Orlando Farabi

Orlando Farabi শুধু নিজেকেই বিশ্বাস করাই উত্তম। কেননা সেখানে অন্যের বিশ্বাসঘাতকতা করার কোন সুযোগ বা ভয় নেই।

Introductory meeting with the newly appointed Police Commissioner, Chattogram Metropolitan Police and discussion with th...
08/09/2024

Introductory meeting with the newly appointed Police Commissioner, Chattogram Metropolitan Police and discussion with the Additional Police Commissioner about the traffic management system. Hopes for the change in the whole department 🇧🇩

রং তুলির মাধ্যমে সাজিয়ে তুলেছি নিজের প্রিয় মাতৃভূমিকে ❤️
09/08/2024

রং তুলির মাধ্যমে সাজিয়ে তুলেছি নিজের প্রিয় মাতৃভূমিকে ❤️

15/07/2024
02/05/2024

নকশি পিঠা 🍥🥟

আমার ও তাই মনে হয়😃
21/04/2024

আমার ও তাই মনে হয়😃

Ei Icecream ta shala khujei pai na. 2 taka diye khetam
19/04/2024

Ei Icecream ta shala khujei pai na. 2 taka diye khetam

😂😂
20/03/2024

😂😂

SSC Candidate Batch 2024 তোমাদের জন্য কিছু পরামর্শ ১. পরীক্ষার আগের রাতে বিরাট যুদ্ধে অবতীর্ণ হবার মতোন পড়ো না৷ মাথা ঠা...
14/02/2024

SSC Candidate Batch 2024
তোমাদের জন্য কিছু পরামর্শ

১. পরীক্ষার আগের রাতে বিরাট যুদ্ধে অবতীর্ণ হবার মতোন পড়ো না৷ মাথা ঠাণ্ডা রাখো৷ একদম বেশি পড়ে পড়ে দুনিয়া উল্টে দিও না৷ যথাসম্ভব আগেভাগে শুয়ে পড়ো৷ বেশির থেকে বেশি বইখানা একটিবার রিভাইস দিতে পারো তখন৷

২. পরীক্ষার হলে যাবার আগে গোসল সেরে যাবতীয় আসবাবপত্র গুছিয়ে ঘর থেকে এসো৷ দুটো অতিরিক্ত কালো কলম নিও স্কেল, হাতঘড়িও নাও সঙ্গে৷ একটা পানির বোতলও নিতে ভুলো না যেনো৷

৩. পরীক্ষার হলে ঢোকার আগে প্রচুর পরিমাণে বই পড়া, পড়া সংক্রান্ত কোনো বিষয়ে খুব টেনশন করা, পরীক্ষার চিন্তায় একেবারে ভেঙে পড়া বাদ দাও৷ যা পড়ার আজকের দিনের সন্ধ্যে অবধি সেরে ফেলো৷

৪. পরীক্ষার এই সময়গুলিতে ফরজ নামাজের পাশাপাশি বাড়তি নফল নামাজও পড়ে নাও সুযোগ মিলতেই৷ জানো তো, নামাজে যাবতীয় দুশ্চিন্তা দূর হয়৷ অপার সাহায্যের হাতছানি মেলে৷ আর যারা রোজকার ফরজ নামাজই পড়ো না, তারা জেনে নাও—প্রতিটা প্রাপ্তবয়সী মুসলমানের ওপর নামাজ ফরজ৷ ছেড়ে দেয়া কঠোর গোনাহ৷ তাই বয়স হবার পর থেকে আজ অবধি যতো নামাজ ছুটে গেছে, সেগুলির পূরণ হিসেবে কাজা আদায় করো৷ হেলায়-খেলায় কতো নামাজ পেরিয়ে গেছে, যদি তার হিসেবই না থাকে, তাহলে মনকে জিজ্ঞেস করো৷ মন যা বলে, সেই মোতাবিক একটা ধারণা স্থির করো৷ পড়তে থাকো প্রতি নামাজ আদায়ের সঙ্গে ঐসব নামাজের বাড়তি হুবহু সেই ক'টি রাকাত৷ কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করো আল্লাহর দরবারে৷ প্রতিজ্ঞা করো, আর কখনও নামাজ ছাড়বে না৷ পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এবং নিজের পরিবারসহ বিশ্বমুসলিমের শান্তি কামনায় দোয়া করো৷ জানো তো! অপরের জন্য দোয়া করলে নিজের জন্য এমনিতেই দোয়া কবুল হয়ে যায়৷

