E P I C

E P I C সারাবাংলার আলোচিত সব খবর পেতে আমাদের পেইজে লাইক এবং ফলো দিয়ে রাখুন।

সেনা প্রধান আওয়ামীলীগ ফিরে আসার প্রস্তাব দেওয়ার পর। জবাবে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস স্যারের উত্তম প্রস্...
17/05/2025

সেনা প্রধান আওয়ামীলীগ ফিরে আসার প্রস্তাব দেওয়ার পর। জবাবে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস স্যারের উত্তম প্রস্তাব!

যদি আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়। ইট'স ওকে। চাইতেই পারে। তার আগে তাদেরকেও বাংলাদেশকে কিছু জিনিস ফেরত দিতে হবে।

যেমন-
১.তাকে ৩০ হাজার আহতের হাত, পা, চোখ ফেরত দিতে হবে।

২.জুলাইয়ের ২ হাজার শহীদের জীবন ফেরত দিতে হবে।

৩.শাপলার অসংখ্য আলেমের জীবন ফেরত দিতে হবে।

৪.৫৭ জন ঈমানদার, দেশপ্রেমিক সেনা অফিসারের জান ও নেতৃত্ব ফেরত দিতে হবে।

৫.২৩৪ বিলিয়ন পাচার হওয়া টাকার প্রত্যেক পয়সা ফেরত এনে দিতে হবে।

৬.বিগত ১৬বছর গুম খুন হত্যা হওয়া অগণিত মানুষের জীবন ফেরত দিতে হবে।

৭.যে সব বিরোধী দলের নেতা-কর্মীদের অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে তাদের জীবন ফিরিয়ে দিতে হবে।

৮.জাতীয় রিজার্ভ চুরির সব অর্থ ফেরত দিতে হবে।

৯. ১৬ বছরের মানুষের ভোটার অধিকার হরনের কঠিন বিচার হতে হবে।

১০. গনহত্যার দায়ে স্বরাষ্ট্র মন্ত্রী, যোগাযোগ মন্ত্রীর। ও প্রধানমন্ত্রীর ফাঁসি নিশ্চিত করতে হবে।

আওয়ামীলীগ আগে এগুলো ফিরিয়ে দিবে। এরপর তারা রাজনীতিতে ফিরে আসতে পারবে।

১১/০৫/২০২৫ তারিখ ৩,৯০০ পিস ইয়াবা সহ ০১ জন দীর্ঘদিনের মাদক পাচারকারী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্...
11/05/2025

১১/০৫/২০২৫ তারিখ ৩,৯০০ পিস ইয়াবা সহ ০১ জন দীর্ঘদিনের মাদক পাচারকারী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক জনাব গোপাল কৃষ্ণ দাস এর নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম কোতোয়ালী থানাধীন রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে আসামী আব্দুস সালাম মোল্লা (৫৪) কে ৩,৯০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে নিয়মিত মামলা দায়ের করা হয়।

আসামীর নাম: আব্দুস সালাম মোল্লা (৫৪), পিতা: মৃত আব্দুল তাহের মোল্লা, মাতা: রাজুমন বেগম, স্ত্রী: মাহমুদা বেগম, সাং: দয়াকান্দা, নয়াপাড়া, মোল্লাপাড়া, ওয়ার্ড নং ৯, ইউনিয়ন: বিশনন্দী, থানা: আড়াইহাজার, জেলা: নারায়নগঞ্জ।

তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন স্থানে ঢাকার কামরাঙ্গিরচর সহ বিভিন্ন স্থান থেকে ইয়াবা ব্যবসা করে আসছে বলে জানান। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বগুড়া, মাদারীপুর সহ বিভিন্ন জায়গায় ইয়াবা সরবরাহ করতেন। তিনি যখন প্রথম ইয়াবা কক্সবাজার কিনতেন তখন প্রতি পিস ৪৫/- করে কিনতেন, আজ কক্সবাজার ক্রয় করেন প্রতিটি ১২০/- করে। রাতে কলাতলী এলাকার একটি হোটেলে ছিলেন। কক্সবাজার সমুদ্র সৈকতে ইয়াবা লেনদেন করেন, যাতে কেউ সন্দেহ না করে।
credit to মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম-মেট্রো

