Ashraf

Ashraf إسلام عليكم ورحمت الله وبركاته
আমার অফিসিয়াল পেইজে আপনাদের সবাইকে স্বাগতম।
(2)

12/02/2024

আর আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি স্মরণ করার জন্য।
স্মরণ করতে চায়, এমন কেউ আছে কি?
(আল-ক্বামার :১৭)

هو القرآن والفرقان ... إليه تنصت الأكوان
وفيه تعطر الآذان ... هو القرآن

হেরার গুহায় প্রিয় নবীর দিলে
প্রভু দিলেন মহা-বাণী
আয়াতে আয়াতে যার সত্যের সুর
মুক্তির বারোতা সে জানি
কুরআন রবের বানী মহা সত্য
কুরআন আলোকিত করে চিত্ত
বিশ্বাসী মুমিনের জীবন বিধান কুরআন।

27/10/2023

আপনার পরিচয়টা যদি লোকচক্ষুর আড়ালে রাখা যায়, তবে তাই করুন। কি আসে যায় তাতে যে আপনাকে কেউ চিনবেনা? কি আসে যায় তাতে যে কেউ আপনার প্রশংসা করবেনা? মানুষের সমালোচনা আপনাকে কেন বিচলিত করবে, যদি আপনি মহান আল্লাহর কাছেই
প্রশংসনীয় হন?
- ফুযাঈল ইবনে ইয়ায রাহিমাহুল্লাহু

13/10/2023

ইজরায়েলের বো*/ মা হামলায় গা* জার একটি বাড়ি ধ্বসে যাওয়ার পর আশ্চর্যজনকভাবে এই শিশুটি বেঁচে যায়।

এতশত দুশ্চিন্তার মাঝেও একজন ফিলিস্তিনি তার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছেন।

04/10/2023

❝আল্লাহ তায়ালা কেমন ক্ষমাশীল❞
✍️মুহাম্মদ মুরাদুল ইসলাম

ফিরাউনের মৃত্যুর বর্ণনা দিতে যেয়ে জিবরাইল আমিন বলেন,

''পানিতে তলিয়ে যাওয়ার পর, আমি ফিরাউনের মুখে লাথি দিয়ে কাদা-মাটি ঢুকিয়ে দিতে থাকলাম। কেননা আমি আশঙ্কা করেছিলাম সে হয়তো শেষ মুহূর্তে এসে ''লা ইলাহা ইল্লাল্লাহ'' পড়ে বসবে আর আল্লাহ্ তাকে ক্ষমা করে দেবেন।''

এই হাদিস থেকে আল্লাহর সাথে জিবরাইল আমিনের সম্পর্কের একটা চমৎকার দিক উপলব্ধি করা যায়।

জিবরাইল আমিন আল্লাহ তায়ালার সবথেকে নিকটবর্তী ফেরেশতা হওয়ায় আল্লাহর ক্ষমাশীলতা সম্পর্কে তিনি খুব ভালো করে জানেন।

তিনি এও জানেন, ফিরাউনের ঔদ্ধত্য যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া ও ক্ষমাশীলতা তার থেকেও অনেক বড়।
আলহামদুলিল্লাহ!
(সুনান আত তিরমিজি: ৩১০৭)

তাহলে এমন দয়ালু রবের দয়া থেকে আমি আপনি কেন দূরে থাকবো....??
একমুহূর্ত দেরী না করে জীবনের সমস্ত ভুলক্রুটির জন্য ক্ষমা চেয়ে ফিরে আসুন রবের দিকে, সন্তুষ্ট চিত্তে, হৃদয়কে রাঙিয়ে তুলুন রবের ভালোবাসায়, নিজেকে গড়ে তুলুন রবের সবচেয়ে কাছের বান্দায়, আর দুনিয়াতে থাকতেই হয়ে যান জান্নাতের মেহমান....‌!!🤲🏼🧡

08/09/2023

জীবনে মসৃনতা আসে না, কোন ভাবেই না। আসলে কারো জীবনই সরল নয়। সামান্য একটু সুখের জন্য কত কিছুই না করি আমরা।একটু ভাল থাকার জন্য কত ঘুমই না মাটি করে দিই।সুখের ডাইমেনশনই আলাদা। পরিমাপ করা কঠিন। জীবন, সুখ এগুলো নিয়ে যত গাল গল্পই শুনি না কেন নিজের সাথে মেলানো কঠিন। হয়ত এক এক জনের গল্পই এক এক রকম। কারো সাথে কারো মিলে না, তবে রুপ কথার মত কারো হয় না।নিজের গল্পটাকে নিজের কাছেই বড় আশ্চার্য মনে হয়। দীর্ঘ পথে হেটে চলা কঠিন। ক্লান্তি আসে, ভয়ানক ক্লান্তি।তবুও জীবন বয়ে চলে। কুয়াশা ঢাকা সকাল, ঘামঝরা দুপুর, কোন কিছুতেই থামে না। কোন আঘাতেও না। অসময়ে কেউ নি:স্ব করে দিলেও না।জীবন কারো জন্য থেমে থাকে না।

