05/09/2024
সালাম/আদাব/নমস্কার,
চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এর স্কুল প্রাঙ্গণে কিছুদিন আগেই প্রাক্তন ছাত্ররা চসউবি'র সুসজ্জিত লোগো অংকন করে, যা গণি বেকারি প্রান্ত হতেও দৃশ্যমান, যা আমাদের স্কুলের ঐতিহ্য ও ইতিহাসের সুষ্ঠু বাহক। এছাড়াও,স্কুল এর ঘেরাও দেওয়া দেওয়াল,যা একই সাথে রাস্ট্রীয় সম্পত্তি, অলংকৃত করা হয়েছে সাবেক শিক্ষার্থীদের দ্বারা।
আজ পরিলক্ষিত হয়েছে যে আমাদের স্কুলের লোগো'র উপর এক কোচিং সেন্টারের ব্যানার লাগানো আছে, যা অত্যন্ত দৃষ্টিকটু এবং, স্কুলকে ঘিরে সাবেকদের আবেগের প্রতিফলন, সেই লোগোর সাথে ভীষণ বেমানান। অতএব, আমরা বর্তমান শিক্ষার্থীদের আহ্বান করছি স্কুলের দেয়াল, যা স্কুলের সম্পত্তি, তাতে স্কুল কর্তৃপক্ষ, রাস্ট্রীয় নির্দেশনা ও স্কুলের এলামনাই দ্বারা(এলামনাইদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে) স্কুল সংক্রান্ত ব্যানার,পোস্টার ও দেয়ালিকা ছাড়া অন্য কোনো ব্যানার,পোস্টার লাগানো থাকলে তা নামিয়ে ফেলবে।
এই স্কুল আমাদের আবেগ,এই স্কুলের দেওয়াল আমাদের স্কুলের ও রাস্ট্রের সম্পত্তি, এখানে কোনো কোচিং, স্কুলের শিফট পরিবর্তন কিংবা স্কুলের ড্রেস সেলাই,কোনো রাজনৈতিক ব্যানার বা লেখনি-এমন অপ্রাসঙ্গিক বিষয়বস্তু স্থান পাবে না। স্কুল,রাস্ট্রীয় আদেশ ও এলামনাইদের(সংখ্যাগরিষ্ঠদের সম্মতিতে) দ্বারা লাগানো কোনো ব্যানার,পোস্টার ও দেয়ালিকা ব্যাতীত সকল ব্যানার-পোস্টার-দেয়ালিকা নামিয়ে ফেলা হবে।
সাবেক ছাত্ররা এই বিষয়ে পূর্ণ সহযোগিতা করার ক্ষেত্রে এগিয়ে আসবে বলে আমরা আশা করি। এবং, প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষের সহায়তায় অপ্রাসঙ্গিক সকল ব্যানার-পোস্টার-দেয়ালিকা মুছে ফেলা হবে।