08/05/2025

র‍্যাবের সিনিয়র এ এস পি পলাশ শাহ নিজের পি*স্ত*ল দিয়ে যেকারনে আ*ত্ন*হ*ত্যা করেছে। কিকারনে তিনি এই পথ বেচে নিয়েছেন এখনো প্রকৃত সত্য উদঘাটন হয়নি। আত্নহত্যার পিছনে শুধু এই চিঠি না অন্য কিছুও থাকতে পারে।

শুনা যাচ্ছে উনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী অনেক গুরুতর অভিযোগের সত্যতা পাওয়া গেছে, একই সাথে বিভাগীয় তদন্ত চলছে। উনি সাবেক পিবিআই প্রধান বনজ কুমারের খুব কাছের লোক ছিলেন। চিন্ময় ইস্যুতে ভারতে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের সংশ্লিষ্টতা তথ্য ও পাওয়া গিয়েছে। একই সাথে রয়ের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

পতিত স্বৈরাচার ইসকনরুপে ফিরতে চেয়েছিলো।সংখ্যালঘু কোটায় একটু ছাড় পাওয়ায় নতুন সরকারের  মাথায় চড়ে বসেছিলো 'বন্ধু' রাষ্ট্রের...
05/05/2025

পতিত স্বৈরাচার ইসকনরুপে ফিরতে চেয়েছিলো।সংখ্যালঘু কোটায় একটু ছাড় পাওয়ায় নতুন সরকারের মাথায় চড়ে বসেছিলো 'বন্ধু' রাষ্ট্রের এজেন্ট চিম্ময় প্রভুরা।শান্তিপূর্ণ সাধারণ হিন্দু ভাই-বোনদেরকেও ভুলভাল বুঝিয়ে মাঠে নামিয়েছিলো তারা।দিন দুপুরে প্রকাশ্যে আদালত চত্বরে এডভোকেট আলিফকে হত্যাসহ চালানো হয়েছিলো তান্ডব।শেষপর্যন্ত সরকার একটু কঠোর হওয়াতেই চুপসে যায় তারা।

এখন কারাগারে দিন কাটাচ্ছে প্রভু চিম্ময়। আজ সোমবার সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী শহীদ আলিফ হত্যা মামলায় এই কথিত ধর্মগুরুকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে এই পতিত ফ্যাসিস্টরা এখন আবার সুন্নী জনতার সাথে মাঠে নামছে। গাজীপুরে শিশু বলৎকারের অভিযোগে 'গণপিটুনিতে' একজন সুন্নী আলেমকে হত্যার প্রতিবাদের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তারা। কথায় কথায় রাস্তা অবরোধ করছে। জামাত,হেফাজতসহ জুলাই আন্দোলনের স্টেক হোল্ডারদেরকে জবাই করার হুমকি দিচ্ছে।
আরেহ! এই কথিত গণপিটুনিতে কি জামায়াত, হেফাজত ছিলো? এরমধ্যে জুলাই গণ আন্দোলনের অন্যতম বীর যোদ্ধা হাসনাত আব্দুল্লাহকে ওই গাজীপুরে হত্যার চেষ্টা করা হয়েছে। বিষয়টি কারা করেছে এখনও ক্লিয়ার নই।তবে নতুন বাংলাদেশের ছাত্র জনতার জন্য খুব এলার্মিং।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যানুযায়ী, গাজীপুরে রইস উদ্দিন নামে এই মাওলানাকে শিশু বলৎকার তথা সমকামি যৌন নির্যাতনের অভিযোগে মারধর করেছিলো স্থানীয় একদল ব্যক্তি। পরে কারা হেফাজতে তাঁর মৃত্যু হয়।কিন্তু সেদিন সেখানে কি হয়েছিলোর তার বিস্তারিত এবং মাওলানা রইস এমন কাজে জড়িত ছিলেন কি-না সেটা নিয়ে কোন গণমাধ্যমে ডিপ নিউজ নেই।কোন ফলোআপও দেখিনি।স্থানীয় প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনী এটা নিয়ে তেমন কিছু এখনও পর্যন্ত খোলাসা করেনি। পরিস্থিতি বিবেচনায় সেটা অবশ্যই করা উচিত ছিলো।

