MD Rakib

MD Rakib As a digital marketing professional with a 3 year expat experience

👉 ফাইবারে ১ম অবস্থায় কয়টি গিগ দেওয়া যায়?উ- ৭ টি।👉 আমি একটি গিগে কয়টি ইমেজ দিতে পারবো?উ- ৩ টি।👉মোবাইল দিয়ে নাম্বার ভেরিফা...
10/12/2023

👉 ফাইবারে ১ম অবস্থায় কয়টি গিগ দেওয়া যায়?
উ- ৭ টি।
👉 আমি একটি গিগে কয়টি ইমেজ দিতে পারবো?
উ- ৩ টি।
👉মোবাইল দিয়ে নাম্বার ভেরিফাই হয় না কেন?
উ- রিকমিক কিবোর্ড দিয়ে হবে।
👉 কাজ শেষ হলে কত দিন পর মূল Account ডলার যোগ হবে?
উ- ১৪ দিন নতুনদের জন্য।
👉 কত ডলার হলে Fiverr $ withdraw দিতে পারবো?
উ- payoneer এ রিভিনিউ কার্ড ৩০$, ব্যাংক ট্রান্সফার ২০$ পেপালে ১$.
👉Account কত দিন পর ভেরিফাই চায়?
উ- ২-৩ টা কাজ complete করলে( সকল সার্ভিস এর জন্য না)
👉 আমি কি কারো গিগ কপি করতে পারবো?
উ- কপি করতে যাবেন না তাহলে warning খাবেন( আইডিয়া নিতে পারেন)
👉 আমি কি কারো গিগ টাইটেল কপি করতে পারব?
উ- হুম পারবেন
👉 আমার তো পাসপোর্ট /NID কার্ড নাই তাহলে কিভাবে ভেরিরিফাই করবো?
উ- আপনার বাসার কারো পাসপোর্ট /NID দিয়ে পারবেন
👉 Fiverr Account আমার নামে কিন্তু আমি কি ব্যাংক আ্যড করতে পারবো?
উ- হ্যা, পারবেন।
👉আমি যদি Profile picture পরিবর্তন করি তাহলে কি কোনো সমস্যা হবে?
উ- না, কোনো সমস্যা হবে না। গিগ rank ও হারাবে না।
👉 কাজ করলাম ১০ ডলারের কিন্তু আমি কেন ৮$ পাইলাম?
উ- ফাইবারের ২০% চার্জ এর জন্য।
👉Fiverr account একই সময়ে মোবাইলে ও ল্যাপটপে লগইন করা যাবে?
উ- পারবেন।
👉 একটি ল্যাপটপ / মোবাইলে কিভাবে একাধিক Account ব্যবহার করতে পারবো?
উ- না করাই ভালো। করতে চাইলে windows দিয়ে নতুন করে খুলবেন
👉 কোনো Account ডিজেবল হলে ওই ডিভাইসে কি অন্য কোনো আইডি খুলতে পারবো?
উ-হা, পারবেন।
👉ফাইভারে ই-মেইল শেয়ার করা যাবে?
উ- কি জন্য শেয়ার করছেন তা অবশ্যই লিখবেন।
👉ফাইভারে অটো রিফ্রেশ ব্যবহারে সমস্যা হবে?
উ- না কোন সমস্যা হবে না।
👉আমার ডিভাইসে ফাইভার অ্যাকাউন্ট থাকা অবস্থায় আমি কি না যেনো পাবলিক ওয়াইফাই ব্যবহার করবো?
উ- না করাই ভালো
👉 ফাইভার ইউজার নাম চেঞ্জ করা যায়?
উ- করা যায় না।
👉লেভেল 1 পেতে হলে কি করা লাগবে?
উ- $400 ডলার সাথে ১০টা অর্ডার কমপ্লিট
👉আমি সেলার হয়ে ফাইভারের কোন সেলার থেকে সার্ভিস ক্রয় করতে পারবো?
উ- হ্যাঁ পারবেন
👉সেলার একাউন্ট থেকে সেলার একাউন্টে মেসেজ করা যাবে?
উ- কাজ না থাকলে এসব থেকে বিরত থাকেন।
👉ক্লাইন্টের সাথে জুম/গুগল মিটে কথা বলা যাবে?
উ- জি কাজের জন্য হলে পারবেন।
👉 ফাইভারে আউটসাইটে পেমেন্ট নেওয়া নিয়ে কথা বলা যাবে?
উ- কোন ভাবেই না
👉 গিগ র‍্যাংকে আছে কি না বুঝবো কিভাবে?
উ- আপনার সার্ভিস রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করে খুঁজবেন।
👉 কাজ শেষ করার কতো দিনের মধ্যে ক্লাইন্ট চাইলে রিভিউ দিতে পারবে?
উ- ১০/১৪ দিন।
👉 ক্লাইন্টের কাছে রিভিউ চাইতে পারবো?
উ- ডাইরেক্ট রিভিউ না লেখে আপনি বলতে পারেন আমার সাথে করা কাজ নিয়ে অর্ডার পেয়ে তুমি তোমার অভিজ্ঞতা শেয়ার করতে পারো।

