06/03/2023
জন্ম হবার পর আপনার হাত ছিল ঠিকই, কিন্তু আপনি সে হাত দিয়ে কিছু ধরতে পারতেন না। আপনার পা ছিল ঠিকই, কিন্তু আপনি সে পা দিয়ে হাঁটতে পারতেন না। আপনার মুখ ছিল ঠিকই, কিন্তু সে মুখ দিয়ে কথা বলতে পারতেন না। আল্লাহই আপনাকে সেসব যোগ্যতা দিয়ে দেন। আল্লাহ আপনার খাবারের জন্য মায়ের বুকে দুধ ঠেলে দেন। আজও পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো প্রযুক্তি মায়ের দুধের অর্ধেক কাছাকাছি গুরুত্বপূর্ণ শিশু খাবার উৎপাদন করতে পারেনি। শীতের দিনে গরম থাকে, গরমকালে হয়ে যায় শীতল। কে দিয়েছেন? এই পদ্ধতি কে দিয়েছেন? তিনি এমন এক খাদ্য দিলেন, আর কিছুই প্রয়োজন হয় না। ..
এরপর তিনি আপনাকে হামাগুড়ি দিয়ে হাঁটতে শেখালেন। কাজ করতে শেখালেন। এরপর যুবক যুবতিতে পরিণত করলেন। আজ আপনার পকেটে কিছু টাকা আছে, কম্পিউটার জ্ঞান আছে, মার্সিডিস গাড়ি আছে, আর অমনি আপনি আল্লাহকে ভুলে গেলেন। আপনার এখন আল্লাহর জন্য সময় নাই। এই আপনার কৃতজ্ঞতা আল্লাহর প্রতি! এটাই কি শিষ্টাচার? আপনি ছিলেন উলঙ্গ, নগ্নপদ, এতই অসহায় যে, কোনো কাজে লাগতো না আপনাকে। কথাগুলো আমার নিজের জন্যও! আমি নিজেকে আলাদা ভাবছি না, ভাবতে পারি না।..
আল্লাহ আমাদের অসংখ্য নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছেন। আমাদের সমাজ এবং অন্তর দুর্নীতিগ্রস্থ হওয়ায় আমরা সেটা বুঝতে পারি না। আল্লাহ আমাদের অনেক দিয়েছেন, কিন্তু অন্তরে ঔদ্ধত্য থাকার দরুণ আমরা বুঝতে পারি না। অনেক অহংকার, অনেক ব্যস্ততা আমাদের। কিসে আপনাকে আল্লাহর স্মরণ হতে গাফেল করে দিলো। টাকা পয়সা? বাড়ি-গাড়ি? ব্যবসা-বাণিজ্য? কেন আমরা এভাবে চিন্তা করি না, যিনি আমাকে এত এত দিলেন তার জন্যই আমার সময় নাই? কিন্তু এত নাফরমানির পরেও তিনি আপনাকে ছেড়ে যাননি। এমনকি এখনো আপনি জানেন কি, আপনার প্রতিটি হৃদকম্পন আল্লাহর কাছে অনুমতি নিয়ে কম্পিত হয়? আপনার প্রতিটি নিঃশ্বাস আল্লাহর অনুমতি নিয়ে প্রশ্বাসিত হয়? আল্লাহ কখনো আপনার অকৃতজ্ঞতার কারণে তা বন্ধ করে দেন না। এমনকি যখন আপনি হারাম কাজে লিপ্ত থাকেন, যখন আপনি ক্রোধ সঞ্চারিত হয় এমন কাজ করতে থাকেন তখনও না।..
তাই সংক্ষেপে যদি বলি, আল্লাহর কাউকে প্রয়োজন নেই। বরং আমাদেরই আল্লাহকে প্রয়োজন। আমি এই পৃথিবীর প্রতিটি মানুষকে চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ আল্লাহ স্মরণ ব্যতিত শান্তি পাবে না। এই পৃথিবী আপনাকে সুখ-শান্তি দিবে না। একমাত্র আল্লাহই সুখ-শান্তি দিতে পারে। মানুষ মনে করে দামি গাড়ি, আলিশান বাড়ি, সামাজিক মর্যাদা সুখ এনে দিতে পারে। কিন্তু না। সুখ আল্লাহর পক্ষ হতে আসে। উদাহরণ আপনি চাইলে চারপাশে দেখতে পারেন। ..
বই: ফুল হয়ে ফোটো
উস্তাদ মোহাম্মাদ হোবলস