তবে এসব কথা মানে এই নয় যে,তরুণ আলেম মুফতি রইস উদ্দিন হত্যায় জড়িতদেরকে ছেড়ে দিতে হবে।তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।গণপিটুনির নামে মব বন্ধ করতে হবে।কেউ অন্যায় করলে তো আইন আছে,প্রশাসন আছে।

সর্বশেষ একটা তথ্য দিয়ে রাখছি আপনাদের।রইস উদ্দিন ইস্যুতে চট্টগ্রাম আন্দোলনকারীদের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার গাউসিয়া কমিটি নামের তরিকতপন্থী একটা সংগঠন। আর সেই সংগঠনের বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ পদে এখনও আওয়ামী লীগের লোকজন বহাল আছে।বিষয়টি আপনারাও ক্রসচেক করতে পারেন।
সংগৃহীত।

19/04/2025

চট্টগ্রামে নিখোঁজের ১৪ ঘন্টা পর চাক্তাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো ৫ আগষ্ট ২০২৪ স্বৈরাচার হাসিনা সরকার পতনের পরও রাজেশ কুমার অগ্নিহোত্রী ঢাকায় ভারতীয় গোয়েন্দ...
18/04/2025

অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো ৫ আগষ্ট ২০২৪ স্বৈরাচার হাসিনা সরকার পতনের পরও রাজেশ কুমার অগ্নিহোত্রী ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র’ এর স্টেশন চীফ হিসেবে ভারতীয় হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলরের কভারে কাজ করে চলেছেন।

ফ‍্যাসিস্ট আওয়ামী রেজিম এই ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করেছে বিগত ১৫ বছর, এবং রাজেশের মতো আওয়ামী ল‍্যাপডগেরা এখনো দেশের অভ্যন্তরে ডিপ্লোম‍্যাটের কভারে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে রাজেশ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে যোগাযোগ করেছে বলে জানা গেছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অতি দ্রুত রাজেশকে ভারতে ফেরত পাঠাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন সেটাই কামনা করছি।

17/04/2025

বিমানবন্দরে খুব কাছেই ছিলো এই আয়না ঘর। যেখানে বন্ধি ছিলো মির কাশেম আলীর ছেলে সহ অসংখ্য বন্ধি।
যেখানে সোজা হয়ে দাড়ানো পর্যন্ত যায়না, আর সেখানে বন্ধি রাখা হয় মাসের পর মাস।
🙏Video courtesy by

ঢাকা বিমানবন্দরের কাছে নতুন আয়না ঘরের সন্ধান!  ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে কাছেই অবস্থিত একটি সামরিক ঘাঁটির ...
17/04/2025

ঢাকা বিমানবন্দরের কাছে নতুন আয়না ঘরের সন্ধান!
ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে কাছেই অবস্থিত একটি সামরিক ঘাঁটির প্রাচীর ভেঙে, তদন্তকারীরা একটি গোপন বন্দিশালার সন্ধান পেয়েছেন।

আশিক একজন শখের স্কাইডাইভার!মেমফিসে তিনি বাংলাদেশের পতাকা নিয়ে ৪১,৭৯৫ ফুট প্রায় ১২.৭৩৯ কিলোমিটার উচ্চতা থেকে জাম্প করেন।...
11/04/2025

আশিক একজন শখের স্কাইডাইভার!
মেমফিসে তিনি বাংলাদেশের পতাকা নিয়ে ৪১,৭৯৫ ফুট প্রায় ১২.৭৩৯ কিলোমিটার উচ্চতা থেকে জাম্প করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অধীনে তিনি ‘গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ এ ব্যানার বা ফ্ল্যাগ’ রেকর্ড অর্জন করেন, বাংলাদেশের পতাকা নিয়ে।

আমরা এসব নিউজ জানি? জানি না!
জানবোই বা কেমনে? যে জাতি অভ্যস্ত হিরো আলম আর ঐ কি রে আ" গুন আ" গুন নিয়ে ব্যস্ত থাকি। তারা কিভাবেই বা বুঝবে একটা রন্তের বিষয়।

