসলে তাই করে। যে দিন থেকে সে তার জীবনসঙ্গী বেছে নেয়, সেদিন থেকেই নিজের জন্য একটা আয়না বেছে নেয়। আর নিজের অজান্তেই সেই আয়নার হাতে নিজেকে দেখার ক্ষমতাটা তুলে দেয়। এই আয়নায় যদি সে প্রতিদিন নিজেকে যোগ্য, স্মার্ট, গুণী ও সুন্দর মানুষ হিসেবে দেখে, তবে সে নিজেকে সত্যিই তেমনই মনে করে। আবার সেই একই আয়না চাইলে তাকে কুৎসিত ও তুচ্ছ মানুষ হিসেবেও দেখাতে পারে। যদি আয়নাটা প্রতিদিন তাকে “অযোগ্য” বলে উপস্থাপন করে, তবে একসময় সে নিজেকে সত্যিই ব্যর্থ মানুষ বলে বিশ্বাস করতে শুরু করে।

একজন মানুষকে অযোগ্য করে তুলতে পারে তার সঙ্গীর প্রতিদিনের নেতিবাচক মন্তব্য। আবার সেই একই সঙ্গীর ইতিবাচক কথা তাকে করে তুলতে পারে যোগ্য, আত্মবিশ্বাসী এবং সুন্দর একজন মানুষ।

তাই জীবনসঙ্গী নির্বাচনের আগে একবার ভেবে নেবেন, আপনার আয়নাটা কেমন হবে? আপনার আয়না কিভাবে আপনাকে দেখাবে এবং আপনি নিজেকে সেভাবে দেখতে চান কিনা।

লেখা- Foring Camelia

✴️❇️ওয়াল ডেকর হ্যাংগিং:হুত্তি||দুন্ধওগোয়+দাবা||ফুরবারেং||নাধেই||বেইন (পিনোন)✳️✴️ফ্রিজ ম্যাগনেট:হুত্তি,বাচ্চুরি।❤️🤗
20/08/2025

✴️❇️ওয়াল ডেকর হ্যাংগিং:

হুত্তি|
|
দুন্ধওগোয়+দাবা
||
ফুরবারেং
||
নাধেই
||
বেইন (পিনোন)

✳️✴️ফ্রিজ ম্যাগনেট:
হুত্তি,
বাচ্চুরি।
❤️🤗

জীবনের পথে চলতে গেলে কিছু সত্য যদি আগে থেকেই জানা থাকে, তবে অনেক অনাকাঙ্ক্ষিত ব্যথা এড়ানো যায়।যদি অনুভব করেন কারো কাছে আ...
08/08/2025

জীবনের পথে চলতে গেলে কিছু সত্য যদি আগে থেকেই জানা থাকে, তবে অনেক অনাকাঙ্ক্ষিত ব্যথা এড়ানো যায়।

যদি অনুভব করেন কারো কাছে আপনি আর মূল্যবান নন, তাহলে চুপিচুপি সরে আসুন। এটা কঠিন ঠিকই, কিন্তু আত্মসম্মান ধরে রাখার জন্য এই একটিই পথ।

হতাশ মানুষ উপদেশ চায় না, চায় একজোড়া মন দিয়ে শোনা কান। তার কষ্টগুলো শুনে নিন, কারণ কোনো সময়ের চুপচাপ কান্না তাকে পুরোপুরি গুটিয়ে দিতে পারে।

ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়া কখনোই সাহসিকতার পরিচয় নয়। আজ যে মানুষটা চুপচাপ সয়ে নিচ্ছে, কাল তার নিরবতা আপনার জীবনের সব শব্দ থামিয়ে দিতে পারে।

নিজের আনন্দ, নিজের ভালো লাগা বিসর্জন দিয়ে যদি কাউকে খুশি করতে হয়, তবে সে সম্পর্ক নয়, বোঝার নামে বোঝা। নিজেকে ভালোবাসুন, আপনার আপন ভুবনেই শান্তি খুঁজে নিন।

হারিয়ে যাওয়া কোনো কিছু নিয়ে দুঃখ করার আগে ভাবুন, সেটা সত্যিই আপনার ছিল তো?

ছোট পদে থাকা মানুষকে তাচ্ছিল্য করবেন না। কার কত বড়, সেটা সময় নিজেই ঠিক করে দেয়।

সমালোচনার উত্তর কাজ দিয়ে দিন, জবাব নয়। নিজেকে এতটাই উন্নত করুন যে কেউ সমালোচনা করতেও ভয় পায়।

সব মানুষের সঙ্গ একরকম হয় না। কেউ কাউকে শেখানোর নাম করে নিজের অহং দেখায়। এমন মানুষের সঙ্গে তর্ক নয়, দূরত্বই শ্রেয়।

ভুল জায়গায় আত্মত্যাগ আর ভুল মানুষের সঙ্গে বোঝাপড়া—এই দুই ভুল জীবনের সবচেয়ে বড় ক্ষতি।

অনেকেই আপনার হাত ধরে শিখবে, পরে সেই হাত ছেড়ে আপনাকেই ফেলে দিতে দ্বিধা করবে না।

মানুষ মুখে সিংহকে প্রশংসা করলেও, ব্যবহারিক জীবনে গাধাকেই পছন্দ করে—কারণ সে বেশি প্রশ্ন তোলে না।

অন্যের ক্ষতি করে আনন্দ পাওয়া মানুষ নিজেই একদিন নিজের ধ্বংস ডেকে আনে।

জীবন মানেই চাকরি, গাড়ি, বিলাসিতা নয়। অনেক সময় অল্পশিক্ষিত মানুষও গড়ে তোলে বিশাল জীবন, আবার শিক্ষিত হয়েও কেউ ভুলে যায় জীবন মানে কেবল প্রতিষ্ঠা নয়, শান্তিও।

সন্তানের জন্য জমি-জমা রেখে যাওয়া বড় কথা নয়, তাকে এমনভাবে গড়ে তুলুন, যেন সে নিজেই আপনার সব অর্জনের চেয়ে অনেক বেশি মূল্যবান হয়।

সবচেয়ে বড় সত্য—যারা আপনার পাশে আছে, তারা আপনার যতটা উপকার পাবে, ততদিনই আপনাকে মনে রাখবে। প্রিয়তা নয়, প্রয়োজনই সম্পর্কের স্থায়িত্ব ঠিক করে।

তাই নিজেকে ভালোবাসুন। সম্পর্ক টিকিয়ে রাখার নামে নিজেকে হারাবেন না। মনে রাখবেন, একা থাকলে মানুষ কষ্ট পায় ঠিকই, কিন্তু সে বেঁচে থাকে, আবার হাঁটতেও শেখে।




Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moms World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moms World:

Share