সুখ আছে বলেই দুঃখ পেলে এত ভেঙে পড়ি আবার দুঃখ আছে বলেই একটু সুখের দেখা পেলে সেটাকেই আঁকড়ে ধরি। জীবনটা খুব স্বল্প সময় নিয়ে তৈরি ।তারই মধ্যে বড় হওয়া ,পড়াশোনা করা, সেখান থেকে নিজের পায়ে দাঁড়ানো সব মিলেমিশে মানুষের জীবনটা চলতে থাকে।
মানুষের জীবনে চলতে চলতে এমন অনেক বাধা-বিপত্তি আসে যেটাকে কিছু মানুষ ওভারকাম করতে পারে আবার কিছু মানুষ ওভারকাম করতে পারে না বলে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয় বা অনেকে ডিপ্রেশনেও চলে যায় ।সেখান থেকেই কয়েকটা উদাহরণ দিচ্ছি

ধরুন আপনি রাস্তায় বেরিয়েছেন কোথাও ঘুরতে যাচ্ছেন হঠাৎ করে রাস্তা ঘাটে কোনো বিপদ হয়ে শারীরিক কোনো ক্ষতি হলো তাহলে কি আপনি থেমে যাবেন ?

আবার ধরুন পড়াশোনার জীবনে পড়াশোনা করতে করতে কোনো একটি ক্লাসে আপনার রেজাল্ট খারাপ হলো তাহলে কি আপনার পড়াশোনা থামিয়ে দেবেন ?

আবার ধরুন আপনার জীবনসাথী বা আপনার কাছের কোন বন্ধু বান্ধবের কাছে আপনি প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন,মানসিকভাবে প্রতিনিয়ত আহত হচ্ছেন, এর পরেও কি কন্টিনিউ করবেন? নাকি তাদের সাথে সম্পর্ক শেষ করবেন নিজেকে নিয়ে নতুন করে ভাববেন?
অবশ্যই আমরা যারা বুদ্ধিমান আমরা নতুনকরেই ভাববো নিজেকে নতুনভাবে তৈরি করবো।

এরকম বহু উদাহরণ আছে যা বলে হয়তো শেষ করা যাবে না তবুও বলছি বিপদ বা সমস্যা যত বড়ই হোকনা কেন আপনাকে ঘুরে দাড়াতেই হবে আর থেমে গেলে ওখানেই কিন্তু সবকিছু থেমে যায়।তাই প্রত্যেকটি মানুষের উচিত যেখান থেকে ভেঙে পড়েছে সেখান থেকে নতুন করে কিভাবে তৈরি করা যায় তার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা ।মানুষের জীবন কিন্তু কখনো থেমে থাকে না তাছাড়া একটা জিনিস দেখুন আমাদের জীবনটা তো অনেকটা ঘড়ির কাটার মতন

24/08/2023

দ্বীনি আর বেদ্বীনির মধ্যে পার্থক্য...

17/08/2023

Dear Allah🤍

যখন আপনি কুরআনের মঞ্চে উঠে শুরু করতেন 'নাহমাদুহু' সেই সুর কিযে মধুর ছিল।একের পর এক কুরআনের সেই আয়াত বলার কি আকর্ষণীয় ল...
14/08/2023

যখন আপনি কুরআনের মঞ্চে উঠে শুরু করতেন 'নাহমাদুহু' সেই সুর কিযে মধুর ছিল।একের পর এক কুরআনের সেই আয়াত বলার কি আকর্ষণীয় লহরী।সুর মোর্ছনার ভিতর ছিল এক ভীষণ গাম্ভির্যতা, ছিল অপূর্ব মোহনিয়তা। আজও সেই সুরের সজীবতা মোটেও শেষ হয়নি।এখনো গ্রামে-গঞ্জে,শহরে-বন্দরে বেজে উঠে।