৫. পরীক্ষা শুরু হবার কমপক্ষে ৩০মিনিট আগে পরীক্ষার হলে ঢোকো৷ সেখানে নামাজের ব্যবস্থা থাকলে দু'রাকাত নফল নামাজ আদায় করে নেও।' বেঞ্চিতে বসে কারোর সঙ্গে কথা বোলো না৷ ধীরস্থিরভাবে পড়তে থাকো সুরা ইয়াসিন, সুরা ফাতিহা, চার কুল, সুরা আর রহমান, সুরা ওয়াকিয়া৷ সঙ্গে বারবার পাঠ করতে থাকো কমপক্ষে দু-একটি পড়ে সঙ্গে দরুদ ও আয়াতুল কুর্সিসহ দোয়ায়ে ইউনুস পড়তে ভুলো না যেনো৷

৬. পরীক্ষার হলে ঢোকার আগে নিজের অনুভবটা একদম শুন্য করে নাও৷ একদম নিশ্চিন্তে হাসিমুখে সালাম দিয়ে প্রবেশ করো৷ জানো তো, ভালো শিক্ষার্থীরা পরীক্ষার হলে ঢুকলে ভীষণ খুশি হয়৷

৭.প্রশ্নপত্র হাতে আসতেই তড়িঘড়ি পড়া শুরু কোরো না কিন্তু৷ কাম ডাউন, রিল্যাক্স৷ ‘বিসমিল্লাহির রহমানির রহিম' পড়ো একবার৷ ‘রাব্বি যিদনি ইলমা' পড়ো এবার প্রশ্নপত্র চোখের সামনে মেলে ধরো৷ একে একে বুঝতে বুঝতে শুরু থেকে শেষ অবধি পুরো প্রশ্নটা পড়ে ফেলো৷ এরপর ভাবো, কোন প্রশ্নটি তোমার কাছে খুব সহজ এবং বেশ পড়া মনে হয়? সিদ্ধান্ত নাও, সেটিই সবার আগে লিখবে৷ চাই সেটি পাঁচনম্বর প্রশ্নই হোক না কেনো৷ ব্যস, ‘পাঁচনম্বর প্রশ্নের উত্তর' মোটা কালির শিরোনামে খাতা লেখা আরম্ভ করো৷
৮.পরীক্ষার খাতাটি যথাসাধ্য সুন্দর করার চেষ্টা করো৷ অল্প কথায়, সুন্দর হাতের লেখায়, সহজিয়া গদ্যে, মাধুর্যপূর্ণ উপস্থাপনায় সব ক'টি প্রশ্নের জবাব দাও৷

৯. পরীক্ষার হলে নিজেকে নিয়েই নিজে ব্যস্ত থেকো৷ বাড়ির কথা, বন্ধুদের আড্ডা, পড়শির বকুনি বিল্কুল মাথায় এনো না৷ আরেকটি কথা, খবরদার! নকল করবার চিন্তা কখনোই মাথায় আনবে না৷ যারা নকল করে পরীক্ষায় পাস করে, তারা সার্টিফিকেট পেলেও সমাজের নিচুশ্রেণির হয়৷

আশা করি তোমরা অনেক সুন্দর ভাবে পরিক্ষা দিবে তোমাদের জন্য দোয়া। 🌸

Cambrian challengers  VS Orbit Coaching 🌸আমার কাছে মনে হয়, ক্রিকেটে বয়স কোনো বিষয় নয়। যদি আপনার দক্ষতা থাকে, আপনি খেলা চ...
07/02/2024

Cambrian challengers VS Orbit Coaching 🌸

আমার কাছে মনে হয়, ক্রিকেটে বয়স কোনো বিষয় নয়। যদি আপনার দক্ষতা থাকে, আপনি খেলা চালিয়ে যেতে পারবেন।

এ কেমন নারী যার আছে দাড়ি সে পড়েছে আবার শাড়ি 🙄🙄
16/01/2024

এ কেমন নারী যার আছে দাড়ি সে পড়েছে আবার শাড়ি 🙄🙄

12/01/2024

আজকে

শীত হঠাৎ কইরা এমন চেইত্যা গেলো ক্যান!

SSC শিক্ষাথীদের অবস্থা 😂
10/01/2024

SSC শিক্ষাথীদের অবস্থা 😂

Address

Chittagong
4211

Alerts

Be the first to know and let us send you an email when Orlando Farabi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Orlando Farabi:

Share

Category