#ডিজিটালমার্কেটিং

নতুনরা অনেকেই জিজ্ঞেস করেন ফাইবারে ইনবক্সে বায়ার কে, কি কি বলা যাবেনা! এই বিষয়টি জানা না থাকার কারনে অনেকেই ভুল শব্দ ব্য...
10/12/2023

নতুনরা অনেকেই জিজ্ঞেস করেন ফাইবারে ইনবক্সে বায়ার কে, কি কি বলা যাবেনা! এই বিষয়টি জানা না থাকার কারনে অনেকেই ভুল শব্দ ব্যাবহার করেন, যার ফলে আপনার একাউন্ট ও ওয়ার্নিং আসে ও ডিজেবল হয়ে যায়।

নিচের এই শব্দগুলো ফাইবারের ইনবক্সে লেখা যাবে নাঃ

• Contact
• Skype
• Zoom
• + Any Communication Methods
• Whatsapp
• Email
• Messenger
• Outside of Fiverr
• I work in other places besides Fiverr
• + Any social media name Payment Related:
• Pay
• Payment
• Paypal
• Payoneer
• Bank Account
• Money
• Credit card details
• Transferwise
• Any Payment Method Name or Details Other market Relate
• Peopleperhour
• Upwork
• Freelancer .com
• + Any Other Marketplace Name Reviews/Rating Related
• Reviews
• Positive Rating
• Five Star
• Negative Feedback গালাগালি Related
• F**** • Mother f****
• বাংলায় গালিও দেওয়া যাবে না Slang Related:
• **Spamming
• **Empty/Partial Delivery
• **Unprofessional Behaviour

আশা করছি আপনারা যারা নতুন ফ্রিল্যান্সার তাদের অনেক কাজে লাগবে, প্রয়োজনীয় পোষ্টটি শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন, এতে আপনার ও নতুন বাকিদেরও হেল্প হবে। ❤️

🌹💐Welcome 🥀 মি:🥀 Md Taherul Islam 🎉🎀 𝘽𝙧𝙖𝙣𝙙 𝙉𝙚𝙬 🎀✨ 𝙁𝙧𝙚𝙚𝙡𝙖𝙣𝙘𝙚 𝙈𝙖𝙧𝙠𝙚𝙩𝙚𝙧  🥀 অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মিষ্টার তাহেরুল ইসল...
01/10/2023

🌹💐Welcome 🥀 মি:🥀 Md Taherul Islam 🎉

🎀 𝘽𝙧𝙖𝙣𝙙 𝙉𝙚𝙬 🎀✨ 𝙁𝙧𝙚𝙚𝙡𝙖𝙣𝙘𝙚 𝙈𝙖𝙧𝙠𝙚𝙩𝙚𝙧

🥀 অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মিষ্টার তাহেরুল ইসলাম 🥰😍

অবসর সময়কে কাজে লাগানোর জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজেকে আরেকটু এগিয়ে নিতে Harbour IT Institute এ ফ্রিল্যান্সিং এর Digital Marketing কোর্সে এডমিশন নিয়ে নিজেকে একজন দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করার লক্ষ্যে যাত্রা শুরু করেছেন। আপনার এই যাত্রা শুভ ও সফল হোক।
🏡 আপনাকে Freelancing Community এর পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা ও শুভকামনা খুব দ্রুত আপনার সপ্নের ঠিকানায় পৌছাবেন। 🤲🥀welcome🌷🌷🌷🌺🥀🌺🌼🌺🌺🌼

#ফ্রিল্যান্সিং

সত্যজিৎ চক্রবর্তি কে জানেন আপনি ? যার ট্রেনিং পাওয়ার জন্য বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটি স্টুডেন্টরা এবং বিভিন্ন ডাক্তাররা...
15/07/2023

সত্যজিৎ চক্রবর্তি কে জানেন আপনি ?

