
28/01/2025
প্রিয় অভিভাবকগণ!
আপনার সন্তান ছেলে হোক কিংবা মেয়ে। কলেজের গণ্ডি পার হয়ে বিশ্ববিদ্যালয়ে (২য় বর্ষ) না যাওয়া পর্যন্ত তাঁদেরকে বাইক দেবেন না, 4 জিবির উপরে RAM সম্পন্ন মোবাইল হাতে দেবেন না। সে যদি দামি মোবাইল কিনতে চায় তাহলে তাঁকে দামি ল্যাপটপ বা ডেস্কটপ দেন আর কমদামি মোবাইল দেন। সে ল্যাপটপে বসে অন্তত কিছু কাজ শিখবে,মোবাইলে শুধু গেম খেলেই সময় পার করবে। যা তার মন মস্তিস্কে ক্ষতিকর প্রভাব বিস্তার করবে।
যদি না মানে এবং আত্মহত্যার হুমকি দেয়,তাহলে তাঁকে লাথি মেরে ঘর থেকে বের করে দেন। আত্মীয় স্বজনদের ফোন করে বলে দেন যেন আশ্রয় নিতে চাইলে তাড়িয়ে দেয়।
সন্তানদের শাসনে না রাখার ফল কতটা ভয়ানক ও খারাপ হতে পারে তা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। সুতরাং, যে যার সন্তানকে কন্ট্রোল করুন। আমরা কয়েকবছর পর বয়স ৩০ টাচ করবো, এখনো আমরা কোনো কিছু করার আগে নিজের মা বাবার মানসম্মান নষ্ট হবে কিনা আগে চিন্তা করি। এই চিন্তাটাই আমাদেরকে সকল অপরাধ থেকে দূরে রেখেছে। এমন না যে আমাদের জীবনে কোনো আনন্দ ছিল না,কোনো বন্ধু ছিল না। এই চিন্তা যে সন্তান বিশ্ববিদ্যালয়ে গিয়েও করতে পারে না, তারে টানা দশদিন শুধু মুড়ি আর পানি দেন। দেখবেন বুঝে যাবে....
সামনের দিনগুলি অনেক, অনেক, অনেক কঠিন...এতই কঠিন যে এরা বাস্তবতা এখনি না বুঝলে ভীষণ কষ্টে পড়বে। আমরা অনেক দেরিতে বুঝেছি যে টাকা কতটা জরুরি, সময় কত জরুরি,জীবনে বাস্তবতার সম্মুখীন হওয়া কতটা জরুরি, পরিবার কতটা জরুরি। আরো ১০ বছর আগে এটা আমাদের বুঝা দরকার ছিল। তাহলে এখন এসে আফসোস হতো না। আপনার সন্তানকে বন্ধুর মত করে সময় দিন, বুঝান... আর না বুঝলে উপরে ঔষধ লেখা আছে,খাওয়াতে পারেন।
এই স্ট্যাটাস এজন্যই লিখলাম, গত ২ দিনে ২ টা আত্মহত্যার খবর চোখে পড়েছে,এদের বয়স বড় জোর ১৭-১৮ হবে। একজন ট্রেনের নিচে ঝাপ দিয়েছে আইফোন আর রয়েল এনফিল্ডের জন্য আরেকজন বিষ খেয়েছে বাবা টাকা না দেয়াতে। কষ্ট করে বড় করা সন্তানরা যদি এভাবে মরে যায় তাহলে মা বাবার পরিশ্রম বৃথা হয়ে যায়। আর তাদের সুন্দর জীবনও নষ্ট হয়ে যায়। তাই তাদের বুঝাতে হবে, আর না বুঝলে ঔষধ দিতে হবে।
রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে কড়া শাসনের অভাবের কারণে সবকিছু বরবাদ হয়েছে। রাষ্ট্রকে যদি উন্নত করতে হয় কাজ শুরু করতে হবে নিজের সন্তান আর ছোট ভাইবোন থেকে। মন মানসিকতা আর চিন্তাধারা উন্নত না হলে সে জাতি সারাজীবন কমেডি করেই যাবে। আর প্রজন্ম জম্বি প্রজন্ম হয়ে যাবে, অলরেডি হয়ে যাচ্ছে...জম্বি দিয়ে ঘরের,রাষ্ট্রের কোনো কাজ নেই। আমাদের দরকার ভালো মানুষ, দক্ষ মানুষ, মানবিক মানুষ এবং উন্নত চিন্তাধারার মানুষ।