Noushadul Azam

Noushadul Azam Electrical Engineer | Digital Marketing & Branding Strategist | Tech & Business Enthusiast | Content Creator

▶️ https://www.youtube.com/

প্রিয় অভিভাবকগণ! আপনার সন্তান ছেলে হোক কিংবা মেয়ে। কলেজের গণ্ডি পার হয়ে বিশ্ববিদ্যালয়ে (২য় বর্ষ)  না যাওয়া পর্যন্ত তাঁদে...
28/01/2025

প্রিয় অভিভাবকগণ!

আপনার সন্তান ছেলে হোক কিংবা মেয়ে। কলেজের গণ্ডি পার হয়ে বিশ্ববিদ্যালয়ে (২য় বর্ষ) না যাওয়া পর্যন্ত তাঁদেরকে বাইক দেবেন না, 4 জিবির উপরে RAM সম্পন্ন মোবাইল হাতে দেবেন না। সে যদি দামি মোবাইল কিনতে চায় তাহলে তাঁকে দামি ল্যাপটপ বা ডেস্কটপ দেন আর কমদামি মোবাইল দেন। সে ল্যাপটপে বসে অন্তত কিছু কাজ শিখবে,মোবাইলে শুধু গেম খেলেই সময় পার করবে। যা তার মন মস্তিস্কে ক্ষতিকর প্রভাব বিস্তার করবে।

যদি না মানে এবং আত্মহত্যার হুমকি দেয়,তাহলে তাঁকে লাথি মেরে ঘর থেকে বের করে দেন। আত্মীয় স্বজনদের ফোন করে বলে দেন যেন আশ্রয় নিতে চাইলে তাড়িয়ে দেয়।

সন্তানদের শাসনে না রাখার ফল কতটা ভয়ানক ও খারাপ হতে পারে তা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। সুতরাং, যে যার সন্তানকে কন্ট্রোল করুন। আমরা কয়েকবছর পর বয়স ৩০ টাচ করবো, এখনো আমরা কোনো কিছু করার আগে নিজের মা বাবার মানসম্মান নষ্ট হবে কিনা আগে চিন্তা করি। এই চিন্তাটাই আমাদেরকে সকল অপরাধ থেকে দূরে রেখেছে। এমন না যে আমাদের জীবনে কোনো আনন্দ ছিল না,কোনো বন্ধু ছিল না। এই চিন্তা যে সন্তান বিশ্ববিদ্যালয়ে গিয়েও করতে পারে না, তারে টানা দশদিন শুধু মুড়ি আর পানি দেন। দেখবেন বুঝে যাবে....

সামনের দিনগুলি অনেক, অনেক, অনেক কঠিন...এতই কঠিন যে এরা বাস্তবতা এখনি না বুঝলে ভীষণ কষ্টে পড়বে। আমরা অনেক দেরিতে বুঝেছি যে টাকা কতটা জরুরি, সময় কত জরুরি,জীবনে বাস্তবতার সম্মুখীন হওয়া কতটা জরুরি, পরিবার কতটা জরুরি। আরো ১০ বছর আগে এটা আমাদের বুঝা দরকার ছিল। তাহলে এখন এসে আফসোস হতো না। আপনার সন্তানকে বন্ধুর মত করে সময় দিন, বুঝান... আর না বুঝলে উপরে ঔষধ লেখা আছে,খাওয়াতে পারেন।

এই স্ট্যাটাস এজন্যই লিখলাম, গত ২ দিনে ২ টা আত্মহত্যার খবর চোখে পড়েছে,এদের বয়স বড় জোর ১৭-১৮ হবে। একজন ট্রেনের নিচে ঝাপ দিয়েছে আইফোন আর রয়েল এনফিল্ডের জন্য আরেকজন বিষ খেয়েছে বাবা টাকা না দেয়াতে। কষ্ট করে বড় করা সন্তানরা যদি এভাবে মরে যায় তাহলে মা বাবার পরিশ্রম বৃথা হয়ে যায়। আর তাদের সুন্দর জীবনও নষ্ট হয়ে যায়। তাই তাদের বুঝাতে হবে, আর না বুঝলে ঔষধ দিতে হবে।

রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে কড়া শাসনের অভাবের কারণে সবকিছু বরবাদ হয়েছে। রাষ্ট্রকে যদি উন্নত করতে হয় কাজ শুরু করতে হবে নিজের সন্তান আর ছোট ভাইবোন থেকে। মন মানসিকতা আর চিন্তাধারা উন্নত না হলে সে জাতি সারাজীবন কমেডি করেই যাবে। আর প্রজন্ম জম্বি প্রজন্ম হয়ে যাবে, অলরেডি হয়ে যাচ্ছে...জম্বি দিয়ে ঘরের,রাষ্ট্রের কোনো কাজ নেই। আমাদের দরকার ভালো মানুষ, দক্ষ মানুষ, মানবিক মানুষ এবং উন্নত চিন্তাধারার মানুষ।