সুরের তালে কখনো চলে যেতাম প্রাচিন মক্কার পথে পথে, কখনো ছুটে যেতাম তায়েফের র*ক্তা*ক্ত ময়দানে, কখনো হারিয়ে যেতাম মদিনার পথে-প্রান্তরে, ব*দর ,ও*হুদ ,খ*ন্দকের সেই সাবলিল অতুলনীয় বর্ননা দিতে আপনিই পারতেন মাওলানা।

সুরের ভিতর ছিল না কোন লৌকিকতা। ইসলামী সমাজ গড়ার সেই তেজদীপ্ত আহ্বান, জা*লিমের বি*রুদ্ধে চূড়ান্ত প্র*তিরোধের সেই আঙ্গুল উঁ*চিয়ে অসাধারন বক্তব্য গুলো আজও শুনি। ভাষার কি মাধুর্যতা কি অপূর্ব‌ বাগ্মিতা।

সত্যিই প্রজন্মের পর প্রজন্ম এক ইতিহাস হয়ে থাকবে।এই সবুজ-শ্যামল দেশে জন্মেছিল এক হ্যামিলনের বাঁশিওয়ালা। এই বাঁশি বেজেছিল শিক্ষিত সমাজের কর্নকুহরে যেমন তেমনি এদেশের সাধারণ আ*বাল, বৃদ্ধ,বনিতা সবার হৃদয়ে।

মাওলানা আপনার চলে যাওয়া আর শেষ বেলার এই চূড়ান্ত হাসি আমাদের হৃদয় কতটা ক্ষত*বিক্ষত করছে কিভাবে তা ভাষায় প্রকাশ করবো।কত সীমাহীন যন্ত্রনা নিয়ে গেলেন।আমরা তো আপনার জন্য কিছুই করতে পারিনি।

অপারের সেই অপার্থিব জীবনে যেন কালামুল্লাহর সেই কিংবদন্তি বর্ননায় আহ!যদি একবার বসতে পারতাম।

আল্লাহ তা'য়ালা আপনাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন।

11/07/2023

MashAllah ✨💫 🐈

09/07/2023

🤍

06/06/2023

সোশ্যালে আমার ইসলামিক পোস্ট দেখে আমাকে

কেউ দ্বীনদার ভাববেন না! আমার প্রতিটা

ইসলামিক পোস্ট শুধুমাত্র সেল্ফ রিমাইন্ডার!

কাউকে নসিহা দেবার মত 'জ্ঞান বা যোগ্যতা' আমার নেই! —তবে চাইলে উপকৃত হতে পারেন ।

আমাকে দ্বীনদার ভেবে নিজের মস্তিষ্কে কষ্ট দিবেন না!

গুনাহের ভারে নুয়ে পড়া আমি এক পাপী বান্দা!

