14/02/2024
SSC Candidate Batch 2024
তোমাদের জন্য কিছু পরামর্শ
১. পরীক্ষার আগের রাতে বিরাট যুদ্ধে অবতীর্ণ হবার মতোন পড়ো না৷ মাথা ঠাণ্ডা রাখো৷ একদম বেশি পড়ে পড়ে দুনিয়া উল্টে দিও না৷ যথাসম্ভব আগেভাগে শুয়ে পড়ো৷ বেশির থেকে বেশি বইখানা একটিবার রিভাইস দিতে পারো তখন৷
২. পরীক্ষার হলে যাবার আগে গোসল সেরে যাবতীয় আসবাবপত্র গুছিয়ে ঘর থেকে এসো৷ দুটো অতিরিক্ত কালো কলম নিও স্কেল, হাতঘড়িও নাও সঙ্গে৷ একটা পানির বোতলও নিতে ভুলো না যেনো৷
৩. পরীক্ষার হলে ঢোকার আগে প্রচুর পরিমাণে বই পড়া, পড়া সংক্রান্ত কোনো বিষয়ে খুব টেনশন করা, পরীক্ষার চিন্তায় একেবারে ভেঙে পড়া বাদ দাও৷ যা পড়ার আজকের দিনের সন্ধ্যে অবধি সেরে ফেলো৷
৪. পরীক্ষার এই সময়গুলিতে ফরজ নামাজের পাশাপাশি বাড়তি নফল নামাজও পড়ে নাও সুযোগ মিলতেই৷ জানো তো, নামাজে যাবতীয় দুশ্চিন্তা দূর হয়৷ অপার সাহায্যের হাতছানি মেলে৷ আর যারা রোজকার ফরজ নামাজই পড়ো না, তারা জেনে নাও—প্রতিটা প্রাপ্তবয়সী মুসলমানের ওপর নামাজ ফরজ৷ ছেড়ে দেয়া কঠোর গোনাহ৷ তাই বয়স হবার পর থেকে আজ অবধি যতো নামাজ ছুটে গেছে, সেগুলির পূরণ হিসেবে কাজা আদায় করো৷ হেলায়-খেলায় কতো নামাজ পেরিয়ে গেছে, যদি তার হিসেবই না থাকে, তাহলে মনকে জিজ্ঞেস করো৷ মন যা বলে, সেই মোতাবিক একটা ধারণা স্থির করো৷ পড়তে থাকো প্রতি নামাজ আদায়ের সঙ্গে ঐসব নামাজের বাড়তি হুবহু সেই ক'টি রাকাত৷ কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করো আল্লাহর দরবারে৷ প্রতিজ্ঞা করো, আর কখনও নামাজ ছাড়বে না৷ পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এবং নিজের পরিবারসহ বিশ্বমুসলিমের শান্তি কামনায় দোয়া করো৷ জানো তো! অপরের জন্য দোয়া করলে নিজের জন্য এমনিতেই দোয়া কবুল হয়ে যায়৷
৫. পরীক্ষা শুরু হবার কমপক্ষে ৩০মিনিট আগে পরীক্ষার হলে ঢোকো৷ সেখানে নামাজের ব্যবস্থা থাকলে দু'রাকাত নফল নামাজ আদায় করে নেও।' বেঞ্চিতে বসে কারোর সঙ্গে কথা বোলো না৷ ধীরস্থিরভাবে পড়তে থাকো সুরা ইয়াসিন, সুরা ফাতিহা, চার কুল, সুরা আর রহমান, সুরা ওয়াকিয়া৷ সঙ্গে বারবার পাঠ করতে থাকো কমপক্ষে দু-একটি পড়ে সঙ্গে দরুদ ও আয়াতুল কুর্সিসহ দোয়ায়ে ইউনুস পড়তে ভুলো না যেনো৷
৬. পরীক্ষার হলে ঢোকার আগে নিজের অনুভবটা একদম শুন্য করে নাও৷ একদম নিশ্চিন্তে হাসিমুখে সালাম দিয়ে প্রবেশ করো৷ জানো তো, ভালো শিক্ষার্থীরা পরীক্ষার হলে ঢুকলে ভীষণ খুশি হয়৷
৭.প্রশ্নপত্র হাতে আসতেই তড়িঘড়ি পড়া শুরু কোরো না কিন্তু৷ কাম ডাউন, রিল্যাক্স৷ ‘বিসমিল্লাহির রহমানির রহিম' পড়ো একবার৷ ‘রাব্বি যিদনি ইলমা' পড়ো এবার প্রশ্নপত্র চোখের সামনে মেলে ধরো৷ একে একে বুঝতে বুঝতে শুরু থেকে শেষ অবধি পুরো প্রশ্নটা পড়ে ফেলো৷ এরপর ভাবো, কোন প্রশ্নটি তোমার কাছে খুব সহজ এবং বেশ পড়া মনে হয়? সিদ্ধান্ত নাও, সেটিই সবার আগে লিখবে৷ চাই সেটি পাঁচনম্বর প্রশ্নই হোক না কেনো৷ ব্যস, ‘পাঁচনম্বর প্রশ্নের উত্তর' মোটা কালির শিরোনামে খাতা লেখা আরম্ভ করো৷
৮.পরীক্ষার খাতাটি যথাসাধ্য সুন্দর করার চেষ্টা করো৷ অল্প কথায়, সুন্দর হাতের লেখায়, সহজিয়া গদ্যে, মাধুর্যপূর্ণ উপস্থাপনায় সব ক'টি প্রশ্নের জবাব দাও৷
৯. পরীক্ষার হলে নিজেকে নিয়েই নিজে ব্যস্ত থেকো৷ বাড়ির কথা, বন্ধুদের আড্ডা, পড়শির বকুনি বিল্কুল মাথায় এনো না৷ আরেকটি কথা, খবরদার! নকল করবার চিন্তা কখনোই মাথায় আনবে না৷ যারা নকল করে পরীক্ষায় পাস করে, তারা সার্টিফিকেট পেলেও সমাজের নিচুশ্রেণির হয়৷
আশা করি তোমরা অনেক সুন্দর ভাবে পরিক্ষা দিবে তোমাদের জন্য দোয়া। 🌸