Live life in full bloom 🌺
02/07/2024

Live life in full bloom 🌺

07/02/2024

বর্তমান সময়ের বড় একটি সমস্যা সম্পর্কে আপনাদের সতর্ক করার জন্যেই এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার আশেপাশে, বন্ধু মহলে, আত্মীয় স্বজনে যারা এই ফাঁদে পা দেয় তারা যাতে বেঁচে যায়। ১৩ মিনিটের এই ভিডিওতে আপনাকে বুঝানোর চেষ্টা করা হয়েছে ফাঁদ সম্পর্কে। আশা করছি আপনি বুঝার চেষ্টা করবেন।

ধন্যবাদ...

02/12/2023

৫.৮ মাত্রার ভূমিকম্প
গভীরতা ১০ কিলোমিটার

23/11/2023

Apple থেকে সরানোর এক যুগ পর ফিরিয়ে আনা হয়েছিল স্টিভ জবস কে , আর OpenAI থেকে সরানোর ৫ দিনের মাথায় ফিরিয়ে আনা হয়েছে স্যাম অল্টম্যান কে। মাঝে এই কদিন কি কি হয়েছে চলুন দেখে নিই।



LIKE👍 COMMENT 💬 SHARE 🔄

এমেট শিয়ার গেমারদের জন্য একটি জনপ্রিয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও হিসাবে সর্বাধিক পরিচিত...
20/11/2023

এমেট শিয়ার গেমারদের জন্য একটি জনপ্রিয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও হিসাবে সর্বাধিক পরিচিত। তিনি গেমিং এবং ই -স্পোর্টস শিল্পের মধ্যে অনলাইন স্ট্রিমিং এবং এই কমিউনিটির সম্পৃক্ততার ল্যান্ডস্কেপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শিয়ার ২০১১ সালে টুইচ ইন্টারেক্টিভ সহ-প্রতিষ্ঠা করেছিলেন, মূলত একটি সাধারণ স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেটি Justin.tv এর সহায়ক হিসেবে কাজ করতো। টুইচ খুব দ্রুত সবার নজরে আসে এবং লাইভ ভিডিও গেম স্ট্রিমিংয়ের জন্য প্রভাবশালী প্ল্যাটফর্মে পরিণত হয়। ২০১৪ সালে, অ্যামাজন প্রায় ৯৭ কোটি মার্কিন ডলারে টুইচ কিনে নেয়।

গত ২ দিন ওপেন এআই এর অন্তর্বর্তীকালীন সিইও ছিলেন ছিলেন প্রতিষ্ঠানের সিটিও মিরা মুরাতি। এখন থেকে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে কাজ করবেন এমেট শিয়ার। সে জানিয়েছে যে সাবেক সিইও স্যাম অল্টম্যানের ব্যাপারটি নিয়ে নিরপেক্ষ তদন্ত করার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবে।

ভিডিওটি চট্টগ্রামের " হাটহাজারী এয়ারফিল্ড " নিয়ে বানানো, যে এয়ারফিল্ড টি বর্তমানে ধ্বংসস্তূপ অবস্থায় কিছুটা চিহ্ন আছে। ২...
15/11/2023

ভিডিওটি চট্টগ্রামের " হাটহাজারী এয়ারফিল্ড " নিয়ে বানানো, যে এয়ারফিল্ড টি বর্তমানে ধ্বংসস্তূপ অবস্থায় কিছুটা চিহ্ন আছে। ২য় বিশ্বযুদ্ধের সময় বার্মা অভিযানের জন্য এটি তৈরি করেছিলো ইউ এস এয়ার ফোর্স , কিন্তু ব্রিটিশ এয়ার ফোর্স ও এটি ব্যাবহার করেছিলো যৌথ অপারেশনের জন্য। না টেনে পুরো ভিডিও টি দেখবেন , ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল টি । এতে নতুন নতুন আরো তথ্যসমৃদ্ধ ভিডিও বানাতে আমাকে অনুপ্রেরণা জোগাবে। ধন্যবাদ...
Video Link: https://www.youtube.com/watch?v=T8L3p2G6vSw&t=14s&ab_channel=NoushadulAzam

ভিডিওটি চট্টগ্রামের " হাটহাজারী এয়ারফিল্ড " নিয়ে বানানো, যে এয়ারফিল্ড টি বর্তমানে ধ্বংসস্তূপ অবস্থায় কিছুটা চিহ্...

Address

Nasirabad I/A
Chittagong
4209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noushadul Azam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noushadul Azam:

Share