যার ট্রেনিং পাওয়ার জন্য বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটি স্টুডেন্টরা এবং বিভিন্ন ডাক্তাররা এবং বিভিন্ন প্রফেশন এর বড় বড় কর্মকর্তারা লাইন ধরে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র একটা ট্রেনিং এর টিকেট পাওয়ার জন্য ,
তিনি হলেন সত্যজিৎ চক্রবর্তী।

এই যে এখানে একটি ছবি দেখছেন খবরের শিরনামে ছবিটা দেখছেন?
এই ছবিটা হলো রাজশাহী বড় এক বিশ্ববিদ্যালয়ে সত্যজিৎ চক্রবর্তী স্যারের ট্রেনিং সেশনের দুই ঘন্টা আগের মুহূর্ত, অনেক স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে শুধুমাত্র ট্রেনিং স্টেশনের একটা টিকিট পাওয়ার জন্য।

আর আপনি কতই ভাগ্যবান সেই স্যার এর ট্রেনিং সেশন ও সময় পাওয়ার সুযোগ আপনার হচ্ছে।যেই মানুষটির হাতে গড়ে উঠছেন হাজার হাজার ফ্রিল্যান্সার ও সফল উদ্দোক্তা,যিনি একাধারে একজন ডিফেন্স ক্রিমিনাল লয়্যার চট্টগ্রাম জাজকোট,বিখ্যাত রাইটার,বাংলাদেশ ক্যারিয়ার ক্লাব এর প্রেসিডেন্ট,অত্র প্রতিষ্ঠান এর Marketing Manager & Director ও সেই সাথে নিউক্লিয়াস গ্রুপের চেয়ারম্যান।

এতদিন দেখে এসেছেন অনলাইনে ও ভার্চুয়ালি দেখেছেন,কিন্তু এই ভার্চুয়ালি দেখার দিন আর নয়।আগামী ১৪ তারিখ রোজ শুক্রবার চট্টগ্রামের আভিজাত্য ক্যাপসিকাম এরাবিয়ান হাইজে জমকালো এক ট্রেনিং সেশন এবং অনুষ্ঠানে স্যারকে সরাসরি দেখার সুযোগ আপনার হচ্ছে।

আগামী ১৪ তারিখ এই বাংলাদেশ জনপ্রিয় সত্যজিৎ স্যারের এর ট্রেনিং সেশন পেয়েছি যাচ্ছি আমরা।আলহামদুলিল্লাহ 🥰🥰🥰

Only 5 Days left! 🚀ডিজিটাল মার্কেটিং শিখে সফল ফ্রিল্যান্সার হতে চান?-:সঠিক স্কিল তৈরি করুন, অসীম ধৈর্য্য এবং অদম্য ইচ্ছে...
11/07/2023

Only 5 Days left! 🚀

ডিজিটাল মার্কেটিং শিখে সফল ফ্রিল্যান্সার হতে চান?
-:সঠিক স্কিল তৈরি করুন, অসীম ধৈর্য্য এবং অদম্য ইচ্ছেশক্তি নিয়ে পরিশ্রম করুন___ ইনশা-আল্লাহ সফল হবেন।
-:ইনশা আল্লাহ আজ রাত 08:00 টায় nearable 800+ registered members থেকে বাছাইপর্ব 200+ students meet-up (Free) orientation Programme about Freelancing Digital Marketing session... ২৪ তম ব্যাচের বাছাইকৃত ক্লাস এবং আগামী ২৪ তারিখ রোজ শুক্রবার থেকে নিয়মিত ক্লাস।

-:২৪ তম ব্যাচে ভর্তি আগ্রহীরা দ্রুত ইনবক্স করুন ভর্তি নিশ্চিত করুন।
📲Any Query: 01646650065 (WhatsApp Available)

Address

Chittagong
4312

Alerts

Be the first to know and let us send you an email when MD Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Rakib:

Share