09/12/2022
🇧🇩🇨🇦 আমরা অনেকেই জানি না যে কানাডার নিউ ব্রুন্সউইক প্রদেশে চারটা কলেজ নির্দিষ্ট কলেজ আছে।
এই ৪ টা কলেজে ১৯ টি নির্দিষ্ট সাবজেক্ট আছে, যেই সাবজেক্টগুলো থেকে পাস করে বের হওয়ার সাথে সাথেই কোন প্রকার ওয়ার্ক এক্সপেরিয়েন্স ছাড়া সরাসরি পার্মানেন্ট রেসিডেন্সি বা PR পাওয়া যায়🔥🔥🔥।
The college names :
1.Atlantic business college.
2.Eastern college.
3.McKenzie College.
4.Oulton College.
The subjects names :
1.social and community service workers;
2.early childhood educators and assistants;
3.educational assistants;
4.health-care aides;
5.home support workers;
6.licensed practical nurses;
7.paramedics and related occupations;
8.medical laboratory technologists;
9.medical laboratory technicians and pathologists’ assistants;
10.medical administrative assistants;
11.computer programmers and interactive media developers;
12.web designers and developers;
13computer network technicians;
14.user support technicians;
15.accounting technicians and bookkeepers;
16.payroll clerks;
17.shippers and receivers;
18.supply chain and logistics supervisors; and
19.production logistics co-ordinators
এই কলেজ গুলোর মধ্যে Eastern college এ কোন অ্যাপ্লিকেশন ফি নেয়া হয় না।
এই চারটা কলেজই Designated Learning Institute (DLI) ভুক্ত। কিন্তু এখানে কোন Post Graduate Work Permit (PGWP) প্রদান করা হয় না।
এখানে অনেকেই প্রশ্ন করে যে PGWP না থাকলে বা আমরা ১ বছরের কাজের অভিজ্ঞতা না দেখিয়ে কি করে Permanent Residency (PR) পাবো?
এই প্রশ্নের উত্তর হলো যেহেতু এই নির্দিষ্ট সাবজেক্ট গুলোতে পড়া শেষ করার সাথে সাথেই PR পাওয়া যায় তাই এই কলেজগুলোতে PGWP না থাকলেও কোন সমস্যা নেই।
তবু যদি কারো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তিনি সরাসরি Immigration, Refugees and Citizenship Canada (IRCC) এর ওয়েবসাইটে গিয়ে New Brunswick international Students pilot program লিখে চেক করে নিতে পারেন।
শুধুমাত্র আমাদের এই বিষয়ে ধারণা না থাকার কারণে ভারতীয়রা এই সুযোগগুলো নিয়ে নিচ্ছে ;কেবল ইনফরমেশন এর অভাবে আমরা অতিরিক্ত টিউশন ফিস খরচ করে অন্টারিও প্রদেশের টরোন্টোর কলেজ/ইউনিভার্সিটি গুলোতে পড়তে যাই। সেই সাথে এই ডাবল টিউশন ফিস দেয়ার জন্য একপ্রকার গাধার খাটুঁনি খাটিঁ।অথচ বেশ কয়েকটি প্রদেশে কম টিউশন ফিস, কম লিভিং এক্সপেন্সের সুবিধা থাকা সত্ত্বেও আমরা ওই সুযোগগুলোকে গ্রহণ করছি না,শুধুমাত্র কাজের সুযোগ কিছুটা কম থাকার কারনে।
আর দেশে এবং বিদেশে প্রতিষ্ঠিত কিছু অসাধু ব্যক্তি এবং প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে তাদের সাথে যে কলেজ বা ইউনিভার্সিটি গুলোর চুক্তি আছে শুধুমাত্র সেই কলেজ বা ইউনিভার্সিটি গুলোতেই তারা ছাত্র-ছাত্রীদেরকে পাঠায়। যার ফলে তারা ব্যাপক পরিমাণ অর্থ সেই নির্দিষ্ট কলেজ এবং ইউনিভার্সিটিগুলো থেকে পায়। আমরা যখনই তাদের কাছে যাই তারা তখন তাদের সাথে যে কলেজ বা ইউনিভার্সিটির ডিল থাকে সেই নির্দিষ্ট কলেজ বা ইউনিভার্সিটির বাইরে তারা আমাদেরকে সাজেস্ট করেনা। অথচ কানাডার অনেক প্রদেশে কত সহজে কম খরচে পড়ালেখা এবং PR পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আমরা কিছু অসাধু মানুষের কারণে এই সুযোগগুলো গ্রহন করতে পারছি না। তাই সকলের প্রতি আমার আহ্বান নিজের সাবজেক্ট নিজের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনুসারে নিবেন কারো কথায় প্ররোচিত হয়ে কোন নির্দিষ্ট কলেজ বা ইউনিভার্সিটিতে এডমিশন নিয়ে বিপদে পড়বেন না🙏।
Written by: Naimur Rahman
Admin,CSDSBS