
10/12/2023
👉 ফাইবারে ১ম অবস্থায় কয়টি গিগ দেওয়া যায়?
উ- ৭ টি।
👉 আমি একটি গিগে কয়টি ইমেজ দিতে পারবো?
উ- ৩ টি।
👉মোবাইল দিয়ে নাম্বার ভেরিফাই হয় না কেন?
উ- রিকমিক কিবোর্ড দিয়ে হবে।
👉 কাজ শেষ হলে কত দিন পর মূল Account ডলার যোগ হবে?
উ- ১৪ দিন নতুনদের জন্য।
👉 কত ডলার হলে Fiverr $ withdraw দিতে পারবো?
উ- payoneer এ রিভিনিউ কার্ড ৩০$, ব্যাংক ট্রান্সফার ২০$ পেপালে ১$.
👉Account কত দিন পর ভেরিফাই চায়?
উ- ২-৩ টা কাজ complete করলে( সকল সার্ভিস এর জন্য না)
👉 আমি কি কারো গিগ কপি করতে পারবো?
উ- কপি করতে যাবেন না তাহলে warning খাবেন( আইডিয়া নিতে পারেন)
👉 আমি কি কারো গিগ টাইটেল কপি করতে পারব?
উ- হুম পারবেন
👉 আমার তো পাসপোর্ট /NID কার্ড নাই তাহলে কিভাবে ভেরিরিফাই করবো?
উ- আপনার বাসার কারো পাসপোর্ট /NID দিয়ে পারবেন
👉 Fiverr Account আমার নামে কিন্তু আমি কি ব্যাংক আ্যড করতে পারবো?
উ- হ্যা, পারবেন।
👉আমি যদি Profile picture পরিবর্তন করি তাহলে কি কোনো সমস্যা হবে?
উ- না, কোনো সমস্যা হবে না। গিগ rank ও হারাবে না।
👉 কাজ করলাম ১০ ডলারের কিন্তু আমি কেন ৮$ পাইলাম?
উ- ফাইবারের ২০% চার্জ এর জন্য।
👉Fiverr account একই সময়ে মোবাইলে ও ল্যাপটপে লগইন করা যাবে?
উ- পারবেন।
👉 একটি ল্যাপটপ / মোবাইলে কিভাবে একাধিক Account ব্যবহার করতে পারবো?
উ- না করাই ভালো। করতে চাইলে windows দিয়ে নতুন করে খুলবেন
👉 কোনো Account ডিজেবল হলে ওই ডিভাইসে কি অন্য কোনো আইডি খুলতে পারবো?
উ-হা, পারবেন।
👉ফাইভারে ই-মেইল শেয়ার করা যাবে?
উ- কি জন্য শেয়ার করছেন তা অবশ্যই লিখবেন।
👉ফাইভারে অটো রিফ্রেশ ব্যবহারে সমস্যা হবে?
উ- না কোন সমস্যা হবে না।
👉আমার ডিভাইসে ফাইভার অ্যাকাউন্ট থাকা অবস্থায় আমি কি না যেনো পাবলিক ওয়াইফাই ব্যবহার করবো?
উ- না করাই ভালো
👉 ফাইভার ইউজার নাম চেঞ্জ করা যায়?
উ- করা যায় না।
👉লেভেল 1 পেতে হলে কি করা লাগবে?
উ- $400 ডলার সাথে ১০টা অর্ডার কমপ্লিট
👉আমি সেলার হয়ে ফাইভারের কোন সেলার থেকে সার্ভিস ক্রয় করতে পারবো?
উ- হ্যাঁ পারবেন
👉সেলার একাউন্ট থেকে সেলার একাউন্টে মেসেজ করা যাবে?
উ- কাজ না থাকলে এসব থেকে বিরত থাকেন।
👉ক্লাইন্টের সাথে জুম/গুগল মিটে কথা বলা যাবে?
উ- জি কাজের জন্য হলে পারবেন।
👉 ফাইভারে আউটসাইটে পেমেন্ট নেওয়া নিয়ে কথা বলা যাবে?
উ- কোন ভাবেই না
👉 গিগ র্যাংকে আছে কি না বুঝবো কিভাবে?
উ- আপনার সার্ভিস রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করে খুঁজবেন।
👉 কাজ শেষ করার কতো দিনের মধ্যে ক্লাইন্ট চাইলে রিভিউ দিতে পারবে?
উ- ১০/১৪ দিন।
👉 ক্লাইন্টের কাছে রিভিউ চাইতে পারবো?
উ- ডাইরেক্ট রিভিউ না লেখে আপনি বলতে পারেন আমার সাথে করা কাজ নিয়ে অর্ডার পেয়ে তুমি তোমার অভিজ্ঞতা শেয়ার করতে পারো।
#ডিজিটালমার্কেটিং