31/07/2025
দেশি মুরগি থেকে বেশি বেশি ডিম পেতে হলে আপনাকে ৩ টা কাজ গুরুত্ব সহকারে করতে হবে।
১। প্রতিদিন ডিম পাড়া মুরগিগুলোকে লেয়ার ওয়ান এই খাবারটা ১০০-১২০ গ্রাম পর্যন্ত খাওয়াতে হবে।
২। প্রতি মাসে কমপক্ষে 7 দিন ডিম পাড়া মুরগি কে
ই সেল / ক্যালপ্লেক্স /ad3 এই তিনটা ওষুধ খাওয়াতে হবে। (ব্যবহারের নিয়ম) প্রতি লিটার পানিতে এক মিলি করে একটানা সাত দিন।
৩। খামারে ভালো ব্রিডার মোরগ রাখতে হবে। এতে বীজ ডিমের পরিমাণ বেশি পাবেন।
এবং এ গ্রেডের ডিমগুলো সংগ্রহ করে বাচ্চা ফোটাতে পারবেন। আর বাচ্চাগুলো হবে সুস্থ সবল এবং শক্তিশালী ।