আর এই ছেলেটাই বিডার চেয়ারম্যান হয়ে কয়েক মাসে তাক লাগিয়ে দিয়েছে পুরো এশিয়াতে। তার হাত ধরে বিনিয়োগ হাবে পরিণত হচ্ছে বাংলাদেশ।
আসুন ভালো কাজে দেশের প্রকৃত উন্নয়নে আসিকের মত লোকদের সাপোর্ট দিয়ে যাই। তাহলে এই দেশ সিঙ্গাপুর হতে বেশি দিন লাগবে।
゚ ゚viralシfypシ゚viralシalシ

এই লোকটা ইউনুসের থেকেও বড় খেলোয়াড়। দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, তোমরা ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুল...
09/04/2025

এই লোকটা ইউনুসের থেকেও বড় খেলোয়াড়। দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, তোমরা ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলো না।

বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতোটা শক্ত খেলোয়াড় তা টের পাবা মাস ছয়েক পরেই। এই ছেলেরা ওয়েস্টার্নের আরাম আয়েশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য না; দেশ বদলে দেয়ার জন্য। তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দাও প্লিজ।

ইতিমধ্যেই সে স্টারলিং নিয়ে এসেছে, নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে। বিনিয়োগ হিসেবে বাহিরের একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে এই বছর ১০০ কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে।

৫টা বিশালাকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে, রিভার ম্যানেজমেন্টের প্লান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে; ৪ টা আন্তর্জাতিক মানের হাসপাতাল (বিদেশী বিনিয়োগে) তৈরির প্রক্রিয়া চালাচ্ছে; ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশী বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে।
ইতিমধ্যেই ১০টা বৃহত্তর ইকোনমিক জোন তৈরি কার্যক্রম চলছে..

ভাই মাত্র কয়েক দিনে এগুলা করেছে সে। যদি সে ৩৬৫ দিন কাজ করার সুযোগ পায় চিন্তা করছেন কই যাবে তার উদ্যোগ গুলা..

তার লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসা এই দেশে। যা দেশের ৩ কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিবে। কম হলেও ১ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।

পরবর্তী সরকারে যেই আসুক, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে ৩ বছর। ইনশাআল্লাহ।

ড. মুহাম্মদ ইউনূস স্যারের পিছনে দাঁড়িয়ে যারা ছবি তুলছেন, তারা প্রত্যেকেই চীনের এক একটা গ্রুপ অব কোম্পানির মালিক, স্যোশাল...
06/04/2025

ড. মুহাম্মদ ইউনূস স্যারের পিছনে দাঁড়িয়ে যারা ছবি তুলছেন, তারা প্রত্যেকেই চীনের এক একটা গ্রুপ অব কোম্পানির মালিক, স্যোশাল বিজনেসের উদ্যোক্তা, বিলিয়ন বিলিয়ন ডলারের অধিকারী। যাদের এক ঘন্টার দামও হাজার হাজার ডলার, তবুও তারা এসেছেন প্রফেসর সাহেবের মহা মূল্যবান দুটো কথা শোনার জন্য, তার পাশে দাড়িয়ে নিজেকে ধন্য করার জন্য। এবং তারা প্রত্যেকেই নিজের চেয়ার ছেড়ে ড. মুহাম্মদ ইউনূস স্যারের পিছনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। ওরা জ্ঞানী মানুষকে সম্মান করতে জানেন। শুধু আমরাই হতভাগা রয়ে গেলাম।

আফসোস ! আমরা কেবল পা চাটা তৈলবাজ আর লুটেরা দূর্নীতিবাজদেরই স্থান দিতে জানি। জাতি কবে এই দেউলিয়াপনা থেকে মুক্ত হয়ে সম্মানী লোকদেরকে সম্মান করতে শিখবে?



বিএনপি আর আওয়ামীলীগের চাওয়া এক বিন্দুতে মিলে গেছে। এরা ক্ষমতা আর শোষণ ছাড়া কিছুই চিন্তা করতে পারেনা। জনগণ চায় যে সংস্কার...
05/04/2025

বিএনপি আর আওয়ামীলীগের চাওয়া এক বিন্দুতে মিলে গেছে। এরা ক্ষমতা আর শোষণ ছাড়া কিছুই চিন্তা করতে পারেনা। জনগণ চায় যে সংস্কার তারা আবার সেইটা চায় না, আবার তারা যেটা চায় জনগণ সেটা চায়না।

Address

CDA
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when E P I C posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to E P I C:

Share