তাই পারলে আমার 'হিদায়েতে'র জন্য দোয়া করবেন ।

06/03/2023

জন্ম হবার পর আপনার হাত ছিল ঠিকই, কিন্তু আপনি সে হাত দিয়ে কিছু ধরতে পারতেন না। আপনার পা ছিল ঠিকই, কিন্তু আপনি সে পা দিয়ে হাঁটতে পারতেন না। আপনার মুখ ছিল ঠিকই, কিন্তু সে মুখ দিয়ে কথা বলতে পারতেন না। আল্লাহই আপনাকে সেসব যোগ্যতা দিয়ে দেন। আল্লাহ আপনার খাবারের জন্য মায়ের বুকে দুধ ঠেলে দেন। আজও পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো প্রযুক্তি মায়ের দুধের অর্ধেক কাছাকাছি গুরুত্বপূর্ণ শিশু খাবার উৎপাদন করতে পারেনি। শীতের দিনে গরম থাকে, গরমকালে হয়ে যায় শীতল। কে দিয়েছেন? এই পদ্ধতি কে দিয়েছেন? তিনি এমন এক খাদ্য দিলেন, আর কিছুই প্রয়োজন হয় না। ..
এরপর তিনি আপনাকে হামাগুড়ি দিয়ে হাঁটতে শেখালেন। কাজ করতে শেখালেন। এরপর যুবক যুবতিতে পরিণত করলেন। আজ আপনার পকেটে কিছু টাকা আছে, কম্পিউটার জ্ঞান আছে, মার্সিডিস গাড়ি আছে, আর অমনি আপনি আল্লাহকে ভুলে গেলেন। আপনার এখন আল্লাহর জন্য সময় নাই। এই আপনার কৃতজ্ঞতা আল্লাহর প্রতি! এটাই কি শিষ্টাচার? আপনি ছিলেন উলঙ্গ, নগ্নপদ, এতই অসহায় যে, কোনো কাজে লাগতো না আপনাকে। কথাগুলো আমার নিজের জন্যও! আমি নিজেকে আলাদা ভাবছি না, ভাবতে পারি না।..
আল্লাহ আমাদের অসংখ্য নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছেন। আমাদের সমাজ এবং অন্তর দুর্নীতিগ্রস্থ হওয়ায় আমরা সেটা বুঝতে পারি না। আল্লাহ আমাদের অনেক দিয়েছেন, কিন্তু অন্তরে ঔদ্ধত্য থাকার দরুণ আমরা বুঝতে পারি না। অনেক অহংকার, অনেক ব্যস্ততা আমাদের। কিসে আপনাকে আল্লাহর স্মরণ হতে গাফেল করে দিলো। টাকা পয়সা? বাড়ি-গাড়ি? ব্যবসা-বাণিজ্য? কেন আমরা এভাবে চিন্তা করি না, যিনি আমাকে এত এত দিলেন তার জন্যই আমার সময় নাই? কিন্তু এত নাফরমানির পরেও তিনি আপনাকে ছেড়ে যাননি। এমনকি এখনো আপনি জানেন কি, আপনার প্রতিটি হৃদকম্পন আল্লাহর কাছে অনুমতি নিয়ে কম্পিত হয়? আপনার প্রতিটি নিঃশ্বাস আল্লাহর অনুমতি নিয়ে প্রশ্বাসিত হয়? আল্লাহ কখনো আপনার অকৃতজ্ঞতার কারণে তা বন্ধ করে দেন না। এমনকি যখন আপনি হারাম কাজে লিপ্ত থাকেন, যখন আপনি ক্রোধ সঞ্চারিত হয় এমন কাজ করতে থাকেন তখনও না।..
তাই সংক্ষেপে যদি বলি, আল্লাহর কাউকে প্রয়োজন নেই। বরং আমাদেরই আল্লাহকে প্রয়োজন। আমি এই পৃথিবীর প্রতিটি মানুষকে চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ আল্লাহ স্মরণ ব্যতিত শান্তি পাবে না। এই পৃথিবী আপনাকে সুখ-শান্তি দিবে না। একমাত্র আল্লাহই সুখ-শান্তি দিতে পারে। মানুষ মনে করে দামি গাড়ি, আলিশান বাড়ি, সামাজিক মর্যাদা সুখ এনে দিতে পারে। কিন্তু না। সুখ আল্লাহর পক্ষ হতে আসে। উদাহরণ আপনি চাইলে চারপাশে দেখতে পারেন। ..
বই: ফুল হয়ে ফোটো
উস্তাদ মোহাম্মাদ হোবলস

25/02/2023

হেডফোন লাগিয়ে শুনুন ভাল লাগবে, ইনশাআল্লাহ
আমার জন্য সবাই দোয়া করবেন।

08/11/2022

একজন হাফেজে কুরআনের লাশ দাফনের দশ বছর পরেও অক্ষত। (সুবহানাল্লাহ!)

07/11/2022

টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল মিরপুরের ২৩০ শিশু-কিশোর।
Masha allah...

06/11/2022

খুব কষ্ট হচ্ছে??? হোক!!!

আমি কষ্টগুলো হাসির আড়ালে চেপে রাখার লোক

পেতে ইচ্ছে হচ্ছে??? হোক!!!

আমি জায়নামাজে রবের কাছে আবদার করার লোক

চাওয়া গুলো পূরন হচ্ছে না??? না হোক!!!

আমি রবের উপর আস্থা রেখে সবর করার লোক

মানতে কষ্ট হচ্ছে??? হোক!!!

আমি সত্যকে গ্রহণ করে নিজেকে মানিয়ে নেয়ার লোক

হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে??? হোক!!!

আমি শক্ত থেকে নফসের বিরুদ্ধে যুদ্ধ করার লোক

সব হারাতে হচ্ছে??? হোক!!!

আমি সন্তুষ্ট থেকে রবের দয়ায় পাপ মুছিয়ে নেয়ার লোক

জীবন যুদ্ধে বারবার হারতে হচ্ছে??? হোক!!! আমি হেরে গিয়েও হাল না ছেড়ে জিততে চাওয়ার লোক

05/11/2022

শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন, যে তুমি খুশি হয়ে যাবে।💚😊

Address

Chittagong

Telephone

+8801763315092

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashraf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category